ছবি: চ্যাম্পিয়ন এডিলেড স্ট্রাইকার্স
প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের উইমেন্স বিগব্যাশ লিগের শিরোপা জিতেছে এডিলেড স্ট্রাইকার্স। ফাইনালে এডিলেড স্ট্রাইকার্স সিডনি সিক্সার্সকে ১০ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উল্লেখ্য এটি এডিলেড স্ট্রাইকার্সের প্রথম উইমেন্স বিগব্যাশ লিগ শিরোপা জয়ের রেকর্ড। এবারের উইমেন্স বিগব্যাশ লিগের সেরা পারফরমারদের (শীর্ষ ৫ ব্যাটার ও বোলার) পরিসংখ্যান দেখে নিন।
শীর্ষ ৫ ব্যাটার
এবারের উইমেন্স বিগব্যাশ লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক বেথ মুনি (পার্থ স্কোচার্স)। উইমেন্স বিগব্যাশ লিগের এবারের আসরের শীর্ষ ৫ ব্যাটারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।
১. বেথ মুনি (পার্থ স্কোচার্স) ১৪ ম্যাচে ৪৩৪ রান।
২. এলিচি পেরি(সিডনি সিক্সার্স) ১৫ ম্যাচে ৪০৪ রান।
৩. লহুরা উলভার্ট( এডিলেড স্ট্রাইকার্স) - ১৬ ম্যাচে ৪০৩ রান।
৪. মিগনন ডু প্রিজ ( হোবার্ট হ্যারিকেন্স) - ১৫ ম্যাচে ৩৮০ রান।
৫. ডেন্ড্রা ডেটিন ( এডিলেড স্ট্রাইকার্স) - ১৬ ম্যাচে ৩৬২ রান।
সর্বাধিক সেঞ্চুরি ও ফিফটি
এবারের উইমেন্স বিগব্যাশ লিগের একমাত্র সেঞ্চুরিয়ান এলিজা হেলি (সিডনি সিক্সার্স)। এছাড়া উইমেন্স বিগব্যাশ লিগের এবারের আসরের সর্বাধিক ফিফটির রূপকার এলিচি পেরি (সিডনি সিক্সার্স)।
শীর্ষ ৫ বোলার
এবারের উইমেন্স বিগব্যাশ লিগে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মেগান স্টুয়ার্ট(এডিলেড স্ট্রাইকার্স)। উইমেন্স বিগব্যাশ লিগের এবারের আসরের শীর্ষ ৫ বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।
১. মেগান স্টুয়ার্ট (এডিলেড স্ট্রাইকার্স )- ১৫ ম্যাচে ২৭ উইকেট।
২. জেস জোনাসেন (ব্রিসবেন হিট) - ১৬ ম্যাচে ২৫ উইকেট।
৩. আমান্দাজাদে ওয়েলিংটন (এডিলেড স্ট্রাইকার্স) - ১৬ ম্যাচে ২৩ উইকেট।
৪. আর্সলে গার্ডনার (সিডনি সিক্সার্স) - ১৫ ম্যাচে ২৩ উইকেট।
৫. নিকোলা হ্যানকক ( ব্রিসবেন হিট) - ১৬ ম্যাচে ২২ উইকেট।
ম্যাচে ৫ উইকেট শিকার
এবারের উইমেন্স বিগব্যাশ লিগে তিনজন (মেগান স্টুয়ার্ট-এডিলেড স্ট্রাইকার্স,আমান্দাজাদে ওয়েলিংটন-এডিলেড স্ট্রাইকার্স,লরেন স্মিথ - সিডনি থান্ডার)বোলার একবার করে ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন