সাম্প্রতিক সাধারণ জ্ঞান
প্রিয় ক্রিকেট ডটকমঃ এ সময়ের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এখানে দেখে নিন।
১.বাংলাদেশ পুলিশের প্রথম নারী বৈমানিক - ফাতেমা তুজ জোহরা।
২.ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য - ২৪ কিমি।
৩.বেপজা ইজেড অবস্থিত - মিরসরাই, চট্টগ্রাম।
৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখায় ২০২২সালে যাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেয়া হয়- এডওয়ার্ড টেড কেনেডি।
৫.ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হয় - ১৯ নভেম্বর,২০২২।
৬.বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় - ২,৮২৪ মা:ড:।
৭. দেশের প্রথম টানেল - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল।
৮. বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণাঙ্গ এনসাইক্লোপিডিয়া - মুজিবপিডিয়া।
৯.মুজিবপিডিয়ার সম্পাদক - ফরিদ কবির।
১০.বাংলাদেশের সংবিধান দিবস - ৪ নভেম্বর।
১১. ৬৫তম গ্ৰ্যামি অ্যাওয়ার্ডে যে দুই বাংলাদেশি শিল্পীর অ্যালবাম মনোনয়ন পায় - নাশিদ কামাল ও আরমিন মুসা।
১২.সর্বশেষ (wjp) সমীক্ষা অনুযায়ী আইনের শাসন সূচকে বাংলাদেশ বিশ্বে - ১২৯ তম।
১৩. বর্তমানে দেশে পৌরসভা - ৩৩০টি।
১৪. মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজৈবনিক গ্ৰন্থ 'এ স্টোরি অফ মাই টাইম'এর লেখক - মনজুরুল হক।
১৫. সর্বশেষ (অক্টোবর,২০২২) বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যে ভাষায় অনূদিত হয় - ইতালীয়।
১৬.মেট্রোরেল উদ্ভোধন করা হয় - ২৮ ডিসেম্বর,২০২২।
১৭.পার্বত্য শান্তিচুক্তির ২৫তম বর্ষপূর্তি পালিত হয় - ২ ডিসেম্বর,২০২২।
১৮. ইতোমধ্যে বাংলাদেশের যতজন ক্রিকেটার টেষ্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন - ৪জন।
১৯. জাতীয় প্রবাসী দিবস - ৩০ ডিসেম্বর।
২০.বাংলাদেশ সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্রথম নারী চেয়ারম্যান - নাইমা হায়দার।
২১.২০২৩ সালে বাংলাদেশকে যে সংস্থার শীর্ষ সম্মেলনে 'অতিথি দেশ' হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে - জি২০।
২২.মেট্রোরেলের প্রথম চালক - মরিয়ম আফিজা।
২৩.মেট্রোরেলের প্রথম যাত্রী - প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৪.ঢাকা মেট্রোরেলের লগো ডিজাইন করেন - আলী আহসান নিশান।
২৫.শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমী অবস্থিত - রংপুরে।
২৬. ২০২৩ সালে বাংলা একাডেমী পুরস্কার পান - ১৫ জন।
২৭. মেট্রোরেল যে মন্ত্রণালয়ের অধীন - সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
২৮.বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বিচারে গত ৬০ বছরের মধ্যে সেরা ক্রিড়াবিদ নির্বাচিত হন - সাকিব আল হাসান।
২৯. বাংলাদেশে বর্তমানে মোট ভোটার - ১১,৯০,৬১,১৫৮জন।
৩০.বাংলাদেশে নতুন স্বীকৃতিপ্রাপ্ত কৃষিজাত পণ্য - পাট।
৩১. ২০২৩ সালে একুশে পদক পেয়েছেন - ১৯জন বিশিষ্ট ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান।
৩২.মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা'ওরা ৭ জন' এর পরিচালক - খিজির হায়াত খান।
৩৩.বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি - বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
৩৪.বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি - মোঃ সাহাবুদ্দিন।
৩৫. ২০২২ সালে কাতার ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় - আর্জেন্টিনা।
৩৬.২০২২ সালে কাতার ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় - আল বায়েত স্টেডিয়ামে।
৩৭. ২০২৩ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদ লাভ করে - জাপান, ইকুয়েডর,মাল্টা,মোজাম্বিক ও সুইজারল্যান্ড।
৩৮. বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে নারী পুলিশ প্রেরণে শীর্ষ দেশ - বাংলাদেশ।
৩৯.ভারতের সুপ্রীম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি - ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়।
৪০.টুইটারের বর্তমান মালিক ও সিইও - ইলন মাস্ক।
৪১.এসভিআর যে দেশের গোয়েন্দা সংস্থা - রাশিয়া।
৪২.২০২২ সালে যেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট সি জিনপিং প্রথম সরাসরি বৈঠক করেন - বালি, ইন্দোনেশিয়া।
৪৩.ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট - লুইজ ইনসিও লুলা দা সিলভা।
৪৪.স্লোভেনিয়ার নতুন নারী প্রেসিডেন্ট - নাতাশা পিয়ার্স মুসার।
৪৫. মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী - আনোয়ার ইব্রাহিম।
৪৬. পেরুর বর্তমান প্রধানমন্ত্রী - বেটসি শাভেজ।
৪৭. ICSID- এর নতুন সদস্য - অ্যাঙ্গোলা।
৪৮. ICSID- এর বর্তমান সদস্য সংখ্যা - ১৫৬টি।
৪৯.১৭তম জি-২০ শীর্ষ সম্মেলন যে তারিখে অনুষ্ঠিত হয় - ১৫-১৬ নভেম্বর,২০২২।
৫০.১৭তম জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - বালি, ইন্দোনেশিয়া।
৫১. ২০২২ সালে আইনের শাসন সূচকে শীর্ষ দেশ - ডেনমার্ক।
৫২. বর্তমানে স্বাদু বা মিঠা পানির মৎস উৎপাদনে শীর্ষ দেশ - ভারত।
৫৩. স্বাদু বা মিঠা পানির মৎস উৎপাদনে বাংলাদেশ বর্তমানে - ৪৩তম।
৫৪. সামুদ্রিক মৎস আহরণে বাংলাদেশ বিশ্বে - ৪৫তম।
৫৫. অষ্টম টিটুয়েন্টি(২০২২) বিশ্বকাপে চ্যাম্পিয়ন - ইংল্যান্ড।
৫৬. অষ্টম টিটুয়েন্টি বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট - স্যাম কারেন।
৫৭. পাঁচ বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার - ক্রিষ্টিয়ানো রোনাল্ডো।
৫৮. অষ্টম বিপিএলের চ্যাম্পিয়ন - কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
৫৯.মেস্কিকোর প্রথম নারী প্রধান বিচারপতি - নরমা লুসিয়া পিনা।
৫৯. আসিয়ানের ১১তম সদস্য - পূর্ব তিমুর।
৬০.ভারতের পঞ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল - সিভি আনন্দ বোস।
৬১. আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বর্তমান সদস্য সংখ্যা - ১৭৫।
৬২. বর্তমানে প্রবাসী আয়ে শীর্ষ দেশ - ভারত।
৬৩. বর্তমানে সামরিক ব্যয় রেঙ্কিংয়ে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র।
৬৪. বর্তমানে বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ - চীন।
৬৫. বর্তমানে বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র।
৬৬.বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ - চীন।
৬৭.যে তারিখে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রথমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব গৃহীত হয় -২১ডিসেম্বর,২০২২।
৬৮.নেপালের বর্তমান প্রধানমন্ত্রী - পুষ্প কমল দহল।
৬৯.রুশ-ইউক্রেন যুদ্ধে নতুন রুশ কমান্ডার - চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ।
৭০.বিবিসি বাংলা রেডিওর সম্প্রচার আনুষ্ঠানিকভাবে বন্ধ হয় - ৩১ডিসেম্বর,২০২২।
৭১.ইউরোপীয় ইউনিয়নের যতগুলো দেশ ইউরো মুদ্রা চালু করেছে - ২০টি।
৭২. ব্রাজিল-আর্জেন্টিনার প্রস্তাবিত একক মুদ্রা - শার(sur)।
৭৩. জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার বর্তমান সদস্য সংখ্যা - ১৭১।
৭৪.সর্বকনিষ্ট ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন - ভারতের শুভমান গিল।
৭৫.ফুটবলের রাজা পেলে মারা যান - ২৯ ডিসেম্বর,২০২২।
৭৬. ৪৯তম জি৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে - হিরোশিমা, জাপান।
৭৭. ২০২৩ সালে ভারতের নৌবাহিনীতে যুক্ত পঞ্চম সাবমেরিন - আইএনএস বাগির।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন