প্রিয় ক্রিকেট ডটকমঃ ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অচিরেই হবে বলে শুনা যাচ্ছে। ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে এখানে একটি মডেল সাজেশন তুলে ধরা হলো।
২. শুদ্ধ বাক্য - গরু ছাগলের বিরাট হাট।রোগ বৃদ্ধি পেয়েছে।সকল ছাত্র উপস্থিত আছে।মেয়েটি বেশ বুদ্ধিমতী।ঘটনাটি অত্যন্ত লজ্জাকর।উপর্যুক্ত বানানটি শুদ্ধ নয়।
৩.বিপরীতার্থক শব্দ - মহাত্মা- দূরাত্মা।শোক-হর্ষ।মহাজন-খাতক।প্রচ্ছন্ন-ব্যক্ত।পরার্থ-স্বার্থ।শাসন-সোহাগ।স্বমত-পরমত।সুগম- দুর্গম।চিরায়ত-সাময়িক।
৫. Dynamic ও Deposit এর বাংলা অর্থ যথাক্রমে - গতিশীল ও আমানত। Embargo ও Exhibition এর বাংলা অর্থ যথাক্রমে- নিষেধাজ্ঞা ও প্রদর্শনী।Rangeও principle এর বাংলা অর্থ যথাক্রমে - এলাকা ও নীতি।Dual ও violation এর বাংলা অর্থ যথাক্রমে- দ্বৈত ও লঙ্ঘন।
৬. পরাশ্রয়ী ধ্বনি - ং,ং,৺।
৭.সার্থক বাক্যের বৈশিষ্ট্য - তিনটি।
৮.তালব্য ধ্বনি - চ,ছ,জ,ও,শ।
৯.ওষ্ঠ্য ধ্বনি - প,ফ,ব,ভ,ম।
১০.বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি - ৭টি।
১১. ফারসি শব্দ - আমদানি, দোকান,চশমা, চেহারা,তারিখ। পর্তুগিজ শব্দ -আয়া,আলপিন,কপি,কামরা,জানালা। তুর্কি শব্দ - উর্দি,কুলি,কোর্মা,বন্দুক,বারুদ,বাবা।ফরাসি শব্দ - কুপন,সাবান,ডিপো, রেস্তোরাঁ।
১২. মৌলিক শব্দ - হাত,পা,বাবা,মা,শাল।
১৩.বাংলা ভাষা যে ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত - ইন্দো-ইউরোপীয়।
১৪. কেন্তুমের যে দুটি শাখা এশিয়ার অন্তর্গত - হিত্তিক ও তুখারিক।
৫২.বিভিন্ন পত্রিকার সম্পাদকঃ সমাচার দর্পণ- জন ক্লার্ক মার্শম্যান।তত্ত্ববোধিনী-অক্ষয়কুমার দত্ত।পূর্বাশা- সঞ্জয় ভট্টাচার্য।বঙ্গদর্শন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সমকাল-সিকান্দার আবু জাফর।
৫৩.আধ্যাত্মিকা উপন্যাসের লেখক - প্যারীচাঁদ মিত্র।
৫৪.পথের দাবি উপন্যাসের লেখক - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৫৫.কপালকুন্ডলা, মৃণালিনী উপন্যাসের লেখক - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৫৬.বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক - মীর মশাররফ হোসেন।
৫৭.চতুরঙ্গ,শেষের কবিতা উপন্যাসের লেখক - রবীন্দ্রনাথ ঠাকুর।
৫৮.বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র - ইন্দ্রনাথ।
৫৯.সারেংবৌ উপন্যাসের লেখক - শহীদুল্লাহ কায়সার।
৬০.পদ্মাবতীর মাঝি, দিবারাত্রির কাব্য উপন্যাসের লেখক - মানিক বন্দ্যোপাধ্যায়।
৬১. মতিচূর, অবরোধবাসিনীর লেখক - বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
২১.world development report যে সংস্থার বার্ষিক প্রতিবেদন-বিশ্বব্যাংক।
২২.জাতিসংঘের স্থায়ী সদস্য - যুক্তরাষ্ট্র,রাশিয়া,ফ্রান্স,ব্রিটেন, চীন।
২৩.কালাপানি যে দুই রাষ্ট্রের মধ্যে অমিমাংসিত ভূখন্ড- ভারত ও নেপাল।
২৪.সলোমন দ্বীপপুঞ্জ যে মহাসাগরে অবস্থিত - প্রশান্ত মহাসাগর।
২৫. ২০২৩ এ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে - জাপান,ইকুয়েডর, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ড।
২৬. ভারতের সুপ্রীম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি - ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়।
২৭.এসভিআর যে দেশের গোয়েন্দা সংস্থা - রাশিয়া।
২৮.২০২২ সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট সি জিনপিং প্রথম সরাসরি বৈঠক করেন - বালি, ইন্দোনেশিয়া।
২৯.ICSID এর বর্তমান সদস্য - ১৫৬টি।
৩০.১৭তম জি২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - বালি,ইন্দোনেশিয়া।
৩১. বর্তমানে স্বাদু পানির মৎস উৎপাদনে শীর্ষ দেশ - ভারত।
৩২.অষ্টম টিটুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় - ইংল্যান্ড।
৩৩.মেস্কিকোর প্রথম নারী প্রধান বিচারপতি - নরমা লুসিয়া পিনা।
৩৪.আসিয়ানের ১১তম সদস্য - পূর্বতিমুর।
৩৫. আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বর্তমান সদস্য সংখ্যা - ১৭৫।
৩৬.বর্তমানে সামরিক ব্যয় রেঙ্কিংয়ে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র।
৩৭.যে তারিখে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রথমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব গৃহীত হয় - ২১ডিসেম্বর,২০২২।
৩৮.নেপালের বর্তমান প্রধানমন্ত্রী - পুষ্প কমল দহল।
৩৯. ইউরোপীয় ইউনিয়নের যতগুলো দেশ ইউরো মুদ্রা চালু করেছে - ২০টি।
৪০.জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার বর্তমান সদস্য সংখ্যা - ১৭১।
৪১.ফুটবলের রাজা পেলে মারা যান - ২৯ ডিসেম্বর,২০২২।
৪২. ৪৯তম জি৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে - হিরোশিমা, জাপান।
৪৩.জিবুতি দেশটি অবস্থিত - এডেন উপসাগরের পাশে।
৪৪. নাথুলা পাস যে দুই দেশকে পৃথক করেছে - ভারত-চীন।
৪৫. জাতিসংঘ টেকসই উন্নয়নের লক্ষ্য - ১৭টি।
৪৬. মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম - ন্যাশনাল ইউনিটি সরকার।
৪৭. বলকান রাষ্ট্র - আলবেনিয়া, বুলগেরিয়া,ক্রোয়েশিয়া, রোমানিয়া প্রভৃতি।
৪৮.দক্ষিণ-পূর্ব এশিয়ার যে দেশ কখনো ঔপনিবেশিক শাসনে ছিল না - থাইল্যান্ড।
৪৯. বিভিন্ন দেশের রাজধানী:কসোভো- প্রিষ্টিনা, রোমানিয়া-বুখারেষ্ট,সেনেগাল-ডাকার।
৫০.ওশেনিয়া অঞ্চলের দেশ - নাউরু।
৫১. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন - ইলেক্টোরাল কলেজের ভোটে।
৫২.মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয়কে বলা হয় - ওভাল অফিস।
৫৩.যে দেশের সংবিধান অলিখিত - যুক্তরাজ্য।
৫৪.ব্রিটেনের প্রশাসনিক সদরদপ্তরকে বলা হয় - হোয়াইট হল।
৫৫.সিআইএস(CIS) এর সদস্য - ১০টি।
৫৬. গ্ৰেট হল অবস্থিত - চীনে।
৫৭.আকসাই-চীন মহাসড়ক অবস্থিত - কাশ্মিরে।
৫৮.ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন - রাজেন্দ্র প্রাসাদ।
৫৯.ভারতের মোট অঙ্গরাজ্য - ২৯টি।
৬০.বেলফোর ঘোষণা যে রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত - ইসরায়েল।
৬১.স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় - আলজেরিয়া।
৬২.বিভিন্ন দেশের মুদ্রা: জার্মানি-ইউরো,চীন-ইউয়ান,সুইডেন-ক্রোনা,রাশিয়া-রুবল।
৬৩.বিভিন্ন দেশকে বিভক্তকারী সীমারেখা : উওর ও দক্ষিণ কোরিয়া:৩৮° উওর অক্ষরেখা, পাকিস্তান ও আফগানিস্তান:ডুরাল্ড লাইন, যুক্তরাষ্ট্র ও কানাডা : ৪৯° উওর অক্ষরেখা।
৬৪. পৃথিবীর বৃহত্তম মহাসাগর - প্রশান্ত মহাসাগর।
৬৫. পানামা খাল পৃথক করেছে-আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে।
৬৬. পৃথিবীর দীর্ঘতম নদী - নীলনদ।
৬৭. বিশ্বের সর্বাধিক ধান উৎপাদনকারী দেশ - চীন।
৬৮.ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয় - ১৯৪৫ সালে।
৬৯.জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী দেশ - ৫০টি।
৭০. বিভিন্ন সংস্থার সদরদপ্তর:আন্তর্জাতিক আদালত - হেগ,আসিয়ান-জাকার্তা,ন্যাটো-ব্রাসেলস,অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল-লন্ডন,গ্ৰিনপিস-আমস্টারডাম।
৭১. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO)বর্তমান সদস্য সংখ্যা - ১৬৪।
৭২. বিভিন্ন দেশের সংবাদসংস্থা : এপি-যুক্তরাষ্ট্র,তাস-রাশিয়া, রয়টার্স-যুক্তরাজ্য।
৭৩.বিভিন্ন স্থানের উপনাম: নীলনদের দেশ- মিশর,সাত পাহাড়ের দেশ - রোম।
৭৪. বিভিন্ন দিবস : বিশ্ব স্বাস্থ্যদিবস-৭ এপ্রিল,বিশ্ব পানি দিবস-২২ মার্চ,বিশ্ব নারী দিবস- ৮ মার্চ,বিশ্ব পরিবেশ দিবস-৫ জুন।
৭৫.দি ক্ল্যাস অব সিভিলাইজেশন গ্ৰন্থের লেখক - স্যামুয়েল হ্যান্টিংটন।
৭৬. সিটিবিটি যে উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছিল- পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ।
৭৭. প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় - ১৯৮৪ সালে।
৭৮.এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা -৯২।
৭৯. আন্তর্জতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান সদস্য সংখ্যা -১০২।
৮০. কমনওয়েলথের বর্তমান চেয়ারপার্সন - পল কাগালো।
৮১.ওপেকের বর্তমান মহাসচিব - হাইতাম আল গাইস।
৮২. সার্কভুক্ত দেশগুলোর মধ্যে গড়আয়ুতে শীর্ষ দেশ - মালদ্বীপ।
৮৩.২০২২ সালে সাহিত্যে নোবেল জয়ী - অ্যানি অ্যানক্স।
৮৪.ভারতের কংগ্ৰেসের বর্তমান সভাপতি - মল্লিকার্জুন খাড়গে।
৮৫.২০২২ ফিফা কাতার বিশ্বকাপে গোল্ডেন বল পান - লিওনেল মেসি।
৮৬.২০২২ ফিফা কাতার বিশ্বকাপের মাসকট- লায়েব।
গাণিতিক যুক্তি
গণিতের নিম্নোক্ত অধ্যায়গুলো প্র্যাকটিস করতে হবে। এছাড়া নিম্নোক্ত ধরনের অংশগুলো দেখতে পারেন।
বাস্তব সংখ্যা, শতকরা,লাভক্ষতি,সরল ও যৌগিক মুনাফা,বীজগাণিতিক সূত্রাবলি,সূচক,লগারিদম,সমান্তর ও গুণোত্তর ধারা,অনুপাত,রেখা,কোণ ও বৃত্ত সংক্রান্ত জ্যামিতি,পরিমিতি সরলরেখা ও ঘনবস্তু,সেট ও সম্ভাব্যতা।
১.সুদের হার কত হলে ১০০টাকা সরল সুদে ৮ বছরে দ্বিগুণ হবে ? উত্তর : ১২.৫%।
২.লেবুর দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্ব অপেক্ষা দুটি লেবু বেশি পাওয়া গেলে বর্তমানে ১টি লেবুর দাম কত? উত্তর:১.৫০টাকা।
৩.৬০ লিটার শরবতে আম ও কমলার অনুপাত ২:১।কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১:২ হবে? উত্তর : ৬০ লিটার।
৪.দুটি সংখ্যার গসাগু ১১ ও লসাগু ৭৭০০।একটি সংখ্যা ২৭৫ হলে অপর সংখ্যাটি ? - উত্তর:৩০৮।
৫.a-b=2 এবং ab =24 হলে ,a এর ধনাত্মক মান হবে? উত্তর:6।
৬.log3(1/9) এর মান ? উত্তর: -2।
৭.একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি -48 এবং পঞ্চম পদটি 3/4 হলে সাধারণ অনুপাত ? উত্তর : -1/4।
৮.১৪ জন খেলোয়াড়ের মধ্য থেকে নির্দিষ্ট একজন অধিনায়কসহ ১১ জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে? উত্তর:২৮৬।
৯.A={x:x মৌলিক সংখ্যা এবং x≤5} হলে P(A) এর সদস্য সংখ্যা কত? উত্তর:8
১০.∆ABC এ <A=40°,<B=70° হলে ∆ABC কোন ধরনের ত্রিভুজ? উত্তর:সমদ্বিবাহু ত্রিভুজ।
১১. বৃত্তের সমীকরণ হচ্ছে : x²+y²=16।
সাধারণ বিজ্ঞান
১.যে ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে - পারদ।
২.মৌমাছি চাষকে বলা হয় - এপিকালচার।
৩.কাজের একক - জুল।
৪.যকৃতের রোগ - জন্ডিস।
৫.যে মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম - বায়বীয় পদার্থ।
৬. যে তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি - ৪°।
৭.সাতার কাটা সহজ - সাগরে।
৮.বাতাসের আদ্রর্তা বেড়ে গেলে - শব্দের বেগ বেড়ে যায়।
৯.প্রতিফলিত শব্দকে বলা হয় - প্রতিধ্বনি।
১০.তাপ সঞ্চালনের পদ্ধতি - তিনটি।
১১.প্রেসার কুকারে পানির স্ফুটনাংক - বেশি হয়।
১২.যে রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম - সাদা।
১৩.রেফ্রিজারেটরে ব্যবহ্নত হয় - আমোনিয়া ও ফ্রেয়ন।
১৪.সর্বাপেক্ষা ছোট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে - গামা রশ্মি।
১৫.বৈদ্যুতিক জেনারেটর যেভাবে কাজ করে- যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে।
১৬.বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে যে ধরনের তার ব্যবহৃত হয় - নাইক্রোম তার।
১৭. ক্যান্সার, টিউমার প্রভৃতি রোগের চিকিৎসায় ব্যবহ্নত হয় - গামা রশ্মি।
১৮.ট্রানজিষ্টর কত ধরনের - ২ ধরনের।
১৯.সিলিকনের ব্যবহার যে শিল্পে বেশি - ইলেকট্রনিক্স শিল্পে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন