ছবি: রোহিত শর্মা
প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন ভারতের রোহিত শর্মা। বাংলাদেশের বিপক্ষে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রোহিত ৫০০ আন্তর্জাতিক ছক্কার মাইলফলক স্পর্শ করেন। উল্লেখ্য এর আগে শুধু ওয়েষ্ট ইন্ডিজের ক্রিস গেইল আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ছক্কা হাঁকানোর নজির গড়েন। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকানো ১০ ব্যাটারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা
আন্তর্জাতিক ক্রিকেটের এযাবতকালের রেকর্ড অনুযায়ী সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন উইন্ডিজ ব্যাটার ক্রিস গেইল(৫৫৩টি)। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকানো ১০ ব্যাটারের পরিসংখ্যান দেখে নিন।
ক্রিস গেইল
ক্রিকেটের তিন ফরম্যাটের এযাবতকালের রেকর্ড অনুযায়ী সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন উইন্ডিজ ব্যাটার ক্রিস গেইল (৪৮৩ ম্যাচে ৫৫৩ ছক্কা)।
রোহিত শর্মা
ভারতের ব্যাটার রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা ( ৪৩০ ম্যাচে ৫০৬ ছক্কা) হাঁকিয়েছেন।
শহিদ আফ্রিদি
পাকিস্তানের শহিদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা ( ৫২৪ ম্যাচে ৪৭৬ছক্কা) হাঁকানো অন্যতম ব্যাটার।
ব্রেন্ডন ম্যাককালাম
কিউই ব্যাটার ব্রেন্ডন ম্যাককালাম আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা (৪৩২ ম্যাচে ৩৯৮ ছক্কা) হাঁকানো শীর্ষ ৫ ব্যাটারের তালিকায় রয়েছেন।
মার্টিন গাপটিল
কিউই ব্যাটার মার্টিন গাপটিল আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা( ৩৬৭ ম্যাচে ৩৮৩ ছক্কা) হাঁকানো অন্যতম ব্যাটার।
এম এস ধোনি
ভারতের ব্যাটার এম এস ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক হাঁকানো শীর্ষ ১০ ব্যাটারের অন্যতম (৫৩৮ ম্যাচ খেলে ৩৫৯টি ছক্কা হাঁকিয়েছেন )।
সনাথ জয়াসুরিয়া
লংকান ব্যাটার সনাথ জয়াসুরিয়া আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা (৫৮৬ ম্যাচে ৩৫২ ছক্কা) হাঁকানো অন্যতম ব্যাটার।
এউইন মরগান
ইংলিশ ব্যাটার এউইন মরগান আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা (৩৭৯ ম্যাচে ৩৪৬ ছক্কা) হাঁকানো অন্যতম ব্যাটার।
এবি ডিভিলিয়ার্স
দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবি ডিভিলিয়ার্স ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে সর্বাধিক ছক্কা ( ৪২০ ম্যাচে ৩২৮ ছক্কা) হাঁকানো অন্যতম ব্যাটার।
জস বাটলার
ইংলিশ ব্যাটার জস বাটলার আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা ( ৩১৯ ম্যাচে ২৮৭ ছক্কা) হাঁকানো ১০ ব্যাটারের তালিকায় রয়েছেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন