WHAT'S NEW?
Loading...

ক্রিকেট থেকে যোগিন্দর শর্মার অবসর

                                                                 
                                               ছবি: যোগিন্দর শর্মা


প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি ভারতের পেসার যোগিন্দর শর্মা সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য যোগিন্দর শর্মা ভারতের ২০০৭ টিটুয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন। তবে পরবর্তীতে এই পেসার ভারতের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। এছাড়া উল্লেখ্য এই পেসার ভারতের হয়ে শুধু ওয়ানডে ও টিটুয়েন্টি ক্রিকেট খেলেছেন। যোগিন্দর শর্মার ক্যারিয়ারচিত্র এখানে তুলে ধরার চেষ্টা করছি।


ওয়ানডে ক্যারিয়ার 

যোগিন্দর শর্মা ভারতের হয়ে ৪টি ওয়ানডে ম্যাচ খেলে ১টি উইকেট নেন।


টিটুয়েন্টি ক্যারিয়ার 

যোগিন্দর শর্মা ভারতের হয়ে ৪টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৪টি উইকেট নেন।


ফাষ্টক্লাস ক্যারিয়ার 

যোগিন্দর শর্মার সমৃদ্ধ ফাষ্টক্লাস ক্যারিয়ার রয়েছে। উল্লেখ্য ফাষ্টক্লাস ক্রিকেটে এই ক্রিকেটার বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও সফলতা দেখিয়েছেন।ফাষ্টক্লাস ক্রিকেটে যোগিন্দর শর্মা ব্যাট হাতে দুই হাজারের বেশি রান করেছেন এবং বল হাতে দুই শতাধিক উইকেট নিয়েছেন।


যোগিন্দর শর্মার অজানা রেকর্ড 

সদ্য অবসরে যাওয়া যোগিন্দর শর্মার ক্যারিয়ারের কিছু অজানা রেকর্ড এখানে দেখে নিন।


১. ২০০৭ সালের টিটুয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ী ভারতীয় টিমের অন্যতম সদস্য যোগিন্দর শর্মা।

২. যোগিন্দর শর্মা চেন্নাই সুপার কিংসের হয়ে দু'বার আইপিএল শিরোপা জয় করেন।

৩.২০০৭ সালের টিটুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে যোগিন্দর শর্মার দারুণ বোলিং ভারতকে চ্যাম্পিয়ন হতে সহায়তা করে।

৪.ফাষ্টক্লাস ক্রিকেটে যোগিন্দর শর্মা ব্যাট ও বল হাতে দারুণ সাফল্য লাভ করেন।