প্রিয় ক্রিকেট ডটকমঃ ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানে হারের রেকর্ডটি এখন শ্রীলঙ্কার।সম্প্রতি লংকানরা ভারতের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে ৩১৭ রানের বড় ব্যবধানে পরাজিত হয় যা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এযাবতকালে সবচেয়ে বেশি রানে হারের রেকর্ড। উল্লেখ্য একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওয়ানডে) সবচেয়ে বেশি রানে (২০০৮ সালে কিউইদের কাছে ২৯০ রানে হার) হারের রেকর্ডটি বহুদিন ধরে আয়ারল্যান্ডের দখলে ছিল। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানে হারের শীর্ষ ১০ রেকর্ড এখানে তুলে ধরা হলো।
১. শ্রীলঙ্কার ৩১৭ রানে হার (২০২৩) - প্রতিপক্ষ ভারত।
২. আয়ারল্যান্ডের ২৯০ রানে হার (২০০৮) - প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
৩. আফগানিস্তানের ২৭৫ রানে হার (২০১৫) - প্রতিপক্ষ অষ্ট্রেলিয়া।
৪. জিম্বাবুয়ের ২৭২ রানে হার (২০১০) - প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
৫. শ্রীলঙ্কার ২৫৮ রানে হার (২০১২) - প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
৬. বারমুডার ২৫৭ রানে হার (২০০৭) - প্রতিপক্ষ ভারত।
৭. ওয়েস্ট ইন্ডিজের ২৫৭ রানে হার (২০১৫) - প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
৮. নামিবিয়ার ২৫৬ রানে হার (২০০৩) - প্রতিপক্ষ অষ্ট্রেলিয়া।
৯. হংকংয়ের ২৫৬ রানে হার ( ২০০৮) - প্রতিপক্ষ ভারত ।
১০. আয়ারল্যান্ডের ২৫৫ রানে হার (২০১৬) - প্রতিপক্ষ পাকিস্তান।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন