WHAT'S NEW?
Loading...

সাম্প্রতিক চাকরির খবর

                                                                 


প্রিয় ক্রিকেট ডটকমঃ  পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সম্প্রতি বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি (ননক্যাডার) প্রকাশ করেছে। উল্লেখ্য পিএসসির এই নিয়োগ বিজ্ঞপ্তির মোট পদসংখ্যা ২,৯৫৩। পিএসসির নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এখানে তুলে ধরা হলো।


পদ : সিনিয়র স্টাফ নার্স, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), উপ-সহকারী প্রকৌশলী (স্টোর), উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) প্রভৃতি পদ।


পদসংখ্যা : মোট পদসংখ্যা ২,৯৫৩টি।


যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে স্মাতক ডিগ্রি।


বয়স : পদভেদে বয়স(২৫.০৩.২০২০ তারিখে)  সর্বোচ্চ ৩০ বা ৪০ বছর।তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।


বেতন স্কেল : পদভেদে গ্ৰেড-৬,গ্ৰেড-১০ ও গ্ৰেড-১১ ।


আবেদন ফি : ৬০০ টাকা।


আবেদন প্রক্রিয়া : অনলাইন (ভিজিট http://bpsc.teletalk.com.bd)।


আবেদনের শেষ তারিখ : ০৭.০৩.২০২৩ (সন্ধ্যা ৬.০০টা)।


পিএসসি ননক্যাডার নিয়োগ পরীক্ষার নম্বরবন্টন : এমসিকিউ (১০০ নম্বর), লিখিত (২০০ নম্বর), মৌখিক ১০০/৫০ নম্বর)।


পিএসসি ননক্যাডার নিয়োগ পরীক্ষার বিষয় : বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক),প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়, গণিত ও মানসিক দক্ষতা, বিজ্ঞান ও প্রযুক্তি।সূত্র : পিএসসি ওয়েবসাইট ও বাংলা ট্রিবিউন।