WHAT'S NEW?
Loading...

নবম বিপিএলের শীর্ষ পারফরমার

                                                                  
                                         ছবি: কুমিল্লা ভিক্টোরিয়ান্স


প্রিয় ক্রিকেট ডটকমঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্স নবম বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) শিরোপা জিতেছে। এবারের(৯ম) বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সদ্য সমাপ্ত নবম বিপিএলের ( বাংলাদেশ প্রিমিয়ার লিগ) শীর্ষ পারফরমারদের (সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ ব্যাটার ও সর্বাধিক উইকেট সংগ্ৰাহক ৫ বোলার ) পরিসংখ্যান এখানে দেখে নিন।


নবম বিপিএলের শীর্ষ ৫ ব্যাটার 


এবারের বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ ব্যাটারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।

১. নাজমুল হোসেন শান্ত (সিলেট স্ট্রাইকার্স) - ১৫ ম্যাচে ৫১৬ রান।

২. রনি তালুকদার (রংপুর রাইডার্স) - ১৩ ম্যাচে ৪২৫ রান।

৩. তৌহিদ হ্নদয় ( সিলেট স্ট্রাইকার্স) - ১৩ ম্যাচে ৪০৩ রান।

৪. লিটন দাস ( কুমিল্লা ভিক্টোরিয়ান্স  ) - ১৩ ম্যাচে ৩৭৯ রান।

৫. সাকিব আল হাসান (ফরচুন বরিশাল) - ১৩ ম্যাচে ৩৭৫ রান।



নবম বিপিএলের শীর্ষ ৫ বোলার 


এবারের বিপিএলের সর্বাধিক উইকেট সংগ্ৰাহক ৫ বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।

১. তানভির ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) - ১২ ম্যাচে ১৭ উইকেট।

২. হাসান মাহমুদ (রংপুর রাইডার্স) - ১৪ ম্যাচে ১৭ উইকেট।

৩. নাসির হোসাইন (ঢাকা ডমিনেটর্স) - ১২ ম্যাচে ১৬ উইকেট।

৪. আজমতউল্লাহ ওমরজাই (রংপুর রাইডার্স) - ১১ ম্যাচে ১৫ উইকেট।

৫. রুবেল হোসেন ( সিলেট স্ট্রাইকার্স) - ৮ ম্যাচে ১৪ উইকেট।