প্রিয় ক্রিকেট ডটকমঃ আগামীকাল ( ১৩ ডিসেম্বর,২০২২) শুরু হচ্ছে ২০২২-২৩ বিগব্যাশ লিগ। এবারের বিগব্যাশ লিগ ১৩ ডিসেম্বর শুরু হবে এবং সমাপ্ত হবে ৪ ফেব্রুয়ারি,২০২২।২০২২-২৩ বিগব্যাশ লিগের স্কোয়াড,সিডিউল , ভেন্যু ইত্যাদি এখানে তুলে ধরা হলো।
২০২২-২৩ বিগব্যাশের সিডিউল
২০২২-২৩ বিগব্যাশ লিগ ১৩ ডিসেম্বর,২০২২ থেকে ৪ ফেব্রুয়ারি,২০২২ পর্যন্ত চলবে। এবারের বিগব্যাশ লিগের সিডিউল এখানে দেখে নিন।
২০২২-২৩ বিগব্যাশের ভেন্যু
এবারের বিগব্যাশ লিগের সবগুলো ম্যাচ মোট সতেরোটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এখানে ২০২২-২৩ বিগব্যাশ লিগের উল্লেখযোগ্য ভেন্যুগুলো দেখে নিন।
এডিলেড ওভাল
ক্যানবেরা
এমসিজি
এসসিজি
এসএসএস
পার্থ স্টেডিয়াম
জাংসন ওভাল
ব্রিসবেন
হোবার্ট
২০২২-২৩ বিগব্যাশের স্কোয়াড
এবারের বিগব্যাশ লিগে মোট ৮টি ফ্রাঞ্চাইজি তাদের স্কোয়াড নিয়ে অংশগ্রহণ করছে। এখানে ২০২২-২৩ বিগব্যাশ লিগের সবগুলো স্কোয়াড দেখে নিন।
এডিলেড স্টাইকার্স
ট্রেভিস হেড,এডাম হোস,হেনরি হান্ট, রায়ান গিবসন,ক্রিস লিন,থমাস কেলি,জ্যাক ওয়েদারহোল্ড, কলিন ডি গ্ৰ্যান্ডহোম, রশিদ খান,ম্যাথু শর্ট,হেরি নিয়েলসেন,আলেক্স ক্যারি,ওয়েজ এগার,ক্যামেরুন বয়েস,হেরি কনওয়ে,হেনরি থর্নটন, পিটার সিডলি।
ব্রিসবেন হিট
মার্নাস লাবুসেন, উসমান খাজা,ম্যাক্স ব্রায়ান্ট,জেমস বাজলি,সাম হিজলেট,ম্যাট রেনসো,সাম হেইন,কলিন মুনরো,রস উইটলি,মিকায়েল নেসের,ম্যাথু কুনারম্যান,জ্যাক উইল্ডারম্যাথ,সাম বিলিংস,মার্ক স্টিকেটি,জিমি পেরসন,জেভিয়ের বারলেট, স্পেনসার জনসন,উইল প্রেসটুইজ,মিশেল সুইপসন।
মেলবোর্ন রেনিগের্ডস
অ্যারন ফিঞ্চ,নিক মেডিনসন,মার্কাস হ্যারিস,জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, জোনাথন ওয়েলস,ম্যাকেঞ্জি হার্ভে,আন্দ্রে রাসেল,শন মার্শ, মার্টিন গাপটিল,উইল সাদারল্যান্ড,টম রজার্স,জ্যাক ইভানস,সাম হারপার,আকিল হোসেন,কেইন রিচার্ডসন, মুজিব উর রহমান,রোয়ানথা কেলিপথা,জ্যাক প্রেসটুইজ।
হোবার্ট হ্যারিকেন্স
ম্যাথু ওয়েড,ডিআর্চি শর্ট,আসিফ আলী,জ্যাক ক্রাউলি,মিশেল ওয়েন,ফাহিম আশরাফ,টিম ডেভিড,কালেভ জুয়েল,মেকালিষ্টার রাইট,বেন ম্যাকডারমট,ক্রিস ট্রিম্যান,জুল পেরিস,নাথান ইলিচ,বিলি স্টেনলেইক,উইল পার্কার,পেট্রিক ডুলে,রিলে মেরিডিথ।
মেলবোর্ন স্টারস
ব্রডি কোস, হিলটন কার্টরাইট,জো বানস,বিউ ওয়েবস্টার,নিক লার্কিন,মার্কাস স্টয়নিস,লুক উড,জো ক্লার্ক, নাথান কুল্টারনাইল,এডাম জাম্পা,লিয়াম হেচার,ক্যাম্পবেল কেলাওয়ে,ট্রেন্ট বোল্ট,ক্লিন্ট হিন্টস্লিপ।
পার্থ স্কোচার্স
ফাফ ডু প্লেসিস,এষ্টন টার্নার,নিক হবসন,এষ্টন এগার,কুপার কনলে,ক্যামেরুন গ্ৰিন,জস ইঙ্গলিস,ক্যামেরুন ব্যাঙ্করপ্ট,অ্যারন হার্ডি,জেসন বেরেনডোফ,পিটার হার্ডজাগ্লে,টাইমাল মিলস,এন্ডু টাই,ম্যাথু কেলি,ল্যান্স মরিস,ঝাই রিচার্ডসন।
সিডনি সিক্সার্স
জর্ডান সিল্ক,মোজেস হেনরিক্স,ডেনিয়েল হজ,জেমস ভিন্স,শন অ্যাবট,কার্টিস প্যাটারসন,হেইডেন ক্যার,স্টিভ ওকেপি,ডেনিয়েল ক্রিস্টিয়ান,জস ফিলিপ,জ্যাকসন বার্ড,বেন ডিয়াসোর্স,ক্রিস জর্ডান, নাথান লায়ন,ইঝারুলহক নাভিদ।
সিডনি থান্ডার
আলেক্স হেলস,রাইলি রুশো,ডেভিড ওয়ার্নার,আলেক্স রস,ক্রিস গ্ৰিন,জেসন সাঙ্গা,ডেনিয়েল সামস,ওলিভার ডেভিস, উসমান কাদির,ম্যাথু গিকস,ব্রেন্ডন ডগেট,বাকষ্টার হল্ট, নাথান ম্যাকেন্ড্রু,ফজলহক ফারুকি, তানভির সাঙ্গা।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন