WHAT'S NEW?
Loading...

আইসিসি বর্ষসেরা (২০২২) নারী দল

                                                               




প্রিয় ক্রিকেট ডটকমঃ  ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) বর্ষসেরা (২০২২) নারী ক্রিকেট দলের নাম প্রকাশ করেছে। এখানে গেল বছরের (২০২২) বর্ষসেরা নারী ক্রিকেট দলের (ওয়ানডে ও টিটুয়েন্টি) বিস্তারিত দেখে নিন।


কোন দেশের কতজন ক্রিকেটার রয়েছেন 

আইসিসির বর্ষসেরা (২০২২) নারী ওয়ানডে দলে ভারত ও দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ তিনজন করে ক্রিকেটার রয়েছেন। এছাড়া আইসিসির বর্ষসেরা (২০২২) নারী ওয়ানডে দলে অষ্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দু'জন ক্রিকেটার এবং নিউজিল্যান্ডের একজন ক্রিকেটার রয়েছেন।

আইসিসির বর্ষসেরা (২০২২) নারী টিটুয়েন্টি দলে ভারতের সর্বোচ্চ চারজন ক্রিকেটার রয়েছেন। এছাড়া আইসিসির বর্ষসেরা (২০২২) নারী টিটুয়েন্টি দলে অষ্ট্রেলিয়ার তিনজন ক্রিকেটার রয়েছেন। সেইসাথে আইসিসির বর্ষসেরা (২০২২) নারী টিটুয়েন্টি দলে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তানের একজন করে ক্রিকেটার রয়েছেন।

বর্ষসেরা (২০২২) নারী ওয়ানডে দল 

২০২২ সালের বর্ষসেরা নারী ওয়ানডে দল এখানে দেখে নিন।

আলিসা হেলি( অষ্ট্রেলিয়া),স্মৃতি মান্দানা (ভারত),লরা উলভার্ট(দক্ষিণ আফ্রিকা),নেট স্কাইভার (ইংল্যান্ড),বেথ মুনি (অষ্ট্রেলিয়া),হারমাতপ্রিট কাউর(অধিনায়ক) (ভারত),এমিলিয়া কের (নিউজিল্যান্ড),সোফিয়া এক্লেস্টোন(ইংল্যান্ড),আয়াবঙ্গা খকা (দক্ষিণ আফ্রিকা),রেনুকা সিং (ভারত),সাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা)।



আইসিসি বর্ষসেরা (২০২২) নারী টিটুয়েন্টি দল 

২০২২ সালের আইসিসি বর্ষসেরা নারী টিটুয়েন্টি দল এখানে দেখে নিন।

স্মৃতি মান্দানা (ভারত),বেথ মুনি (অষ্ট্রেলিয়া),সোফি ডিভাইন(অধিনায়ক) (নিউজিল্যান্ড),এস গার্ডনার(অষ্ট্রেলিয়া),তাহলিয়া ম্যাকগ্ৰাথ (অষ্ট্রেলিয়া),নিদা দার (পাকিস্তান),দিপ্তি শর্মা (ভারত),রিচা ঘোষ (ভারত), সোফিয়া এক্লেস্টোন (ইংল্যান্ড),ইনোকা রানায়েরা (শ্রীলঙ্কা),রেনুকা সিং (ভারত)।