ছবি: হাসিম আমলা
প্রিয় ক্রিকেট ডটকমঃ দক্ষিণ আফ্রিকার ব্যাটার হাসিম আমলা সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য আমলা আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন যদিও এই প্রোটিয়া ব্যাটার ফাষ্টক্লাস ক্রিকেটে নিয়মিত ছিলেন।আর এবার আমলা ফাষ্টক্লাস ক্রিকেট থেকেও অবসর নিলেন ।হাসিম আমলার ক্যারিয়ারচিত্র এখানে তুলে ধরার চেষ্টা করছি।
টেস্ট ক্যারিয়ার
১২৪ টেস্ট ৯২৮২ রান।২৮ শতক ও ৪১ ফিফটি।১টি ট্রিপল সেঞ্চুরি।
ওয়ানডে ক্যারিয়ার
১৮১ ওয়ানডে ৮১১৩ রান।২৭ সেঞ্চুরি ও ৩৯ ফিফটি।
টিটুয়েন্টি ক্যারিয়ার
৪৪টি আন্তর্জাতিক টিটুয়েন্টি।মোট ১২৭৭ রান।৮টি ফিফটি।
ফাষ্টক্লাস ক্যারিয়ার
২৫৪ ম্যাচ ১৮,৯০৭ রান।৫৫ সেঞ্চুরি ও ৯১টি ফিফটি।
হাসিম আমলার কিছু অজানা রেকর্ড
হাসিম আমলার ক্যারিয়ারের বিভিন্ন অজানা রেকর্ড এখানে দেখে নিন।
আমলার আদিপুরুষ ভারতীয়
হাসিম আমলার জন্ম বেড়ে ওঠা দক্ষিণ আফ্রিকায় তবে এই ক্রিকেটারের আদিপুরুষ ভারতের গুজরাটে বসবাস করতেন।
দক্ষিণ আফ্রিকার অনুর্ধ্ব ১৯ টিমের অধিনায়কত্ব
হাসিম আমলা ২০০২ সালের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা টিমের অধিনায়ক ছিলেন। আমলার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব ১৯ টিম সেবার ফাইনালে উঠতে সক্ষম হয়।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক
হাসিম আমলার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ভারতের বিপক্ষে ২০০৪ সালে (কলকাতা টেষ্টে)।
দক্ষিণ আফ্রিকার হয়ে ট্রিপল সেঞ্চুরি
২০১২ সালে হাসিম আমলা দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি (প্রতিপক্ষ ইংল্যান্ড) করেন।
উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার
দারুণ পারফরম্যান্সের জন্য হাসিম আমলা ২০১৩ সালে উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার মনোনিত হন।
রানমেসিন হিসেবে পরিচিতি
ব্যাট হাতে ধারাবাহিকতার জন্য একসময় হাসিম আমলা ক্রিকেটের রানমেসিন হিসেবে পরিচিতি পান। উল্লেখ্য আমলা ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ২,০০০(৪০ ইনিংস)৩,০০০(৫৯ ইনিংস),৪,০০০(৮১ ইনিংস),৫,০০০(১০১ ইনিংস),৬,০০০(১২৩ ইনিংস) রানের মাইলফলক স্পর্শ করা একমাত্র ব্যাটার।
ওয়ানডেতে দ্রুততম ধারাবাহিক সেঞ্চুরির রেকর্ড
হাসিম আমলা ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সময়ে নিজের ১৬,১৭,১৮,১৯,২০,২১ ও ২২তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করা একমাত্র ব্যাটার।
সব টেস্টপ্লেয়িং টিমের বিপক্ষে ওয়ানডে সেঞ্চুরি
সব টেস্টপ্লেয়িং টিমের বিপক্ষে আমলার ওয়ানডে সেঞ্চুরি রয়েছে।আমলা চতুর্থ ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন