WHAT'S NEW?
Loading...

বাংলাদেশ-ইংল্যান্ড আসন্ন সিরিজসূচি

                                                               প্রিয় ক্রিকেট ডটকমঃ আগামী মাসের শুরুতে আরেকটি বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ মাঠে গড়াতে যাচ্ছে।  এবারের বাংলাদেশ সফরে ইংলিশরা স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টিটুয়েন্টি ম্যাচ খেলবে।আসন্ন বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের বিস্তারিত সূচি ও এ দু'দলের পরস্পরের বিপক্ষে ওয়ানডে ও টিটুয়েন্টি রেকর্ড ইত্যাদি এখানে দেখে নিন।


ওয়ানডে সিরিজ সূচি 

বাংলাদেশ-ইংল্যান্ড আসন্ন তিনম্যাচ ওয়ানডে সিরিজের সূচি এখানে তুলে ধরা হলো। উল্লেখ্য পহেলা মার্চ বাংলাদেশ-ইংল্যান্ড আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে।

১ মার্চ -১ম ওয়ানডে - ভেন্যু (মিরপুর) - সময়- দুপুর ১২টা।
৩ মার্চ - ২য় ওয়ানডে - ভেন্যু (মিরপুর) - সময় - দুপুর ১২টা।
৬ মার্চ - ৩য় ওয়ানডে - ভেন্যু (মিরপুর) - সময় - দুপুর ১২টা।

টিটুয়েন্টি সিরিজ সূচি 

বাংলাদেশ-ইংল্যান্ড আসন্ন তিনম্যাচ টিটুয়েন্টি সিরিজের সূচি এখানে তুলে ধরা হলো। উল্লেখ্য ৯ মার্চ বাংলাদেশ-ইংল্যান্ড তিনম্যাচ টিটুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে।

৯ মার্চ-১ম টিটুয়েন্টি-ভেন্যু (চট্টগ্রাম) - সময়- বিকাল ৩টা।
১২ মার্চ - ২য় টিটুয়েন্টি- ভেন্যু (মিরপুর) - সময় - বিকাল ৩টা।
১৪ মার্চ - ৩য় টিটুয়েন্টি- ভেন্যু (মিরপুর) - সময় - বিকাল ৩টা।


বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে রেকর্ড 

বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে ইতিপূর্বে ২১টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে ৪টিতে বাংলাদেশ জিতেছে ও ইংল্যান্ড ১৭টিতে জয়লাভ করেছে।বাংলাদেশ-ইংল্যান্ড টিটুয়েন্টি রেকর্ড 

বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে ইতিপূর্বে একটি টিটুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং সেই  ম্যাচে ইংল্যান্ড জয়লাভ করেছে।ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ

                                                                


প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)  নবম আসর সমাপ্ত হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের বিপিএলের শিরোপা জিতেছে। উল্লেখ্য ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো তাদের বিবেচনায় সদ্যসমাপ্ত বিপিএলের সেরা একাদশ ঘোষণা করেছে। এখানে ইএসপিএন ক্রিকইনফোর নবম বিপিএল সেরা একাদশ দেখে নিন।


সেরা ব্যাটার


ইএসপিএন ক্রিকইনফোর বিবেচনায় নবম বিপিএল সেরা একাদশের  ব্যাটারদের তালিকা এখানে দেখে নিন।

নাজমুল হোসেন শান্ত(সিলেট স্ট্রাইকার্স),

রনি তালুকদার(রংপুর রাইডার্স)

তৌহিদ হ্নদয়(সিলেট স্ট্রাইকার্স)

সাকিব আল হাসান(ফরচুন বরিশাল)

ইফতেখার আহমেদ( ফরচুন বরিশাল)

খুশদিল শাহ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)

ইমাদ ওয়াসিম(সিলেট স্ট্রাইকার্স)


সেরা স্পিনার


ইএসপিএন ক্রিকইনফোর নবম বিপিএল সেরা একাদশের স্পিনারদের তালিকা এখানে দেখে নিন।

তানভির ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)

সাকিব আল হাসান (ফরচুন বরিশাল)

ইমাদ ওয়াসিম (সিলেট স্ট্রাইকার্স)সেরা পেসার


ইএসপিএন ক্রিকইনফোর নবম বিপিএল সেরা একাদশের পেসারদের তালিকা এখানে দেখে নিন।

তাসকিন আহমেদ (ঢাকা ডমিনেটর্স) 

হাসান মাহমুদ (রংপুর রাইডার্স) 

আজমতউল্লাহ ওমরজাই ( রংপুর রাইডার্স) ক্রিকইনফোর নবম বিপিএল সেরা একাদশ 

ইএসপিএন ক্রিকইনফোর সদ্যসমাপ্ত (নবম) বিপিএলের সেরা একাদশ এখানে তুলে ধরা হলো।

নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, তৌহিদ হ্নদয়, সাকিব আল হাসান, ইফতেখার আহমেদ,খুশদিল শাহ,ইমাদ ওয়াসিম, আজমতউল্লাহ ওমরজাই, তাসকিন আহমেদ, তানভির ইসলাম ও হাসান মাহমুদ।সাম্প্রতিক সাধারণ জ্ঞান

                                                               

 


প্রিয় ক্রিকেট ডটকমঃ এ সময়ের  বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক  বিভিন্ন গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এখানে দেখে নিন।


১.বাংলাদেশ পুলিশের প্রথম নারী বৈমানিক - ফাতেমা তুজ জোহরা।

২.ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য - ২৪ কিমি।

৩.বেপজা ইজেড অবস্থিত - মিরসরাই, চট্টগ্রাম।

৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখায় ২০২২সালে যাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেয়া হয়- এডওয়ার্ড টেড কেনেডি।

৫.ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হয় - ১৯ নভেম্বর,২০২২।

৬.বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় - ২,৮২৪ মা:ড:।

৭. দেশের প্রথম টানেল - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল।

৮. বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণাঙ্গ এনসাইক্লোপিডিয়া - মুজিবপিডিয়া।

৯.মুজিবপিডিয়ার সম্পাদক - ফরিদ কবির।

১০.বাংলাদেশের সংবিধান দিবস - ৪ নভেম্বর।

১১. ৬৫তম গ্ৰ্যামি অ্যাওয়ার্ডে যে দুই বাংলাদেশি শিল্পীর অ্যালবাম মনোনয়ন পায় - নাশিদ কামাল ও আরমিন মুসা।

১২.সর্বশেষ (wjp) সমীক্ষা অনুযায়ী আইনের শাসন সূচকে বাংলাদেশ বিশ্বে - ১২৯ তম।

১৩. বর্তমানে দেশে পৌরসভা - ৩৩০টি।

১৪. মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজৈবনিক গ্ৰন্থ 'এ স্টোরি অফ মাই টাইম'এর লেখক - মনজুরুল হক।

১৫. সর্বশেষ (অক্টোবর,২০২২) বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যে ভাষায় অনূদিত হয় - ইতালীয়।

১৬.মেট্রোরেল উদ্ভোধন করা হয় - ২৮ ডিসেম্বর,২০২২।

১৭.পার্বত্য শান্তিচুক্তির ২৫তম বর্ষপূর্তি পালিত হয় - ২ ডিসেম্বর,২০২২।

১৮. ইতোমধ্যে বাংলাদেশের যতজন ক্রিকেটার টেষ্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন - ৪জন।

১৯. জাতীয় প্রবাসী দিবস - ৩০ ডিসেম্বর।

২০.বাংলাদেশ সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্রথম নারী চেয়ারম্যান - নাইমা হায়দার।

২১.২০২৩ সালে বাংলাদেশকে যে সংস্থার শীর্ষ সম্মেলনে 'অতিথি দেশ' হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে - জি২০।

২২.মেট্রোরেলের প্রথম চালক - মরিয়ম আফিজা।

২৩.মেট্রোরেলের প্রথম যাত্রী - প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৪.ঢাকা মেট্রোরেলের লগো ডিজাইন করেন - আলী আহসান নিশান।

২৫.শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমী অবস্থিত - রংপুরে।

২৬. ২০২৩ সালে বাংলা একাডেমী পুরস্কার পান - ১৫ জন।

২৭. মেট্রোরেল যে মন্ত্রণালয়ের অধীন - সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

২৮.বাংলাদেশ  ক্রীড়া লেখক সমিতির বিচারে গত ৬০ বছরের মধ্যে সেরা ক্রিড়াবিদ নির্বাচিত হন - সাকিব আল হাসান।

২৯. বাংলাদেশে বর্তমানে মোট ভোটার - ১১,৯০,৬১,১৫৮জন।

৩০.বাংলাদেশে নতুন স্বীকৃতিপ্রাপ্ত কৃষিজাত পণ্য - পাট।

৩১. ২০২৩ সালে একুশে পদক পেয়েছেন - ১৯জন বিশিষ্ট ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান।

৩২.মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা'ওরা ৭ জন' এর পরিচালক - খিজির হায়াত খান।

৩৩.বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি - বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

৩৪.বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি - মোঃ সাহাবুদ্দিন।

৩৫. ২০২২ সালে কাতার ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় - আর্জেন্টিনা।

৩৬.২০২২ সালে কাতার ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় - আল বায়েত স্টেডিয়ামে।

৩৭. ২০২৩ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদ লাভ করে - জাপান, ইকুয়েডর,মাল্টা,মোজাম্বিক ও সুইজারল্যান্ড।

৩৮. বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে নারী পুলিশ প্রেরণে শীর্ষ দেশ - বাংলাদেশ।

৩৯.ভারতের সুপ্রীম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি - ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়।

৪০.টুইটারের বর্তমান মালিক ও সিইও - ইলন মাস্ক।

৪১.এসভিআর যে দেশের গোয়েন্দা সংস্থা - রাশিয়া।

৪২.২০২২ সালে যেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট সি জিনপিং প্রথম সরাসরি বৈঠক করেন - বালি, ইন্দোনেশিয়া।

৪৩.ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট - লুইজ ইনসিও লুলা দা সিলভা।

৪৪.স্লোভেনিয়ার নতুন নারী প্রেসিডেন্ট - নাতাশা পিয়ার্স মুসার।

৪৫. মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী - আনোয়ার ইব্রাহিম।

৪৬. পেরুর বর্তমান প্রধানমন্ত্রী - বেটসি শাভেজ।

৪৭. ICSID- এর নতুন সদস্য - অ্যাঙ্গোলা।

৪৮. ICSID- এর বর্তমান সদস্য সংখ্যা - ১৫৬টি।

৪৯.১৭তম জি-২০ শীর্ষ সম্মেলন যে তারিখে অনুষ্ঠিত হয় - ১৫-১৬ নভেম্বর,২০২২।

৫০.১৭তম জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - বালি, ইন্দোনেশিয়া।

৫১. ২০২২ সালে আইনের শাসন সূচকে শীর্ষ দেশ - ডেনমার্ক।

৫২. বর্তমানে স্বাদু বা মিঠা পানির মৎস উৎপাদনে শীর্ষ দেশ - ভারত।

৫৩. স্বাদু বা মিঠা পানির মৎস উৎপাদনে বাংলাদেশ বর্তমানে - ৪৩তম।

৫৪. সামুদ্রিক মৎস আহরণে বাংলাদেশ বিশ্বে - ৪৫তম।

৫৫. অষ্টম টিটুয়েন্টি(২০২২) বিশ্বকাপে চ্যাম্পিয়ন - ইংল্যান্ড।

৫৬. অষ্টম টিটুয়েন্টি বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট - স্যাম কারেন।

৫৭. পাঁচ বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার - ক্রিষ্টিয়ানো রোনাল্ডো।

৫৮. অষ্টম বিপিএলের চ্যাম্পিয়ন - কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

৫৯.মেস্কিকোর প্রথম নারী প্রধান বিচারপতি - নরমা লুসিয়া পিনা।

৫৯. আসিয়ানের ১১তম সদস্য - পূর্ব তিমুর।

৬০.ভারতের পঞ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল - সিভি আনন্দ বোস।

৬১. আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বর্তমান সদস্য সংখ্যা - ১৭৫।

৬২. বর্তমানে প্রবাসী আয়ে শীর্ষ দেশ - ভারত।

৬৩. বর্তমানে সামরিক ব্যয় রেঙ্কিংয়ে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র।

৬৪. বর্তমানে বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ - চীন।

৬৫. বর্তমানে বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র।

৬৬.বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ - চীন।

৬৭.যে তারিখে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রথমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব গৃহীত হয় -২১ডিসেম্বর,২০২২।

৬৮.নেপালের বর্তমান প্রধানমন্ত্রী - পুষ্প কমল দহল। 

৬৯.রুশ-ইউক্রেন যুদ্ধে নতুন রুশ কমান্ডার - চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ।

৭০.বিবিসি বাংলা রেডিওর সম্প্রচার আনুষ্ঠানিকভাবে বন্ধ হয় - ৩১ডিসেম্বর,২০২২।

৭১.ইউরোপীয় ইউনিয়নের যতগুলো দেশ ইউরো মুদ্রা চালু করেছে - ২০টি।

৭২. ব্রাজিল-আর্জেন্টিনার প্রস্তাবিত একক মুদ্রা - শার(sur)।

৭৩. জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার বর্তমান সদস্য সংখ্যা - ১৭১।

৭৪.সর্বকনিষ্ট ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন - ভারতের শুভমান গিল।

৭৫.ফুটবলের রাজা পেলে মারা যান - ২৯ ডিসেম্বর,২০২২।

৭৬. ৪৯তম জি৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে - হিরোশিমা, জাপান।

৭৭. ২০২৩ সালে ভারতের নৌবাহিনীতে যুক্ত পঞ্চম সাবমেরিন - আইএনএস বাগির।২১শে ফেব্রুয়ারির শুভেচ্ছা

                                                                


প্রিয় ক্রিকেট ডটকমঃ আজ ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।প্রিয় ক্রিকেট ডটকম'এর পক্ষ থেকে সকল পাঠক ও শুভানুধ্যায়ীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। সেইসাথে সকল ভাষাশহীদ ও ভাষাসৈনিকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং এখানে ভাষা আন্দোলন ও বাংলাভাষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করছি।


১.বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম প্রতিষ্ঠিত সংগঠন - তমদ্দুন মজলিস।

২. তমদ্দুন মজলিস যার নেতৃত্বে গঠিত হয় - অধ্যাপক আবুল কাসেম।

৩. যে পত্রিকা ভাষা আন্দোলনের মুখপত্র ছিল - সাপ্তাহিক সৈনিক।

৪.সাপ্তাহিক সৈনিক প্রথম প্রকাশিত হয় - ১৪ নভেম্বর,১৯৪৮।

৫.পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলার দাবি জানান - কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত।

৬.সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় - ৩০ জানুয়ারি,১৯৫২।

৭.রাষ্ট্রভাষা সংগ্ৰাম পরিষদের প্রথম আহ্বায়ক ছিলেন - অধ্যাপক নুরুল হক ভূঁইয়া।

৮.পাকিস্তান গণপরিষদ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় - ৭মে,১৯৫৪।

৯. বাংলা পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পায় - ২৯ ফেব্রুয়ারি,১৯৫৬।

১০.ভাষা আন্দোলনে জড়িত থাকার অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম গ্ৰেফতার হন - ১১ মার্চ,১৯৪৮।

১১.বাংলাদেশের সংবিধানের যে অধ্যায়ে বাংলাকে রাষ্ট্রভাষার  স্বীকৃতি দেয়া হয়েছে - তৃতীয় অনুচ্ছেদে।

১২. বাংলা ভাষার পক্ষে ভূমিকা রাখায় যে পত্রিকা নিষিদ্ধ হয় - অবজারভার।

১১.সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার বাংলা ভাষা প্রচলন আইন জারি করে - ১৯৮৭ সালে।

১২. যে সংস্থা ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে - ইউনেস্কো।

১৩. বর্তমানে বিশ্বে বাংলা ভাষায় কথা বলে - ৩০কোটির বেশি মানুষ।

১৪.একুশের প্রথম গান 'ভুলব না ভুলব না' এর রচয়িতা - গাজীউল হক।

১৫.একুশের প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় - রাজশাহী কলেজ চত্বরে।

১৬. আফ্রিকার যে দেশ বাংলাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে- সিয়েরালিওন।


নবম বিপিএলের শীর্ষ পারফরমার

                                                                  
                                         ছবি: কুমিল্লা ভিক্টোরিয়ান্স


প্রিয় ক্রিকেট ডটকমঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্স নবম বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) শিরোপা জিতেছে। এবারের(৯ম) বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সদ্য সমাপ্ত নবম বিপিএলের ( বাংলাদেশ প্রিমিয়ার লিগ) শীর্ষ পারফরমারদের (সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ ব্যাটার ও সর্বাধিক উইকেট সংগ্ৰাহক ৫ বোলার ) পরিসংখ্যান এখানে দেখে নিন।


নবম বিপিএলের শীর্ষ ৫ ব্যাটার 


এবারের বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ ব্যাটারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।

১. নাজমুল হোসেন শান্ত (সিলেট স্ট্রাইকার্স) - ১৫ ম্যাচে ৫১৬ রান।

২. রনি তালুকদার (রংপুর রাইডার্স) - ১৩ ম্যাচে ৪২৫ রান।

৩. তৌহিদ হ্নদয় ( সিলেট স্ট্রাইকার্স) - ১৩ ম্যাচে ৪০৩ রান।

৪. লিটন দাস ( কুমিল্লা ভিক্টোরিয়ান্স  ) - ১৩ ম্যাচে ৩৭৯ রান।

৫. সাকিব আল হাসান (ফরচুন বরিশাল) - ১৩ ম্যাচে ৩৭৫ রান।নবম বিপিএলের শীর্ষ ৫ বোলার 


এবারের বিপিএলের সর্বাধিক উইকেট সংগ্ৰাহক ৫ বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।

১. তানভির ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) - ১২ ম্যাচে ১৭ উইকেট।

২. হাসান মাহমুদ (রংপুর রাইডার্স) - ১৪ ম্যাচে ১৭ উইকেট।

৩. নাসির হোসাইন (ঢাকা ডমিনেটর্স) - ১২ ম্যাচে ১৬ উইকেট।

৪. আজমতউল্লাহ ওমরজাই (রংপুর রাইডার্স) - ১১ ম্যাচে ১৫ উইকেট।

৫. রুবেল হোসেন ( সিলেট স্ট্রাইকার্স) - ৮ ম্যাচে ১৪ উইকেট।সব ফরম্যাট থেকে মরগানের অবসর

                                                                  
                                                ছবি: এউইন মরগান


প্রিয় ক্রিকেট ডটকমঃ ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংলিশ ব্যাটার এউইন মরগান। উল্লেখ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন মরগান তবে এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন এই ইংলিশ ব্যাটার। এউইন মরগানের ক্যারিয়ারের বিস্তারিত এখানে তুলে ধরার চেষ্টা করছি।


টেস্ট ক্যারিয়ার 


২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে এউইন মরগানের টেস্ট অভিষেক হয়।এই ব্যাটার ইংল্যান্ডের হয়ে ১৬টি টেস্ট খেলে ২টি সেঞ্চুরি ও ৩টি ফিফটিসহ মোট ৭০০ রান।


ওয়ানডে ক্যারিয়ার 


আয়ারল্যান্ডের হয়ে (২০০৬ সালে) এউইন মরগানের ওয়ানডে অভিষেক হয় তবে পরবর্তীতে এই ব্যাটার ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ক্রিকেট খেলেন। মরগান ২৪৮টি ওয়ানডে ম্যাচ খেলে ১৪টি সেঞ্চুরি ও ৪৭টি ফিফটিসহ মোট ৭,৭০১ রান করেন।


টিটুয়েন্টি ক্যারিয়ার 


আন্তর্জাতিক টিটুয়েন্টিতে এউইন মরগানের অভিষেক হয় ২০০৯ সালে (প্রতিপক্ষ নেদারল্যান্ডস)। মরগান ১১৫টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ১৪টি ফিফটিসহ মোট ২,৪৫৮ রান সংগ্রহ করেন ।


ফাষ্টক্লাস ক্যারিয়ার 


২০০৫ সালে এউইন মরগান ফাষ্টক্লাস ক্রিকেট শুরু করেন। মরগান মিডলসেকস,কেকেআর,আরসিবি,সিডনি থান্ডার্স প্রভৃতি বিখ্যাত ক্লাব ও ফ্রাঞ্চাইজির হয়ে ফাষ্টক্লাস ক্রিকেট খেলেছেন। এই ব্যাটার ৭৮টি ফাষ্টক্লাস ম্যাচ খেলে(৯টি সেঞ্চুরি ও ১৮টি ফিফটিসহ) মোট ৩,৮৫৯ রান করেন।


এউইন মরগানের অজানা রেকর্ড 


এউইন মরগানের কিছু অজানা রেকর্ড এখানে তুলে ধরা হলো।

১.মরগান দু'দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন (আয়ারল্যান্ড ও ইংল্যান্ড)।

২.মরগান আইরিশ অনুর্ধ্ব ১৫ ও অনুর্ধ্ব ১৭ দলে খেলেছেন।

৩.মরগান ২০০৪ সালে আয়ারল্যান্ডের হয়ে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন।

৪.মরগানের নেতৃত্বে ইংল্যান্ড ২০১৯ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জয় করে।

৫.ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক (১৭টি)ছক্কা হাঁকিয়েছেন মরগান।
আইএল টিটুয়েন্টির সেরা পারফরমার

                                                                 


প্রিয় ক্রিকেট ডটকমঃ সমাপ্ত হলো ইন্টারন্যাশনাল লিগ টিটুয়েন্টির (আইএল টিটুয়েন্টি) প্রথম আসর।আইএল টিটুয়েন্টির প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে গালফ জায়ান্টস।১২ ফেব্রুয়ারি ,২০২৩ আইএল টিটুয়েন্টির ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে গালফ জায়ান্টস ৭ উইকেটে ডেজার্ট ভাইপার্সকে পরাজিত করে। সদ্য সমাপ্ত ইন্টারন্যাশনাল লিগ টিটুয়েন্টির সেরা পারফরমারদের (সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ ব্যাটার ও সর্বাধিক উইকেট সংগ্ৰাহক ৫ বোলার) পরিসংখ্যান এখানে দেখে নিন।


সেরা ৫ ব্যাটার 


এবারের আইএল টিটুয়েন্টি লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ ব্যাটারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।

১. আলেক্স হেলস (ডেজার্ট ভাইপার্স) - ১২ ম্যাচে ৪৬৯ রান।

২.জেমস ভিন্স (গালফ জায়ান্টস)   - ১১ ম্যাচে ৪৩৯ রান।

৩. কিয়েরন পোলার্ড (এমআই এমিরেটস) - ১০ ম্যাচে ৩৯৪ রান।

৪. মোহাম্মদ ওয়াসিম (এমআই এমিরেটস) - ১১ ম্যাচে ৩৬৭ রান।

৫. নিকোলাস পুরান (এমআই এমিরেটস) - ১০ ম্যাচে ৩৫৫ রান।সেরা ৫ বোলার 


সদ্য সমাপ্ত ইন্টারন্যাশনাল লিগ টিটুয়েন্টির সর্বাধিক উইকেট সংগ্ৰাহক ৫ বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।

১.ক্রিস জর্ডান (গালফ জায়ান্টস) - ১০ ম্যাচে ২০ উইকেট।

২.ডেভিড উইজি(গালফ জায়ান্টস) - ১১ ম্যাচে ১৮ উইকেট।

৩.ওয়ানিন্দু হাসারাঙ্গা ( ডেজার্ট ভাইপার্স) - ৯ ম্যাচে ১৫ উইকেট।

৪. ডোয়াইন ব্রাভো (এমআই এমিরেটস) - ৯ ম্যাচে ১৩ উইকেট।

৫. শেলডন কটরেল (ডেজার্ট ভাইপার্স) - ১১ ম্যাচে ১২ উইকেট।সাম্প্রতিক চাকরির খবর

                                                                 


প্রিয় ক্রিকেট ডটকমঃ  পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সম্প্রতি বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি (ননক্যাডার) প্রকাশ করেছে। উল্লেখ্য পিএসসির এই নিয়োগ বিজ্ঞপ্তির মোট পদসংখ্যা ২,৯৫৩। পিএসসির নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এখানে তুলে ধরা হলো।


পদ : সিনিয়র স্টাফ নার্স, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), উপ-সহকারী প্রকৌশলী (স্টোর), উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) প্রভৃতি পদ।


পদসংখ্যা : মোট পদসংখ্যা ২,৯৫৩টি।


যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে স্মাতক ডিগ্রি।


বয়স : পদভেদে বয়স(২৫.০৩.২০২০ তারিখে)  সর্বোচ্চ ৩০ বা ৪০ বছর।তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।


বেতন স্কেল : পদভেদে গ্ৰেড-৬,গ্ৰেড-১০ ও গ্ৰেড-১১ ।


আবেদন ফি : ৬০০ টাকা।


আবেদন প্রক্রিয়া : অনলাইন (ভিজিট http://bpsc.teletalk.com.bd)।


আবেদনের শেষ তারিখ : ০৭.০৩.২০২৩ (সন্ধ্যা ৬.০০টা)।


পিএসসি ননক্যাডার নিয়োগ পরীক্ষার নম্বরবন্টন : এমসিকিউ (১০০ নম্বর), লিখিত (২০০ নম্বর), মৌখিক ১০০/৫০ নম্বর)।


পিএসসি ননক্যাডার নিয়োগ পরীক্ষার বিষয় : বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক),প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়, গণিত ও মানসিক দক্ষতা, বিজ্ঞান ও প্রযুক্তি।সূত্র : পিএসসি ওয়েবসাইট ও বাংলা ট্রিবিউন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ফিন্সের অবসর

                                                                 
                                                ছবি: অ্যারন ফিন্স


প্রিয় ক্রিকেট ডটকমঃ অষ্টেলিয়ার ব্যাটার অ্যারন ফিন্স আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন । উল্লেখ্য অ্যারন ফিন্স সাদা বলের ক্রিকেটে অষ্ট্রেলিয়ার সবচেয়ে সফল ব্যাটারদের একজন। এছাড়া ফিন্সের অধিনায়কত্বে অষ্ট্রেলিয়া ২০২১ সালের টিটুয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয় করে।অ্যারন ফিন্সের ক্যারিয়ারচিত্র ও কিছু সেরা ইনিংসের চিত্র এখানে তুলে ধরার চেষ্টা করছি।


টেস্ট ক্যারিয়ার 


অ্যারন ফিন্সের টেস্ট অভিষেক হয় ২০১৮ সালে (পাকিস্তানের বিপক্ষে)।অ্যারন ফিন্স অষ্ট্রেলিয়ার হয়ে ৫টি টেস্ট খেলে ২টি ফিফটিসহ মোট ২৭৮ রান করেন।


ওয়ানডে ক্যারিয়ার 


২০১৩ সালে (শ্রীলঙ্কার বিপক্ষে) অ্যারন ফিন্সের ওয়ানডে অভিষেক হয়। অবসরের আগে এই ব্যাটার ১৪৬টি ওয়ানডে ম্যাচ খেলে (১৭সেঞ্চুরি ও ৩০টি ফিফটিসহ) ৫,৪০৬ রান করেন। 


টিটুয়েন্টি ক্যারিয়ার 


ইংল্যান্ডের বিপক্ষে (২০১১ সালে ) ফিন্সের আন্তর্জাতিক টিটুয়েন্টিতে অভিষেক হয়। অবসরের আগে এই ব্যাটার ১০৩টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে (২টি সেঞ্চুরি ও ১৯টি ফিফটিসহ) ৩,১২০ রান করেন।


ফাষ্টক্লাস ক্যারিয়ার 


অ্যারন ফিন্স আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফাষ্টক্লাস ক্রিকেটেও ব্যাট হাতে সফলতা লাভ করেন। ফিন্স ভিক্টোরিয়া, ইয়র্কশায়ার,সারে, মেলবোর্ন রেনিগের্ডস,রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স প্রভৃতি ক্লাব ও ফ্রাঞ্চাইজির হয়ে ফাষ্টক্লাস ক্রিকেট খেলেছেন।অ্যারন ফিন্স ইতোমধ্যে ৮৮টি ফাষ্টক্লাস ম্যাচ খেলে (৭টি সেঞ্চুরি ও ৩৩টি ফিফটিসহ) ৪,৯১৫ রান করেছেন।ফিন্সের সেরা ইনিংস 


অ্যারন ফিন্সের সেরা কিছু ইনিংসের চিত্র এখানে দেখে নিন।

১. ইংল্যান্ডের বিপক্ষে (ওয়ানডে) ১৫৬ রান,২০১৩ ।

২.জিম্বাবুয়ের বিপক্ষে (টিটুয়েন্টি) ১৭২ রান,২০১৮।

৩.পাকিস্তানের বিপক্ষে (ওয়ানডে) ১৫৩ রান,২০১৯।

৪.শ্রীলংকার বিপক্ষে (ওয়ানডে) ১৫৩ রান,২০১৯।
আইসিসি বর্ষসেরা (২০২২) নারী দল

                                                               
প্রিয় ক্রিকেট ডটকমঃ  ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) বর্ষসেরা (২০২২) নারী ক্রিকেট দলের নাম প্রকাশ করেছে। এখানে গেল বছরের (২০২২) বর্ষসেরা নারী ক্রিকেট দলের (ওয়ানডে ও টিটুয়েন্টি) বিস্তারিত দেখে নিন।


কোন দেশের কতজন ক্রিকেটার রয়েছেন 

আইসিসির বর্ষসেরা (২০২২) নারী ওয়ানডে দলে ভারত ও দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ তিনজন করে ক্রিকেটার রয়েছেন। এছাড়া আইসিসির বর্ষসেরা (২০২২) নারী ওয়ানডে দলে অষ্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দু'জন ক্রিকেটার এবং নিউজিল্যান্ডের একজন ক্রিকেটার রয়েছেন।

আইসিসির বর্ষসেরা (২০২২) নারী টিটুয়েন্টি দলে ভারতের সর্বোচ্চ চারজন ক্রিকেটার রয়েছেন। এছাড়া আইসিসির বর্ষসেরা (২০২২) নারী টিটুয়েন্টি দলে অষ্ট্রেলিয়ার তিনজন ক্রিকেটার রয়েছেন। সেইসাথে আইসিসির বর্ষসেরা (২০২২) নারী টিটুয়েন্টি দলে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তানের একজন করে ক্রিকেটার রয়েছেন।

বর্ষসেরা (২০২২) নারী ওয়ানডে দল 

২০২২ সালের বর্ষসেরা নারী ওয়ানডে দল এখানে দেখে নিন।

আলিসা হেলি( অষ্ট্রেলিয়া),স্মৃতি মান্দানা (ভারত),লরা উলভার্ট(দক্ষিণ আফ্রিকা),নেট স্কাইভার (ইংল্যান্ড),বেথ মুনি (অষ্ট্রেলিয়া),হারমাতপ্রিট কাউর(অধিনায়ক) (ভারত),এমিলিয়া কের (নিউজিল্যান্ড),সোফিয়া এক্লেস্টোন(ইংল্যান্ড),আয়াবঙ্গা খকা (দক্ষিণ আফ্রিকা),রেনুকা সিং (ভারত),সাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা)।আইসিসি বর্ষসেরা (২০২২) নারী টিটুয়েন্টি দল 

২০২২ সালের আইসিসি বর্ষসেরা নারী টিটুয়েন্টি দল এখানে দেখে নিন।

স্মৃতি মান্দানা (ভারত),বেথ মুনি (অষ্ট্রেলিয়া),সোফি ডিভাইন(অধিনায়ক) (নিউজিল্যান্ড),এস গার্ডনার(অষ্ট্রেলিয়া),তাহলিয়া ম্যাকগ্ৰাথ (অষ্ট্রেলিয়া),নিদা দার (পাকিস্তান),দিপ্তি শর্মা (ভারত),রিচা ঘোষ (ভারত), সোফিয়া এক্লেস্টোন (ইংল্যান্ড),ইনোকা রানায়েরা (শ্রীলঙ্কা),রেনুকা সিং (ভারত)।
ক্রিকেট থেকে যোগিন্দর শর্মার অবসর

                                                                 
                                               ছবি: যোগিন্দর শর্মা


প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি ভারতের পেসার যোগিন্দর শর্মা সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য যোগিন্দর শর্মা ভারতের ২০০৭ টিটুয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন। তবে পরবর্তীতে এই পেসার ভারতের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। এছাড়া উল্লেখ্য এই পেসার ভারতের হয়ে শুধু ওয়ানডে ও টিটুয়েন্টি ক্রিকেট খেলেছেন। যোগিন্দর শর্মার ক্যারিয়ারচিত্র এখানে তুলে ধরার চেষ্টা করছি।


ওয়ানডে ক্যারিয়ার 

যোগিন্দর শর্মা ভারতের হয়ে ৪টি ওয়ানডে ম্যাচ খেলে ১টি উইকেট নেন।


টিটুয়েন্টি ক্যারিয়ার 

যোগিন্দর শর্মা ভারতের হয়ে ৪টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৪টি উইকেট নেন।


ফাষ্টক্লাস ক্যারিয়ার 

যোগিন্দর শর্মার সমৃদ্ধ ফাষ্টক্লাস ক্যারিয়ার রয়েছে। উল্লেখ্য ফাষ্টক্লাস ক্রিকেটে এই ক্রিকেটার বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও সফলতা দেখিয়েছেন।ফাষ্টক্লাস ক্রিকেটে যোগিন্দর শর্মা ব্যাট হাতে দুই হাজারের বেশি রান করেছেন এবং বল হাতে দুই শতাধিক উইকেট নিয়েছেন।


যোগিন্দর শর্মার অজানা রেকর্ড 

সদ্য অবসরে যাওয়া যোগিন্দর শর্মার ক্যারিয়ারের কিছু অজানা রেকর্ড এখানে দেখে নিন।


১. ২০০৭ সালের টিটুয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ী ভারতীয় টিমের অন্যতম সদস্য যোগিন্দর শর্মা।

২. যোগিন্দর শর্মা চেন্নাই সুপার কিংসের হয়ে দু'বার আইপিএল শিরোপা জয় করেন।

৩.২০০৭ সালের টিটুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে যোগিন্দর শর্মার দারুণ বোলিং ভারতকে চ্যাম্পিয়ন হতে সহায়তা করে।

৪.ফাষ্টক্লাস ক্রিকেটে যোগিন্দর শর্মা ব্যাট ও বল হাতে দারুণ সাফল্য লাভ করেন।

সদ্যসমাপ্ত বিগব্যাশের শীর্ষ পারফরমার

                                                               
                                                ছবি: পার্থ স্কোচার্স
 


প্রিয় ক্রিকেট ডটকমঃ সদ্যসমাপ্ত (২০২২-২৩) বিগব্যাশ লিগের শিরোপা জিতেছে পার্থ স্কোচার্স। ৪ ফেব্রুয়ারি এবারের বিগব্যাশ লিগের ফাইনাল অনুষ্ঠিত হয় এবং ফাইনালে পার্থ স্কোচার্স ব্রিসবেন হিটকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।২০২২-২৩ বিগব্যাশ লিগের শীর্ষ পারফরমারদের  পরিসংখ্যান এখানে দেখে নিন।


শীর্ষ ৫ ব্যাটার 


সদ্যসমাপ্ত বিগব্যাশ লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পার্থ স্কোচার্সের অ্যারন হার্ডি ।২০২২-২৩ বিগব্যাশ লিগের শীর্ষ ৫ ব্যাটারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।

১. অ্যারন হার্ডি (পার্থ স্কোচার্স) - ১৫ ম্যাচে ৪৬০ রান।

২.ম্যাথু শর্ট (এডিলেড স্টাইকার্স) - ১৪ ম্যাচে ৪৫৮ রান।

৩.জস ইংলিশ ( পার্থ স্কোচার্স) - ১৬ ম্যাচে ৪৩১ রান।

৪.অ্যারন ফিন্স (মেলবোর্ন রেনিগের্ডস) - ১৫ ম্যাচে ৪২৮ রান।

৫.ক্রিস লিন ( এডিলেড স্টাইকার্স) - ১১ ম্যাচে ৪১৬ রান।


সর্বোচ্চ ইনিংস 


স্টিভ স্মিথ ( ১২৫ রান) ।

সর্বোচ্চ ছক্কা 


স্টিভ স্মিথ (২৫টি)।


শীর্ষ ৫ বোলার 


সদ্য সমাপ্ত বিগব্যাশ লিগের সর্বোচ্চ উইকেট সংগ্ৰাহক ছিলেন শন অ্যাবট (সিডনি সিক্সার্স)। ২০২২-২৩ বিগব্যাশ লিগের সর্বাধিক উইকেট সংগ্ৰাহক শীর্ষ ৫ বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।

১. শন অ্যাবট (সিডনি সিক্সার্স) - ১৫ ম্যাচে ২৯ উইকেট।

২.অ্যান্ডু টাই ( পার্থ স্কোচার্স) - ১৬ ম্যাচে ২৬ উইকেট।

৩. মিশেল নেসের (ব্রিসবেন হিট) - ১৭ ম্যাচে ২৬ উইকেট।

৪.টম রজার্স (মেলবোর্ন রেনিগের্ডস) - ১৫ ম্যাচে ২৩ উইকেট।

৫.জেসন ব্রেহেনডফ (পার্থ স্কোচার্স) - ১৪ ম্যাচে ২১ উইকেট।সর্বোচ্চ উইকেট 


শন অ্যাবট (২৯টি)।


সেরা বোলিং 


হেনরি থর্নটন (৫/৩)।


ক্রিকেট থেকে মুরালি বিজয়ের অবসর

                                                                  
                                              ছবি: মুরালি বিজয়


প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি ভারতের ব্যাটার মুরালি বিজয় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন । উল্লেখ্য মুরালি বিজয় ভারতের টেস্ট ওপেনার হিসেবে বেশ সফলতা দেখিয়েছেন।মুরালি বিজয়ের ক্যারিয়ার ও সেরা কিছু ইনিংসের বিস্তারিত এখানে তুলে ধরার চেষ্টা করছি।


টেস্ট ক্যারিয়ার 

২০০৮ সালে অষ্ট্রেলিয়ার বিপক্ষে মুরালি বিজয়ের টেস্ট অভিষেক হয় । অবসরের আগে এই ভারতীয় ওপেনার ৬১টি টেস্ট ম্যাচ খেলে মোট ৩,৯৮২ রান করেন। টেস্ট ক্রিকেটে মুরালি বিজয়ের ১২টি সেঞ্চুরি ও ১৫টি ফিফটি রয়েছে।

ওয়ানডে ক্যারিয়ার 

২০১০ সালে মুরালি বিজয়ের ওয়ানডে অভিষেক হয়(প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা)। মুরালি বিজয় ভারতের হয়ে ১৭টি ওয়ানডে ম্যাচ খেলে ১ ফিফটিসহ মোট ৩৩৯ রান করেন।

টিটুয়েন্টি ক্যারিয়ার 

২০১০ সালে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে মুরালি বিজয়ের অভিষেক হয় (প্রতিপক্ষ আফগানিস্তান)।মুরালি বিজয় ভারতের হয়ে ৯টি টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ১৬৯ রান করেন।


ফাষ্টক্লাস ক্যারিয়ার 


মুরালি বিজয় ভারত ও ভারতের বাইরের বিভিন্ন বিখ্যাত ক্লাব ও ফ্রাঞ্চাইজির ( চেন্নাই সুপার কিংস,কিংস ইলেভেন পাঞ্জাব,সমারসেট প্রভৃতি) হয়ে ফাষ্টক্লাস ক্রিকেট খেলেছেন।এই ওপেনার ১৩৫টি ফাষ্টক্লাস ম্যাচ খেলে ৯,২০৫ রান করেন।ফাষ্টক্লাস ক্রিকেটে মুরালি বিজয়ের ২৫টি সেঞ্চুরি ও ৩৮টি ফিফটি রয়েছে।


মুরালি বিজয়ের সেরা ইনিংস 

মুরালি বিজয় একসময় ভারতের টেস্ট ওপেনার হিসেবে সফলতা লাভ করেন।মুরালি বিজয়ের সেরা কিছু ইনিংসের চিত্র এখানে তুলে ধরা হলো।

ব্রিসবেনে ১৪৪ 


মুরালি বিজয়ের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস হচ্ছে অষ্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৪ সালে ব্রিসবেন টেষ্টে খেলা ১৪৪ রান।সেই ইনিংসটি খেলার পথে এই ভারতীয় ওপেনার ২১৩ বল মোকাবিলা করেন (সাথে ছিল ২২টি চার) । ট্রেন্টব্রিজে ১৪৫ 


মুরালি বিজয়ের আরেকটি সেরা ইনিংস হচ্ছে ২০১৪ সালে ট্রেন্টব্রিজ টেষ্টে  ইংল্যান্ডের বিপক্ষে খেলা ১৪৫ রান।সেইম্যাচে মুরালি বিজয়ের ইনিংসটি ভারতকে ট্রেন্টব্রিজ টেস্ট ড্র করতে সহায়তা করে।এডিলেডে ৯৯ 


মুরালি বিজয়ের অন্যতম সেরা একটি ইনিংস হচ্ছে ২০১৪ সালে অষ্ট্রেলিয়ার বিপক্ষে এডিলেড টেষ্টে খেলা ৯৯ রান।আইসিসির ২০২২ এর বর্ষসেরা ক্রিকেটারদের তালিকা

                                                                 
প্রিয় ক্রিকেট ডটকমঃ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) প্রতিবছর এককভাবে (বিভিন্ন ফরম্যাটে) বিগত বছরের সেরা ক্রিকেটারের (আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ার ) নাম প্রকাশ করে। এবারও  আইসিসি ২০২২ সালে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের সেরা ক্রিকেটারের (পুরুষ ও নারী) নাম প্রকাশ করেছে। উল্লেখ্য ২০২২ সালে  আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার ও বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন যথাক্রমে পাকিস্তানের বাবর আজম ও ইংল্যান্ডের নেট স্কাইভার। আইসিসির ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটারদের তালিকা এখানে তুলে ধরা হলো।


আইসিসি বর্ষসেরা ( ২০২২ )ক্রিকেটার (পুরুষ) : বাবর আজম (পাকিস্তান)।

আইসিসি বর্ষসেরা (২০২২) ক্রিকেটার (নারী)    : নেট স্কাইভার (ইংল্যান্ড)।

আইসিসি বর্ষসেরা(২০২২) এসোসিয়েট প্লেয়ার (পুরুষ)  : গেরাড ইরাসমাস (নামিবিয়া)।

আইসিসি বর্ষসেরা(২০২২) এসোসিয়েট প্লেয়ার (নারী)    :ইসা ওজা (সংযুক্ত আরব আমিরাত)।

আইসিসি বর্ষসেরা(২০২২) টিটুয়েন্টি প্লেয়ার (পুরুষ)      : সূর্যকুমার যাদব (ভারত)।

আইসিসি বর্ষসেরা (২০২২) টিটুয়েন্টি প্লেয়ার (নারী)       : তাহলিয়া ম্যাকগ্ৰাথ (অষ্ট্রেলিয়া)।

আইসিসি বর্ষসেরা (২০২২) ওয়ানডে প্লেয়ার (পুরুষ)      : বাবর আজম (পাকিস্তান)।

আইসিসি বর্ষসেরা (২০২২) ওয়ানডে প্লেয়ার (নারী)        : নেট স্কাইভার (ইংল্যান্ড)।

আইসিসি বর্ষসেরা (২০২২) টেস্ট প্লেয়ার (পুরুষ)            :বেন স্টোকস (ইংল্যান্ড)।

আইসিসি বর্ষসেরা (২০২২)  ইমার্জিং প্লেয়ার                  : মার্কো জেনসেন (দক্ষিণ আফ্রিকা)।

আইসিসি বর্ষসেরা ইমার্জিং প্লেয়ার (নারী)                      : রেনুকা সিং (ভারত)।

আইসিসি বর্ষসেরা (২০২২) আম্পায়ার                           : রিচার্ড ইলিংওয়ার্থ(ইংল্যান্ড)।

আইসিসি স্পিরিট অব ক্রিকেট (২০২২) অ্যাওয়ার্ড          : আসিফ শেখ (নেপাল)।


বাংলাদেশ জাতীয় দলের সফল কোচদের পরিসংখ্যান

                                                                 
                                      ছবি: চন্ডিকা হাথুরুসিংহে


প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন হেডকোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে। উল্লেখ্য  এই লংকান কোচ এর আগেও একবার বাংলাদেশ দলের দায়িত্ব সফলতার সাথে পালন করেন। এবার টাইগারদের হেডকোচ হিসেবে হাথুরুসিংহে দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গোর স্থলাভিষিক্ত হলেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল কোচদের পরিসংখ্যান এখানে দেখে নিন।গর্ডন গ্ৰিনিজ ,১৯৯৬-১৯৯৯ 

২৩ ম্যাচ ,৩ জয়, আইসিসি ট্রফি জয়।ডেভ হোয়াটমোর,২০০৩-২০০৭

 ১১৭ ম্যাচ, ১টি টেস্ট জয় ও ৪টিতে ড্রসহ ৩৫ জয়।


জেমি সিডন্স,২০০৭-২০১১ 

১১১ ম্যাচ ,২টি টেস্ট জয় ও ১টিতে ড্রসহ ৩২ ম্যাচে জয় ।


স্টুয়ার্ট ল ,২০১১-২০১২ 


২২ ম্যাচ, ১টি টেস্টড্রসহ মোট ৬টি ম্যাচে জয় ।রিচার্ড পাইবাস,২০১২ 


৮টি টিটুয়েন্টি ম্যাচ,৪টিতে জয় ।শেন জার্গেনসেন ,২০১৩-২০১৪ 


৩৭ ম্যাচ ,১টি টেস্ট জয় ও ৪টিতে ড্রসহ ৯টি ম্যাচে জয় ।চন্ডিকা হাথুরুসিংহে ,২০১৪-২০১৭ 


১০২ ম্যাচ,৬টি টেস্ট জয় ও ৪টিতে ড্রসহ মোট ৪১টি ম্যাচে জয়।স্টিভ রোডস ,২০১৮-২০১৯ 


৪৫ ম্যাচ,৩টি টেষ্টজয়সহ মোট ২৩টি ম্যাচে জয়।রাসেল ডমিঙ্গো,২০১৯-২০২২ 


৯৮ ম্যাচ,৩টি টেস্ট জয় ও ২টিতে ড্রসহ মোট ৪৩ ম্যাচে জয়।


ওয়ানডের সর্বোচ্চ রানের যত হার

                                                                 
                                    ছবি: শ্রীলঙ্কার ওয়ানডে দল


প্রিয় ক্রিকেট ডটকমঃ ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানে হারের রেকর্ডটি এখন শ্রীলঙ্কার।সম্প্রতি লংকানরা ভারতের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে ৩১৭ রানের বড় ব্যবধানে পরাজিত হয় যা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এযাবতকালে সবচেয়ে বেশি রানে হারের রেকর্ড। উল্লেখ্য একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওয়ানডে) সবচেয়ে বেশি রানে (২০০৮ সালে কিউইদের কাছে ২৯০ রানে হার) হারের রেকর্ডটি বহুদিন ধরে আয়ারল্যান্ডের দখলে ছিল। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানে হারের শীর্ষ ১০ রেকর্ড এখানে তুলে ধরা হলো।১. শ্রীলঙ্কার  ৩১৭ রানে হার (২০২৩) - প্রতিপক্ষ ভারত।


২. আয়ারল্যান্ডের ২৯০ রানে হার (২০০৮) - প্রতিপক্ষ নিউজিল্যান্ড।


৩. আফগানিস্তানের ২৭৫ রানে হার (২০১৫) - প্রতিপক্ষ  অষ্ট্রেলিয়া।


৪. জিম্বাবুয়ের ২৭২ রানে হার (২০১০) - প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।


৫. শ্রীলঙ্কার ২৫৮ রানে হার (২০১২) - প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।


৬. বারমুডার ২৫৭ রানে হার (২০০৭) - প্রতিপক্ষ ভারত।


৭. ওয়েস্ট ইন্ডিজের ২৫৭ রানে হার (২০১৫) - প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।


৮. নামিবিয়ার ২৫৬ রানে হার (২০০৩) - প্রতিপক্ষ অষ্ট্রেলিয়া।


৯. হংকংয়ের ২৫৬ রানে হার ( ২০০৮) - প্রতিপক্ষ ভারত । 


১০. আয়ারল্যান্ডের ২৫৫ রানে হার (২০১৬) - প্রতিপক্ষ পাকিস্তান।