WHAT'S NEW?
Loading...

বাংলাদেশের শীর্ষ ১০ ওডিআই বোলার

                                                               
                                              ছবি: সাকিব আল হাসান
     


প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি  বাংলাদেশের প্রথম বোলার হিসেবে সাকিব আল হাসান ওডিআই ক্রিকেটে ৩০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত ওডিআই সিরিজে সাকিব এই মাইলফলক স্পর্শ করেন। উল্লেখ্য একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্ৰাহকও সাকিব। ওডিআই ক্রিকেটে বাংলাদেশের সর্বাধিক উইকেট সংগ্ৰাহক শীর্ষ ১০ বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।


বাংলাদেশের শীর্ষ ১০ ওডিআই বোলার 

বাংলাদেশের হয়ে ওডিআই ক্রিকেটে সর্বাধিক উইকেট সংগ্ৰাহক শীর্ষ ১০ বোলারের পরিসংখ্যান এখানে দেখে নিন।

১. সাকিব আল হাসান - ২২৭ ম্যাচে ৩০০ উইকেট।

২.মাশরাফি বিন মুর্তজা - ২১৮ ম্যাচে ২৬৯ উইকেট।

৩.আব্দুর রাজ্জাক - ১৫৩ ম্যাচে ২০৭ উইকেট।

৪.মুস্তাফিজুর রহমান - ৮৫ ম্যাচে ১৪২ উইকেট।

৫. রুবেল হোসেন - ১০৪ ম্যাচে ১২৯ উইকেট।

৬. মোঃ রফিক - ১২৩ ম্যাচে ১১৯ উইকেট।

৭. মেহেদী হাসান মিরাজ - ৭০ ম্যাচে ৮৪ উইকেট।

৮.মাহমুদুল্লাহ রিয়াদ - ২১৮ ম্যাচে ৮২ উইকেট।

৯.তাসকিন আহমেদ - ৫৪ ম্যাচে ৭৩ উইকেট।

১০.শফিউল ইসলাম - ৬০ ম্যাচে ৭০ উইকেট।