ছবি: ইষাণ কিষাণ
প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি ভারতের ব্যাটার ইষাণ কিষাণ বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন।এটি ওয়ানডে ক্রিকেটে নবম ডাবল সেঞ্চুরির রেকর্ড। উল্লেখ্য ভারতের ব্যাটার রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটে (সর্বোচ্চ) তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন। এছাড়া ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটিও(২৬৪ রান) রোহিত শর্মা খেলেছেন। ওয়ানডের ডাবল সেঞ্চুরির পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।
শচিন টেন্ডুলকারের ২০০
ভারতের ব্যাটার শচিন টেন্ডুলকার ওয়ানডে ক্রিকেটে সর্বপ্রথম ডাবল সেঞ্চুরি করেন।২০১০ সালে শচিন টেন্ডুলকার (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি (অপরাজিত ২০০ রান) করেন।
বীরেন্দর শেবাগের ২১৯
ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটি ভারতের ব্যাটার বীরেন্দর শেবাগের। শেবাগ ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে ডাবল সেঞ্চুরি( ২১৯ রান) করেন।
রোহিত শর্মার ২০৯
২০১৩ সালে ভারতের ব্যাটার রোহিত শর্মা অষ্ট্রেলিয়ার বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে ডাবল সেঞ্চুরি(২০৯ রান) করেন।এটি ছিল ওয়ানডে ক্রিকেটে তৃতীয় ডাবল সেঞ্চুরির রেকর্ড।
রোহিত শর্মার ২৬৪
২০১৪ সালে ভারতের ব্যাটার রোহিত শর্মা শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ রানের দারুণ এক ইনিংস খেলেন।এটি ছিল ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ডাবল সেঞ্চুরি।
ক্রিস গেইলের ২১৫
উইন্ডিজ ব্যাটার ক্রিস গেইল ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটের পঞ্চম ডাবল সেঞ্চুরিটি করেন ।গেইলের সেই ইনিংসটি ছিল ২১৫ রানের।
মার্টিন গাপটিলের ২৩৭
ওয়ানডে ক্রিকেটের ষষ্ট ডাবল সেঞ্চুরিটি করেন কিউই ব্যাটার মার্টিন গাপটিল (২০১৫ সালে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে)।গাপটিলের ডাবল সেঞ্চুরিটি ছিল অপরাজিত ২৩৭ রানের।
রোহিত শর্মার ২০৮
২০১৭ সালে ভারতের ব্যাটার রোহিত শর্মা শ্রীলঙ্কার বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে ডাবল সেঞ্চুরি (অপরাজিত ২০৮ রান) করেন।এটি ছিল রোহিত শর্মার ব্যক্তিগত তৃতীয় ও ওয়ানডে ক্রিকেটের সপ্তম ডাবল সেঞ্চুরি।
ফখর জামানের ২১০
২০১৮ সালে পাকিস্তানের ব্যাটার ফখর জামান (অপরাজিত ২১০ রান, প্রতিপক্ষ জিম্বাবুয়ে) ওয়ানডে ক্রিকেটের ডাবল সেঞ্চুরি করেন।এটি ছিল ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে অষ্টম ডাবল সেঞ্চুরি।
ইষাণ কিষাণের ২১০
সম্প্রতি (১০ ডিসেম্বর,২০২২) ভারতের ব্যাটার ইষাণ কিষাণ বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে ডাবল সেঞ্চুরি (২১০ রান)করেন। এটি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নবম ডাবল সেঞ্চুরির রেকর্ড।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন