প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী (চতুর্থ-নবমশ্রেণী) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিকেএসপিতে ২০২২ শিক্ষাবর্ষে ক্রিকেট, ফুটবল সহ মোট ২১ধরনের ক্রীড়া বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। উল্লেখ্য বিকেএসপিতে একসাথে সাধারণশিক্ষা ও ক্রীড়াশিক্ষা দেয়া হয়। এখানে বিকেএসপির ২০২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তির ( আবেদনের যোগ্যতা , প্রাথমিক নির্বাচনের তারিখ ও ভেন্যু ইত্যাদি) বিস্তারিত তুলে ধরা হলো।
যেসব শ্রেণীতে ভর্তি : চতুর্থ-নবমশ্রেণী ।
প্রাথমিক নির্বাচনের সূচি : ১৪ জানুয়ারি-১১ ফেব্রুয়ারি, ২০২২।
শিক্ষার্থী : ছেলে ও মেয়ে।
বয়সসীমা : ক্রীড়াভেদে সর্বনিম্ন ১০ বছর - সর্বোচ্চ ১৬ বছর।
শারীরিক যোগ্যতা: বয়স ও বিভাগভেদে ছেলেদের সর্বনিম্ন উচ্চতা ৪'-৮" থেকে ৫'-১০" ও মেয়েদের সর্বনিম্ন উচ্চতা ৪'-৭" থেকে ৪'-১০"।
আবেদন ফি : ২০০ টাকা (প্রাথমিক নির্বাচনের দিন জমা দিতে হবে)।
আবেদন প্রক্রিয়া: অনলাইন (ভিজিট www.bksp.gov.bd)।
যেসব বিভাগে ভর্তি
বিকেএসপিতে ২০২২ শিক্ষাবর্ষে মোট ২১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে এবং বিভাগগুলো যথাক্রমে নিম্নরূপ।
ক্রিকেট, ফুটবল,অ্যাথলেটিক্স
আর্চারি, সাঁতার ও ড্রাইভিং,কাবাডি
কারাতে,বক্সিং,জুডো
উশু,জিমন্যাস্টিক্স,বাক্সেটবল
টেনিস,হকি,ভলিবল
তায়কোয়ানডো,শ্যুটিং, টেবিল টেনিস
স্কোয়াশ, ভারোত্তোলন,ব্যাডমিন্টন।
প্রাথমিক নির্বাচনের সূচি
বিকেএসপিতে ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য দেশের বিভিন্ন বিভাগে (নিম্নোক্ত স্থান ও সময় অনুযায়ী) প্রাথমিক শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। এখানে বিকেএসপির ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য প্রাথমিক নির্বাচনের ভেন্যু ও তারিখ দেখে নিন।
রংপুর বিভাগ
তারিখ : ১৪-১৫ জানুয়ারি,২০২২
ভেন্যু : বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র
বাঁশেরহাট , দিনাজপুর।
ফোন : ০১৭১১৩৪৮২৫৩।
রাজশাহী বিভাগ
তারিখ : ১৭-১৮ জানুয়ারি,২০২২
ভেন্যু : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম
জেলা ক্রিড়া সংস্থা, রাজশাহী।
ফোন : ০১৭১১৩৬৪৭৪৬।
চট্টগ্রাম বিভাগ
তারিখ : ২৩-২৪ জানুয়ারি,২০২২
ভেন্যু : বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র
সাগরিকা রোড, চট্টগ্রাম।
ফোন : ০১৮১৯৩৫৬৬৩৭।
সিলেট বিভাগ
তারিখ : ২৬-২৭ জানুয়ারি,২০২২
ভেন্যু : বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র
কল্লগ্ৰাম, বাইপাস,খাদিম নগর, সিলেট।
ফোন : ০১৭১৪৩৫৮৪৭৭।
বরিশাল বিভাগ
তারিখ : ০১-০২ ফেব্রুয়ারি,২০২২
ভেন্যু : বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র
গরিয়ারপাড়, বরিশাল।
ফোন : ০১৭১২২৫৫৯৬১।
খুলনা বিভাগ
তারিখ : ০৪-০৫ ফেব্রুয়ারি,২০২২
ভেন্যু : বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র
আফিলগেট,আটরা, খুলনা।
ফোন : ০১৭১২১৩২৮৬৫।
ময়মনসিংহ বিভাগ
তারিখ :০৭ ফেব্রুয়ারি,২০২২
ভেন্যু : বীরশ্রেষ্ঠ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম
ময়মনসিংহ।
ফোন : ০১৭১১৩৬৪৭৪৬।
ঢাকা বিভাগ
তারিখ : ০৯,১০ ও ১১ ফেব্রুয়ারি,২০২২
ভেন্যু : বিকেএসপি,জিরানী, আশুলিয়া, সাভার
ঢাকা।
ফোন : ০১৭১১৩৬৪৭৪৬।
প্রয়োজনীয় কাগজপত্র ও সামগ্ৰী
বিকেএসপিতে ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির প্রাথমিক নির্বাচনের দিন নিম্নোক্ত কাগজপত্র ও সামগ্ৰী সাথে রাখতে হবে ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন