ছবি: চ্যাম্পিয়ন বিসিবি উত্তরাঞ্চল
প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ২০২২-২৩ আসর সম্প্রতি শেষ হয়েছে। এবারের বিসিএল ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হয়। দেশের প্রথমশ্রেণীর ক্রিকেটের গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের ফাইনালে বিসিবি উত্তরাঞ্চল জয়লাভ করে। আসুন এবারের বিসিএলের ব্যাটেবলে (শীর্ষ ৫ ব্যাটার ও শীর্ষ ৫বোলার) সেরাদের পরিসংখ্যান দেখে নিই।
বিসিএলের (২০২২-২৩) শীর্ষ ৫ ব্যাটার
বিসিএলের এবারের আসরে ব্যাট হাতে সবচেয়ে সফল ছিলেন বিসিবি দক্ষিণাঞ্চলের মোঃ নাঈম শেখ (২১০ রান)। এবারের বিসিএলের শীর্ষ ৫ ব্যাটারের (সর্বোচ্চ রান সংগ্রাহক) পরিসংখ্যান দেখে নিন।
১. মোঃ নাঈম শেখ (দক্ষিণাঞ্চল) - ৪ ম্যাচে ২১০ রান।
২.ফজলে মাহমুদ (উত্তরাঞ্চল) - ৪ ম্যাচে ১৯২ রান।
৩. নাসির হোসাইন (উত্তরাঞ্চল) - ৪ ম্যাচে ১৬৩ রান।
৪. মাহমুদুল্লাহ রিয়াদ (উত্তরাঞ্চল) - ৪ ম্যাচে ১৫২ রান।
৫. নাঈম ইসলাম (দক্ষিণাঞ্চল) - ৪ ম্যাচে ১৩২ রান।
সর্বাধিক সেঞ্চুরি ও ফিফটি
এবারের বিসিএলে তিনজন ব্যাটার ( নাঈম ইসলাম, মোহাম্মদ মিথুন ও শাহাদাত হোসাইন) একটি করে সেঞ্চুরি করেছেন। সেইসাথে মোঃ নাঈম শেখ এবারের বিসিএলে সর্বাধিক তিনটি ফিফটি হাঁকিয়েছেন।
বিসিএলের (২০২২-২৩) শীর্ষ ৫ বোলার
দেশের প্রথমশ্রেণীর ক্রিকেটের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের আসরে বল হাতে সবচেয়ে সফল ছিলেন দক্ষিণাঞ্চলের মেহেদী হাসান মিরাজ (১০ উইকেট)। এবারের বিসিএলের শীর্ষ ৫ বোলারের (সর্বাধিক উইকেট শিকারি) পরিসংখ্যান দেখে নিন।
১. মেহেদী হাসান মিরাজ (দক্ষিণাঞ্চল) - ৩ ম্যাচে ১০ উইকেট।
২. মোঃ সাইফুদ্দিন ( উত্তরাঞ্চল) - ৪ ম্যাচে ৯ উইকেট।
৩. মেহেদী হাসান (পূর্বাঞ্চল) - ৩ ম্যাচে ৮ উইকেট।
৪. শরিফুল ইসলাম (দক্ষিণাঞ্চল) - ৪ ম্যাচে ৭ উইকেট।
৫. রবিউল হক (মধ্যাঞ্চল) - ৩ ম্যাচে ৬ উইকেট।
ম্যাচে ৫ উইকেট শিকার
২০২২-২৩ বিসিএলে দু'জন বোলার (মেহেদী হাসান মিরাজ ও মোঃ সাইফুদ্দিন) একবার করে ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন