WHAT'S NEW?
Loading...

আইসিসির ২০২২ এর বর্ষসেরা ক্রিকেটারদের তালিকা

                                                                 




প্রিয় ক্রিকেট ডটকমঃ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) প্রতিবছর এককভাবে (বিভিন্ন ফরম্যাটে) বিগত বছরের সেরা ক্রিকেটারের (আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ার ) নাম প্রকাশ করে। এবারও  আইসিসি ২০২২ সালে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের সেরা ক্রিকেটারের (পুরুষ ও নারী) নাম প্রকাশ করেছে। উল্লেখ্য ২০২২ সালে  আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার ও বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন যথাক্রমে পাকিস্তানের বাবর আজম ও ইংল্যান্ডের নেট স্কাইভার। আইসিসির ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটারদের তালিকা এখানে তুলে ধরা হলো।


আইসিসি বর্ষসেরা ( ২০২২ )ক্রিকেটার (পুরুষ) : বাবর আজম (পাকিস্তান)।

আইসিসি বর্ষসেরা (২০২২) ক্রিকেটার (নারী)    : নেট স্কাইভার (ইংল্যান্ড)।

আইসিসি বর্ষসেরা(২০২২) এসোসিয়েট প্লেয়ার (পুরুষ)  : গেরাড ইরাসমাস (নামিবিয়া)।

আইসিসি বর্ষসেরা(২০২২) এসোসিয়েট প্লেয়ার (নারী)    :ইসা ওজা (সংযুক্ত আরব আমিরাত)।

আইসিসি বর্ষসেরা(২০২২) টিটুয়েন্টি প্লেয়ার (পুরুষ)      : সূর্যকুমার যাদব (ভারত)।

আইসিসি বর্ষসেরা (২০২২) টিটুয়েন্টি প্লেয়ার (নারী)       : তাহলিয়া ম্যাকগ্ৰাথ (অষ্ট্রেলিয়া)।

আইসিসি বর্ষসেরা (২০২২) ওয়ানডে প্লেয়ার (পুরুষ)      : বাবর আজম (পাকিস্তান)।

আইসিসি বর্ষসেরা (২০২২) ওয়ানডে প্লেয়ার (নারী)        : নেট স্কাইভার (ইংল্যান্ড)।

আইসিসি বর্ষসেরা (২০২২) টেস্ট প্লেয়ার (পুরুষ)            :বেন স্টোকস (ইংল্যান্ড)।

আইসিসি বর্ষসেরা (২০২২)  ইমার্জিং প্লেয়ার                  : মার্কো জেনসেন (দক্ষিণ আফ্রিকা)।

আইসিসি বর্ষসেরা ইমার্জিং প্লেয়ার (নারী)                      : রেনুকা সিং (ভারত)।

আইসিসি বর্ষসেরা (২০২২) আম্পায়ার                           : রিচার্ড ইলিংওয়ার্থ(ইংল্যান্ড)।

আইসিসি স্পিরিট অব ক্রিকেট (২০২২) অ্যাওয়ার্ড          : আসিফ শেখ (নেপাল)।