প্রিয় ক্রিকেট ডটকমঃ সমাপ্ত হলো ইন্টারন্যাশনাল লিগ টিটুয়েন্টির (আইএল টিটুয়েন্টি) প্রথম আসর।আইএল টিটুয়েন্টির প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে গালফ জায়ান্টস।১২ ফেব্রুয়ারি ,২০২৩ আইএল টিটুয়েন্টির ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে গালফ জায়ান্টস ৭ উইকেটে ডেজার্ট ভাইপার্সকে পরাজিত করে। সদ্য সমাপ্ত ইন্টারন্যাশনাল লিগ টিটুয়েন্টির সেরা পারফরমারদের (সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ ব্যাটার ও সর্বাধিক উইকেট সংগ্ৰাহক ৫ বোলার) পরিসংখ্যান এখানে দেখে নিন।
সেরা ৫ ব্যাটার
এবারের আইএল টিটুয়েন্টি লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ ব্যাটারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।
১. আলেক্স হেলস (ডেজার্ট ভাইপার্স) - ১২ ম্যাচে ৪৬৯ রান।
২.জেমস ভিন্স (গালফ জায়ান্টস) - ১১ ম্যাচে ৪৩৯ রান।
৩. কিয়েরন পোলার্ড (এমআই এমিরেটস) - ১০ ম্যাচে ৩৯৪ রান।
৪. মোহাম্মদ ওয়াসিম (এমআই এমিরেটস) - ১১ ম্যাচে ৩৬৭ রান।
৫. নিকোলাস পুরান (এমআই এমিরেটস) - ১০ ম্যাচে ৩৫৫ রান।
সেরা ৫ বোলার
সদ্য সমাপ্ত ইন্টারন্যাশনাল লিগ টিটুয়েন্টির সর্বাধিক উইকেট সংগ্ৰাহক ৫ বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন