WHAT'S NEW?
Loading...

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ফিন্সের অবসর

                                                                 
                                                ছবি: অ্যারন ফিন্স


প্রিয় ক্রিকেট ডটকমঃ অষ্টেলিয়ার ব্যাটার অ্যারন ফিন্স আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন । উল্লেখ্য অ্যারন ফিন্স সাদা বলের ক্রিকেটে অষ্ট্রেলিয়ার সবচেয়ে সফল ব্যাটারদের একজন। এছাড়া ফিন্সের অধিনায়কত্বে অষ্ট্রেলিয়া ২০২১ সালের টিটুয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয় করে।অ্যারন ফিন্সের ক্যারিয়ারচিত্র ও কিছু সেরা ইনিংসের চিত্র এখানে তুলে ধরার চেষ্টা করছি।


টেস্ট ক্যারিয়ার 


অ্যারন ফিন্সের টেস্ট অভিষেক হয় ২০১৮ সালে (পাকিস্তানের বিপক্ষে)।অ্যারন ফিন্স অষ্ট্রেলিয়ার হয়ে ৫টি টেস্ট খেলে ২টি ফিফটিসহ মোট ২৭৮ রান করেন।


ওয়ানডে ক্যারিয়ার 


২০১৩ সালে (শ্রীলঙ্কার বিপক্ষে) অ্যারন ফিন্সের ওয়ানডে অভিষেক হয়। অবসরের আগে এই ব্যাটার ১৪৬টি ওয়ানডে ম্যাচ খেলে (১৭সেঞ্চুরি ও ৩০টি ফিফটিসহ) ৫,৪০৬ রান করেন। 


টিটুয়েন্টি ক্যারিয়ার 


ইংল্যান্ডের বিপক্ষে (২০১১ সালে ) ফিন্সের আন্তর্জাতিক টিটুয়েন্টিতে অভিষেক হয়। অবসরের আগে এই ব্যাটার ১০৩টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে (২টি সেঞ্চুরি ও ১৯টি ফিফটিসহ) ৩,১২০ রান করেন।


ফাষ্টক্লাস ক্যারিয়ার 


অ্যারন ফিন্স আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফাষ্টক্লাস ক্রিকেটেও ব্যাট হাতে সফলতা লাভ করেন। ফিন্স ভিক্টোরিয়া, ইয়র্কশায়ার,সারে, মেলবোর্ন রেনিগের্ডস,রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স প্রভৃতি ক্লাব ও ফ্রাঞ্চাইজির হয়ে ফাষ্টক্লাস ক্রিকেট খেলেছেন।অ্যারন ফিন্স ইতোমধ্যে ৮৮টি ফাষ্টক্লাস ম্যাচ খেলে (৭টি সেঞ্চুরি ও ৩৩টি ফিফটিসহ) ৪,৯১৫ রান করেছেন।



ফিন্সের সেরা ইনিংস 


অ্যারন ফিন্সের সেরা কিছু ইনিংসের চিত্র এখানে দেখে নিন।

১. ইংল্যান্ডের বিপক্ষে (ওয়ানডে) ১৫৬ রান,২০১৩ ।

২.জিম্বাবুয়ের বিপক্ষে (টিটুয়েন্টি) ১৭২ রান,২০১৮।

৩.পাকিস্তানের বিপক্ষে (ওয়ানডে) ১৫৩ রান,২০১৯।

৪.শ্রীলংকার বিপক্ষে (ওয়ানডে) ১৫৩ রান,২০১৯।