ছবি: মুরালি বিজয়
প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি ভারতের ব্যাটার মুরালি বিজয় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন । উল্লেখ্য মুরালি বিজয় ভারতের টেস্ট ওপেনার হিসেবে বেশ সফলতা দেখিয়েছেন।মুরালি বিজয়ের ক্যারিয়ার ও সেরা কিছু ইনিংসের বিস্তারিত এখানে তুলে ধরার চেষ্টা করছি।
টেস্ট ক্যারিয়ার
২০০৮ সালে অষ্ট্রেলিয়ার বিপক্ষে মুরালি বিজয়ের টেস্ট অভিষেক হয় । অবসরের আগে এই ভারতীয় ওপেনার ৬১টি টেস্ট ম্যাচ খেলে মোট ৩,৯৮২ রান করেন। টেস্ট ক্রিকেটে মুরালি বিজয়ের ১২টি সেঞ্চুরি ও ১৫টি ফিফটি রয়েছে।
ওয়ানডে ক্যারিয়ার
২০১০ সালে মুরালি বিজয়ের ওয়ানডে অভিষেক হয়(প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা)। মুরালি বিজয় ভারতের হয়ে ১৭টি ওয়ানডে ম্যাচ খেলে ১ ফিফটিসহ মোট ৩৩৯ রান করেন।
টিটুয়েন্টি ক্যারিয়ার
২০১০ সালে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে মুরালি বিজয়ের অভিষেক হয় (প্রতিপক্ষ আফগানিস্তান)।মুরালি বিজয় ভারতের হয়ে ৯টি টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ১৬৯ রান করেন।
ফাষ্টক্লাস ক্যারিয়ার
মুরালি বিজয় ভারত ও ভারতের বাইরের বিভিন্ন বিখ্যাত ক্লাব ও ফ্রাঞ্চাইজির ( চেন্নাই সুপার কিংস,কিংস ইলেভেন পাঞ্জাব,সমারসেট প্রভৃতি) হয়ে ফাষ্টক্লাস ক্রিকেট খেলেছেন।এই ওপেনার ১৩৫টি ফাষ্টক্লাস ম্যাচ খেলে ৯,২০৫ রান করেন।ফাষ্টক্লাস ক্রিকেটে মুরালি বিজয়ের ২৫টি সেঞ্চুরি ও ৩৮টি ফিফটি রয়েছে।
মুরালি বিজয়ের সেরা ইনিংস
মুরালি বিজয় একসময় ভারতের টেস্ট ওপেনার হিসেবে সফলতা লাভ করেন।মুরালি বিজয়ের সেরা কিছু ইনিংসের চিত্র এখানে তুলে ধরা হলো।
ব্রিসবেনে ১৪৪
মুরালি বিজয়ের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস হচ্ছে অষ্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৪ সালে ব্রিসবেন টেষ্টে খেলা ১৪৪ রান।সেই ইনিংসটি খেলার পথে এই ভারতীয় ওপেনার ২১৩ বল মোকাবিলা করেন (সাথে ছিল ২২টি চার) ।
ট্রেন্টব্রিজে ১৪৫
মুরালি বিজয়ের আরেকটি সেরা ইনিংস হচ্ছে ২০১৪ সালে ট্রেন্টব্রিজ টেষ্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ১৪৫ রান।সেইম্যাচে মুরালি বিজয়ের ইনিংসটি ভারতকে ট্রেন্টব্রিজ টেস্ট ড্র করতে সহায়তা করে।
এডিলেডে ৯৯
মুরালি বিজয়ের অন্যতম সেরা একটি ইনিংস হচ্ছে ২০১৪ সালে অষ্ট্রেলিয়ার বিপক্ষে এডিলেড টেষ্টে খেলা ৯৯ রান।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন