WHAT'S NEW?
Loading...
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দল
প্রিয় ক্রিকেট ডটকমঃ ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো অন্য বছরের ন্যায় এবারও বর্ষসেরা(২০২২) ওয়ানডে দল ঘোষণা করেছে । উল্লেখ্য ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজের নাম রয়েছে। এছাড়া ইএসপিএন ক্রিকইনফোর (২০২২) বর্ষসেরা ওয়ানডে দলে অধিনায়ক হিসেবে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। ইএসপিএন ক্রিকইনফোর বিবেচনায় ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে দলের বিস্তারিত এখানে তুলে ধরার চেষ্টা করছি।
কোন দেশের কতজন প্লেয়ার রয়েছেন
ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা (২০২২) ওয়ানডে দলে সর্বাধিক (তিনজন) প্লেয়ার রয়েছেন ভারতের। এছাড়া অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দু'জন করে এবং বাংলাদেশ, ওয়েষ্ট ইন্ডিজ, পাকিস্তান ও জিম্বাবুয়ের একজন করে প্লেয়ার ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা (২০২২) ওয়ানডে দলে রয়েছেন । তবে শীর্ষ ওয়ানডে টিমগুলোর মধ্যে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কোন প্লেয়ার ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা (২০২২) ওয়ানডে দলে জায়গা পাননি।
ওপেনিং
অষ্ট্রেলিয়ার ট্রেভিস হেড ও ভারতের শুভমান গিল ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা (২০২২) ওয়ানডে দলে ওপেনার হিসেবে রয়েছেন।
মিডলঅর্ডার
ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা (২০২২) ওয়ানডে দলের মিডল অর্ডারে রয়েছেন যথাক্রমে পাকিস্তানের বাবর আজম, ভারতের শ্রেয়াশ আয়ার, নিউজিল্যান্ডের টম লাথাম, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।
উইকেটরক্ষক
ইএসপিএন ক্রিকইনফোর ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে দলে উইকেটরক্ষক হিসেবে রয়েছেন নিউজিল্যান্ডের টম লাথাম।
স্পিনার
ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা (২০২২) ওয়ানডে দলে স্বীকৃত স্পিনার হিসেবে রয়েছেন যথাক্রমে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ , অষ্ট্রেলিয়ার এডাম জাম্পা ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
পেসার
ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা (২০২২) ওয়ানডে দলে স্বীকৃত পেসার রয়েছেন তিনজন ( ওয়েষ্ট ইন্ডিজের আলজারি জোসেফ, ভারতের মোহাম্মদ সিরাজ ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট)।
ইএসপিএন ক্রিকইনফো বর্ষসেরা (২০২২) ওয়ানডে দল
ট্রেভিস হেড,শুভমান গিল,বাবর আজম (অধিনায়ক),শ্রেয়াশ আয়ার, টম লাথাম, সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ,অ্যাডাম ও জাম্পা ট্রেন্ট বোল্ট।
আইসিসির তিন ফরম্যাটের বর্ষসেরা(২০২২) দল
প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) প্রতিবছরের ন্যায় বর্ষসেরা (২০২২) টেস্ট, ওয়ানডে ও টিটুয়েন্টি দল ঘোষণা করেছে। আইসিসির বর্ষসেরা(২০২২) ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।তবে আইসিসির ২০২২ সালের বর্ষসেরা টেস্ট ও টিটুয়েন্টি দলে বাংলাদেশের কোন ক্রিকেটারের নাম নেই। আইসিসির তিন ফরম্যাটের বর্ষসেরা (২০২২) (টেস্ট, ওয়ানডে ও টিটুয়েন্টি) দলের বিস্তারিত এখানে দেখে নিন।
আইসিসির বর্ষসেরা (২০২২) টেস্ট দল
সম্প্রতি আইসিসি তাদের বিবেচনায় বর্ষসেরা (২০২২) টেস্ট দল ঘোষণা করেছে। আইসিসির বিবেচনায় ২০২২ এর বর্ষসেরা টেস্ট দলের বিস্তারিত এখানে দেখে নিন।
কোন দেশের কতজন ক্রিকেটার রয়েছেন
আইসিসির বর্ষসেরা (২০২২) টেস্ট দলে সবচেয়ে বেশি ক্রিকেটার রয়েছেন অষ্ট্রেলিয়ার(চারজন)। এছাড়া ইংল্যান্ডের রয়েছেন তিনজন এবং দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ,ভারত ও পাকিস্তানের একজন করে ক্রিকেটার আইসিসির বর্ষসেরা (২০২২) টেস্ট দলে রয়েছেন।
বেন স্টোকস(অধিনায়ক), উসমান খাজা, মারনাস লাবুসেন,বাবর আজম,জনি বেয়ারস্টো,ঋষভ পন্ত,ক্রেইগ ব্রার্থওয়েট,প্যাট কামিন্স,কাগিছো রাবাদা, নাথান লায়ন,জেমস এন্ডারসন।
আইসিসির বর্ষসেরা (২০২২) ওয়ানডে দল
সম্প্রতি আইসিসি ২০২২ সালের পারফরম্যান্স বিবেচনায় বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে। এখানে আইসিসির বর্ষসেরা (২০২২) ওয়ানডে দলের বিস্তারিত দেখে নিন।
কোন দেশের কতজন ক্রিকেটার রয়েছেন
আইসিসির বর্ষসেরা (২০২২) ওয়ানডে দলে ভারত,অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ দু'জন করে ক্রিকেটার রয়েছেন । এছাড়া বাংলাদেশ, পাকিস্তান ও জিম্বাবুয়ের একজন করে ক্রিকেটার আইসিসির বর্ষসেরা (২০২২) ওয়ানডে দলে রয়েছেন।
বাবর আজম( অধিনায়ক),ট্রেভিস হেড,শাই হোপ,শ্রেয়াশ আয়ার,টম লাথাম, সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ,ট্রেন্ট বোল্ট ও এডাম জাম্পা।
আইসিসির বর্ষসেরা (২০২২) টিটুয়েন্টি দল
সম্প্রতি আইসিসি তাদের বিবেচনায় গেল বছরের বর্ষসেরা টিটুয়েন্টি দল ঘোষণা করেছে। এখানে আইসিসির বর্ষসেরা(২০২২) টিটুয়েন্টি দলের বিস্তারিত দেখে নিন।
কোন দেশের কতজন ক্রিকেটার রয়েছেন
আইসিসির বর্ষসেরা (২০২২) টিটুয়েন্টি দলে সবচেয়ে বেশি ক্রিকেটার রয়েছেন ভারতের (তিনজন)। এছাড়া আইসিসির বর্ষসেরা (২০২২) টিটুয়েন্টি দলে ইংল্যান্ড ও পাকিস্তানের (দু'জন করে), নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের একজন করে ক্রিকেটার রয়েছেন।
জস বাটলার (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান,বিরাট কোহলি,সূর্যকুমার যাদব,গ্লেন ফিলিপস, সিকান্দার রাজা,হ্নাদিক পান্ডিয়া,স্যাম কারেন,ওয়ানিন্দু হাসারাঙ্গা,হারিস রউফ,জস লিটল।
ক্রিকেট থেকে আমলার অবসর
ছবি: হাসিম আমলা
প্রিয় ক্রিকেট ডটকমঃ দক্ষিণ আফ্রিকার ব্যাটার হাসিম আমলা সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য আমলা আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন যদিও এই প্রোটিয়া ব্যাটার ফাষ্টক্লাস ক্রিকেটে নিয়মিত ছিলেন।আর এবার আমলা ফাষ্টক্লাস ক্রিকেট থেকেও অবসর নিলেন ।হাসিম আমলার ক্যারিয়ারচিত্র এখানে তুলে ধরার চেষ্টা করছি।
টেস্ট ক্যারিয়ার
১২৪ টেস্ট ৯২৮২ রান।২৮ শতক ও ৪১ ফিফটি।১টি ট্রিপল সেঞ্চুরি।
ওয়ানডে ক্যারিয়ার
১৮১ ওয়ানডে ৮১১৩ রান।২৭ সেঞ্চুরি ও ৩৯ ফিফটি।
টিটুয়েন্টি ক্যারিয়ার
৪৪টি আন্তর্জাতিক টিটুয়েন্টি।মোট ১২৭৭ রান।৮টি ফিফটি।
ফাষ্টক্লাস ক্যারিয়ার
২৫৪ ম্যাচ ১৮,৯০৭ রান।৫৫ সেঞ্চুরি ও ৯১টি ফিফটি।
হাসিম আমলার কিছু অজানা রেকর্ড
হাসিম আমলার ক্যারিয়ারের বিভিন্ন অজানা রেকর্ড এখানে দেখে নিন।
আমলার আদিপুরুষ ভারতীয়
হাসিম আমলার জন্ম বেড়ে ওঠা দক্ষিণ আফ্রিকায় তবে এই ক্রিকেটারের আদিপুরুষ ভারতের গুজরাটে বসবাস করতেন।
দক্ষিণ আফ্রিকার অনুর্ধ্ব ১৯ টিমের অধিনায়কত্ব
হাসিম আমলা ২০০২ সালের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা টিমের অধিনায়ক ছিলেন। আমলার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব ১৯ টিম সেবার ফাইনালে উঠতে সক্ষম হয়।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক
হাসিম আমলার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ভারতের বিপক্ষে ২০০৪ সালে (কলকাতা টেষ্টে)।
দক্ষিণ আফ্রিকার হয়ে ট্রিপল সেঞ্চুরি
২০১২ সালে হাসিম আমলা দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি (প্রতিপক্ষ ইংল্যান্ড) করেন।
উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার
দারুণ পারফরম্যান্সের জন্য হাসিম আমলা ২০১৩ সালে উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার মনোনিত হন।
রানমেসিন হিসেবে পরিচিতি
ব্যাট হাতে ধারাবাহিকতার জন্য একসময় হাসিম আমলা ক্রিকেটের রানমেসিন হিসেবে পরিচিতি পান। উল্লেখ্য আমলা ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ২,০০০(৪০ ইনিংস)৩,০০০(৫৯ ইনিংস),৪,০০০(৮১ ইনিংস),৫,০০০(১০১ ইনিংস),৬,০০০(১২৩ ইনিংস) রানের মাইলফলক স্পর্শ করা একমাত্র ব্যাটার।
ওয়ানডেতে দ্রুততম ধারাবাহিক সেঞ্চুরির রেকর্ড
হাসিম আমলা ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সময়ে নিজের ১৬,১৭,১৮,১৯,২০,২১ ও ২২তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করা একমাত্র ব্যাটার।
সব টেস্টপ্লেয়িং টিমের বিপক্ষে ওয়ানডে সেঞ্চুরি
সব টেস্টপ্লেয়িং টিমের বিপক্ষে আমলার ওয়ানডে সেঞ্চুরি রয়েছে।আমলা চতুর্থ ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন।
সরস্বতী পূজার শুভেচ্ছা
প্রিয় ক্রিকেট ডটকমঃ আজ বিশ্বজুড়ে হিন্দুসম্প্রদায়ের সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে।প্রতিবছর হিন্দুসম্প্রদায় মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার আয়োজন করে থাকেন।দেবী সরস্বতীকে বিদ্যা ও সংগীতের দেবী হিসেবে পূজা করা হয়।প্রিয় ক্রিকেট ডটকম' এর পক্ষ থেকে সকল পাঠক ও শুভানুধ্যায়ীকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানাচ্ছি।
উল্লেখ্য বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও হিন্দুসম্প্রদায়ের শিক্ষার্থীরা সরস্বতী পূজার আয়োজন করে থাকেন।
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ
প্রিয় ক্রিকেট ডটকমঃ ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট 'উইজডেন' প্রতিবছরের ন্যায় এবারও ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে। সাধারণত ক্রিকেটের একটি ক্যালেন্ডার ইয়ার শেষে উইজডেন বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করে। উল্লেখ্য উইজডেনের বর্ষসেরা (২০২২) ওয়ানডে একাদশে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নাম রয়েছে। উইজডেনের বর্ষসেরা (২০২২) ওয়ানডে একাদশ এখানে দেখে নিন।
ওপেনিং
উইজডেনের বর্ষসেরা (২০২২) ওয়ানডে একাদশে ওপেনার হিসেবে রয়েছেন অষ্ট্রেলিয়ার ট্রেভিস হেড ও পাকিস্তানের ইমাম উল হক। উল্লেখ্য ২০২২ সালে এই দুই ওপেনার ওয়ানডে ক্রিকেটে চমৎকার পারফর্ম করেন।
মিডলঅর্ডার
উইজডেনের বর্ষসেরা (২০২২) ওয়ানডে একাদশের টপঅর্ডারে যথাক্রমে ৩,৪,৫ ও ৬ নম্বরে রয়েছেন পাকিস্তানের বাবর আজম, ভারতের শ্রেয়াশ আয়ার, নিউজিল্যান্ডের টম লাথাম ও দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডুসেন । উল্লেখ্য এই চার ব্যাটার গেল বছর ওয়ানডে ক্রিকেটে দারুণ ব্যাটিং করেন।
উইকেটরক্ষক
উইজডেনের (২০২২) বর্ষসেরা ওয়ানডে একাদশে উইকেটরক্ষক হিসেবে রয়েছেন নিউজিল্যান্ডের টম লাথাম।
অলরাউন্ডার
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে একমাত্র স্বীকৃত অলরাউন্ডার হিসেবে রয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। উল্লেখ্য মিরাজ গেল বছর ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে চমৎকার পারফর্ম করেন।
স্পিনার
উইজডেনের বিবেচনায় গেল বছরের সেরা ওয়ানডে একাদশে স্বীকৃত স্পিনার হিসেবে রয়েছেন অষ্ট্রেলিয়ার এডাম জাম্পা ও বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। উল্লেখ্য জাম্পা ও মিরাজ ২০২২ সালে ওয়ানডেতে দারুণ বোলিং করেন।
পেসার
উইজডেনের বর্ষসেরা (২০২২) ওয়ানডে একাদশে তিনজন পেসার রয়েছেন। উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশের পেসাররা হলেন যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ, ভারতের মোহাম্মদ সিরাজ ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। উল্লেখ্য এই তিন পেসার গেল বছর ওয়ানডে ক্রিকেটে চমৎকার পারফর্ম করেন।
দ্বাদশ প্লেয়ার
উইজডেনের বর্ষসেরা(২০২২) ওয়ানডে একাদশে দ্বাদশ প্লেয়ার হিসেবে রয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। উল্লেখ্য সিকান্দার রাজা গেল বছর ওয়ানডে ক্রিকেটে ব্যাট ও বল হাতে চমৎকার পারফর্ম করেন।
উইজডেনের বর্ষসেরা (২০২২) ওয়ানডে একাদশ
ট্রেভিস হেড,ইমাম উল হক,বাবর আজম,শ্রেয়াশ আয়ার,টম লাথাম (উইকেটরক্ষক),রাসি ফন ডার ডুসেন, মেহেদী হাসান মিরাজ,আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ,এডাম জাম্পা,ট্রেন্ট বোল্ট, সিকান্দার রাজা (দ্বাদশ প্লেয়ার)।
ওয়ানডে ক্রিকেটে সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান এখন গিল
ছবি: শুভমান গিল
প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি আরও একটি ডাবল সেঞ্চুরি দেখলো ওয়ানডে ক্রিকেট। ভারতের শুভমান গিল নিউজিল্যান্ডের বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছেন। গিলের ডাবল সেঞ্চুরিটি ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরির রেকর্ড । উল্লেখ্য এর ফলে গিল পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করলেন। ওয়ানডে ক্রিকেটে কোন ব্যাটার কত বছর বয়সে ডাবল সেঞ্চুরি করেছেন সেই পরিসংখ্যান এখানে দেখে নিন।
১. শুভমান গিল ২০৮ রান,২০২৩ (প্রতিপক্ষ নিউজিল্যান্ড)
বয়স : ২৩ বছর ১৩২ দিন।
২. ইষাণ কিষাণ ২১০ রান,২০২২ (প্রতিপক্ষ বাংলাদেশ)
বয়স : ২৪ বছর ১৪৫ দিন।
৩. রোহিত শর্মা ২০৯ রান , ২০১৩ (প্রতিপক্ষ অষ্ট্রেলিয়া)
বয়স : ২৬ বছর ১৮৬ দিন।
৪. রোহিত শর্মা ২৬৪ রান,২০১৪ (প্রতিপক্ষ শ্রীলঙ্কা)
বয়স : ২৭ বছর ১৯৭ দিন।
৫. ফখর জামান ২১০ রান,২০১৮ (প্রতিপক্ষ জিম্বাবুয়ে)
বয়স : ২৮ বছর ১০২ দিন।
৬. মার্টিন গাপটিল ২৩৭ রান, ২০১৫ (প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ)
বয়স : ২৮ বছর ১৭২ দিন।
৭. রোহিত শর্মা ২০৮ রান,২০১৭ (প্রতিপক্ষ শ্রীলঙ্কা)
বয়স : ৩০ বছর ২২৭ দিন।
৮. বীরেন্দর শেবাগ ২১৯ রান,২০১১( প্রতিপক্ষ ওয়েষ্ট ইন্ডিজ)
বয়স : ৩৩ বছর ৪৯ দিন।
৯. ক্রিস গেইল ২১৫ রান,২০১৫ (প্রতিপক্ষ জিম্বাবুয়ে)
বয়স : ৩৫ বছর ১৫৬ দিন।
১০. শচিন টেন্ডুলকার ২০০ রান,২০১০ (প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা)
বয়স : ৩৬ বছর ৩০৬ দিন।
২০২৩ আইপিএলের ১০ স্কোয়াড
প্রিয় ক্রিকেট ডটকমঃ ২০২৩ আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) প্লেয়ার ড্রাফট সম্পন্ন হয়েছে। এবারের আইপিএলের প্লেয়ার ড্রাফটে ১০টি ফ্রাঞ্চাইজি অংশগ্রহণ করে। এবারের আইপিএলের প্লেয়ার ড্রাফটে সবচেয়ে বড় একটি চমক ছিল আর তা হচ্ছে বাংলাদেশের তিনজন ক্রিকেটার এবার দল পেয়েছেন। এছাড়া আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো এবার প্লেয়ার ড্রাফটে নিজেদের পছন্দের ও সম্ভাব্য সেরা প্লেয়ারদের দলে নেয়ার চেষ্টা করে।২০২৩ আইপিএলের ১০ স্কোয়াড এখানে তুলে ধরা হলো।
মুম্বাই ইন্ডিয়ান্স
রোহিত শর্মা,সূর্যকুমার যাদব,টিম ডেভিড,রমনদ্বীপ সিং,ইশান কিষাণ,তিলক ভার্মা,জোফরা আর্চার,ডেওয়াল্ড ব্রেভিস,ক্রিষ্টিয়ান স্টাবস,জাসপ্রিত বুমরা, অর্জুন টেন্ডুলকার,জেসন ব্রেহেনডর্থ,আরশাদ খান,কুমার কাত্তিকেয়া,ঋত্বিক শোকেন,আকাশ মাদওয়াল, ক্যামেরুন গ্ৰিন,ডোয়ান জেনসেন,ঝাই রিচার্ডসন,পিযুষ চাওলা,বিষ্ণু বিনোদ,নেয়াল ওয়াদেরা,সামস মুলানি,রাঘব গয়াল।
কেকেআর
শ্রেয়াশ আয়ার,আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শার্দুল ঠাকুর,রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আয়ার,টিম সাউদি,নীতিশ রানা,উমেশ যাদব,লোকি ফার্গুসন,হার্শিত রানা,বরুণ চক্রবর্তী, অনুকূল রয়,রিঙ্কু সিং ,সাকিব আল হাসান,লিটন দাস,মানদীপ সিং,বৈভব অরোরা,নারায়ণ জগদিশান,সুহাস শর্মা,ডেভিড উইজি,কুলান্ত কেজরোলিয়া।
সিএসকে
এমএস ধোনি,ডেভন কনওয়ে,ঋতুরাজ গায়কোয়াড,আম্বাতি রাইডু,মঈন আলী, রবীন্দ্র জাদেজা,শিভম দুবে,শুভ্রানসু সেনাপতি,ডোয়াইন প্রিটোরিয়াস,মিচেল স্যান্টনার,রাজবর্ধন হাঙ্গারেকার, তুষার দেশপান্ডে,মুকেশ চৌধুরী,মাথিশ পাতিরানা, দীপক চাহার,সিমারজিত সিং,মাহিশ থিকশানা,প্রশান্ত সোলাঙ্কি,বেন স্টোকস, আজিঙ্কা রাহানে,শেখ রাশিদ,নিশান্ত সিন্ধু,কাইল জেমিসন,ভগত ভার্মা,অজয় মন্ডল।
আরসিবি
বিরাট কোহলি,ফাফ ডু প্লেসিস,গ্লেন ম্যাক্সওয়েল,ওয়ানিন্দু হাসারাঙ্গা,জস হার্জেলউড,ফিন এলেন,ডেভিড উইলি,দীনেশ কার্তিক,রজত পাতিদার,হার্শাল প্যাটেল, মোঃ সিরাজ,সুহাশ প্রভূদেশাই,অনুজ রাওয়াত,শাহবাজ আহমেদ,কর্ন শর্মা,মহিপাল লমরুর,সিদ্ধার্থ কৌল,আকাশ দীপ,উইল জ্যাকস,রিস টপলি,হিমাংসু শর্মা,মনোজ বান্দাজে,আর সনু যাদব,রাজন কুমার,অভিনাশ সিং।
পাঞ্জাব কিংস
জনি বেয়ারষ্টো,শিকর ধাওয়ান,ভানুকা রাজাপাকসে,লিয়াম লিভিংস্টোন,কাগিছো রাবাদা,অশ্বদীপ সিং, রাহুল চাহার,ঋষি ধাওয়ান,রাজ বাওয়া, নাথান ইলিচ,প্রবিসিমরাং সিং,অথর্ভ টেইড,শাহরুখ খান,হারপ্রিত ব্রার,বালতেজ সিং,স্যাম কারেন,হারপ্রিত ভাটিয়া, সিকান্দার রাজা,ভি কাভারেপ্পা,মহিত রাটে,শিভাম সিং,জিতেশ শর্মা।
দিল্লি ক্যাপিটালস
মুস্তাফিজুর রহমান,ডেভিড ওয়ার্নার,ঋষভ পন্ত,রভম্যান পাওয়েল, পৃথ্বী শ,রিপাল প্যাটেল,সরফরাজ খান,ইয়াশ ধুল, মিশেল মার্শ,এনরিক নরকিয়া,অক্ষয় প্যাটেল,চেতন সাকারিয়া, কমলেশ নাগরকুটি, খলিল আহমেদ, ললিত যাদব,কুলদীপ যাদব,লোঙ্গি এনগিদি,আমান খান,প্রবিণ দুবে,ভিকি অষ্টোওয়াল, ফিল্ট সল্ট,রাইলি রুশো,ইশান্ত শর্মা,মুকেষ কুমার,মানিষ পান্ডে।
লক্ষ্মৌ সুপার জায়ান্টস
কেএল রাহুল,কুইন্টন ডি কক,মার্কাস স্টয়নিস,দীপক হুদা,কাইল মায়ের্স,ক্রুনাল পান্ডিয়া,মার্ক উড,আভিস খান,কৃষ্ণাপ্পা গৌতম,কর্ন শর্মা,আয়ুস বাদানি,মানান বোহরা,রবি বিষ্ণো,মায়াঙ্ক যাদব,জয়দেব উনাদকাট, নিকোলাস পুরাণ, রোমারিও শেফার্ড,ডেনিয়েল সামস,অমিত মিশ্র,ইয়াশ ঠাকুর,নাভিন উল হক,যুদভির চেরাক,মহসীন খান,প্রেরাগ মানকাড,স্বপ্নীল সিং।
রাজস্থান রয়্যালস
সঞ্জু স্যামসন,জস বাটলার,শিমরন হেটমায়ার,জো রুট,ইয়াসভি জয়সওয়াল, দেবদূত পাড্ডিকেল,ধ্রুব জোরেল,রিয়ান পরাগ,ট্রেন্ট বোল্ট,যুজবেন্দ্র চাহাল,প্রসিদ্ধ কৃষ্ণ,ওবেদ ম্যাকয়,নবদীপ সাইনি,কুলদীপ যাদব,রবিচন্দন অশ্বিন,কুলদীপ সেন,কেসি কারিয়াপ্পা,জেসন হোল্ডার,এডাম জাম্পা,দনোভান ফেরেইরা,কুনাল রাঠোর,কেএম আসিফ, মুরুগান অশ্বিন,আকাশ ভাসিথ,আব্দুল বাসিত।
সানরাইজার্স হায়দরাবাদ
এইডেন মার্করাম,গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা,মার্কো জেনসেন, আব্দুল সামাদ, রাহুল ত্রিপাঠি,ফজল হক ফারুকি, ভুবনেশ্বর কুমার,কাত্তিক তেয়াগি,থাঙ্গারাসু নটরাজন,উমরান মালিক,মায়াঙ্ক আগারওয়াল,হ্যারি ব্রুক,হেনরিক ক্লাসেন,আদিল রশিদ,মায়াঙ্ক মারকান্ডে,ভিভরান্ত শর্মা,সানভির সিং,সামার্থ ভায়াস,উপেন্দ্র যাদব,মায়াঙ্ক দাগার,নীতিশ কুমার রেড্ডি,আকিল হোসেন,আনমলপ্রীত সিং।
গুজরাট টাইটান্স
হ্নাদিক পান্ডিয়া,ডেভিড মিলার,শুভমান গিল,ম্যাথু ওয়েড,অভিনব মনোহর,শাই সুদর্শন, ঋদ্ধিমান সাহা, রাহুল তেওয়াটিয়া,আলজারি জোসেফ, রশিদ খান,বিজয় শঙ্কর, মোহাম্মদ শামি,ইয়াশ দয়াল,প্রদীপ সংওয়ান,দর্শন নালকান্ডে,জয়ন্ত যাদব,শাই কিশোর,নূর আহমেদ, কেন উইলিয়ামসন,ওডিয়ান স্মিথ,কেএস ভরত,শিভাম মাভি,জশুয়া লিটল,উরভিল প্যাটেল,মহিত শর্মা।
২০২২ এ ক্রিকেটের শীর্ষ পারফরমার
প্রিয় ক্রিকেট ডটকমঃ ২০২২ এর পর নতুন বছর ২০২৩ শুরু হয়েছে। ক্রিকেটের ক্যালেন্ডার ইয়ারেও নতুন একটি বছর শুরু হয়েছে। ২০২২ সালে ক্রিকেটে ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের মতো বৈশ্বিক আসর অনুষ্ঠিত হয়েছে যেখানে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়। এছাড়া গেল বছর ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পাকিস্তানের বাবর আজম (২,৫৯৮ রান) ও সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ (৭০ উইকেট) ।২০২২ সালে ক্রিকেটের তিন ফরম্যাটের শীর্ষ পারফরমারদের (শীর্ষ ব্যাটার ও শীর্ষ বোলার) পরিসংখ্যান এখানে দেখে নিন(তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো, ক্রিকেটওয়া)।
টেস্টের (২০২২) শীর্ষ পারফরমার
২০২২ সালের টেস্ট ক্রিকেটের শীর্ষ ব্যাটার ও শীর্ষ বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
শীর্ষ ব্যাটার
গেল বছর টেস্ট ক্রিকেটের শীর্ষ ব্যাটার (সর্বোচ্চ রান সংগ্রাহক) ছিলেন পাকিস্তানের বাবর আজম (৯ ম্যাচে ১১৮৪ রান)।
সর্বাধিক সেঞ্চুরি
২০২২ সালে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি (৬টি) সেঞ্চুরি করেছেন।
সর্বাধিক ফিফটি
২০২২ সালে টেস্টে পাকিস্তানের বাবর আজম সর্বাধিক (৭টি) ফিফটি করেছেন ।
শীর্ষ বোলার
গেল বছর টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন অষ্ট্রেলিয়ার নাথান লায়ন (১৫ ম্যাচে ৬১ উইকেট)।
ওয়ানডের (২০২২) শীর্ষ পারফরমার
২০২২ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের (ওয়ানডে) শীর্ষ ব্যাটার ও শীর্ষ বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
শীর্ষ ব্যাটার
নামিবিয়ার গ্যারাড ইরাসমাস (২১ ম্যাচে ৯৫৬ রান) গেল বছর ওয়ানডে ক্রিকেটে শীর্ষ ব্যাটার ( সর্বোচ্চ রান সংগ্রাহক ) ছিলেন।
সর্বাধিক সেঞ্চুরি
২০২২ সালে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক (তিনটি করে) সেঞ্চুরি করেন যথাক্রমে ওয়েষ্ট ইন্ডিজের সাই হোপ, পাকিস্তানের বাবর আজম, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরান।
সর্বাধিক ফিফটি
২০২২ সালে নামিবিয়ার গ্যারাড ইরাসমাস ও নেদারল্যান্ডসের স্কট এডওয়ার্ডস ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক (আটটি করে) সেঞ্চুরি করেন।
শীর্ষ বোলার
গেল বছর (২০২২) ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ওমানের বিলাল খান(১৬ ম্যাচে ৪৩উইকেট)।
টিটুয়েন্টির (২০২২) পারফরমার
২০২২ সালে টিটুয়েন্টি ক্রিকেটের শীর্ষ ব্যাটার ও শীর্ষ বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
শীর্ষ ব্যাটার
ভারতের সূর্যকুমার যাদব (৩১ম্যাচে ১১৬৪ রান) গেল বছর আন্তর্জাতিক টিটুয়েন্টির শীর্ষ ব্যাটার (সর্বোচ্চ রান সংগ্রাহক) ছিলেন।
সর্বাধিক সেঞ্চুরি
পাঁচজন ব্যাটার সূর্যকুমার যাদব, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো,ফ্রান্সের গুস্তাভ ম্যাকয়েন ফাহিম নাজির (সুইজারল্যান্ড) ও সাবাওন ধাবিজি (চেক রিপাবলিক) ২০২২ সালে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে সর্বাধিক (দুটি করে) সেঞ্চুরি করেন ।
সর্বাধিক ফিফটি
পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান (দশটি) গেল বছর আন্তর্জাতিক টিটুয়েন্টিতে সর্বাধিক ফিফটি করেন।
শীর্ষ বোলার
২০২২ সালে টিটুয়েন্টির আন্তর্জাতিক সংস্করণে শীর্ষ বোলার ছিলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৮ ম্যাচে ১৫উইকেট)।
রোহিত শর্মার ৫০০ ছক্কা
ছবি: রোহিত শর্মা
প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন ভারতের রোহিত শর্মা। বাংলাদেশের বিপক্ষে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রোহিত ৫০০ আন্তর্জাতিক ছক্কার মাইলফলক স্পর্শ করেন। উল্লেখ্য এর আগে শুধু ওয়েষ্ট ইন্ডিজের ক্রিস গেইল আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ছক্কা হাঁকানোর নজির গড়েন। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকানো ১০ ব্যাটারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা
আন্তর্জাতিক ক্রিকেটের এযাবতকালের রেকর্ড অনুযায়ী সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন উইন্ডিজ ব্যাটার ক্রিস গেইল(৫৫৩টি)। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকানো ১০ ব্যাটারের পরিসংখ্যান দেখে নিন।
ক্রিস গেইল
ক্রিকেটের তিন ফরম্যাটের এযাবতকালের রেকর্ড অনুযায়ী সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন উইন্ডিজ ব্যাটার ক্রিস গেইল (৪৮৩ ম্যাচে ৫৫৩ ছক্কা)।
রোহিত শর্মা
ভারতের ব্যাটার রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা ( ৪৩০ ম্যাচে ৫০৬ ছক্কা) হাঁকিয়েছেন।
শহিদ আফ্রিদি
পাকিস্তানের শহিদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা ( ৫২৪ ম্যাচে ৪৭৬ছক্কা) হাঁকানো অন্যতম ব্যাটার।
ব্রেন্ডন ম্যাককালাম
কিউই ব্যাটার ব্রেন্ডন ম্যাককালাম আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা (৪৩২ ম্যাচে ৩৯৮ ছক্কা) হাঁকানো শীর্ষ ৫ ব্যাটারের তালিকায় রয়েছেন।
মার্টিন গাপটিল
কিউই ব্যাটার মার্টিন গাপটিল আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা( ৩৬৭ ম্যাচে ৩৮৩ ছক্কা) হাঁকানো অন্যতম ব্যাটার।
এম এস ধোনি
ভারতের ব্যাটার এম এস ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক হাঁকানো শীর্ষ ১০ ব্যাটারের অন্যতম (৫৩৮ ম্যাচ খেলে ৩৫৯টি ছক্কা হাঁকিয়েছেন )।
সনাথ জয়াসুরিয়া
লংকান ব্যাটার সনাথ জয়াসুরিয়া আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা (৫৮৬ ম্যাচে ৩৫২ ছক্কা) হাঁকানো অন্যতম ব্যাটার।
এউইন মরগান
ইংলিশ ব্যাটার এউইন মরগান আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা (৩৭৯ ম্যাচে ৩৪৬ ছক্কা) হাঁকানো অন্যতম ব্যাটার।
এবি ডিভিলিয়ার্স
দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবি ডিভিলিয়ার্স ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে সর্বাধিক ছক্কা ( ৪২০ ম্যাচে ৩২৮ ছক্কা) হাঁকানো অন্যতম ব্যাটার।
জস বাটলার
ইংলিশ ব্যাটার জস বাটলার আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা ( ৩১৯ ম্যাচে ২৮৭ ছক্কা) হাঁকানো ১০ ব্যাটারের তালিকায় রয়েছেন।
ইন্টারন্যাশনাল লিগ টিটুয়েন্টির সিডিউল ও অন্যান্য
প্রিয় ক্রিকেট ডটকমঃ আজ শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল লিগ টিটুয়েন্টি (আইএলটি)। ইন্টারন্যাশনাল লিগ টিটুয়েন্টির প্রথম আসর এটি। এবারের ইন্টারন্যাশনাল লিগ টিটুয়েন্টিতে ৬টি ফ্রাঞ্চাইজি অংশগ্রহণ করছে। উল্লেখ্য ১৩ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল লিগ টিটুয়েন্টির ফাইনাল অনুষ্ঠিত হবে। এখানে এবারের ইন্টারন্যাশনাল লিগ টিটুয়েন্টির সিডিউল,ভেন্যু ও ফ্রাঞ্চাইজির বিস্তারিত তুলে ধরা হলো।
সিডিউল
ইন্টারন্যাশনাল লিগ টিটুয়েন্টির (আইএলটি) প্রথম আসর আজ শুরু হচ্ছে। উল্লেখ্য আইএলটির এবারের আসর ১৩ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ইন্টারন্যাশনাল লিগ টিটুয়েন্টির (আইএলটি) বিস্তারিত সিডিউল এখানে দেখে নিন।
ভেন্যু
ইন্টারন্যাশনাল লিগ টিটুয়েন্টির (আইএলটি) এবারের আসরের ম্যাচগুলো দুবাই, আবুধাবি ও শারজায় অনুষ্ঠিত হবে। এবারের ইন্টারন্যাশনাল লিগ টিটুয়েন্টির ভেন্যুতালিকা এখানে দেখে নিন।
১.দুবাই স্টেডিয়াম
২. শেখ জায়েদ স্টেডিয়াম (আবুধাবি)
৩. শারজা স্টেডিয়াম
ফ্রাঞ্চাইজি
ইন্টারন্যাশনাল লিগ টিটুয়েন্টির (আইএলটি) এবারের আসরে মোট ছয়টি ফ্রাঞ্চাইজি অংশ নিচ্ছে।আইএলটির এবারের আসরের ফ্রাঞ্চাইজিতালিকা এখানে দেখে নিন।
১.ডেজার্ড ভাইপার্স
২.গালফ জায়ান্টস
৩. দুবাই ক্যাপিটালস
৪.এমআই এমিরেটস
৫. শারজাহ ওয়ারিয়র্স
৬. আবুধাবি নাইট রাইডার্স
বাংলাদেশ টিমের ২০২২ এর পারফরম্যান্সচিত্র
প্রিয় ক্রিকেট ডটকমঃ শেষ হয়েছে ২০২২ সাল এবং শুরু হয়েছে নতুন বছর ২০২৩।অন্যান্য সবকিছুর মতো ক্রিকেটেরও আরো একটি বছর (ক্যালেন্ডার ইয়ার) শেষ হয়েছে ও নতুন বছর শুরু হয়েছে।২০২২ সালে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্সে কিছুটা উঠানামা ছিল।যথারীতি গেল বছর সাকিব, লিটনদের ওয়ানডে পারফরম্যান্স আশাব্যঞ্জক ছিল ।তবে ২০২২ সালে টেস্ট ও টিটুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ প্রত্যাশা পূরণ করতে পারেনি। এছাড়া উল্লেখ্য গেল বছর ক্রিকেটের তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন লিটন দাস। ২০২২ সালে বাংলাদেশ জাতীয় (পুরুষ) ক্রিকেট দলের পারফরম্যান্সচিত্র এখানে তুলে ধরার চেষ্টা করছি।
বাংলাদেশের টেস্ট (২০২২)পারফরম্যান্স
২০২২ সালে বাংলাদেশের টেস্ট পারফরম্যান্সে ধারাবাহিকতা ছিলনা। এছাড়া গেল বছর টাইগারদের টেষ্ট ক্রিকেটে ব্যর্থতার পাল্লা ভারী ছিল।২০২২ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট সাফল্য বলতে শুধু নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ১টি টেস্ট জয়ের কথাই বলতে হচ্ছে। এছাড়া গেল বছর বাংলাদেশ ১টি টেস্ট ড্র করতে পেরেছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ২০২২ সালের টেস্ট পারফরম্যান্সচিত্র এখানে তুলে ধরছি।
মোট ম্যাচ - ১০টি
জয় - ১
ড্র - ১
পরাজয় - ৮ ।
সর্বোচ্চ রান - লিটন দাস (৮০০ রান)।
সর্বোচ্চ উইকেট - মেহেদী হাসান মিরাজ (৩১ উইকেট)।
বাংলাদেশের ওয়ানডে (২০২২) পারফরম্যান্স
২০২২ সালে বাংলাদেশের ওয়ানডে পারফরম্যান্স যথারীতি আশাব্যঞ্জক ছিল।গেল বছর ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভালো করেছে।২০২২ সালে সাকিব,লিটনরা ১৫টি ওয়ানডের মধ্যে ১০টিতে জয় পেয়েছেন। ২০২২ সালে বাংলাদেশের ওয়ানডে পারফরম্যান্সচিত্র এখানে তুলে ধরছি।
মোট ম্যাচ - ১৫টি
জয় - ১০
পরাজয় - ৫
সর্বোচ্চ রান -লিটন দাস (৫৭৭ রান)।
সর্বোচ্চ উইকেট - সাকিব আল হাসান (২৫ উইকেট)।
বাংলাদেশের টিটুয়েন্টি (২০২২) পারফরম্যান্স
গেল বছর বাংলাদেশের টিটুয়েন্টি পারফরম্যান্স খুব আশাব্যঞ্জক ছিল না।২০২২ সালে সাকিব, লিটনরা টিটুয়েন্টি ক্রিকেটে ভালো করতে পারেননি। টিটুয়েন্টি ক্রিকেটে গেল বছরও বাংলাদেশের পরাজয়ের পাল্লা ভারী ছিল। বাংলাদেশের ২০২২ সালের টিটুয়েন্টি পারফরম্যান্সচিত্র এখানে তুলে ধরছি।
মোট ম্যাচ - ২১টি
জয় - ৬
পরাজয় - ১৪ (১টির ফল নিষ্পত্তি হয়নি)
সর্বোচ্চ রান - লিটন দাস ( ৫৪৪ রান।
সর্বোচ্চ উইকেট - তাসকিন আহমেদ (৮ উইকেট)।
সাম্প্রতিক চাকরির খবর
প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি সমন্বিত ১০টি সরকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমন্বিত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে যথাক্রমে সোনালী ব্যাংক,জনতা ব্যাংক,অগ্ৰণী ব্যাংক,রুপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন,প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। সমন্বিত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এখানে তুলে ধরা হলো।
পদ : সিনিয়র অফিসার
পদসংখ্যা : ৯২২
জব আইডি নম্বর : 10180
যোগ্যতা : যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্মাতকোত্তর ডিগ্ৰি অথবা চারবছর মেয়াদী স্মাতক ডিগ্রি।
বয়স : ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর।তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
বেতনস্কেল : নবম গ্ৰেড।
আবেদন প্রক্রিয়া: অনলাইন (ভিজিট: https://erecruitment.bb.org.bd)।
আবেদন ফি : ২০০টাকা।
আবেদনের শেষ তারিখ : ৩১ জানুয়ারি,২০২৩ (রাত ১১.৫৯টা)।
সূত্র: দৈনিক যুগান্তর অনলাইন
সাম্প্রতিক চাকরির খবর
প্রিয় ক্রিকেট ডটকমঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ( এলজিইডি) নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এলজিইডির সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এখানে দেখে নিন।
পদ : কমিউনিটি অর্গানাইজার,হিসাব সহকারী, সার্ভেয়ার,কার্য সহকারী, অফিস সহকারী প্রভৃতি পদ।
পদসংখ্যা : ২,২৩৭
যোগ্যতা : পদভেদে জেএসসি/অষ্টম শ্রেণী পাস থেকে স্মাতক/সমমান ডিগ্ৰি।
বয়স : ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর।তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
বেতনস্কেল : পদভেদে গ্ৰেড-১৩ থেকে গ্ৰেড-২০।
আবেদন প্রক্রিয়া: অনলাইন (ভিজিট: http://lged.teletalk.com.bd)
আবেদন ফি : পদভেদে ১১২টাকা থেকে ২২৩টাকা।
আবেদনের শেষ তারিখ : ৩১ জানুয়ারি,২০২৩ রাত ১২.০০টা।
সূত্র : প্রথম আলো অনলাইন
বাংলাদেশের যারা টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন
ছবি : জাকির হাসান
প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করেন বাংলাদেশের ব্যাটার জাকির হাসান। উল্লেখ্য এটি ছিল জাকির হাসানের অভিষেক টেস্ট ম্যাচ ।আর চট্টগ্রাম টেষ্টে সেঞ্চুরি করার ফলে এই তরুণ ব্যাটার টেস্ট অভিষেকে সেঞ্চুরিয়ানদের ক্লাবে জায়গা করে নেন। উল্লেখ্য অষ্ট্রেলিয়ার চার্লস বেনারম্যান (১৮৭৭ সালে) প্রথম ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেন । বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আমিনুল ইসলাম বুলবুল (২০০০ সালে) টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেন। বাংলাদেশের হয়ে যেসব ব্যাটার টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন তাদের পরিসংখ্যান দেখে নিন।
বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেকে সেঞ্চুরি
বাংলাদেশের হয়ে ইতোমধ্যে চারজন ব্যাটার টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন । আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকে (উল্লেখ্য এটি বাংলাদেশের অভিষেক টেস্ট ম্যাচ ছিল) সেঞ্চুরি করেন। বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা ব্যাটারদের পরিসংখ্যান দেখে নিন।
আমিনুল ইসলাম বুলবুল ,১৪৫
আমিনুল ইসলাম বুলবুল (ভারতের বিপক্ষে ২০০০ সালে ) বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেন। সেইম্যাচে আমিনুল ইসলাম বুলবুল ৩৮০ বল মোকাবিলা করে ১৪৫ রানের দারুণ এক ইনিংস খেলেন।
মোঃ আশরাফুল
২০০১ সালে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে মোঃ আশরাফুল (শ্রীলঙ্কার বিপক্ষে) টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেন।সেইম্যাচে আশরাফুল ২১২ বল মোকাবিলা করে ১১৪ রানের চমৎকার এক ইনিংস খেলেন।
আবুল হাসান
২০১২ সালে আবুল হাসান বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে নিজের টেস্ট অভিষেকে(প্রতিপক্ষ ওয়েষ্ট ইন্ডিজ) সেঞ্চুরি করেন। সেইম্যাচে আবুল হাসান ১২৩ বল মোকাবিলা করে ১১৩ রানের দারুণ এক ইনিংস উপহার দেন।
জাকির হাসান
সম্প্রতি জাকির হাসান ( ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ) বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে নিজের টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেন। জাকির হাসানের ইনিংসটি ছিল ১০০ রানের এবং নিজের অভিষেক টেস্ট সেঞ্চুরির ম্যাচে এই তরুণ ব্যাটার ২২৪ বল মোকাবিলা করেন ।
২০২৩ বিপিএলের টিম, ভেন্যু ও সিডিউল
প্রিয় ক্রিকেট ডটকমঃ ৬ জানুয়ারি মাঠে গড়াবে এবারের (২০২৩) বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)। এছাড়া ১৬ ফেব্রুয়ারি,২০২৩ এবারের বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ২০২৩ বিপিএলের টিম, ভেন্যু , সিডিউল ইত্যাদি চূড়ান্ত হয়েছে। এবারের বিপিএলের টিম, ভেন্যু ও বিস্তারিত সিডিউল এখানে দেখে নিন।
২০২৩ বিপিএলের টিম
এবারের (২০২৩) বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৭টি দল (টিম) অংশ নেবে।২০২৩ বিপিএলের টিমগুলো দেখে নিন।
১. ঢাকা ডমিনেটর্স
২. কুমিল্লা ভিক্টোরিয়ান্স
৩. চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
৪. ফরচুন বরিশাল
৫. সিলেট স্ট্রাইকার্স
৬. খুলনা টাইগার্স
৭. রংপুর রাইডার্স
২০২৩ বিপিএলের ভেন্যু
২০২৩ বিপিএলের ম্যাচগুলো দেশের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এবারের বিপিএলের ভেন্যুগুলো এখানে দেখে নিন।
১. শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম,ঢাকা।
২. জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম,চট্টগ্ৰাম।
৩. সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়াম, সিলেট।
২০২৩ বিপিএলের সিডিউল
২০২৩ বিপিএল ৬ জানুয়ারি,২০২৩ থেকে ১৬ ফেব্রুয়ারি,২০২৩ পর্যন্ত চলবে। এবারের বিপিএলের সিডিউল এখানে তুলে ধরা হলো।