ছবি: আলিম দার
প্রিয় ক্রিকেট ডটকমঃ আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারদের ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ। কারণ এখানে আম্পায়াররাই ম্যাচ পরিচালনার মূল দায়িত্ব পালন করেন। যদিও সময়ের পরিক্রমায় বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আম্পায়ারদের কাজকে কিছুটা সহজ করে দিয়েছে। এছাড়া রিভিউ সিষ্টেম চালু হয়েছে যা আম্পায়ারদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সুযোগ দিয়েছে।এসব কিছু বিবেচনায় ক্রিকেটে আম্পায়ারদের ভূমিকা এখন বৈচিত্র্যপূর্ণ । এখানে আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ আম্পায়ারদের (সর্বাধিক ম্যাচ পরিচালনাকারী) পরিসংখ্যান তুলে ধরার চেষ্টা করছি। উল্লেখ্য আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ইতোমধ্যে সর্বাধিক ম্যাচ পরিচালনা করেছেন পাকিস্তানের আলিম দার (৪২৮ম্যাচ)।
আলিম দার (পাকিস্তান)
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনাকারী আম্পায়ার পাকিস্তানের আলিম দার (৪২৮ম্যাচ)।
রুডি কোয়ের্টজেন
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ের্টজেন (৩৩১ম্যাচ)অন্যতম। উল্লেখ্য কোয়ের্টজেন কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন।
স্টিভ বাকনার
আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ আম্পায়ারদের মধ্যে ওয়েষ্ট ইন্ডিজের স্টিভ বাকনার (৩০৯ম্যাচ) অন্যতম। উল্লেখ্য বাকনার ২০০৯ সালে আম্পায়ারিং থেকে অবসর নিয়েছেন।
বিলি বাউডেন
কিউই আম্পায়ার বিলি বাউডেন আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ আম্পায়ারদের (৩০৮ম্যাচ)মধ্যে অন্যতম। বাউডেন ২০১৬ সালে আম্পায়ারিং থেকে অবসর নিয়েছেন।
সাইমন টাফেল
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের মধ্যে অষ্ট্রেলিয়ার সাইমন টাফেল (২৮২ম্যাচ) অন্যতম।টাফেল ২০১২ সালে আম্পায়ারিং থেকে অবসর নেন।
ডারেল হারপার
অষ্ট্রেলিয়ার ডারেল হারপার আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ(২৭৯ম্যাচ) পরিচালনাকারী আম্পায়ারদের মধ্যে অন্যতম।
ডেভিড শেফার্ড
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ম্যাচ(২৬৪ম্যাচ) পরিচালনাকারী আম্পায়ারদের মধ্যে ইংল্যান্ডের ডেভিড শেফার্ড অন্যতম।
ইয়ান গোল্ড
ইংল্যান্ডের ইয়ান গোল্ড আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ আম্পায়ারদের মধ্যে অন্যতম।গোল্ড ২৫১টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন।
কুমারা ধর্মসেনা
শ্রীলঙ্কার কুমারা ধর্মসেনা আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ (২৩৩ ম্যাচ)পরিচালনাকারী আম্পায়ারদের মধ্যে অন্যতম।
নিগেল এললং (ইংল্যান্ড)
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের মধ্যে ইংল্যান্ডের নিগেল এললং ( ২২৪ ম্যাচ) অন্যতম।
মেরাস এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার মেরাস এরাসমাস অন্যতম।এরাসমাস ইতোমধ্যে ২২৩টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন।
ডারেল হেয়ার (অষ্ট্রেলিয়া)
আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ আম্পায়ারদের মধ্যে অষ্ট্রেলিয়ার ডারেল হেয়ার (২২৩ ম্যাচ) অন্যতম।
স্টিভ ডেভিস (অষ্ট্রেলিয়া)
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনাকারী(২২০ ম্যাচ) আম্পায়াদের মধ্যে অষ্ট্রেলিয়ার স্টিভ ডেভিস অন্যতম।
রাসেল টিফিন (জিম্বাবুয়ে)
জিম্বাবুয়ের রাসেল টিফিন সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের মধ্যে অন্যতম। টিফিন ইতোমধ্যে ২১৯টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন।
রড টাকার
অষ্ট্রেলিয়ার রড টাকার সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের মধ্যে অন্যতম।টাকার ইতোমধ্যে ২১৭টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন।
রিচার্ড কেটেলবারো(ইংল্যান্ড)
ইংল্যান্ডের রিচার্ড কেটেলবারো (২০৭ ম্যাচ) আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ আম্পায়ারদের মধ্যে অন্যতম।
অশোকা ডি সিলভা
শ্রীলঙ্কার অশোকা ডি সিলভা (১৮২ ম্যাচ) সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের মধ্যে রয়েছেন।
ব্রুস ওক্সেনফোড (অজি)
আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ আম্পায়ারদের মধ্যে অষ্ট্রেলিয়ার ব্রুস ওক্সেনফোড (১৭৯ ম্যাচ) অন্যতম।
আসাদ রউফ (পাকি)
আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ আম্পায়ারদের মধ্যে পাকিস্তানের আসাদ রউফ(১৭০ ম্যাচ) অন্যতম। উল্লেখ্য আসাদ রউফ কিছুদিন আগে ( ১৫ সেপ্টেম্বর,২০২২) মৃত্যুবরণ করেছেন।
বিলি ডক্টরোভ (ওয়েষ্ট ইন্ডিজ)
ওয়েষ্ট ইন্ডিজের বিলি ডক্টরোভ(১৬৭ ম্যাচ) সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের মধ্যে অন্যতম।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন