ছবি: জাফনা কিংস
প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি এলপিএলের (লংকান প্রিমিয়ার লিগ) এবারের আসর সমাপ্ত হয়েছে। জাফনা কিংস এবারের এলপিএলের শিরোপা জিতেছে। ফাইনালে জাফনা কিংস কলম্বো স্টারসকে ২ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।সদ্যসমাপ্ত লংকান প্রিমিয়ার লিগের শীর্ষ পারফরমারদের (সর্বোচ্চ রান সংগ্রাহক পাঁচ ব্যাটার ও সর্বাধিক উইকেট শিকার পাঁচ বোলার) পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।
শীর্ষ পাঁচ ব্যাটার
এবারের (২০২২) লংকান প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক পাঁচ ব্যাটারের পরিসংখ্যান দেখে নিন।
১. আভিস্কা ফার্নান্ডো (জাফনা কিংস) - ১০ ম্যাচে ৩৯৯ রান।
২. সাদিরা সামারাবিক্রমা (জাফনা কিংস) - ৯ ম্যাচে ২৯৪ রান।
৩. দীনেশ চান্দিমাল ( কলম্বো স্টারস) - ১১ ম্যাচে ২৮৭ রান।
৪. আন্দ্রে ফ্লেচার (ক্যান্ডি ফ্যালকন্স) - ৯ ম্যাচে ২৬৬ রান।
৫. কামিন্ডু মেন্ডিস ( ক্যান্ডি ফ্যালকন্স) - ১০ ম্যাচে ২৬০ রান।
শীর্ষ পাঁচ বোলার
এবারের (২০২২) এলপিএলের সর্বাধিক উইকেট শিকারি শীর্ষ পাঁচ বোলারের পরিসংখ্যান দেখে নিন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন