প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর সমাপ্ত হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের বিপিএলের শিরোপা জিতেছে। উল্লেখ্য ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো তাদের বিবেচনায় সদ্যসমাপ্ত বিপিএলের সেরা একাদশ ঘোষণা করেছে। এখানে ইএসপিএন ক্রিকইনফোর নবম বিপিএল সেরা একাদশ দেখে নিন।
সেরা ব্যাটার
ইএসপিএন ক্রিকইনফোর বিবেচনায় নবম বিপিএল সেরা একাদশের ব্যাটারদের তালিকা এখানে দেখে নিন।
নাজমুল হোসেন শান্ত(সিলেট স্ট্রাইকার্স),
রনি তালুকদার(রংপুর রাইডার্স)
তৌহিদ হ্নদয়(সিলেট স্ট্রাইকার্স)
সাকিব আল হাসান(ফরচুন বরিশাল)
ইফতেখার আহমেদ( ফরচুন বরিশাল)
খুশদিল শাহ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)
ইমাদ ওয়াসিম(সিলেট স্ট্রাইকার্স)
সেরা স্পিনার
ইএসপিএন ক্রিকইনফোর নবম বিপিএল সেরা একাদশের স্পিনারদের তালিকা এখানে দেখে নিন।
তানভির ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)
সাকিব আল হাসান (ফরচুন বরিশাল)
ইমাদ ওয়াসিম (সিলেট স্ট্রাইকার্স)
সেরা পেসার
ইএসপিএন ক্রিকইনফোর নবম বিপিএল সেরা একাদশের পেসারদের তালিকা এখানে দেখে নিন।
তাসকিন আহমেদ (ঢাকা ডমিনেটর্স)
হাসান মাহমুদ (রংপুর রাইডার্স)
আজমতউল্লাহ ওমরজাই ( রংপুর রাইডার্স)
ক্রিকইনফোর নবম বিপিএল সেরা একাদশ
ইএসপিএন ক্রিকইনফোর সদ্যসমাপ্ত (নবম) বিপিএলের সেরা একাদশ এখানে তুলে ধরা হলো।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন