WHAT'S NEW?
Loading...

আইসিসির তিন ফরম্যাটের বর্ষসেরা(২০২২) দল

                                                                 


প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) প্রতিবছরের ন্যায় বর্ষসেরা (২০২২) টেস্ট, ওয়ানডে ও টিটুয়েন্টি দল ঘোষণা করেছে। আইসিসির বর্ষসেরা(২০২২) ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।তবে আইসিসির ২০২২ সালের বর্ষসেরা টেস্ট ও টিটুয়েন্টি দলে বাংলাদেশের কোন ক্রিকেটারের নাম নেই। আইসিসির তিন ফরম্যাটের বর্ষসেরা (২০২২)  (টেস্ট, ওয়ানডে ও টিটুয়েন্টি) দলের বিস্তারিত এখানে দেখে নিন।


আইসিসির বর্ষসেরা (২০২২)  টেস্ট দল 


সম্প্রতি আইসিসি তাদের বিবেচনায় বর্ষসেরা (২০২২) টেস্ট দল ঘোষণা করেছে। আইসিসির বিবেচনায় ২০২২ এর বর্ষসেরা টেস্ট দলের বিস্তারিত এখানে দেখে নিন।

কোন দেশের কতজন ক্রিকেটার রয়েছেন 


আইসিসির বর্ষসেরা (২০২২) টেস্ট দলে সবচেয়ে বেশি ক্রিকেটার রয়েছেন অষ্ট্রেলিয়ার(চারজন)। এছাড়া ইংল্যান্ডের রয়েছেন তিনজন এবং দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ,ভারত ও পাকিস্তানের একজন করে ক্রিকেটার আইসিসির বর্ষসেরা (২০২২) টেস্ট দলে রয়েছেন।

বেন স্টোকস(অধিনায়ক), উসমান খাজা, মারনাস লাবুসেন,বাবর আজম,জনি বেয়ারস্টো,ঋষভ পন্ত,ক্রেইগ ব্রার্থওয়েট,প্যাট কামিন্স,কাগিছো রাবাদা, নাথান লায়ন,জেমস এন্ডারসন।



আইসিসির বর্ষসেরা (২০২২)  ওয়ানডে দল 


সম্প্রতি আইসিসি ২০২২ সালের পারফরম্যান্স বিবেচনায় বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে। এখানে আইসিসির বর্ষসেরা (২০২২) ওয়ানডে দলের বিস্তারিত দেখে নিন।

কোন দেশের কতজন ক্রিকেটার রয়েছেন 


আইসিসির বর্ষসেরা (২০২২) ওয়ানডে দলে ভারত,অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ দু'জন করে ক্রিকেটার রয়েছেন । এছাড়া বাংলাদেশ, পাকিস্তান ও জিম্বাবুয়ের একজন করে ক্রিকেটার আইসিসির বর্ষসেরা (২০২২) ওয়ানডে দলে রয়েছেন।

বাবর আজম( অধিনায়ক),ট্রেভিস হেড,শাই হোপ,শ্রেয়াশ আয়ার,টম লাথাম, সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ,  মোহাম্মদ সিরাজ,ট্রেন্ট বোল্ট ও এডাম জাম্পা।


আইসিসির বর্ষসেরা (২০২২) টিটুয়েন্টি দল


সম্প্রতি আইসিসি তাদের বিবেচনায় গেল বছরের বর্ষসেরা টিটুয়েন্টি দল ঘোষণা করেছে। এখানে আইসিসির বর্ষসেরা(২০২২) টিটুয়েন্টি দলের বিস্তারিত দেখে নিন।

কোন দেশের কতজন ক্রিকেটার রয়েছেন 


আইসিসির বর্ষসেরা (২০২২) টিটুয়েন্টি দলে সবচেয়ে বেশি ক্রিকেটার রয়েছেন ভারতের (তিনজন)। এছাড়া আইসিসির বর্ষসেরা (২০২২) টিটুয়েন্টি দলে  ইংল্যান্ড ও পাকিস্তানের (দু'জন করে), নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের একজন করে ক্রিকেটার রয়েছেন।

জস বাটলার (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান,বিরাট কোহলি,সূর্যকুমার যাদব,গ্লেন ফিলিপস, সিকান্দার রাজা,হ্নাদিক পান্ডিয়া,স্যাম কারেন,ওয়ানিন্দু হাসারাঙ্গা,হারিস রউফ,জস লিটল।