২০২৩ পিএসএলের ৬ চূড়ান্ত স্কোয়াড
প্রিয় ক্রিকেট ডটকমঃ আগামী মাসে(১৩ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর। ইতোমধ্যে আসন্ন পিএসএলের প্লেয়ার ড্রাফট সম্পন্ন হয়েছে। অষ্টম পিএসএলের সবগুলো স্কোয়াড এখানে তুলে ধরছি।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স
সরফরাজ আহমেদ (অধিনায়ক), মার্টিন গাপটিল,ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোহাম্মদ নেওয়াজ, জেসন রয়, ইফতেখার আহমেদ, নাসিম শাহ,ওডিয়ান স্মিথ, মোহাম্মদ হাসনাইন,উমর আকমল,নাভিন উল হক, আহসান আলী,উইল স্মিথ,উমাইদ আসিফ, মোহাম্মদ জাহিদ, আব্দুল ওয়াহিদ বাঙ্গলজাই,আইমাল খান,উমাইর বিন ইউসুফ,কোয়াইস আহমেদ,সউদ সাকিল,ডোয়াইন প্রিটোরিয়াস,উইল জেকস, নুয়ান থুশারা।
পেশোয়ার জালমি
বাবর আজম (অধিনায়ক),রভম্যান পাওয়েল,ভানুকা রাজাপাকসে, জিমি নিলাম,ওয়াহাব রিয়াজ,শেরফানে রাদারফোর্ড, উসমান কাদির,মুজিব উর রহমান, মোহাম্মদ হারিস,টম কোহলার-ক্যাডমোর,দানিশ আজিজ,আমির জামাল, আরশাদ ইকবাল, সালমান ইরশাদ,সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম,হাসিবুল্লাহ খান,কুরাম শাহজাদ,হারিস সোহেল, রিচার্ড গ্লিসন, সাকিব আল হাসান।
ইসলামাবাদ ইউনাইটেড
শাদাব খান (অধিনায়ক),আলেক্স হেলস,কলিন মুনরো,পল স্টারলিং,মঈন আলী,রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র,আসিফ আলী,ফজলহক ফারুকি, হাসান আলী,ফাহিম আশরাফ,আজম খান, শোয়েব মাকসুদ, আবরার আহমেদ, জিসান জামির,রুমান রইস,মুবাসির খান, জাফর গোয়ার,হাসান নওয়াজ,টম কুরান,গাজ অ্যাটকিনসন,টাইমাল মিলস।
লাহোর কালান্দার্স
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক),ফখর জামান, রশিদ খান,হারিস রউফ,ডেভিড ভিসা,হ্যারি ব্রুক, আবদুল্লাহ শফিক, হুসাইন তালাত, সিকান্দার রাজা, জামান খান,লিয়াম ডওসন,কামরান গোলাম,জর্ডান কক্স,দিলবার হোসেন, মীর্জা তাহির বেগ, আহমেদ দানিয়েল,শাহওয়াইজ ইরফান,জালাত খান,এহসান ভাটি,স্যাম বিলিংস,শেন জেডর্সওয়েল,কুশল মেন্ডিস।
মুলতান সুলতান্স
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক),জস লিটল,ডেভিড মিলার,রাইলি রুশো,খুশদিল শাহ,শান মাসুদ,আদিল রশিদ, শাহনেওয়াজ ধাহানি,টিম ডেভিড, আকিল হোসেন, উসমান খান,উসামা মির,সামিন গুল, আনোয়ার আলী,আব্বাস আফ্রিদি, মোহাম্মদ সারোয়ার, ইহসানউল্লাহ, আরাফাত মিনহাস,কিওরেন পোলার্ড, আহমেদ বাট, ইজহারুল হক নাভিদ,ওয়েন পার্নেল।
করাচি কিংস
ইমাদ ওয়াসিম (অধিনায়ক), হায়দার আলি, শোয়েব মালিক, মোহাম্মদ আমির,ম্যাথু ওয়েড, আমির ইয়ামিন,মীর হামজা,শারজিল খান, ইমরান তাহির,জেমস ভিন্স,জেমস ফুলার,এন্ডু টাই,তাবরিজ সামসি, মোহাম্মদ আখলাক, মোঃ ইরফান খান নিয়াজি,তৈয়ব তাহির,কাসিম আকরাম, মোহাম্মদ উমর,বেন কাটিং,মুসা খান,ফয়সল আকরাম,।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন