বাংলাদেশ-ইংল্যান্ড আসন্ন সিরিজসূচি
প্রিয় ক্রিকেট ডটকমঃ আগামী মাসের শুরুতে আরেকটি বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ মাঠে গড়াতে যাচ্ছে। এবারের বাংলাদেশ সফরে ইংলিশরা স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টিটুয়েন্টি ম্যাচ খেলবে।আসন্ন বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের বিস্তারিত সূচি ও এ দু'দলের পরস্পরের বিপক্ষে ওয়ানডে ও টিটুয়েন্টি রেকর্ড ইত্যাদি এখানে দেখে নিন।
ওয়ানডে সিরিজ সূচি
বাংলাদেশ-ইংল্যান্ড আসন্ন তিনম্যাচ ওয়ানডে সিরিজের সূচি এখানে তুলে ধরা হলো। উল্লেখ্য পহেলা মার্চ বাংলাদেশ-ইংল্যান্ড আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে।
১ মার্চ -১ম ওয়ানডে - ভেন্যু (মিরপুর) - সময়- দুপুর ১২টা।
৩ মার্চ - ২য় ওয়ানডে - ভেন্যু (মিরপুর) - সময় - দুপুর ১২টা।
৬ মার্চ - ৩য় ওয়ানডে - ভেন্যু (মিরপুর) - সময় - দুপুর ১২টা।
টিটুয়েন্টি সিরিজ সূচি
বাংলাদেশ-ইংল্যান্ড আসন্ন তিনম্যাচ টিটুয়েন্টি সিরিজের সূচি এখানে তুলে ধরা হলো। উল্লেখ্য ৯ মার্চ বাংলাদেশ-ইংল্যান্ড তিনম্যাচ টিটুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে।
৯ মার্চ-১ম টিটুয়েন্টি-ভেন্যু (চট্টগ্রাম) - সময়- বিকাল ৩টা।
১২ মার্চ - ২য় টিটুয়েন্টি- ভেন্যু (মিরপুর) - সময় - বিকাল ৩টা।
১৪ মার্চ - ৩য় টিটুয়েন্টি- ভেন্যু (মিরপুর) - সময় - বিকাল ৩টা।
বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে রেকর্ড
বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে ইতিপূর্বে ২১টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে ৪টিতে বাংলাদেশ জিতেছে ও ইংল্যান্ড ১৭টিতে জয়লাভ করেছে।
বাংলাদেশ-ইংল্যান্ড টিটুয়েন্টি রেকর্ড
বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে ইতিপূর্বে একটি টিটুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং সেই ম্যাচে ইংল্যান্ড জয়লাভ করেছে।