WHAT'S NEW?
Loading...

বাংলাদেশ জাতীয় দলের সফল কোচদের পরিসংখ্যান

                                                                 
                                      ছবি: চন্ডিকা হাথুরুসিংহে


প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন হেডকোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে। উল্লেখ্য  এই লংকান কোচ এর আগেও একবার বাংলাদেশ দলের দায়িত্ব সফলতার সাথে পালন করেন। এবার টাইগারদের হেডকোচ হিসেবে হাথুরুসিংহে দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গোর স্থলাভিষিক্ত হলেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল কোচদের পরিসংখ্যান এখানে দেখে নিন।



গর্ডন গ্ৰিনিজ ,১৯৯৬-১৯৯৯ 

২৩ ম্যাচ ,৩ জয়, আইসিসি ট্রফি জয়।



ডেভ হোয়াটমোর,২০০৩-২০০৭

 ১১৭ ম্যাচ, ১টি টেস্ট জয় ও ৪টিতে ড্রসহ ৩৫ জয়।


জেমি সিডন্স,২০০৭-২০১১ 

১১১ ম্যাচ ,২টি টেস্ট জয় ও ১টিতে ড্রসহ ৩২ ম্যাচে জয় ।


স্টুয়ার্ট ল ,২০১১-২০১২ 


২২ ম্যাচ, ১টি টেস্টড্রসহ মোট ৬টি ম্যাচে জয় ।



রিচার্ড পাইবাস,২০১২ 


৮টি টিটুয়েন্টি ম্যাচ,৪টিতে জয় ।



শেন জার্গেনসেন ,২০১৩-২০১৪ 


৩৭ ম্যাচ ,১টি টেস্ট জয় ও ৪টিতে ড্রসহ ৯টি ম্যাচে জয় ।



চন্ডিকা হাথুরুসিংহে ,২০১৪-২০১৭ 


১০২ ম্যাচ,৬টি টেস্ট জয় ও ৪টিতে ড্রসহ মোট ৪১টি ম্যাচে জয়।



স্টিভ রোডস ,২০১৮-২০১৯ 


৪৫ ম্যাচ,৩টি টেষ্টজয়সহ মোট ২৩টি ম্যাচে জয়।



রাসেল ডমিঙ্গো,২০১৯-২০২২ 


৯৮ ম্যাচ,৩টি টেস্ট জয় ও ২টিতে ড্রসহ মোট ৪৩ ম্যাচে জয়।