WHAT'S NEW?
Loading...

দক্ষিণ আফ্রিকার শীর্ষ ৫ টিটুয়েন্টি অধিনায়ক

                                                                 
                                                ছবি:এইডেন মার্করাম


প্রিয় ক্রিকেট ডটকমঃ এইডেন মার্করামকে দক্ষিণ আফ্রিকার নতুন টিটুয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে।এর ফলে মার্করাম টেম্বা বাভুমার স্থলাভিষিক্ত হলেন। উল্লেখ্য এর আগে দক্ষিণ আফ্রিকার টিটুয়েন্টি অধিনায়ক ছিলেন টেম্বা বাভুমা। এখানে দক্ষিণ আফ্রিকার শীর্ষ ৫ টিটুয়েন্টি অধিনায়কের পরিসংখ্যান তুলে ধরা হলো।


১. ফাফ ডু প্লেসিস 


 ৩৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।


২৩টি ম্যাচে জয় রয়েছে।


১৩টি ম্যাচে পরাজয় রয়েছে।


১টি ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি।



২.গ্ৰায়েম স্মিথ 


২৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ।


১৮টি ম্যাচে জয় রয়েছে।


৯টি ম্যাচে পরাজয় রয়েছে।



৩.টেম্বা বাভুমা 


২৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ।


১৫টি ম্যাচে জয় রয়েছে।


৯টি ম্যাচে পরাজয় রয়েছে।


১টি ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি।



৪.এবি ডিভিলিয়ার্স 


১৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ।


৮টি ম্যাচে জয় রয়েছে ।


৯টি ম্যাচে পরাজয় রয়েছে।


১টি ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি।



৫.জোয়ান বোথা 


১১টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।


৮টি ম্যাচে জয় রয়েছে।


৩টি ম্যাচে পরাজয় রয়েছে।