WHAT'S NEW?
Loading...

সদ্যসমাপ্ত বিগব্যাশের শীর্ষ পারফরমার

                                                               
                                                ছবি: পার্থ স্কোচার্স
 


প্রিয় ক্রিকেট ডটকমঃ সদ্যসমাপ্ত (২০২২-২৩) বিগব্যাশ লিগের শিরোপা জিতেছে পার্থ স্কোচার্স। ৪ ফেব্রুয়ারি এবারের বিগব্যাশ লিগের ফাইনাল অনুষ্ঠিত হয় এবং ফাইনালে পার্থ স্কোচার্স ব্রিসবেন হিটকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।২০২২-২৩ বিগব্যাশ লিগের শীর্ষ পারফরমারদের  পরিসংখ্যান এখানে দেখে নিন।


শীর্ষ ৫ ব্যাটার 


সদ্যসমাপ্ত বিগব্যাশ লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পার্থ স্কোচার্সের অ্যারন হার্ডি ।২০২২-২৩ বিগব্যাশ লিগের শীর্ষ ৫ ব্যাটারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।

১. অ্যারন হার্ডি (পার্থ স্কোচার্স) - ১৫ ম্যাচে ৪৬০ রান।

২.ম্যাথু শর্ট (এডিলেড স্টাইকার্স) - ১৪ ম্যাচে ৪৫৮ রান।

৩.জস ইংলিশ ( পার্থ স্কোচার্স) - ১৬ ম্যাচে ৪৩১ রান।

৪.অ্যারন ফিন্স (মেলবোর্ন রেনিগের্ডস) - ১৫ ম্যাচে ৪২৮ রান।

৫.ক্রিস লিন ( এডিলেড স্টাইকার্স) - ১১ ম্যাচে ৪১৬ রান।


সর্বোচ্চ ইনিংস 


স্টিভ স্মিথ ( ১২৫ রান) ।

সর্বোচ্চ ছক্কা 


স্টিভ স্মিথ (২৫টি)।


শীর্ষ ৫ বোলার 


সদ্য সমাপ্ত বিগব্যাশ লিগের সর্বোচ্চ উইকেট সংগ্ৰাহক ছিলেন শন অ্যাবট (সিডনি সিক্সার্স)। ২০২২-২৩ বিগব্যাশ লিগের সর্বাধিক উইকেট সংগ্ৰাহক শীর্ষ ৫ বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।

১. শন অ্যাবট (সিডনি সিক্সার্স) - ১৫ ম্যাচে ২৯ উইকেট।

২.অ্যান্ডু টাই ( পার্থ স্কোচার্স) - ১৬ ম্যাচে ২৬ উইকেট।

৩. মিশেল নেসের (ব্রিসবেন হিট) - ১৭ ম্যাচে ২৬ উইকেট।

৪.টম রজার্স (মেলবোর্ন রেনিগের্ডস) - ১৫ ম্যাচে ২৩ উইকেট।

৫.জেসন ব্রেহেনডফ (পার্থ স্কোচার্স) - ১৪ ম্যাচে ২১ উইকেট।



সর্বোচ্চ উইকেট 


শন অ্যাবট (২৯টি)।


সেরা বোলিং 


হেনরি থর্নটন (৫/৩)।