WHAT'S NEW?
Loading...

২০২২ টি২০ বিশ্বকাপের সেরা স্কোয়াড

                                                               


প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা স্কোয়াড নিয়ে বিশ্লেষকদের পাশাপাশি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট উইজডেন ও ইএসপিএন ক্রিকইনফো নিজেদের মূল্যায়ন প্রকাশ করেছে। উল্লেখ্য এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংল্যান্ড। ফাইনালে ইংল্যান্ড পাকিস্তানকে ৫ উইকেটে পরাজিত করে  চ্যাম্পিয়ন হয়। এখানে আইসিসি, উইজডেন ও ইএসপিএন ক্রিকইনফোর বিবেচনায় ২০২২ সালের সেরা টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড তুলে ধরছি।


আইসিসির সেরা স্কোয়াড 


আইসিসির বিবেচনায় এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা স্কোয়াড দেখে নিন।

আইসিসির বিবেচনায় এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা স্কোয়াডে ইংল্যান্ডের চারজন ,  ভারতের তিনজন প্লেয়ার,পাকিস্তানের দুইজন, নিউজিল্যান্ড,দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের একজন করে প্লেয়ার রয়েছেন। 

আলেক্স হেলস(ওপেনার),জস বাটলার(ওপেনার),বিরাট কোহলি(ওয়ানডাউন ব্যাটার),সূর্যকুমার যাদব(৪নম্বর ব্যাটার),গ্লেন ফিলিপস(৫ নম্বর ব্যাটার/অলরাউন্ডার), সিকান্দার রাজা(৬নম্বর ব্যাটার/অলরাউন্ডার),শাদাব খান(৭ নম্বর ব্যাটার/স্পিনার),স্যাম কারেন(পেসার), এনরিক নরকিয়া(পেসার),মার্ক উড(পেসার), শাহীন শাহ আফ্রিদি(পেসার),হ্নাদিক পান্ডিয়া(অলরাউন্ডার/দ্বাদশ প্লেয়ার)।




উইজডেনের সেরা স্কোয়াড 


ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট উইজডেনের বিবেচনায় এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা স্কোয়াড দেখে নিন।

উইজডেনের বিবেচনায় এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা স্কোয়াডে ইংল্যান্ডের পাঁচজন ,পাকিস্তানের দুইজন, নিউজিল্যান্ডের একজন,ভারতের একজন, দক্ষিণ আফ্রিকার একজন ও জিম্বাবুয়ের একজন প্লেয়ার রয়েছেন।

জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক/ওপেনার), আলেক্স হেলস(ওপেনার),বেন স্টোকস(ওয়ানডাউন ব্যাটার/অলরাউন্ডার),সূর্যকুমার যাদব(৪ নম্বর ব্যাটার),গ্লেন ফিলিপস(৫ নম্বর ব্যাটার/অলরাউন্ডার), সিকান্দার রাজা(৬ নম্বর ব্যাটার/অলরাউন্ডার),শাদাব খান(৭ নম্বর ব্যাটার/স্পিনার),স্যাম কারেন(৮নম্বর ব্যাটার/পেসার),আদিল রশিদ(৯ নম্বর ব্যাটার/স্পিনার),এনরিক নরকিয়া (পেসার)ও শাহীন শাহ আফ্রিদি(পেসার)।



ইএসপিএন ক্রিকইনফোর সেরা স্কোয়াড 


ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন  ক্রিকইনফোর বিবেচনায় ২০২২ টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা স্কোয়াড দেখে নিন।

ইএসপিএন ক্রিকইনফোর বিবেচনায় এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা স্কোয়াডে ইংল্যান্ডের চারজন , ভারতের তিনজন, নিউজিল্যান্ডের একজন, পাকিস্তানের একজন, দক্ষিণ আফ্রিকার একজন, আয়ারল্যান্ডের একজন ও জিম্বাবুয়ের একজন প্লেয়ার রয়েছেন।

জস বাটলার ( অধিনায়ক/উইকেটরক্ষক/ওপেনার),আলেক্স হেলস (ওপেনার),বিরাট কোহলি (ওয়ানডাউন ব্যাটার),সূর্যকুমার যাদব (৪ নম্বর ব্যাটার),গ্লেন ফিলিপস (৫ নম্বর ব্যাটার/ অলরাউন্ডার), সিকান্দার রাজা (৬ নম্বর ব্যাটার/অলরাউন্ডার),সাদাব খান (স্পিনার),স্যাম কারেন (পেসার),মার্ক উড (পেসার),জস লিটল (পেসার), এনরিক নরকিয়া (পেসার),হ্নাদিক পান্ডিয়া (অলরাউন্ডার/দ্বাদশ প্লেয়ার)।