ছবি: এউইন মরগান
প্রিয় ক্রিকেট ডটকমঃ ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংলিশ ব্যাটার এউইন মরগান। উল্লেখ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন মরগান তবে এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন এই ইংলিশ ব্যাটার। এউইন মরগানের ক্যারিয়ারের বিস্তারিত এখানে তুলে ধরার চেষ্টা করছি।
টেস্ট ক্যারিয়ার
২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে এউইন মরগানের টেস্ট অভিষেক হয়।এই ব্যাটার ইংল্যান্ডের হয়ে ১৬টি টেস্ট খেলে ২টি সেঞ্চুরি ও ৩টি ফিফটিসহ মোট ৭০০ রান।
ওয়ানডে ক্যারিয়ার
আয়ারল্যান্ডের হয়ে (২০০৬ সালে) এউইন মরগানের ওয়ানডে অভিষেক হয় তবে পরবর্তীতে এই ব্যাটার ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ক্রিকেট খেলেন। মরগান ২৪৮টি ওয়ানডে ম্যাচ খেলে ১৪টি সেঞ্চুরি ও ৪৭টি ফিফটিসহ মোট ৭,৭০১ রান করেন।
টিটুয়েন্টি ক্যারিয়ার
আন্তর্জাতিক টিটুয়েন্টিতে এউইন মরগানের অভিষেক হয় ২০০৯ সালে (প্রতিপক্ষ নেদারল্যান্ডস)। মরগান ১১৫টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ১৪টি ফিফটিসহ মোট ২,৪৫৮ রান সংগ্রহ করেন ।
ফাষ্টক্লাস ক্যারিয়ার
২০০৫ সালে এউইন মরগান ফাষ্টক্লাস ক্রিকেট শুরু করেন। মরগান মিডলসেকস,কেকেআর,আরসিবি,সিডনি থান্ডার্স প্রভৃতি বিখ্যাত ক্লাব ও ফ্রাঞ্চাইজির হয়ে ফাষ্টক্লাস ক্রিকেট খেলেছেন। এই ব্যাটার ৭৮টি ফাষ্টক্লাস ম্যাচ খেলে(৯টি সেঞ্চুরি ও ১৮টি ফিফটিসহ) মোট ৩,৮৫৯ রান করেন।
এউইন মরগানের অজানা রেকর্ড
এউইন মরগানের কিছু অজানা রেকর্ড এখানে তুলে ধরা হলো।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন