WHAT'S NEW?
Loading...

নারী টিটুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল পরিসংখ্যান

                                                                   
                                     ছবি: অষ্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল


প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের আইসিসি নারী টিটুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে অষ্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। ফাইনালে অষ্ট্রেলিয়া নারী ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলকে ১৯ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উল্লেখ্য এরফলে অষ্ট্রেলিয়া নারী ক্রিকেট দল ৬ষ্ঠ বারের মতো আইসিসি নারী টিটুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল। আইসিসি নারী টিটুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল পরিসংখ্যান এখানে দেখে নিন।


নারী টিটুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন পরিসংখ্যান

আইসিসি নারী টিটুয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যে ৮টি আসর অনুষ্ঠিত হয়েছে। নারী টিটুয়েন্টি বিশ্বকাপে অষ্ট্রেলিয়া সর্বাধিক ৬বার চ্যাম্পিয়ন হয়েছে । আইসিসি নারী টিটুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ( চ্যাম্পিয়ন ও রানার্সআপ) পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।

১ম আসর,২০০৯ 


চ্যাম্পিয়ন - ইংল্যান্ড 
রানার্সআপ - নিউজিল্যান্ড 

২য় আসর,২০১০ 


চ্যাম্পিয়ন - অষ্ট্রেলিয়া 
রানার্সআপ - নিউজিল্যান্ড 

৩য় আসর, ২০১২ 


চ্যাম্পিয়ন - অষ্ট্রেলিয়া 
রানার্সআপ - ইংল্যান্ড 

৪র্থ আসর,২০১৪ 


চ্যাম্পিয়ন - অষ্ট্রেলিয়া 
রানার্সআপ - ইংল্যান্ড 

৫ম আসর,২০১৬ 


চ্যাম্পিয়ন - ওয়েষ্ট ইন্ডিজ 
রানার্সআপ - অষ্ট্রেলিয়া 

৬ষ্ঠ আসর,২০১৮ 


চ্যাম্পিয়ন - অষ্ট্রেলিয়া 
রানার্সআপ - ইংল্যান্ড

৭ম আসর,২০২০ 


চ্যাম্পিয়ন - অষ্ট্রেলিয়া 
রানার্সআপ - ভারত 

৮ম আসর,২০২৩


চ্যাম্পিয়ন - অষ্ট্রেলিয়া 
রানার্সআপ - দক্ষিণ আফ্রিকা