WHAT'S NEW?
Loading...

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

                                                                


প্রিয় ক্রিকেট ডটকমঃ আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস।১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের  স্বাধীনতা যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। এছাড়া এই দিনে বাংলাদেশের চূড়ান্ত স্বাধীনতা যুদ্ধ শুরু হয়।এই ১৯৭১ সালের সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেইসাথে এখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করছি।


বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গুরুত্বপূর্ণ তথ্যাবলি


বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেখে নিন।

১.মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে  ভাগ করা - ১১টি সেক্টরে।

২.মুক্তিযুদ্ধের সময় নৌপথ ছিল - ১০ নম্বর সেক্টরের অধীন।

৩.স্বাধীনতা যুদ্ধে বীরপ্রতীক খেতাব পান - ৪২৬ জন।

৪.বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক-  ডব্লিউ এস ওডারল্যান্ড।

৫.বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা - যশোর।

৬.মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম ছিল - ১ নম্বর সেক্টরের অধীন।

৭.বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় - মুজিবনগর হতে।

৮.মুক্তিযুদ্ধের সময় সিলেট ছিল - ৪ ও ৫ নম্বর সেক্টরের অধীন।

৯.স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য যতজন মহিলাকে বীরপ্রতীক উপাধি দেয়া হয় - ২ জন।

১০. মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন - এম এ জি ওসমানী।

১১. ওসমানী সেনাপ্রধান নিযুক্ত হন - ১৭ এপ্রিল,১৯৭১।

১২.মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধি ছিলেন- এয়ার কমোডর এ.কে.খন্দকার।

১৩.মুক্তিযুদ্ধে মোট সেক্টর কমান্ডার ছিলেন - ২০ জন।

১৪.মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নিয়েছিল - ১ কোটি মানুষ।

১৫.বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আমেরিকান রাষ্ট্র - কানাডা।

১৬.যে অ-আরব মুসলিম দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়- মালয়েশিয়া।

১৭.বাংলাদেশকে স্বীকৃত দানকারী প্রথম ইউরোপীয় দেশ - পূর্ব জার্মানি।

১৮.বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ-পোল্যান্ড।

১৯.মুজিবনগর স্মৃতিসৌধের ডিজাইনার - স্থপতি তানভির করিম।

২০.শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি - মোস্তফা হারুন কুদ্দুস হিলি।

২১. সাবাস বাংলাদেশ স্মৃতিসৌধের স্থপতি - শিল্পী নিতুন কুন্ডু।

২২. মেজর ওসমান চৌধুরী যে সেক্টরের কমান্ডার ছিলেন - ৮ নম্বর সেক্টর।

২৩.মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম প্রামাণ্যচিত্র - স্টপ জেনোসাইড।

২৪.যে পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি আখ্যা দেয় - নিউজ উইকস।

২৫.২৬শে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় - ১৯৮০ সালে।

২৬.বাংলাদেশের জাতীয় প্রতীক - শাপলা।





আম্পায়ার আলিম দারের অবসর

                                                                  
                                                   ছবি: আলিম দার


প্রিয় ক্রিকেট ডটকমঃ আম্পায়ারিং ক্যারিয়ারের ইতি টানলেন পাকিস্তানের আলিম দার।সম্প্রতি এই অভিজ্ঞ আম্পায়ার আইসিসি এলিট প্যানেল অব আম্পায়ার্স থেকে সরে দাঁড়ান।আলিম দারের খেলোয়াড়ি জীবন ও আম্পায়ারিং ক্যারিয়ার এখানে দেখে নিন।


ক্রিকেট ক্যারিয়ার 


আলিম দার পাকিস্তানের বিভিন্ন টিমের হয়ে ফাষ্টক্লাস ও লিষ্ট'এ' ক্রিকেট খেলেছেন।খেলোয়াড়িজীবনে দার লেগস্পিনার ছিলেন।আলিম দার গুজরানওয়ালা ক্রিকেট এসোসিয়েশন,লাহোর ক্রিকেট দল প্রভৃতির হয়ে ফাষ্টক্লাস ক্রিকেট খেলেছেন।আলিম দার ১৭টি ফাষ্টক্লাস ম্যাচ খেলে ১১টি উইকেট নেন। এছাড়া দার ১৮টি লিষ্ট'এ' ম্যাচ খেলে ১৫টি উইকেট নেন।


আম্পায়ারিং ক্যারিয়ার 


আলিম  দার ২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেন।অবসর নেয়ার আগে এই পাক আম্পায়ার ১৪৪টি টেস্ট ম্যাচ,২২২টি ওয়ানডে ম্যাচ ও ৬৯টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন।



আলিম দারের অজানা রেকর্ড 

আলিম দারের ক্যারিয়ারের কিছু অজানা রেকর্ড এখানে দেখে নিন।

১.আলিম দার আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ফাষ্টক্লাস ক্রিকেট খেলেছেন।


২. খেলোয়াড়ি জীবনে আলিম দার লেগস্পিনার ছিলেন।


৩.আলিম দার গুজরানওয়ালা ক্রিকেট এসোসিয়েশন, লাহোর ক্রিকেট দল প্রভৃতির হয়ে ফাষ্টক্লাস ক্রিকেট খেলেছেন।


৪. আলিম ১৭টি ফাষ্টক্লাস ম্যাচ খেলে ১১টি উইকেট নেন।


৫.২০০৪ সালে দার প্রথম পাকিস্তানি হিসেবে আইসিসির সেরা আম্পায়ার তালিকায় অন্তর্ভুক্ত হন।


৬.আলিম দার ২০০৫,২০০৬,২০০৯,২০১০ ও ২০১১ সালে আইসিসির বর্ষসেরা আম্পায়ার মনোনিত হন।



বাংলাদেশের শীর্ষ ৫ ওডিআই ব্যাটার

                                                                 
                                ছবি: মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান                   


প্রিয় ক্রিকেট ডটকমঃসম্প্রতি সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে ওডিআই ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। এরফলে বাংলাদেশের তিনজন ব্যাটার ওডিআই ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন। উল্লেখ্য এর আগে তামিম ইকবাল বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওডিআই ক্রিকেটে ৭ হাজারের বেশি রান করেন। বাংলাদেশের হয়ে ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক শীর্ষ ৫ ব্যাটারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।


বাংলাদেশের শীর্ষ ৫ ওডিআই ব্যাটার 


বাংলাদেশের হয়ে ওডিআই ক্রিকেটে এই মুহূর্তে সর্বোচ্চ রান করেছেন তামিম ইকবাল। এখানে বাংলাদেশের শীর্ষ ৫ ওডিআই ব্ল্যাটারের পরিসংখ্যান দেখে নিন।

১. তামিম ইকবাল 


২৩৭ ম্যাচে ৮২১০ রান


১৪টি সেঞ্চুরি ও ৫৫টি ফিফটি।



২.সাকিব আল হাসান 


২৩০ ম্যাচে ৭০৮৬ রান


৯টি সেঞ্চুরি ও ৫৩টি ফিফটি।



৩.মুশফিকুর রহিম 


২৪৫ ম্যাচে ৭০৪৫ রান 


৯টি সেঞ্চুরি ও ৪৩টি ফিফটি।



৪.মাহমুদুল্লাহ রিয়াদ 


২১৮ ম্যাচে ৪৯৫০ রান


৩টি সেঞ্চুরি ও ২৭টি ফিফটি।



৫. মোঃ আশরাফুল 


১৭৫ ম্যাচে ৩৪৬৮ রান


৩টি সেঞ্চুরি ও ২০টি ফিফটি।





ফাস্টক্লাস ক্রিকেট থেকে পেইনের অবসর

                                                                
                                                    ছবি: টিম পেইন


প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি ফাস্টক্লাস ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অষ্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক টিম পেইন। উল্লেখ্য টিম পেইন অষ্ট্রেলিয়ার হয়ে টেস্ট, ওয়ানডে ও টিটুয়েন্টি ক্রিকেট খেলেছেন। এছাড়া এই উইকেটরক্ষক-ব্যাটারের দীর্ঘ ফ্লাস্টক্লাস ক্যারিয়ারও রয়েছে। এখানে টিম পেইনের ক্যারিয়ারের বিস্তারিত তুলে ধরা হলো।


টেস্ট ক্যারিয়ার 


টিম পেইনের টেস্ট অভিষেক হয় ২০১০ সালে। পেইন অষ্ট্রেলিয়ার হয়ে ৩৫টি টেস্ট খেলে ১৫৩৪ রান করেন। এছাড়া টেস্ট ক্রিকেটে পেইনের ডিসমিশাল ১৫৭টি।


ওয়ানডে ক্যারিয়ার 


টিম পেইনের ওয়ানডে অভিষেক হয় ২০০৯ সালে। পেইন অষ্ট্রেলিয়ার হয়ে ৩৫টি ওয়ানডে ম্যাচ খেলে ৮৯০ রান করেন। পেইনের ওয়ানডে ডিসমিশাল সংখ্যা ৫৫।


টিটুয়েন্টি ক্যারিয়ার 


টিম পেইনের আন্তর্জাতিক টিটুয়েন্টি অভিষেক ২০০৯ সালে। তিনি ১২টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ৮২ রান করেন।পেইনের আন্তর্জাতিক টিটুয়েন্টি ডিসমিশাল ১৩টি।


ফাষ্টক্লাস ক্যারিয়ার 


টিম পেইনের ফাষ্টক্লাস ক্রিকেটে অভিষেক হয় ২০০৬ সালে। তিনি ১৫০টি ফাষ্টক্লাস ম্যাচ খেলে ৬৩৯৫ রান করেন।পেইনের ফাষ্টক্লাস ডিসমিশাল ৫৪০টি।


পেইনের অজানা রেকর্ড 


টিম পেইনের ক্যারিয়ারের বিভিন্ন অজানা রেকর্ড এখানে দেখে নিন।

১.টিম পেইন অষ্ট্রেলিয়ার ৫ম উইকেটরক্ষক-অধিনায়ক ছিলেন।


২.টিম পেইন অষ্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে কমবয়সী(১৬বছর) চুক্তিবদ্ধ প্লেয়ার।


৩.পেইন ২০০৪ সালে অষ্ট্রেলিয়ার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ টিমের অধিনায়ক ছিলেন।


৪.পেইন ইংল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম  ওয়ানডে ফিফটি ও ওয়ানডে সেঞ্চুরি করেন।



নিউজিল্যান্ডের শীর্ষ ৫ টেস্ট ব্যাটার

                                                                  
                                              ছবি: কেন উইলিয়ামসন


প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি কেন উইলিয়ামসন শ্রীলঙ্কার বিপক্ষে ২য় টেস্ট ম্যাচে প্রথম কিউই ব্যাটার হিসেবে টেস্টে  ৮হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। এরফলে একই সাথে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট রানের মালিকও এখন এই ব্যাটার। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক শীর্ষ ৫ ব্ল্যাটারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।


নিউজিল্যান্ডের শীর্ষ ৫ টেস্ট ব্যাটার 


এযাবতকালে নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক কেন উইলিয়ামসন। এখানে নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক শীর্ষ ৫ ব্যাটারের পরিসংখ্যান দেখে নিন।

১.কেন উইলিয়ামসন 


৯৪ টেস্টে ৮১২৪ রান।


২.রস টেলর 


১১২ টেস্টে ৭৬৮৩ রান।


৩.স্টিফেন ফ্লেমিং 


১১১ টেস্টে ৭১৭২ রান।


৪.ব্রেন্ডন ম্যাককালাম 


১০১ টেস্টে ৬৪৫৩ রান।


৫.মার্টিন ক্রো 


৭৭ টেস্টে ৫৪৪৪ রান।



পিএসএলের সেরা পারফরমার

                                                                  
                                             ছবি: লাহোর কালান্দার্স


প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৮ম আসর সমাপ্ত হয়েছে।পিএসএলের এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স।  ফাইনালে লাহোর কালান্দার্স মুলতান সুলতান্সকে ১ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।সদ্যসমাপ্ত ৮ম পিএসএলের সেরা পারফরমারদের (সেরা পাঁচ ব্যাটার ও বোলার) পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।


সেরা ৫ ব্যাটার 


সদ্যসমাপ্ত ৮ম পাকিস্তান সুপার লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মুলতান সুলতান্সের মোঃ রিজওয়ান। এখানে ৮ম পিএসএলের সেরা ৫ ব্যাটারের পরিসংখ্যান দেখে নিন।

১. মোঃ রিজওয়ান (মুলতান সুলতান্স) 

১২ ম্যাচে ৫৫০ রান।

২.বাবর আজম (পেশোয়ার জালমি) 

১১ ম্যাচে ৫২২ রান।

৩.রাইলি রুশো (মুলতান সুলতান্স) 

১১ ম্যাচে ৪৫৩ রান।

৪.ফখর জামান (লাহোর কালান্দার্স) 

১৩ ম্যাচে ৪২৯ রান।

৫.ইমাদ ওয়াসিম (করাচি কিংস) 

১০ ম্যাচে ৪০৪ রান।



সেরা ৫ বোলার 


এবারের (৮ম) পিএসএলের সর্বোচ্চ উইকেট সংগ্ৰাহক ছিলেন মুলতান সুলতান্সের আব্বাস আফ্রিদি। এখানে সদ্যসমাপ্ত ৮ম পিএসএলের সেরা ৫ বোলারের পরিসংখ্যান দেখে নিন।

১.আব্বাস আফ্রিদি (মুলতান সুলতান্স) 

১১ ম্যাচে ২৩ উইকেট।

২.ইহসানউল্লাহ (মুলতান সুলতান্স)

১২ ম্যাচে ২২ উইকেট।

৩.রশিদ খান (লাহোর কালান্দার্স) 

১১ম্যাচে ২০ উইকেট।

৪.শাহিন শাহ আফ্রিদি (লাহোর কালান্দার্স) 

১২ ম্যাচে ১৯ উইকেট।

৫.উসামা মির (মুলতান সুলতান্স) 

১২ ম্যাচে ১৭ উইকেট।


বাংলাদেশের হয়ে দ্রুততম ওডিআই সেঞ্চুরি

                                                                 
                                                ছবি: মুশফিকুর রহিম

প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হয়ে দ্রুততম (৬০বলে সেঞ্চুরি)ওডিআই সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশফিকুর রহিম।এর আগে বাংলাদেশের হয়ে দ্রুততম (৬৩ বলে)ওডিআই সেঞ্চুরির রেকর্ড ছিল সাকিব আল হাসানের। বাংলাদেশের  ব্যাটারদের দ্রুততম ওডিআই সেঞ্চুরির পরিসংখ্যানগুলো এখানে দেখে নিন।


১.মুশফিকুর রহিমের সেঞ্চুরি

প্রতিপক্ষ আয়ারল্যান্ড,২০২৩

৬০ বলে সেঞ্চুরি 

ছয় - ২টি ,চার-১৪টি।


২.সাকিব আল হাসানের সেঞ্চুরি

প্রতিপক্ষ জিম্বাবুয়ে,২০০৯

৬৩ বলে সেঞ্চুরি

ছয়- ৪টি,চার-৮টি।


৩.সাকিব আল হাসানের সেঞ্চুরি 

প্রতিপক্ষ জিম্বাবুয়ে,২০০৯

৬৮বলে সেঞ্চুরি

ছয়-৩টি, চার-১৪টি।


৪.মুশফিকুর রহিমের সেঞ্চুরি

প্রতিপক্ষ পাকিস্তান,২০১৫

৬৯ বলে সেঞ্চুরি

ছয়-২টি,চার-১৩টি।



রমজানের জীবনযাপন টিপস

                                                                 


প্রিয় ক্রিকেট ডটকমঃ এসে গেছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব রমজান । বছরের অন্য সময়ের তুলনায় রমজান কিছুটা ভিন্ন।তাই রমজানের জন্য কিছু বিশেষ প্রস্তুতিও প্রয়োজন। এখানে বিভিন্ন লাইফস্টাইল বিশেষজ্ঞের মতের আলোকে রমজানের জীবনযাপন নিয়ে কিছু টিপস তুলে ধরা হলো।


পুরো মাসের একটি পরিকল্পনা করুন 


রমজান মাস যেহেতু একমাস তাই এজন্য প্রয়োজন বিশেষ পরিকল্পনা ও প্রস্তুতি।তাই রমজান শুরুর আগেই পুরো রমজানের কাজের (বাসা ও কর্মক্ষেত্র) একটি পরিকল্পনা তৈরি করতে পারেন।কারণ একটি সুন্দর পরিকল্পনা রমজানকে ঝামেলামুক্ত করে তুলতে পারে। রমজানের বাজার,কর্মক্ষেত্র ইত্যাদি কাজের সঠিক পরিকল্পনা তৈরি করে নিন।এর ফলে রমজান শুরুর আগেই কিছু কাজ সেরে ফেলতে পারবেন। এছাড়া রমজানের সব কাজের একটি তালিকা তৈরি করে ফেলুন।অর্থাৎ রমজান শুরুর আগেই পুরো রমজান মাসের সব কাজের  একটি সঠিক পরিকল্পনা করে নিন।

বাজেট করুন 


রমজান শুরুর আগেই পুরো রমজান মাসের জন্য একটি বাজেট করে ফেলুন।এর ফলে আগাম কিছু প্রস্তুতি সম্পন্ন হবে। রমজান মাস যেহেতু একমাসের তাই পুরো মাসের বাজার সওদা ও অন্যান্য খরচের একটি সম্ভাব্য বাজেট আগেই করে রাখুন।আর বাজেট করে ফেললে রমজানের অনেক কাজ সহজ হয়ে যাবে।তাছাড়া আগে বাজেট করে নিলে রমজানে ঠিক কত টাকা খরচ হবে তা আগাম বুঝতে পারবেন। সেইসাথে আগাম বাজেট করে নিলে পরবর্তীতে কোন ঝামেলায় পড়তে হবে না।


সব কেনাকাটা একবারে নয় 


এ সময়ে (রমজান শুরুর দিকে) একসাথে সব বাজার সেরে ফেলার একটি প্রবণতা দেখা যায় যা আসলে ঠিক নয়।কারণ এরফলে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির সম্ভাবনা থাকে। এছাড়া একসাথে অনেক পণ্য কিনলে ও সেগুলো দীর্ঘ সময় ঘরে থাকার ফলে কিছু পণ্য নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে। এবং এরকম কিছু হলে রমজানের ব্যয় বেড়ে যেতে পারে। সুতরাং রমজানে সাপ্তাহিক বাজার করে নিতে পারেন।



চিনি ও ভাজাপোড়া কম খান 


রমজানের সময় বাজারে অধিক চিনিযুক্ত ও বিভিন্ন ধরনের ভাজাপোড়া খাবারের আধিক্য দেখা যায়। লাইফস্টাইল বিশেষজ্ঞদের মতে রমজানের সময়ে বাজারের এসব অধিক চিনিযুক্ত ও ভাজাপোড়া মুখোরোচক খাবার যতদূর সম্ভব কম খাওয়া উচিত।কারণ এ সময়ে এসব খাবার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে ।



চিপস,সফটড্রিংস এড়িয়ে চলুন 

 
রমজানে শারীরিক সুস্থতা  জরুরি।আর এ সময়ে শরীর সুস্থ রাখার জন্য বাইরের চিপস , সফটড্রিংস ইত্যাদি কৃত্রিম খাবার যতদূর সম্ভব এড়িয়ে চলুন।কারণ এসব খাবার হজমে সমস্যা করতে পারে ও মুড নষ্ট করতে পারে। এছাড়া এসব কৃত্রিম খাবার স্বাস্থ্যকর নয় । রমজানের সময় কৃত্রিম সফটড্রিংস ইত্যাদির বদলে বাজার থেকে তাজা ফল কিনে জুস বানিয়ে খেতে পারেন ।



পর্যাপ্ত পানি পান করুন 


রমজানের সময়ে শরীরকে সুস্থ ও সবল রাখার জন্য খাবার গ্ৰহনের আগে ও পরে  প্রচুর পরিমাণে পানি পান করা উচিত।কারণ রমজানের সময়ে খাবারের আগে ও পরে পানি কম খেলে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে ও হজমে সমস্যা করতে পারে যা শরীরকে অসুস্থ করে তুলতে পারে।



বাইরের খাবার কম খান 


রমজানের সময় বাজারে প্রচুর পরিমাণে মুখোরোচক,অধিক মশলাযুক্ত বিভিন্ন খাবারের সমারোহ দেখা যায় ।এসব খাবার বেশি খেলে শরীরে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে।তাই একান্ত প্রয়োজন নাহলে রমজানে বাইরের খাবার কম খেতে চেষ্টা করুন। 


দরিদ্রদের সহায়তা করুন 


রমজান মাস যেহেতু বছরের অন্য সময়ের চেয়ে ভিন্ন তাই এসময়ে গরীব ও দুস্থ মানুষদের বিভিন্নভাবে সহায়তা করতে পারেন। এক্ষেত্রে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাজ করতে পারেন।আর এ সময়ে দরিদ্র মানুষদের সহায়তার মাধ্যমে নিজের মানসিক সন্তুষ্টি বেড়ে যাবে।


সুন্দর জীবনযাপন চর্চা করুন


রমজান মাস যেহেতু একমাস তাই এ সময়ে সুন্দর জীবনযাপন চর্চা করার ভালো সুযোগ রয়েছে।এ সময়ে সঠিক সময়ে সঠিক কাজটি করার অভ্যাস করুন। নিজের সবকাজে একটি পরিকল্পনা ও রুটিন মেনে চলুন।আর এসব সুন্দর জীবনযাপন চর্চা সারা বছর জুড়ে আপনাকে সহায়তা করবে। সেইসাথে এ সময়ে বন্ধু ও আত্মীয়স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন।


জটিল রোগীরা ডাক্তারের পরামর্শ মেনে চলুন 


যাদের শরীরে ডায়াবেটিস প্রভৃতি জটিল রোগ রয়েছে তাদের উচিত রমজানের সময়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা। এছাড়া এ বিষয়ে  বিভিন্ন মিডিয়ায়  বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন সেগুলোও ফলো করতে পারেন।


আসন্ন আইপিএলের সিডিউল ও অন্যান্য

                                                                 


প্রিয় ক্রিকেট ডটকমঃ এ মাসের শেষ দিকে (৩১ মার্চ)শুরু হচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ইতোমধ্যে আইপিএলের প্লেয়ার ড্রাফট,ম্যাচ সিডিউল ও ভেন্যু ইত্যাদি চূড়ান্ত হয়েছে। উল্লেখ্য আসন্ন আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৮মে তারিখে। ক্রিকেটামোদীদের সুবিধার্থে এখানে আসন্ন  টাটা আইপিএলের সিডিউল, ভেন্যু ইত্যাদি তুলে ধরা হলো।

সিডিউল : আসন্ন টাটা আইপিএল ৩১ মার্চ থেকে ২৮মে পর্যন্ত চলবে।


                                                                



ম্যাচসংখ্যা: এবারের টাটা আইপিএলে মোট ৭৪টি ম্যাচ খেলা হবে।


ভেন্যু তালিকা : এবারের টাটা আইপিএলের ম্যাচগুলো ভারতের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।আসন্ন আইপিএলের ভেন্যুতালিকা এখানে দেখে নিন।


১.আহমেদাবাদ 

২.মোহালী

৩.লক্ষ্মৌ

৪.হায়দরাবাদ 

৫.বেঙ্গালুরু 

৬.চেন্নাই 

৭.দিল্লি 

৮.গোয়াটি

৯.জয়পুর 

১০.মুম্বাই

১১.কলকাতা 

১২.ধর্মশালা 



টিম সংখ্যা : এবারের টাটা আইপিএলে মোট ১০টি অংশগ্রহণ করছে। আসন্ন টাটা আইপিএলের টিমতালিকা এখানে দেখে নিন।


১.মুম্বাই ইন্ডিয়ান্স

২.সিএসকে

৩.দিল্লি ক্যাপিটালস 

৪.আরসিবি 

৫.কেকেআর

৬.রাজস্থান রয়ালস

৭.পাঞ্জাব কিংস

৮.সানরাইজার্স হায়দরাবাদ

৯.গুজরাট টাইটান্স।

১০.লক্ষ্মৌ সুপার জায়ান্টস 







বাংলাদেশ যতগুলো টিটুয়েন্টি সিরিজ জিতেছে

                                                                
                                     ছবি: বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম


প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি বাংলাদেশ দেশের মাটিতে ইংল্যান্ডকে টিটুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে। উল্লেখ্য এর ফলে প্রথমবারের মতো বাংলাদেশ টিটুয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল। বাংলাদেশের সবগুলো টিটুয়েন্টি সিরিজ জয়ের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।


১.২০০৬/০৭ 

১-০ ব্যবধানে সিরিজ জয়

প্রতিপক্ষ জিম্বাবুয়ে।


২.২০১১/১২ 

১-০ ব্যবধানে সিরিজ জয়

প্রতিপক্ষ ওয়েষ্ট ইন্ডিজ


৩.২০১২ 

৩-০ ব্যবধানে সিরিজ জয় 

প্রতিপক্ষ আয়ারল্যান্ড 


৪.২০১৫ 

১-০ ব্যবধানে সিরিজ জয়

প্রতিপক্ষ পাকিস্তান।


৫.২০১৮ 

২-১ ব্যবধানে সিরিজ জয়

প্রতিপক্ষ ওয়েষ্ট ইন্ডিজ।


৬.২০১৯/২০ 

২-০ ব্যবধানে সিরিজ জয়

প্রতিপক্ষ জিম্বাবুয়ে।


৭.২০২১ 

২-১ ব্যবধানে সিরিজ জয়

প্রতিপক্ষ জিম্বাবুয়ে।


৮.২০২১ 

৪-১ ব্যবধানে সিরিজ জয়

প্রতিপক্ষ অষ্ট্রেলিয়া।


৯.২০২১ 

৩-২ ব্যবধানে সিরিজ জয়

প্রতিপক্ষ নিউজিল্যান্ড।


১০.২০২২ 

২-০ ব্যবধানে সিরিজ জয়

প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।


১১.২০২২/২৩ 

৩-০ ব্যবধানে সিরিজ জয়

প্রতিপক্ষ ইংল্যান্ড।







আসন্ন বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজসূচি

                                                               


প্রিয় ক্রিকেট ডটকমঃ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আয়ারল্যান্ড ক্রিকেট দল এখন বাংলাদেশে রয়েছে। উল্লেখ্য এবারের বাংলাদেশ সফরে আইরিশরা স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে,তিনটি টিটুয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে। ক্রিকেটামোদীদের সুবিধার্থে এখানে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার আসন্ন সিরিজসূচি  ও দু'দলের মধ্যকার পরিসংখ্যান তুলে ধরা হলো।


ওয়ানডে সিরিজসূচি 


১৮ মার্চ বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজসূচি এখানে দেখে নিন।

প্রথম ওয়ানডে 
১৮ মার্চ,২০২৩ (দুপুর ২টা) 
ভেন্যু - সিলেট।

দ্বিতীয় ওয়ানডে 
২০ মার্চ,২০২৩ (দুপুর ২টা) 
ভেন্যু- সিলেট।

তৃতীয় ওয়ানডে 
২৩ মার্চ,২০২৩ (দুপুর ২.৩০টা)
ভেন্যু - সিলেট।


টিটুয়েন্টি সিরিজসূচি 


২৭ মার্চ বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার  টিটুয়েন্টি সিরিজ শুরু হবে। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টিটুয়েন্টি সিরিজসূচি এখানে দেখে নিন।

প্রথম টিটুয়েন্টি 
২৭ মার্চ,২০২৩ (দুপুর ২টা) 
ভেন্যু - চট্টগ্রাম।

দ্বিতীয় টিটুয়েন্টি 
২৯ মার্চ,২০২৩ (দুপুর ২টা) 
ভেন্যু - চট্টগ্রাম।

তৃতীয় টিটুয়েন্টি 
৩১ মার্চ,২০২৩ (দুপুর ২টা) 
ভেন্যু- চট্টগ্রাম।


টেস্ট সূচি 


 ৪ এপ্রিল বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। টেস্টের সূচি এখানে দেখে নিন।

১টি টেস্ট 

৪-৮ এপ্রিল,২০২৩ ( সকাল ১০টা)
ভেন্যু- ঢাকা।


বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট পরিসংখ্যান 


বাংলাদেশ ইতিপূর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে কোন টেস্ট ম্যাচ খেলে নি।

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে পরিসংখ্যান 


বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে ইতিপূর্বে ১০টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে বাংলাদেশ ৭টিতে জয়লাভ করেছে ও আয়ারল্যান্ড ২টিতে জিতেছে। এছাড়া এ দু'দলের মধ্যকার একটি ওয়ানডে ম্যাচে ফল নিষ্পত্তি হয়নি।

বাংলাদেশ-আয়ারল্যান্ড টিটুয়েন্টি পরিসংখ্যান 


বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে ইতিপূর্বে ৫টি টিটুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে বাংলাদেশ ৩টি ম্যাচে জয়ী হয়েছে ও ১টি ম্যাচে আয়ারল্যান্ড জিতেছে (১টির ফল নিষ্পত্তি হয়নি)।


আজ বঙ্গবন্ধুর জন্মদিন

                                                                  


প্রিয় ক্রিকেট ডটকমঃ আজ ১৭ই মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন।১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন।এই বিশেষ দিনে'প্রিয় ক্রিকেট ডটকম' এর পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সেইসাথে এখানে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি। 


বঙ্গবন্ধু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে তুলে ধরার চেষ্টা করছি।

১.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম - ১৯২০ সালের ১৭ মার্চ।

২.বঙ্গবন্ধুর প্রাথমিক শিক্ষা শুরু - গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।

৩. বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভাগের ছাত্র ছিলেন - আইন বিভাগ।

৪.যে মামলায় বঙ্গবন্ধু প্রধান আসামি ছিলেন - আগরতলা ষড়যন্ত্র মামলা।

৫.বঙ্গবন্ধু প্রথম ছয়দফা উপস্থাপন করেন - ৫ ফেব্রুয়ারি,১৯৬৬।

৬.বঙ্গবন্ধুর ছয়দফা রচিত হয় যে প্রস্তাবের ভিত্তিতে - লাহোর প্রস্তাব।

৭.শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় -'১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।

৮.যে স্থানে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় - রেসকোর্স ময়দানে।

৯.১৯৭১ সালে ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারে বঙ্গবন্ধুর পদ ছিল - রাষ্ট্রপতি।

১০. বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি পান - ১৯৭২সালের ৮ জানুয়ারি।

১১.বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন - ১৯৭২ সালের ১০ জানুয়ারি।

১২.প্রথম নেতা হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন - ১৯৭৪ সালে।

১৩.বঙ্গবন্ধুর সহধর্মিণী - শেখ ফজিলাতুন্নেসা মুজিব।

১৪.বঙ্গবন্ধু জাদুঘর অবস্থিত - ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।

১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী গ্ৰন্থ - অসমাপ্ত আত্মজীবনী।

১৬.অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় - জুন,২০১২।

১৭. অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ যেসব ভাষায় অনূদিত হয়েছে - থাইভাষা, ত্রিপুরাভাষা।

১৮.বঙ্গবন্ধুর জেল জীবনের ওপর রচিত গ্ৰন্থ - ৩০৫৩ দিন।





আন্তর্জাতিক ক্রিকেট থেকে আহমেদ রাজার অবসর

                                                                
                                                 ছবি: আহমেদ রাজা

প্রিয় ক্রিকেট ডটকমঃ সংযুক্ত আরব আমিরাত জাতীয় ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক আহমেদ রাজা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য টিটুয়েন্টি ফরম্যাটে আহমেদ রাজা সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে সফল অধিনায়ক ছিলেন। আহমেদ রাজার ক্যারিয়ারচিত্র ও বিভিন্ন অজানা রেকর্ড এখানে তুলে ধরা হলো।


ওয়ানডে ক্যারিয়ার 


২০১৪ সালে আহমেদ রাজার ওয়ানডে অভিষেক হয় ।এই ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতের হয়ে ৫৩টি ওয়ানডে ম্যাচ খেলে ব্যাট হাতে ৪০৯ রান ও বল হাতে ৬৪টি উইকেট নিয়েছেন।


টিটুয়েন্টি ক্যারিয়ার 


আহমেদ রাজার আন্তর্জাতিক টিটুয়েন্টি অভিষেক হয় ২০১৪ সালে ।এই ক্রিকেটার ৫৪টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১২২ রান ও বল হাতে ৩৬টি উইকেট নিয়েছেন।

আহমেদ রাজার  অজানা রেকর্ড 


সদ্য অবসরে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার আহমেদ রাজার ক্যারিয়ারের বিভিন্ন অজানা রেকর্ড এখানে দেখে নিন।


১. আহমেদ রাজার পিতা-মাতা পাকিস্তানি তবে পরবর্তীতে এই ক্রিকেটারের পিতা-মাতা সংযুক্ত আরব আমিরাতে চলে যান।


২.২০০৯ সালে এসিসি টি২০ কাপে আহমেদ রাজা অন্যতম শীর্ষ উইকেট শিকারি ছিলেন।


৩.২০১৮ সালে এশিয়া কাপ কোয়ালিফায়ার টুর্নামেন্টে আহমেদ রাজা প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট মনোনিত হন।


৪.২০১৮ সালে এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপে আহমেদ রাজা সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ উইকেট সংগ্ৰাহক ছিলেন।



সোহেল তানভিরের অবসর ও অন্যান্য

                                                                
                                              ছবি: সোহেল তানভির


প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের পেসার সোহেল তানভির। উল্লেখ্য সোহেল তানভির পাকিস্তানের হয়ে টেস্ট, ওয়ানডে ও টিটুয়েন্টি ক্রিকেট খেলেছেন। সোহেল তানভিরের ক্যারিয়ার ও অন্যান্য এখানে দেখে নিন।


টেস্ট ক্যারিয়ার 


সোহেল তানভিরের টেস্ট অভিষেক হয় ২০০৭ সালে।  এই পেসার পাকিস্তানের হয়ে ২টি টেস্ট খেলেছেন যেখানে তিনি ৫টি উইকেট নিয়েছেন।


ওয়ানডে ক্যারিয়ার 


২০০৭ সালে সোহেল তানভিরের ওয়ানডে অভিষেক হয়।এই পেসার পাকিস্তানের হয়ে ৬২টি ওয়ানডে ম্যাচ খেলে ব্যাট হাতে ৩৯৯ রান ও বল হাতে ৭১টি উইকেট নিয়েছেন।


টিটুয়েন্টি ক্যারিয়ার 


সোহেল তানভিরের আন্তর্জাতিক টিটুয়েন্টিতে অভিষেক হয় ২০০৭ সালে।সোহেল তানভির পাকিস্তানের হয়ে ৫৭টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১৯৬ রান ও বল হাতে ৫৪টি উইকেট নেন।


সোহেল তানভিরের অজানা রেকর্ড 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্যঅবসরে যাওয়া সোহেল তানভিরের ক্যারিয়ারের বিভিন্ন অজানা রেকর্ড এখানে দেখে নিন।

১. সোহেল তানভির পেসার হিসেবে  দলভুক্ত হলেও নিজের অভিষেক  টেস্ট ম্যাচে(প্রতিপক্ষ ভারত) প্রথম ৩ ওভার স্পিন বোলিং করেছিলেন।


২. মূলত বোলার হলেও সোহেল তানভির ব্যাটিংও করতে পারেন।২০০৮ সালে এশিয়া কাপের একটি ম্যাচে(প্রতিপক্ষ হংকং) এই ক্রিকেটার ম্যাচ জেতানো ফিফটি করেছিলেন।


৩.আইপিএলের প্রথম আসরে এই পাক পেসার ( রাজস্থান রয়্যালস হয়ে খেলেছিলেন) শীর্ষ উইকেট শিকারি হিসেবে পার্পল ক্যাপ পেয়েছিলেন।


৪.আইপিএলে সোহেল তানভিরের একটি বোলিং ফিগার (৬/১৪)এখনও এই টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা বোলিং ফিগার হয়ে রয়েছে।



দক্ষিণ আফ্রিকার শীর্ষ ৫ টিটুয়েন্টি অধিনায়ক

                                                                 
                                                ছবি:এইডেন মার্করাম


প্রিয় ক্রিকেট ডটকমঃ এইডেন মার্করামকে দক্ষিণ আফ্রিকার নতুন টিটুয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে।এর ফলে মার্করাম টেম্বা বাভুমার স্থলাভিষিক্ত হলেন। উল্লেখ্য এর আগে দক্ষিণ আফ্রিকার টিটুয়েন্টি অধিনায়ক ছিলেন টেম্বা বাভুমা। এখানে দক্ষিণ আফ্রিকার শীর্ষ ৫ টিটুয়েন্টি অধিনায়কের পরিসংখ্যান তুলে ধরা হলো।


১. ফাফ ডু প্লেসিস 


 ৩৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।


২৩টি ম্যাচে জয় রয়েছে।


১৩টি ম্যাচে পরাজয় রয়েছে।


১টি ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি।



২.গ্ৰায়েম স্মিথ 


২৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ।


১৮টি ম্যাচে জয় রয়েছে।


৯টি ম্যাচে পরাজয় রয়েছে।



৩.টেম্বা বাভুমা 


২৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ।


১৫টি ম্যাচে জয় রয়েছে।


৯টি ম্যাচে পরাজয় রয়েছে।


১টি ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি।



৪.এবি ডিভিলিয়ার্স 


১৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ।


৮টি ম্যাচে জয় রয়েছে ।


৯টি ম্যাচে পরাজয় রয়েছে।


১টি ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি।



৫.জোয়ান বোথা 


১১টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।


৮টি ম্যাচে জয় রয়েছে।


৩টি ম্যাচে পরাজয় রয়েছে।



বাংলাদেশের শীর্ষ ১০ ওডিআই বোলার

                                                               
                                              ছবি: সাকিব আল হাসান
     


প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি  বাংলাদেশের প্রথম বোলার হিসেবে সাকিব আল হাসান ওডিআই ক্রিকেটে ৩০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত ওডিআই সিরিজে সাকিব এই মাইলফলক স্পর্শ করেন। উল্লেখ্য একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্ৰাহকও সাকিব। ওডিআই ক্রিকেটে বাংলাদেশের সর্বাধিক উইকেট সংগ্ৰাহক শীর্ষ ১০ বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।


বাংলাদেশের শীর্ষ ১০ ওডিআই বোলার 

বাংলাদেশের হয়ে ওডিআই ক্রিকেটে সর্বাধিক উইকেট সংগ্ৰাহক শীর্ষ ১০ বোলারের পরিসংখ্যান এখানে দেখে নিন।

১. সাকিব আল হাসান - ২২৭ ম্যাচে ৩০০ উইকেট।

২.মাশরাফি বিন মুর্তজা - ২১৮ ম্যাচে ২৬৯ উইকেট।

৩.আব্দুর রাজ্জাক - ১৫৩ ম্যাচে ২০৭ উইকেট।

৪.মুস্তাফিজুর রহমান - ৮৫ ম্যাচে ১৪২ উইকেট।

৫. রুবেল হোসেন - ১০৪ ম্যাচে ১২৯ উইকেট।

৬. মোঃ রফিক - ১২৩ ম্যাচে ১১৯ উইকেট।

৭. মেহেদী হাসান মিরাজ - ৭০ ম্যাচে ৮৪ উইকেট।

৮.মাহমুদুল্লাহ রিয়াদ - ২১৮ ম্যাচে ৮২ উইকেট।

৯.তাসকিন আহমেদ - ৫৪ ম্যাচে ৭৩ উইকেট।

১০.শফিউল ইসলাম - ৬০ ম্যাচে ৭০ উইকেট।


বিসিএলের সেরা পারফরমার

                                                               
                                                 ছবি: সাউথ জোন


প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দশম আসর সম্প্রতি সমাপ্ত হয়েছে। বিসিএলের দশম আসরের শিরোপা জিতেছে সাউথ জোন। কক্সবাজারে অনুষ্ঠিত এবারের বিসিএল ফাইনালে সাউথ জোন সেন্ট্রাল জোনকে ইনিংস ও ৩৩ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।দশম বিসিএলের সেরা পারফরমারদের (শীর্ষ ৫ ব্যাটার ও বোলার) পরিসংখ্যান এখানে দেখে নিন।


সেরা ৫ ব্যাটার 


সদ্যসমাপ্ত দশম বিসিএলের সেরা ৫ ব্যাটারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।

১.জাকের আলি অনিক (সেন্ট্রাল জোন) 

৪ ম্যাচে ৪৯২ রান।


২.সাদমান ইসলাম (সাউথ জোন) 

২ ম্যাচে ৩৭৬ রান।


৩.ফজলে মাহমুদ রাব্বি (সাউথ জোন) 

৪ ম্যাচে ৩৩৩ রান।


৪.জহুরুল ইসলাম অমি(ইস্ট জোন) 

 ৩ ম্যাচে ৩৩২ রান।


৫.তানভির হাসান (নর্থ জোন)

৩ ম্যাচে ২৫২ রান।


সেরা ৫ বোলার 


বিসিএলের দশম আসরের সেরা ৫ বোলারের পরিসংখ্যান এখানে দেখে নিন।

১.নাজমুল ইসলাম অপু (সাউথ জোন) 

৩ ম্যাচে ১৯ উইকেট।


২.আবু হায়দার রনি (সেন্ট্রাল জোন) 

৩ ম্যাচে ১৭ উইকেট।


৩.মুশফিক হাসান (সেন্ট্রাল জোন) 

৪ ম্যাচে ১৬ উইকেট।


৪.সুমন খান (সাউথ জোন) 

৪ ম্যাচে ১৩ উইকেট।


৫.খালেদ আহমেদ (সাউথ জোন) 

২ ম্যাচে ১১ উইকেট।



প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

                                                                 


প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি (২০২৩) প্রকাশ করেছে। উল্লেখ্য এই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে তিন বিভাগের (রংপুর, সিলেট ও বরিশাল)প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির (২০২৩) বিস্তারিত এখানে দেখে নিন।


পদ : সহকারী শিক্ষক 


পদসংখ্যা : ৭০০০


যোগ্যতা : যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্মাতক (সম্মান) ডিগ্ৰি।


বয়স : ২৪.০৩.২০২৩  তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ২১-৩০ বছর।তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ২১-৩২ বছর। উল্লেখ্য ২৫.০৩.২০২০ তারিখে যেসব প্রার্থীর বয়স সর্বোচ্চ  বয়সসীমার মধ্যে ছিল সেসকল প্রার্থীও আবেদন করতে পারবেন।




বেতনস্কেল : জাতীয় বেতনস্কেলের (২০১৫) ১৩তম গ্ৰেড।



আবেদন ফি : ২২০টাকা।



আবেদন প্রক্রিয়া : অনলাইন (ভিজিট http://dpe.teletalk.com.bd)।



আবেদন শুরু : ১০.০৩.২০২৩ (সকাল ১০.৩০ মিনিট)।



আবেদনের শেষ তারিখ : ২৪.০৩.২০২৩ (রাত ১১.৫৯ মিনিট)।



সূত্র : প্রথম আলো অনলাইন।


৪৫তম বিসিএস মডেল সাজেশন

                                                                 


প্রিয় ক্রিকেট ডটকমঃ ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অচিরেই হবে বলে শুনা যাচ্ছে। ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে এখানে একটি মডেল সাজেশন তুলে ধরা হলো।


বাংলা 

১. শুদ্ধ বানান - দিবারাত্র,ব্যুৎপত্তি,মাধুর্য,দৈন্য,পুরস্কার, স্নেহাশিস,লজ্জাকর, ইতোমধ্যে, শুশ্রূষা,পণ্য,একত্র,মনঃপুত,ঐকতান,চতুষ্পদী, গ্ৰামীণ।

২. শুদ্ধ বাক্য - গরু ছাগলের বিরাট হাট।রোগ বৃদ্ধি পেয়েছে।সকল ছাত্র উপস্থিত আছে।মেয়েটি বেশ বুদ্ধিমতী।ঘটনাটি অত্যন্ত লজ্জাকর।উপর্যুক্ত বানানটি শুদ্ধ নয়।

৩.বিপরীতার্থক শব্দ - মহাত্মা- দূরাত্মা।শোক-হর্ষ।মহাজন-খাতক।প্রচ্ছন্ন-ব্যক্ত।পরার্থ-স্বার্থ।শাসন-সোহাগ।স্বমত-পরমত।সুগম- দুর্গম।চিরায়ত-সাময়িক।

৪. আগুনের সমার্থক  - অনল,বহ্নি,কৃশানু,পাবক, সর্বভুক,হুতাশন। কোকিলের সমার্থক  - অন্যপুষ্ট,পরভৃত,পিক,কলকন্ঠ।গৃহের সমার্থক-ধাম, আবাস ,আলয়,সদন,নিবাস। পানির সমার্থক - জল,বারি,সলিল,নীর,অপ,তোয়।বায়ুর সমার্থক - বাতাস,বাত,পবন, সমীর,অনিল।পর্বতের সমার্থক - পাহাড়,অচল,গিরি,অদ্রি।

৫. Dynamic ও Deposit এর বাংলা অর্থ যথাক্রমে - গতিশীল ও আমানত। Embargo ও Exhibition এর বাংলা অর্থ যথাক্রমে- নিষেধাজ্ঞা ও প্রদর্শনী।Rangeও principle এর বাংলা অর্থ যথাক্রমে - এলাকা ও নীতি।Dual ও violation এর বাংলা অর্থ যথাক্রমে- দ্বৈত ও লঙ্ঘন।

৬. পরাশ্রয়ী ধ্বনি - ং,ং,৺।

৭.সার্থক বাক্যের বৈশিষ্ট্য - তিনটি।

৮.তালব্য ধ্বনি - চ,ছ,জ,ও,শ।

৯.ওষ্ঠ্য ধ্বনি - প,ফ,ব,ভ,ম।

১০.বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি - ৭টি।

১১. ফারসি শব্দ - আমদানি, দোকান,চশমা, চেহারা,তারিখ। পর্তুগিজ শব্দ -আয়া,আলপিন,কপি,কামরা,জানালা। তুর্কি শব্দ - উর্দি,কুলি,কোর্মা,বন্দুক,বারুদ,বাবা।ফরাসি শব্দ - কুপন,সাবান,ডিপো, রেস্তোরাঁ।

১২. মৌলিক শব্দ - হাত,পা,বাবা,মা,শাল।

১৩.বাংলা ভাষা যে ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত - ইন্দো-ইউরোপীয়।

১৪. কেন্তুমের যে দুটি শাখা এশিয়ার অন্তর্গত - হিত্তিক ও তুখারিক।

১৫.দ্বন্দ্ব সমাসের উদাহরণ -ভাই-বোন,কাজ-কর্ম,নয়-ছয়,অহি-নকুল,আমরা,ইট-কাঠ-পাথর।দ্বিগু সমাজের উদাহরণ - সপ্তর্ষী,সেতার,পঞ্চনদ।কর্মধারয় সমাসের উদাহরণ - কদাচার,মহাদেশ, বজ্রকণ্ঠ, জীবনদর্শন। তৎপুরুষ সমাসের  উদাহরণ- বনভোজন,মেঘমুক্ত,অকাতর,নাতিদীর্ঘ। বহুব্রীহি সমাসের উদাহরণ - চৌরাস্তা,দ্বীপ,দশানন।অব্যয়ীভাব সমাসের উদাহরণ- অমিল,উপকূল,উপনদী।

১৬. বাংলা বর্ণমালায় পর্ব - ৫টি।

১৭. অস্তিবাচক বাক্যের উদাহরণ - তাকে চেনা দুষ্কর।সে সবকিছুতেই অসন্তুষ্ট।সে জায়গাটা নির্জন। তোমার এরূপ ব্যবহার অনুচিত।সকল লোকই দেশকে ভালোবাসেন।

১৮. নেতিবাচক বাক্যের উদাহরণ - তাকে চেনাই যায়না।সে কিছুতেই সন্তুষ্ট নয়। তোমার এরূপ ব্যবহার উচিত হয়নি।এমন লোক নেই যিনি দেশকে ভালোবাসেন না।

১৯. সঠিক সন্ধি বিচ্ছেদ : পো+অন=পবন,স্ব+অক্ষর=স্বাক্ষর,জন+এক=জনৈক,উৎ+ভিদ=উদ্ভিদ,শম+কা=শঙ্কা।পরিঃ+কার=পরিষ্কার,পর+উপকার=পরোপকার।

২০. বাংলা সাহিত্যের আদি নিদর্শন - চর্যাপদ।

২১. চর্যাপদ আবিস্কৃত হয় - ১৯০৭ সালে।

২২.চর্যাপদ যে ছন্দে লেখা - মাত্রাবৃত্ত।

২৩.চর্যাপদের যে কবি নিজেকে বাঙ্গালি বলে পরিচয় দিয়েছেন-ভুসুকপা।

২৪. ড.মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্ৰন্থ - Buddhist Mystic Songs.

২৫. চর্যাপদে প্রবাদবাক্য রয়েছে - ৬টি।

২৬.চর্যাপদ মূলত - গানের সংকলন।

২৭. চর্যাপদের রচয়িতা - ২৪ জন।

২৮.চর্যাপদের  প্রথম পদের রচয়িতা - লুইপা।

২৯. চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদের রচয়িতা - ভুসুকপা।

৩০.মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি - ভারতচন্দ্র রায়গুণাকর।

৩১.বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপ - কাব্য।

৩২. চর্যাপদের পদসংখ্যা - ৫১টি।

৩৩. সুনীতিকুমার চট্টোপাধ্যায় যে গ্ৰন্থে চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন- Origin and Development of the Bengali Language.

৩৪.শ্রীকৃষ্ণকীর্তন কাব্য আবিষ্কার করেন - বসন্তরঞ্জন রায় বিদ্বদ্ববল্লভ।

৩৫.ব্রজবুলি যেসব ভাষার সংমিশ্রণে গঠিত - বাংলা-মৈথিলি-অবহটঠ।

৩৬.রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার উল্লেখ্যযোগ্য কবি - শাহ মুহম্মদ সগীর,আবদুল হাকিম,আলাওল।

৩৭.ইউসুফ-জোলেখা' এর লেখক - শাহ মুহম্মদ সগীর। চন্দ্রাবতী কাব্যের লেখক - কোরেশী মাখন ঠাকুর। পদ্মাবতী কাব্যের লেখক - আলাওল।

৩৮.বাংলাদেশে গীতিকা সাহিত্যে গীতিকা প্রচলিত - তিন ধরনের।

৩৯.মৈমনসিংহ গীতিকা মুদ্রিত হয়েছে - বিশ্বের ২৩টি ভাষায়।

৪০.মৈমনসিংহ গীতিকা যে অঞ্চলের গীতিকাব্য - নেত্রকোনা ও কিশোরগঞ্জ।

৪১.মধ্যযুগের শেষ বড় কবি - ভারতচন্দ্র রায়গুণাকর।

৪২.এ গ্ৰামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এর রচয়িতা - উইলিয়াম কেরি।

৪৩.বত্রিশ সিংহাসন, হিতোপদেশ,বেদান্ত চন্দ্রিকার লেখক - মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

৪৪.শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় - ১৮০০ খ্রিষ্টাব্দে।

৪৫.বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্ৰন্থ - কৃপার শাস্ত্রের অর্থভেদ।

৪৬.বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় - ১৯১১ সালে।

৪৭. বিভিন্ন পত্রিকার প্রথম প্রকাশকাল - তত্ত্ববোধিনী-১৮৪৩,বঙ্গদর্শন-১৮৭২,মাসিক মুহাম্মদী-১৯২৭।

৪৮.বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক - মাইকেল মধুসূদন দত্ত।

৪৯.বাংলা সাহিত্যে প্রথম আধুনিক কবি - মাইকেল মধুসূদন দত্ত।

৫০.বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক - কৃষ্ণকুমারী।

৫১.শর্মিষ্ঠা নাটকের রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত।

৫২.বিভিন্ন পত্রিকার সম্পাদকঃ সমাচার দর্পণ- জন ক্লার্ক মার্শম্যান।তত্ত্ববোধিনী-অক্ষয়কুমার দত্ত।পূর্বাশা- সঞ্জয় ভট্টাচার্য।বঙ্গদর্শন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সমকাল-সিকান্দার আবু জাফর।

৫৩.আধ্যাত্মিকা উপন্যাসের লেখক - প্যারীচাঁদ মিত্র।

৫৪.পথের দাবি উপন্যাসের লেখক - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

৫৫.কপালকুন্ডলা, মৃণালিনী উপন্যাসের লেখক - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৫৬.বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক - মীর মশাররফ হোসেন।

৫৭.চতুরঙ্গ,শেষের কবিতা উপন্যাসের লেখক - রবীন্দ্রনাথ ঠাকুর।

৫৮.বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র - ইন্দ্রনাথ।

৫৯.সারেংবৌ উপন্যাসের লেখক - শহীদুল্লাহ কায়সার।

৬০.পদ্মাবতীর মাঝি, দিবারাত্রির কাব্য উপন্যাসের লেখক - মানিক বন্দ্যোপাধ্যায়।

৬১. মতিচূর, অবরোধবাসিনীর লেখক - বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

৬২.আলেয়া, ঝিলিমিলি নাটকের রচয়িতা - কাজী নজরুল ইসলাম।

৬৩.রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কাব্যগ্ৰন্থ - গীতাঞ্জলি,সোনার তরী,মানসী,বলাকা।

৬৪.সঞ্চিতা কাব্যসংকলনের রচয়িতা - কাজী নজরুল ইসলাম।

৬৫.একাত্তরের দিনগুলি এর লেখক - জাহানারা ইমাম।

৬৬. জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য রচনা -ঝরা পালক, মহাপৃথিবী,রূপসী বাংলা,মাল্যবান।

৬৭.চন্দ্রদ্বীপের উপাখ্যান উপন্যাসের লেখক - আব্দুল গাফফার চৌধুরী।

৬৮.পদ্মগোখরা গল্পসংকলনের লেখক - কাজী নজরুল ইসলাম।

৬৯. শামসুর রাহমানের উল্লেখযোগ্য রচনা - বন্দি শিবির থেকে,বিধ্বস্ত নিলীমা,নিজ বাসভূমে।

৭০. শওকত ওসমানের উল্লেখযোগ্য রচনা - ক্রিতদাসের হাসি,জলাংগী,দুই সৈনিক,পিঁজরাপোল।

৭১.সত্যেন সেনের উল্লেখযোগ্য উপন্যাস- অভিশপ্ত নগরী,পদচিহ্ন,সাত নম্বর ওয়ার্ড।

৭২. উওরের খেপ,কুলায় কালোস্রোত এর লেখক - শওকত আলী।

৭৩.হুমায়ুন আহমদের উল্লেখযোগ্য উপন্যাস - নন্দিত নরকে,দেয়াল,শঙ্কনীল কারাগার,জোছনা ও জননীর গল্প,এই সব দিনরাত্রি,দুই দুয়ারী।

৭৪. সেলিনা হোসেনের উল্লেখযোগ্য উপন্যাস - হাঙর নদী গ্রেনেড,নিরন্তর ঘন্টাধ্বনি,জলোচ্ছ্বাস।

৭৫. সৈয়দ শামসুল হকের উল্লেখযোগ্য রচনা - তাস, পায়ের আওয়াজ পাওয়া যায়,আনন্দের মৃত্যু,অনুপম দিন।

৭৬.বাংলা উচ্চারণ অভিধান এর রচয়িতা - নরেন বিশ্বাস।

৭৭.বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান এর রচয়িতা - ড.মুহম্মদ শহীদুল্লাহ।


ইংরেজি 


১.Please look above.Here 'above' is - adverb.

২.The journey was pleasant.Here 'pleasant' is - adjective.

৩.Oil your own machine.Here 'Oil' is - verb.

৪.I have done it _ of times.(hundreds)

৫.which of the following are feminine gender - comedienne,Heroine,Tigress,Tutress.

৬.which of the following are masculine gender - comedian,Hero,Tiger,Tutor.

৭.He left _ heir.(an)

৮.He saw _ most wonderful sight.(a)

৯.There were _ guests than I expected.(fewer)

১০.Choose the correct sentence: Each of the three boys got a prize.

১১.'The French' refers to ? - The French people.

১২.Choose the correct sentence : My pen is costly than yours.

১৩.Choose the correct sentence: I am senior to Korim.

১৪.Those cars_an accident.(have just had)

১৫.He always wakes _ in the morning.(up)

১৬.Students should be attentive _ their lessons.(to)

১৭.Choose the correct sentence: Paper is made from wood.

১৮.Computers are very useful _ creating different types of graphics.(in)

১৯._ discovery of insulin,it was not possible_ treat diabetes.(prior to the,to)

২০. Ruhit entered the room,sat down,and _ his book.(opened)

২১.He _ to London just a few months ago.(moved)

২২.He gave up _ cricket when he got married.(playing) 

২৩.He speaks as if __ (he knew everything).

২৪. That dress doesn't suit you;you _ buy another.(should)

২৫. Passive form of 'Do the work' - Let the work be done.

২৬.Passive from of 'Take care of your health' - Let your health taken care of.

২৭.Choose the correct narration :  He said to me, 'May you be happy'. - He wished that I might be happy.

২৮. Mr Haque writes in English,__.(doesn't he) 

২৯.He lives in the suburbs of Dhaka.Here 'in the suburb of Dhaka' is - an adverbial phrase.

৩০.I know where he lives.Here 'where he lives' is - a noun clause.

৩১.synonym:antonym - Bottom: zenith, Benevolent: Selfish,valiant: fearful, Talkative: Reticent,vague:clear,scanty: unlimited.

৩২. Important spelling : Campaign, Anniversary, Diarrhoea, Guarantee, Quarantine,Voluntary.

৩৩.'He is not himself' means - He doesn't feel well.

৩৪. 'Bring to book' means - Rebuke.

৩৫. Ballad is - a kind of short narrative poem.

৩৬. Hymn is - a lyric poem in praise of God .

৩৭.Diction means - the selection of words in a writing or speech.

৩৮.Dirge means - a long expressing grief, lamentation and mourning.

৩৯. Sonnet is - a lyric poem of fourteen lines.

৪০. Epic is - a long narrative poem with grand style and heroic theme.

৪১. A Fantasy is - a funny film.

৪২. who has written ' He prayeth best,who liveth best ' - Coleridge.

৪৩.'Nature never did betray the heart that loved her' is a quotation from - Wordsworth.

৪৪.'some book are to be tasted,others to be swallowed and some few to be chewed and digested' said - Francis Bacon.

৪৫.Man is  a political animal - who said this - Aristotle.

৪৬. what is catastrophe ? - the tragic end of dramatic events.

৪৭.protagonist means - the central figure of a drama.

৪৮."I wandered lonely as a cloud" is an example of - simile.

৪৯. Robert Browning  was a - victorian poet.

৫০.who has written the poem 'Volpone'? - Ben Jonson.

৫১. who wrote 'Biographia Literaria'? - S.T.Coleridge.

৫২. 'Restoration  period' in English literature refers to - 1660.

৫৩.'A tale of two cities' refers to - London and Paris.

৫৪.The victorian age is named after - Queen Victoria.

৫৫.Elizabethan Tragedy is centered on - revenge.

৫৬.'A Doll's House' is written by - Henrick Ibsen.

৫৭.Tempest is written by - William Shakespeare.

৫৮. Who wrote 'The adventures of Tom sawyer' - Mark Twain.

৫৯. Written by light - photograph.

৬০.'Mosca' যে নাটকের চরিত্র - 'Volpone'.



বাংলাদেশ বিষয়াবলি


১. যে উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয় - মূল্য সংযোজন কর।

২. বাংলাদেশের মোট আয়তন - ১,৪৭,৫৭০ ব:কিমি।

৩.বাংলাদেশে তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট - ব্র্যাক অন্বেষা।

৪.বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান - ক্রমহ্রাসমান।

৫. বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক - বাংলাদেশ কৃষি ব্যাংক।

৬.বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য - ৭১৬কিমি।

৭.উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা - ২০০ নটিক্যাল মাইল।

৮.যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে - ভারত ও মিয়ানমার।

৯. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য - ৫টি।

১০.বিলোনিয়া সীমান্ত যে জেলার অন্তর্গত - ফেনী।

১১.বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড় অবস্থিত - রাঙ্গামাটি,বান্দরবন , কক্সবাজারে।

১২. বাংলাদেশের উওর ও উওর-পূর্বাঞ্চলের পাহাড় অবস্থিত - সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে।

১৩.চন্দ্রনাথের পাহাড় অবস্থিত - সীতাকুণ্ডে।

১৪. কক্সবাজার সমুদ্রসৈকতের দৈর্ঘ্য - ১২০ কিমি।

১৫.কুয়াকাটা সমুদ্রসৈকত অবস্থিত - পটুয়াখালী জেলায়।

১৬.মনপুরা দ্বীপ অবস্থিত - ভোলা।

১৭.সেন্টমার্টিন দ্বীপের আয়তন - ৮ ব:কিমি।

১৮.বাংলাদেশে নদীর সংখ্যা - প্রায় ৭০০টি।

১৯.বাংলাদেশের দীর্ঘতম নদী - মেঘনা।

২০.কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল - আসামের লুসাই পাহাড়ের লংলেহ।

২১.সুরমা ও কুশিয়ারার মিলিত স্রোতের নাম - মেঘনা।

২২.পদ্মা ও যমুনা যেখানে মিলিত হয়েছে - গোয়ালন্দ।

২৩.নারায়ণগঞ্জ, বান্দরবান, গোপালগঞ্জ ,কুমিল্লা যথাক্রমে যে যে নদীর তীরে অবস্থিত - শীতলক্ষা,শংখ,মধুমতি ও গোমতী।

২৪. ভবদহ বিল ও আড়িয়াল বিল যথাক্রমে অবস্থিত- যশোর ও মুন্সিগঞ্জে।

২৫.বাংলাদেশের শীতলতম স্থান - সিলেটের শ্রীমঙ্গল।

২৬.বিভিন্ন জেলার পুরাতন নাম - ঢাকা- জাহাঙ্গীরনগর, বরিশাল-চন্দ্রদ্বীপ, চট্টগ্রাম-ইসলামাবাদ, নোয়াখালী-সুধারাম।

২৭.দুবলার চর অবস্থিত - সুন্দরবনের দক্ষিণ উপকূলে।

২৮.বাংলার সর্বপ্রাচীন জনপদ - পুন্ড্র।

২৯. প্রাচীন জনপদ সমতট অবস্থিত - কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে।

৩০.প্রাচীন জনপদ হরিকেল অবস্থিত -: সিলেট ও চট্টগ্রামে।

৩১.কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের যে চরণগুলো বাজানো হয় - প্রথম ৪টি।

৩২. বাংলাদেশের যেসব জেলায় হাজংরা বাস করে - শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও সুনামগঞ্জ।

৩৩.বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব - মুর্শিদকুলী খান।

৩৪. ঢাকায় প্রথম রাজধানী স্থাপন করেন - ইসলাম খান।

৩৫. যে ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে - পর্তুগিজরা।

৩৬. ভারতবর্ষে সর্বপ্রথম যার সময়ে রেলপথ ও টেলিগ্ৰাফ লাইন স্থাপিত হয় - লর্ড ডালহৌসি।

৩৭. যার সময়ে বঙ্গভঙ্গ ঘোষিত হয় - লর্ড কার্জন।

৩৮.১৯৫৩ সালের নির্বাচনে জয়লাভ করে - যুক্তফ্রন্ট।

৩৯. যে কর্মসূচিকে ম্যাগনাকার্টা হিসেবে গণ্য করা হয় - ৬ দফা।

৪০.৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেশ করেন - ৪ দফা দাবি।

৪১.বাংলাদেশের প্রথম প্রতিরক্ষামন্ত্রী - তাজউদ্দিন আহমদ।

৪২.বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম- মুজিবনগর।

৪৩. মুক্তিযুদ্ধের সময় চট্টগ্ৰাম যে সেক্টরের অধীন ছিল - ১ নম্বর সেক্টর।

৪৪. মুক্তিযুদ্ধের সময় রাজশাহী যে সেক্টরের অধীন ছিল - ৭ নম্বর সেক্টর।

৪৫.বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা - যশোর।

৪৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা - ৬৭৬ জন।

৪৭. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম  আরব দেশ - ইরাক।

৪৮.বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ - সেনেগাল।

৪৯.সাবাস বাংলাদেশ ' ভাস্কর্যের স্থপতি - নিতুন কুন্ডু।

৫০.বাংলাদেশের সংবিধানের মূলনীতি -৪টি।

৫১.বাংলাদেশ সংবিধানের যেসব অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে - ২৬-৪৭ অনুচ্ছেদে।

৫২.বাংলাদেশ সংবিধানের তফসিল - ৭টি।

৫৩.বাংলাদেশ সংবিধানের যে অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকের কথা বলা হয়েছে - ২২ অনুচ্ছেদে।

৫৪.বাংলাদেশ সংবিধানের যে অনুচ্ছেদে গ্ৰামীণ উন্নয়নের কথা বলা হয়েছে - ১৬ অনুচ্ছেদে।

৫৫.বাংলাদেশের সর্বপঞ্চিমের জেলা - নওয়াবগঞ্জ।

৫৬.বাংলাদেশের শাসনব্যবস্থার ধরন - সংসদীয়। 

৫৭.বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় - ৭ এপ্রিল,১৯৭৩।

৫৮.বাংলাদেশে সর্বাধিক চাবাগান রয়েছে - মৌলভীবাজার জেলায়।

৫৯.সফল ও অগ্ৰণী - উন্নতজাতের সরিষা।

৬০.রেলের স্লিপার তৈরিতে ব্যবহৃত হয় - গর্জন।

৬১. উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি,বিরিসিরি অবস্থিত- নেত্রকোনায়।

৬২.বাংলাদেশের বর্তমান জনসংখ্যা -১৬কোটি ৯১ লাখ।

৬৩.বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার -১.২২%।

৬৪. বর্তমানে বাংলাদেশে জনসংখ্যার(প্রতি ব:কিমি) ঘনত্ব - ১১৪০ জন।

৬৫.বর্তমানে দেশের সাক্ষরতার হার - ৭৫.২০%।

৬৬.বর্তমানে দেশে দারিদ্র্যের হার - ২০.৫%।

৬৭.বর্তমানে স্থিরমূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.২৫%।

৬৮.বর্তমানে দেশে ব্যাংক রয়েছে- ৬১টি।

৬৯.বেপজা ইজেড অবস্থিত - মিরসরাই, চট্টগ্রাম।

৭০.বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় - ২,৮২৪ মা:ড:।

৭১.বর্তমানে বাংলাদেশে নারী ও পুরুষের অনুপাত - ৯৮:১০০।

৭২.বর্তমানে জনসংখ্যায়  দেশের বৃহত্তম বিভাগ - ঢাকা।

৭৩. বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ যে ভাষায় অনূদিত হয় - থাই।

৭৪.বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ বর্তমানে - ১২৯তম।

৭৫. ষষ্ঠ নারী সাফ ফুটবলে চ্যাম্পিয়ন - বাংলাদেশ।

৭৬. বাংলাদেশের পণ্য রপ্তানির দ্বিতীয় বৃহত্তম বাজার- জার্মানি।

৭৭.বাংলাদেশ সংবিধান দিবস - ৪ নভেম্বর।

৭৮.বর্তমানে দেশে পৌরসভা - ৩৩০টি।

৭৯.মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজৈবনিক গ্ৰন্থ'এ স্টোরি অফ মাই টাইম' এর লেখক - মনজুরুল হক।

৮০.পার্বত্য শান্তিচুক্তির ২৫তম বর্ষপূর্তি পালিত হয় - ২ডিসেম্বর,২০২২।

৮১.বাংলাদেশের যতজন ক্রিকেটার টেষ্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন - ৪ জন।

৮২.এ বছর বাংলাদেশকে যে সংস্থার শীর্ষ সম্মেলনে 'অতিথি দেশ' হিসেবে অন্তর্ভুক্ত করা হয় - জি২০।

৮৩.শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমী অবস্থিত - রংপুরে।

৮৪.২০২৩ সালে বাংলা একাডেমী পুরস্কার পান - ১৫ জন।

৮৫. বাংলাদেশে নতুন স্বীকৃতিপ্রাপ্ত কৃষিজাত পণ্য - পাট।

৮৬. বাংলাদেশের বৃহত্তর জেলা - ১৯টি।


 আন্তর্জাতিক বিষয


১.পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক - জোসেফ স্ট্যালিন।

২.প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর - ইউকোসুক।

৩.ডমিনো তত্ত্ব যে অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল - দক্ষিণ-পূর্ব এশিয়া।

৪.গ্লাসনস্তনীতি যে দেশে চালু ছিল - সাবেক সোভিয়েত ইউনিয়ন।

৫.যে দেশের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় - জাপান।

৬.দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পঞ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোট - কমেকন।

৭.মংডু যে দুই দেশের সীমান্ত এলাকা- বাংলাদেশ-মায়ানমার।

৮.দি আর্ট অফ ওয়ার' গ্ৰন্থের রচয়িতা - সুন জু।

৯.বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড'এর প্রবক্তা - চীন।

১০.'WIPO' এর সদর দপ্তর -জেনেভা।

১১.সুয়েজ খাল চালু হয় - ১৮৬৯ সালে।

১২.যে সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয় - কোরিয়া সংকট।

১৩.১৭৮৩ সালে ভার্সাইতে যতগুলো চুক্তি হয় - ৪টি।

১৪.যে রাষ্ট্র সর্বাধিক সংখ্যক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত - চীন।

১৫.ইউএনডিপি'র শীর্ষ পদ - প্রশাসক।

১৬. আরব লীগ প্রতিষ্ঠিত হয় - ১৯৪৫ সালে।

১৭. বর্তমানে ন্যাম এর সদস্য - ১২০।

১৮. বিভিন্ন সংস্থার সদরদপ্তর : রেডক্রস - জেনেভা,IAEA-ভিয়েনা,ইন্টারপোল - লিও,অক্সফাম-লন্ডন, কমনওয়েলথ-লন্ডন,WHO-জেনেভা,ILO-জেনেভা,IMF-ওয়াশিংটন ডিসি।

১৯. আলেপ্পো শহরটি অবস্থিত - সিরিয়া।

২০. কিয়েভ শহরটি অবস্থিত - ইউক্রেন।

২১.world development report যে সংস্থার বার্ষিক প্রতিবেদন-বিশ্বব্যাংক।

২২.জাতিসংঘের স্থায়ী সদস্য - যুক্তরাষ্ট্র,রাশিয়া,ফ্রান্স,ব্রিটেন, চীন।

২৩.কালাপানি যে দুই রাষ্ট্রের মধ্যে অমিমাংসিত ভূখন্ড- ভারত ও নেপাল।

২৪.সলোমন দ্বীপপুঞ্জ যে মহাসাগরে অবস্থিত - প্রশান্ত মহাসাগর।

২৫. ২০২৩ এ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে - জাপান,ইকুয়েডর, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ড।

২৬. ভারতের সুপ্রীম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি - ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়।

২৭.এসভিআর যে দেশের গোয়েন্দা সংস্থা - রাশিয়া।

২৮.২০২২ সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট সি জিনপিং প্রথম সরাসরি বৈঠক করেন - বালি, ইন্দোনেশিয়া।

২৯.ICSID এর বর্তমান সদস্য - ১৫৬টি।

৩০.১৭তম জি২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - বালি,ইন্দোনেশিয়া।

৩১. বর্তমানে স্বাদু পানির মৎস উৎপাদনে শীর্ষ দেশ - ভারত।

৩২.অষ্টম টিটুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় - ইংল্যান্ড।

৩৩.মেস্কিকোর প্রথম নারী প্রধান বিচারপতি - নরমা লুসিয়া পিনা।

৩৪.আসিয়ানের ১১তম সদস্য - পূর্বতিমুর।

৩৫. আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বর্তমান সদস্য সংখ্যা - ১৭৫।

৩৬.বর্তমানে সামরিক ব্যয় রেঙ্কিংয়ে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র।

৩৭.যে তারিখে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রথমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব গৃহীত হয় - ২১ডিসেম্বর,২০২২।

৩৮.নেপালের বর্তমান প্রধানমন্ত্রী - পুষ্প কমল দহল।

৩৯. ইউরোপীয় ইউনিয়নের যতগুলো দেশ ইউরো মুদ্রা চালু করেছে - ২০টি।

৪০.জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার বর্তমান সদস্য সংখ্যা - ১৭১।

৪১.ফুটবলের রাজা পেলে মারা যান - ২৯ ডিসেম্বর,২০২২।

৪২. ৪৯তম জি৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে - হিরোশিমা, জাপান।

৪৩.জিবুতি দেশটি অবস্থিত - এডেন উপসাগরের পাশে।

৪৪. নাথুলা পাস যে দুই দেশকে পৃথক করেছে - ভারত-চীন।

৪৫. জাতিসংঘ টেকসই উন্নয়নের লক্ষ্য - ১৭টি।

৪৬. মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম - ন্যাশনাল ইউনিটি সরকার।

৪৭. বলকান রাষ্ট্র - আলবেনিয়া, বুলগেরিয়া,ক্রোয়েশিয়া, রোমানিয়া প্রভৃতি।

৪৮.দক্ষিণ-পূর্ব এশিয়ার যে দেশ কখনো ঔপনিবেশিক শাসনে ছিল না - থাইল্যান্ড।

৪৯. বিভিন্ন দেশের রাজধানী:কসোভো- প্রিষ্টিনা, রোমানিয়া-বুখারেষ্ট,সেনেগাল-ডাকার।

৫০.ওশেনিয়া অঞ্চলের দেশ - নাউরু।

৫১. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন - ইলেক্টোরাল কলেজের ভোটে।

৫২.মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয়কে বলা হয় - ওভাল অফিস।

৫৩.যে দেশের সংবিধান অলিখিত - যুক্তরাজ্য।

৫৪.ব্রিটেনের প্রশাসনিক সদরদপ্তরকে বলা হয় - হোয়াইট হল।

৫৫.সিআইএস(CIS) এর সদস্য - ১০টি।

৫৬. গ্ৰেট হল অবস্থিত - চীনে।

৫৭.আকসাই-চীন মহাসড়ক অবস্থিত - কাশ্মিরে।

৫৮.ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন - রাজেন্দ্র প্রাসাদ।

৫৯.ভারতের মোট অঙ্গরাজ্য - ২৯টি।

৬০.বেলফোর ঘোষণা যে রাষ্ট্র প্রতিষ্ঠার  সঙ্গে সম্পর্কিত - ইসরায়েল।

৬১.স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় - আলজেরিয়া।

৬২.বিভিন্ন দেশের মুদ্রা: জার্মানি-ইউরো,চীন-ইউয়ান,সুইডেন-ক্রোনা,রাশিয়া-রুবল।

৬৩.বিভিন্ন দেশকে বিভক্তকারী সীমারেখা : উওর ও দক্ষিণ কোরিয়া:৩৮° উওর অক্ষরেখা, পাকিস্তান ও আফগানিস্তান:ডুরাল্ড লাইন, যুক্তরাষ্ট্র ও কানাডা : ৪৯° উওর অক্ষরেখা।

৬৪. পৃথিবীর বৃহত্তম মহাসাগর - প্রশান্ত মহাসাগর।

৬৫. পানামা খাল পৃথক করেছে-আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে।

৬৬. পৃথিবীর দীর্ঘতম নদী - নীলনদ।

৬৭. বিশ্বের সর্বাধিক ধান উৎপাদনকারী দেশ - চীন।

৬৮.ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয় - ১৯৪৫ সালে।

৬৯.জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী দেশ - ৫০টি।

৭০. বিভিন্ন সংস্থার সদরদপ্তর:আন্তর্জাতিক আদালত - হেগ,আসিয়ান-জাকার্তা,ন্যাটো-ব্রাসেলস,অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল-লন্ডন,গ্ৰিনপিস-আমস্টারডাম।

৭১. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO)বর্তমান সদস্য সংখ্যা - ১৬৪।

৭২. বিভিন্ন দেশের সংবাদসংস্থা : এপি-যুক্তরাষ্ট্র,তাস-রাশিয়া, রয়টার্স-যুক্তরাজ্য।

৭৩.বিভিন্ন স্থানের উপনাম: নীলনদের দেশ- মিশর,সাত পাহাড়ের দেশ - রোম।

৭৪. বিভিন্ন দিবস : বিশ্ব স্বাস্থ্যদিবস-৭ এপ্রিল,বিশ্ব পানি দিবস-২২ মার্চ,বিশ্ব নারী দিবস- ৮ মার্চ,বিশ্ব পরিবেশ দিবস-৫ জুন।

৭৫.দি ক্ল্যাস অব সিভিলাইজেশন গ্ৰন্থের লেখক - স্যামুয়েল হ্যান্টিংটন।

৭৬. সিটিবিটি যে উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছিল- পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ।

৭৭. প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় - ১৯৮৪ সালে।

৭৮.এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা -৯২।

৭৯. আন্তর্জতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান সদস্য সংখ্যা -১০২।

৮০.  কমনওয়েলথের বর্তমান চেয়ারপার্সন - পল কাগালো।

৮১.ওপেকের বর্তমান মহাসচিব - হাইতাম আল গাইস।

৮২. সার্কভুক্ত দেশগুলোর মধ্যে গড়আয়ুতে শীর্ষ দেশ - মালদ্বীপ।

৮৩.২০২২ সালে সাহিত্যে নোবেল জয়ী - অ্যানি অ্যানক্স।

৮৪.ভারতের কংগ্ৰেসের বর্তমান সভাপতি - মল্লিকার্জুন খাড়গে।

৮৫.২০২২ ফিফা কাতার বিশ্বকাপে গোল্ডেন বল পান - লিওনেল মেসি।

৮৬.২০২২ ফিফা কাতার বিশ্বকাপের মাসকট- লায়েব।


 গাণিতিক যুক্তি 


গণিতের নিম্নোক্ত অধ্যায়গুলো প্র্যাকটিস করতে হবে। এছাড়া নিম্নোক্ত ধরনের অংশগুলো দেখতে পারেন।

বাস্তব সংখ্যা, শতকরা,লাভক্ষতি,সরল ও যৌগিক মুনাফা,বীজগাণিতিক সূত্রাবলি,সূচক,লগারিদম,সমান্তর ও গুণোত্তর ধারা,অনুপাত,রেখা,কোণ ও বৃত্ত সংক্রান্ত জ্যামিতি,পরিমিতি সরলরেখা ও ঘনবস্তু,সেট ও সম্ভাব্যতা।

১.সুদের হার কত হলে ১০০টাকা সরল সুদে ৮ বছরে দ্বিগুণ হবে ? উত্তর : ১২.৫%।

২.লেবুর দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্ব অপেক্ষা দুটি লেবু বেশি পাওয়া গেলে বর্তমানে ১টি লেবুর দাম কত? উত্তর:১.৫০টাকা।

৩.৬০ লিটার শরবতে আম ও কমলার অনুপাত ২:১।কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১:২ হবে? উত্তর : ৬০ লিটার।

৪.দুটি সংখ্যার গসাগু ১১ ও লসাগু ৭৭০০।একটি সংখ্যা ২৭৫ হলে অপর সংখ্যাটি ? - উত্তর:৩০৮।

৫.a-b=2 এবং ab =24 হলে ,a এর ধনাত্মক মান হবে? উত্তর:6।

৬.log3(1/9) এর মান ? উত্তর: -2।

৭.একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি -48 এবং পঞ্চম পদটি 3/4 হলে সাধারণ অনুপাত ? উত্তর : -1/4।

৮.১৪ জন খেলোয়াড়ের মধ্য থেকে নির্দিষ্ট একজন অধিনায়কসহ ১১ জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে? উত্তর:২৮৬।

৯.A={x:x মৌলিক সংখ্যা এবং x≤5} হলে P(A) এর সদস্য সংখ্যা কত? উত্তর:8

১০.∆ABC  এ <A=40°,<B=70° হলে ∆ABC কোন ধরনের ত্রিভুজ? উত্তর:সমদ্বিবাহু ত্রিভুজ।

১১. বৃত্তের সমীকরণ হচ্ছে : x²+y²=16।



সাধারণ বিজ্ঞান 


১.যে ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে - পারদ।

২.মৌমাছি চাষকে বলা হয় - এপিকালচার।

৩.কাজের একক - জুল।

৪.যকৃতের রোগ - জন্ডিস।

৫.যে মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম - বায়বীয় পদার্থ।

৬. যে তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি - ৪°।

৭.সাতার কাটা সহজ - সাগরে।

৮.বাতাসের আদ্রর্তা বেড়ে গেলে - শব্দের বেগ বেড়ে যায়।

৯.প্রতিফলিত শব্দকে বলা হয় - প্রতিধ্বনি।

১০.তাপ সঞ্চালনের পদ্ধতি - তিনটি।

১১.প্রেসার কুকারে পানির স্ফুটনাংক - বেশি হয়।

১২.যে রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম - সাদা।

১৩.রেফ্রিজারেটরে ব্যবহ্নত হয় - আমোনিয়া ও ফ্রেয়ন।

১৪.সর্বাপেক্ষা ছোট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে - গামা রশ্মি।

১৫.বৈদ্যুতিক জেনারেটর যেভাবে কাজ করে- যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে।

১৬.বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে যে ধরনের তার ব্যবহৃত হয় - নাইক্রোম তার।

১৭. ক্যান্সার, টিউমার প্রভৃতি রোগের চিকিৎসায় ব্যবহ্নত হয় - গামা রশ্মি।

১৮.ট্রানজিষ্টর কত ধরনের - ২ ধরনের।

১৯.সিলিকনের ব্যবহার যে শিল্পে বেশি - ইলেকট্রনিক্স শিল্পে।

২০.ক্ষারধাতুর উদাহরণ - লিথিয়াম,সোডিয়াম, পটাশিয়াম প্রভৃতি।

২১.জারন বিক্রিয়ায় ঘটে - ইলেকট্রন বর্জন।

২২.গ্যালভানাইজিং হলো - লোহার উপর দস্তার প্রলেপ।

২২. বিশুদ্ধ পানির pH -৭।

২৩. সংকর ধাতু পিতলের উপাদান - তামা ও দস্তা।

২৪.ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ - ০.১৫-১.৫%।

২৫.সংকর ধাতু কাঁসার উপাদান - তামা ও টিন।

২৬. নাইট্রোজেন গ্যাস থেকে যে সার প্রস্তুত করা হয় - ইউরিয়া সার।

২৭.বায়োগ্যাসে শতকরা মিথেন থাকে - ৬০-৭০%।

২৮.পিসিকালচার হচ্ছে - মৎসচাষ।

২৯.যার সংক্রমণে যক্ষ্মা রোগ হয় - ব্যাকটেরিয়া।

৩০.ভাইরাসজনিত রোগ - জলাতঙ্ক, পোলিও,জন্ডিস প্রভৃতি।

৩১.সালকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় - লাল আলোতে।

৩২. চীনের যে প্রদেশে প্রথম করোনা ভাইরাস দেখা যায় - হুবেই।

৩৩.স্বাদু পানির মাছ - গলদা চিংড়ি।

৩৪. রক্তের উপাদান - ২ ধরনের।

৩৫.ডায়াবেটিস হলে - রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়।

৩৬.সিস্টোলিক চাপ হচ্ছে - হ্নৎপিন্ডের সংকোচন চাপ।

৩৭.যে রক্তগ্ৰুপকে সর্বজনীন দাতা বলা হয় - ও-পজেটিভ।

৩৮.যকৃতের রোগ - জন্ডিস।

৩৯.বিভিন্ন খাদ্যে বিদ্যমান উপাদান : লেবুর রসে-সাইট্রিক এসিড, টমেটোতে-ম্যালিক এসিড,ডাবে- পটাশিয়াম,আমলকিতে- অক্সালিক এসিড।

৪০.সূর্যকিরণ থেকে পাওয়া যায় - ভিটামিন ডি।

৪১.যেসব জায়গায় সলিড ফিনাইল ব্যবহার করা হয় - পায়খানা,প্রসাবখানায়।


কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি 


১. টুইটারের বর্তমান মালিক ও সিইও - ইলন মাস্ক।

২. ফেসবুক চালু হয় - ২০০৪ সালে।

৩.কম্পিউটারের প্রিন্টার - একটি আউটপুট ডিভাইস।

৪.মোবাইল কমিউনিকেশনে ৪জি এর ক্ষেত্রে ৩জির তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য - ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।

৫.সবচেয়ে দ্রুতগতির মেমরি - ক্যাশ মেমরি।

৬.কোনটি একসাথে কম্পিউটারের ইনপুট ও আউটপুট ডিভাইস - টাসস্ক্রিন।

৭.বাংলাদেশে যে ব্যাংক প্রথম টেলিব্যাংকিং ব্যবস্থা চালু করে - স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

৮. বিকাশ যে ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা - ব্র্যাকব্যাংক।

৯.যে স্মার্টফোন অপারেটিং সিস্টেম ওপেন সোর্স প্লাটফর্ম - অ্যান্ড্রয়েড।

১০.ওরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা - লরেন্স জে এলিসন।

১১.ইন্টারনেট চালু হয় - ১৯৬৯ সালে।

১২.তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী - ওয়াইম্যাক্স।

১৩.সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা - মার্ক জাকারবার্গ।

১৪.যে সফটওয়্যার দিয়ে হিসাব নিকাশ করা যায় - এম এস এক্সেল।

১৫.সিষ্টেম সফটওয়্যারের উদাহরণ - উইন্ডোজ১০।

১৬. ট্রজান হর্স হচ্ছে - একটি ভাইরাস।

১৭.যে ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম - লেজার প্রিন্টার।

১৮.এন্টিভাইরাস সফটওয়্যারের উদাহরণ - ম্যাকাফি,নর্টন,ক্যাচপারস্কি।

১৯.আলফানিউমারিক কোডের উদাহরণ - আসকি।

২০. ইনস্টাগ্রামের উদ্ভাবক - কেভিন সিস্ট্রোম ও মাইক ক্রিয়েজার।

২১.ওয়াইফাই যে ষ্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে কাজ করে - IEEE 802.11।

২২. জনপ্রিয় হটস্পট - ওয়াইম্যাক্স, ওয়াইফাই, ব্লুটুথ।

২৩. সর্বপ্রথম ৩জি সেবা চালু করে - জাপান।

২৪. কম্পিউটারের বাংলা ফন্টের উদাহরণ - আদর্শলিপি,একুশ, বসুন্ধরা।

২৫.বাংলাদেশে ওয়াইম্যাক্স চালু হয় - ২০০৯ সালে।

২৬. কম্পিউটারের নেটওয়ার্ক যতধরনের- ৪ ধরনের।

২৭.প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট ব্যবহারের জন্য যে ধরনের সংযোগ প্রয়োজন হয়- ডায়ালআপ।

২৮.পারসোনাল কম্পিউটার যুক্ত করে তৈরি করা হয় - নেটওয়ার্ক।

২৯.কম্পিউটারের প্রথম প্রোগ্ৰামিং ভাষা - ফোরট্রান।

৩০.'JPG' যে ধরনের ফাইল - ইমেজ ফাইল।



ভূগোল ও অন্যান্য 


১.সৌরজগতের সর্ববৃহৎ গ্ৰহ - বৃহস্পতি।

২.সূর্যগ্ৰহন হলে - চাঁদ,সূর্য ও পৃথিবী এক সরলরেখায় অবস্থান করে।

৩.বায়ুমন্ডলের স্তর - ৪টি।

৪.বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ - ০.০৩%।

৫.জোয়ার-ভাটার তেজকটাল হয় - অমাবস্যায়।

৬.পৃথিবীতে মহাসাগর - ৫টি।

৭.সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ - ৭৬ সেমি।

৮.IUCN এর কাজ - বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

৯.বায়ুমন্ডলের যে স্তরে ওজোন স্তর রয়েছে - স্ট্রাটোমন্ডল।

১০. কত বছর পরপর হ্যালির ধূমকেতু দেখা যায় - ৭৬ বছর।

১১. বছরের যে তারিখে দিবারাত্রি সমান হয় - ২৩ সেপ্টেম্বর।

১২.ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে - কর্কটক্রান্তি রেখা।

১৩.সম্প্রতি যে দেশে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় - তুরস্কে।

১৪. বাংলাদেশের সীমান্তবর্তী জেলা -৩২টি।

১৫. বাংলাদেশের উত্তরে অবস্থিত - ভারতের পঞ্চিমবঙ্গ,মেঘালয় ও আসাম।

১৬.গারো পাহড় অবস্থিত - ময়মনসিংহে।

১৭.চট্টগ্ৰাম অঞ্চলের পাহাড়গুলো যে পর্বতের অংশ - আরাকান ইয়োমা।

 ১৮.বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ - সেন্টমার্টিন।

১৯.হিরণ পয়েন্ট: সুন্দরবন :: এলিফ্যান্ট পয়েন্ট:? -কক্সবাজার।

২০.বাংলাদেশে সবচেয়ে বেশি চর আছে - যমুনা নদীতে।

২১.পদ্মার উপনদী - মহানন্দা।

২২. বরিশাল অবস্থিত - কীর্তনখোলা নদীর তীরে।

২৩.ভবদহ বিল অবস্থিত - যশোরে।

২৪.হাইল হাওড় অবস্থিত - সুনামগঞ্জে।

২৫.বাংলাদেশে শীতল পানির ঝর্ণা রয়েছে - কক্সবাজারের হিমছড়ি পাহাড়ে।

২৬.বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় - সিলেটের লালখানে।

২৭.বাংলাদেশের শীতলতম স্থান - শ্রীমঙ্গল।

২৮.রবিশস্য হচ্ছে - শীতকালীন শস্য।

২৯.যে মাটির পানি ধারণ ক্ষমতা বেশি - এঁটেল মাটি।

৩০.বাংলাদেশের বৃহত্তম কাগজকল - কর্ণফুলী কাগজকল।

৩১. বাংলাদেশের বৃহত্তম সার কারখানা - যমুনা সার কারখানা।

৩২.কার্টাগেনা প্রটোকল - জাতিসংঘ জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি।

৩৩.ওজোনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল সংশোধন করা হয়েছে - ৪ বার। 

৩৪.বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয় - প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে।

৩৫.পূর্ব সর্তকতা ছাড়া যে দূর্যোগ সংগঠিত হয় - ভূমিকম্প।

৩৬.জুমচাষ পদ্ধতি বাংলাদেশের যেসব জেলায় দেখা যায় - চট্টগ্ৰাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে।

৩৭.বাংলাদেশের কৃষি হচ্ছে - ধান-প্রধান নিবিড় স্বয়ংভোগী।

৩৮.দূর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রমে সাজালে যে কাজ সর্বপ্রথমে হবে - ঝুঁকি চিহ্নিতকরণ।

৩৯.ভারতের যতগুলো ছিটমহল বাংলাদেশের ভৌগলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে- ১১১টি।

৪০.যে আপদটি পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ - বায়ুদূষণ।

৪১.সার্ক দূর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত - নতুন দিল্লীতে।

৪২.যে পর্যায়ে দূর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয় - পুনর্বাসন পর্যায়ে।

৪৩.ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে যতগুলো উপাদানের কথা উল্লেখ করেছে-৬টি।

৪৪. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ - সংবাদমাধ্যম।

৪৫.আমাদের চিরন্তন মূল্যবোধ হচ্ছে - সত্য ও ন্যায়।

৪৬.নৈতিক শক্তির প্রধান উপাদান - সততা ও নিষ্ঠা।

৪৭. জনগণ ,রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো - সুশাসন।

৪৮.নৈতিকতাকে বলা হয় - মানবজীবনের নৈতিক আদর্শ।

৪৯.মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে - সামাজিক অবক্ষয় রোধ করা।

৫০.সুশাসনের পূর্বশর্ত হচ্ছে - অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন।

৫১.মানুষের যে ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্যবিষয় - ঐচ্ছিক ক্রিয়া।

৫২.সামাজিক মূল্যবোধের ভিত্তি হচ্ছে - আইনের শাসন।

৫৩.নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি তার অন্তরায় - সুশাসনের।

৫৪.১২ এর কত শতাংশ ১৮? - ১৫০।

৫৫.৩,৭,৪,১৪,৫,২১,৬.. ধারাটির অষ্টম সংখ্যাটি কত ? -২৮।

৫৬. আলো:চোখ::শব্দ:? - কান।

৫৭.বাংলাদেশ:ঢাকা:: নেপাল:? - কাটমুন্ডু।

৫৮.কোন নৌকাকে বেশি গতিতে চালাতে হলে বৈঠা ব্যবহার করতে হবে- পিছনে।