WHAT'S NEW?
Loading...

আইএল টিটুয়েন্টির সেরা পারফরমার

                                                                 


প্রিয় ক্রিকেট ডটকমঃ সমাপ্ত হলো ইন্টারন্যাশনাল লিগ টিটুয়েন্টির (আইএল টিটুয়েন্টি) প্রথম আসর।আইএল টিটুয়েন্টির প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে গালফ জায়ান্টস।১২ ফেব্রুয়ারি ,২০২৩ আইএল টিটুয়েন্টির ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে গালফ জায়ান্টস ৭ উইকেটে ডেজার্ট ভাইপার্সকে পরাজিত করে। সদ্য সমাপ্ত ইন্টারন্যাশনাল লিগ টিটুয়েন্টির সেরা পারফরমারদের (সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ ব্যাটার ও সর্বাধিক উইকেট সংগ্ৰাহক ৫ বোলার) পরিসংখ্যান এখানে দেখে নিন।


সেরা ৫ ব্যাটার 


এবারের আইএল টিটুয়েন্টি লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ ব্যাটারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।

১. আলেক্স হেলস (ডেজার্ট ভাইপার্স) - ১২ ম্যাচে ৪৬৯ রান।

২.জেমস ভিন্স (গালফ জায়ান্টস)   - ১১ ম্যাচে ৪৩৯ রান।

৩. কিয়েরন পোলার্ড (এমআই এমিরেটস) - ১০ ম্যাচে ৩৯৪ রান।

৪. মোহাম্মদ ওয়াসিম (এমআই এমিরেটস) - ১১ ম্যাচে ৩৬৭ রান।

৫. নিকোলাস পুরান (এমআই এমিরেটস) - ১০ ম্যাচে ৩৫৫ রান।



সেরা ৫ বোলার 


সদ্য সমাপ্ত ইন্টারন্যাশনাল লিগ টিটুয়েন্টির সর্বাধিক উইকেট সংগ্ৰাহক ৫ বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।

১.ক্রিস জর্ডান (গালফ জায়ান্টস) - ১০ ম্যাচে ২০ উইকেট।

২.ডেভিড উইজি(গালফ জায়ান্টস) - ১১ ম্যাচে ১৮ উইকেট।

৩.ওয়ানিন্দু হাসারাঙ্গা ( ডেজার্ট ভাইপার্স) - ৯ ম্যাচে ১৫ উইকেট।

৪. ডোয়াইন ব্রাভো (এমআই এমিরেটস) - ৯ ম্যাচে ১৩ উইকেট।

৫. শেলডন কটরেল (ডেজার্ট ভাইপার্স) - ১১ ম্যাচে ১২ উইকেট।