প্রিয় ক্রিকেট ডটকমঃ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আয়ারল্যান্ড ক্রিকেট দল এখন বাংলাদেশে রয়েছে। উল্লেখ্য এবারের বাংলাদেশ সফরে আইরিশরা স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে,তিনটি টিটুয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে। ক্রিকেটামোদীদের সুবিধার্থে এখানে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার আসন্ন সিরিজসূচি ও দু'দলের মধ্যকার পরিসংখ্যান তুলে ধরা হলো।
ওয়ানডে সিরিজসূচি
১৮ মার্চ বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজসূচি এখানে দেখে নিন।
প্রথম ওয়ানডে
১৮ মার্চ,২০২৩ (দুপুর ২টা)
ভেন্যু - সিলেট।
দ্বিতীয় ওয়ানডে
২০ মার্চ,২০২৩ (দুপুর ২টা)
ভেন্যু- সিলেট।
তৃতীয় ওয়ানডে
২৩ মার্চ,২০২৩ (দুপুর ২.৩০টা)
ভেন্যু - সিলেট।
টিটুয়েন্টি সিরিজসূচি
২৭ মার্চ বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টিটুয়েন্টি সিরিজ শুরু হবে। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টিটুয়েন্টি সিরিজসূচি এখানে দেখে নিন।
প্রথম টিটুয়েন্টি
২৭ মার্চ,২০২৩ (দুপুর ২টা)
ভেন্যু - চট্টগ্রাম।
দ্বিতীয় টিটুয়েন্টি
২৯ মার্চ,২০২৩ (দুপুর ২টা)
ভেন্যু - চট্টগ্রাম।
তৃতীয় টিটুয়েন্টি
৩১ মার্চ,২০২৩ (দুপুর ২টা)
ভেন্যু- চট্টগ্রাম।
টেস্ট সূচি
৪ এপ্রিল বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। টেস্টের সূচি এখানে দেখে নিন।
১টি টেস্ট
৪-৮ এপ্রিল,২০২৩ ( সকাল ১০টা)
ভেন্যু- ঢাকা।
বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট পরিসংখ্যান
বাংলাদেশ ইতিপূর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে কোন টেস্ট ম্যাচ খেলে নি।
বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে পরিসংখ্যান
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে ইতিপূর্বে ১০টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে বাংলাদেশ ৭টিতে জয়লাভ করেছে ও আয়ারল্যান্ড ২টিতে জিতেছে। এছাড়া এ দু'দলের মধ্যকার একটি ওয়ানডে ম্যাচে ফল নিষ্পত্তি হয়নি।
বাংলাদেশ-আয়ারল্যান্ড টিটুয়েন্টি পরিসংখ্যান
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে ইতিপূর্বে ৫টি টিটুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে বাংলাদেশ ৩টি ম্যাচে জয়ী হয়েছে ও ১টি ম্যাচে আয়ারল্যান্ড জিতেছে (১টির ফল নিষ্পত্তি হয়নি)।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন