WHAT'S NEW?
Loading...

২১শে ফেব্রুয়ারির শুভেচ্ছা

                                                                


প্রিয় ক্রিকেট ডটকমঃ আজ ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।প্রিয় ক্রিকেট ডটকম'এর পক্ষ থেকে সকল পাঠক ও শুভানুধ্যায়ীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। সেইসাথে সকল ভাষাশহীদ ও ভাষাসৈনিকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং এখানে ভাষা আন্দোলন ও বাংলাভাষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করছি।


১.বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম প্রতিষ্ঠিত সংগঠন - তমদ্দুন মজলিস।

২. তমদ্দুন মজলিস যার নেতৃত্বে গঠিত হয় - অধ্যাপক আবুল কাসেম।

৩. যে পত্রিকা ভাষা আন্দোলনের মুখপত্র ছিল - সাপ্তাহিক সৈনিক।

৪.সাপ্তাহিক সৈনিক প্রথম প্রকাশিত হয় - ১৪ নভেম্বর,১৯৪৮।

৫.পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলার দাবি জানান - কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত।

৬.সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় - ৩০ জানুয়ারি,১৯৫২।

৭.রাষ্ট্রভাষা সংগ্ৰাম পরিষদের প্রথম আহ্বায়ক ছিলেন - অধ্যাপক নুরুল হক ভূঁইয়া।

৮.পাকিস্তান গণপরিষদ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় - ৭মে,১৯৫৪।

৯. বাংলা পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পায় - ২৯ ফেব্রুয়ারি,১৯৫৬।

১০.ভাষা আন্দোলনে জড়িত থাকার অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম গ্ৰেফতার হন - ১১ মার্চ,১৯৪৮।

১১.বাংলাদেশের সংবিধানের যে অধ্যায়ে বাংলাকে রাষ্ট্রভাষার  স্বীকৃতি দেয়া হয়েছে - তৃতীয় অনুচ্ছেদে।

১২. বাংলা ভাষার পক্ষে ভূমিকা রাখায় যে পত্রিকা নিষিদ্ধ হয় - অবজারভার।

১১.সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার বাংলা ভাষা প্রচলন আইন জারি করে - ১৯৮৭ সালে।

১২. যে সংস্থা ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে - ইউনেস্কো।

১৩. বর্তমানে বিশ্বে বাংলা ভাষায় কথা বলে - ৩০কোটির বেশি মানুষ।

১৪.একুশের প্রথম গান 'ভুলব না ভুলব না' এর রচয়িতা - গাজীউল হক।

১৫.একুশের প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় - রাজশাহী কলেজ চত্বরে।

১৬. আফ্রিকার যে দেশ বাংলাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে- সিয়েরালিওন।