WHAT'S NEW?
Loading...

আসন্ন আইপিএলের সিডিউল ও অন্যান্য

                                                                 


প্রিয় ক্রিকেট ডটকমঃ এ মাসের শেষ দিকে (৩১ মার্চ)শুরু হচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ইতোমধ্যে আইপিএলের প্লেয়ার ড্রাফট,ম্যাচ সিডিউল ও ভেন্যু ইত্যাদি চূড়ান্ত হয়েছে। উল্লেখ্য আসন্ন আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৮মে তারিখে। ক্রিকেটামোদীদের সুবিধার্থে এখানে আসন্ন  টাটা আইপিএলের সিডিউল, ভেন্যু ইত্যাদি তুলে ধরা হলো।

সিডিউল : আসন্ন টাটা আইপিএল ৩১ মার্চ থেকে ২৮মে পর্যন্ত চলবে।


                                                                



ম্যাচসংখ্যা: এবারের টাটা আইপিএলে মোট ৭৪টি ম্যাচ খেলা হবে।


ভেন্যু তালিকা : এবারের টাটা আইপিএলের ম্যাচগুলো ভারতের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।আসন্ন আইপিএলের ভেন্যুতালিকা এখানে দেখে নিন।


১.আহমেদাবাদ 

২.মোহালী

৩.লক্ষ্মৌ

৪.হায়দরাবাদ 

৫.বেঙ্গালুরু 

৬.চেন্নাই 

৭.দিল্লি 

৮.গোয়াটি

৯.জয়পুর 

১০.মুম্বাই

১১.কলকাতা 

১২.ধর্মশালা 



টিম সংখ্যা : এবারের টাটা আইপিএলে মোট ১০টি অংশগ্রহণ করছে। আসন্ন টাটা আইপিএলের টিমতালিকা এখানে দেখে নিন।


১.মুম্বাই ইন্ডিয়ান্স

২.সিএসকে

৩.দিল্লি ক্যাপিটালস 

৪.আরসিবি 

৫.কেকেআর

৬.রাজস্থান রয়ালস

৭.পাঞ্জাব কিংস

৮.সানরাইজার্স হায়দরাবাদ

৯.গুজরাট টাইটান্স।

১০.লক্ষ্মৌ সুপার জায়ান্টস