WHAT'S NEW?
Loading...

সোহেল তানভিরের অবসর ও অন্যান্য

                                                                
                                              ছবি: সোহেল তানভির


প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের পেসার সোহেল তানভির। উল্লেখ্য সোহেল তানভির পাকিস্তানের হয়ে টেস্ট, ওয়ানডে ও টিটুয়েন্টি ক্রিকেট খেলেছেন। সোহেল তানভিরের ক্যারিয়ার ও অন্যান্য এখানে দেখে নিন।


টেস্ট ক্যারিয়ার 


সোহেল তানভিরের টেস্ট অভিষেক হয় ২০০৭ সালে।  এই পেসার পাকিস্তানের হয়ে ২টি টেস্ট খেলেছেন যেখানে তিনি ৫টি উইকেট নিয়েছেন।


ওয়ানডে ক্যারিয়ার 


২০০৭ সালে সোহেল তানভিরের ওয়ানডে অভিষেক হয়।এই পেসার পাকিস্তানের হয়ে ৬২টি ওয়ানডে ম্যাচ খেলে ব্যাট হাতে ৩৯৯ রান ও বল হাতে ৭১টি উইকেট নিয়েছেন।


টিটুয়েন্টি ক্যারিয়ার 


সোহেল তানভিরের আন্তর্জাতিক টিটুয়েন্টিতে অভিষেক হয় ২০০৭ সালে।সোহেল তানভির পাকিস্তানের হয়ে ৫৭টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১৯৬ রান ও বল হাতে ৫৪টি উইকেট নেন।


সোহেল তানভিরের অজানা রেকর্ড 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্যঅবসরে যাওয়া সোহেল তানভিরের ক্যারিয়ারের বিভিন্ন অজানা রেকর্ড এখানে দেখে নিন।

১. সোহেল তানভির পেসার হিসেবে  দলভুক্ত হলেও নিজের অভিষেক  টেস্ট ম্যাচে(প্রতিপক্ষ ভারত) প্রথম ৩ ওভার স্পিন বোলিং করেছিলেন।


২. মূলত বোলার হলেও সোহেল তানভির ব্যাটিংও করতে পারেন।২০০৮ সালে এশিয়া কাপের একটি ম্যাচে(প্রতিপক্ষ হংকং) এই ক্রিকেটার ম্যাচ জেতানো ফিফটি করেছিলেন।


৩.আইপিএলের প্রথম আসরে এই পাক পেসার ( রাজস্থান রয়্যালস হয়ে খেলেছিলেন) শীর্ষ উইকেট শিকারি হিসেবে পার্পল ক্যাপ পেয়েছিলেন।


৪.আইপিএলে সোহেল তানভিরের একটি বোলিং ফিগার (৬/১৪)এখনও এই টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা বোলিং ফিগার হয়ে রয়েছে।