WHAT'S NEW?
Loading...

জাতীয় ক্রিকেট লিগের সেরা পারফরমার

                                                                

                                       ছবি : চ্যাম্পিয়ন রংপুর বিভাগ



প্রিয় ক্রিকেট ডটকমঃ জাতীয় ক্রিকেট লিগের এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। দেশের প্রথমশ্রেণীর ক্রিকেটের গুরুত্বপূর্ণ এই  টুর্নামেন্টের  ২৪তম আসর সম্প্রতি সমাপ্ত হয়। জাতীয় ক্রিকেট লিগের এবারের আসরের সেরা পারফরমারদের পরিসংখ্যান দেখে নিন।


সেরা পাঁচ ব্যাটার 


জাতীয় ক্রিকেট লিগের এবারের (২৪তম) আসরে ব্যাট হাতে সবচেয়ে সফল ছিলেন সিলেট বিভাগের জাকির হাসান (৪৪২ রান করেছেন) । এবারের জাতীয় ক্রিকেট লিগের সেরা পাঁচ ব্যাটারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।


১. জাকির হাসান (সিলেট বিভাগ) - ৮ ইনিংসে ৪৪২ রান।

২. জহুরুল ইসলাম ( রাজশাহী বিভাগ) - ৯ ইনিংসে ৩৯৫ রান।

৩. তৌফিক তুষার (সিলেট বিভাগ) - ১০ ইনিংসে ৩৮৯ রান।

৪. সালমান ইমন ( বরিশাল বিভাগ) -১২ ইনিংসে ৩৮৯ রান।

৫. আব্দুল মজিদ ( ঢাকা বিভাগ) - ১০ ইনিংসে ৩৬৩ রান।



সেরা পাঁচ বোলার 


জাতীয় ক্রিকেট লিগের এবারের (২৪ তম ) আসরে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ঢাকা বিভাগের সুমন খান (৩৩টি উইকেট নিয়েছেন)। এবারের জাতীয় ক্রিকেট লিগের সেরা পাঁচ বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।

১. সুমন খান (ঢাকা বিভাগ) - ১১ ইনিংসে ৩৩ উইকেট।

২. নাহিদ রানা ( রাজশাহী বিভাগ) - ১১ ইনিংসে ৩২ উইকেট।

৩. নাবিল সামাদ ( সিলেট বিভাগ) - ৯ ইনিংসে ২৮ উইকেট।

৪. হাসান মুরাদ ( চট্টগ্ৰাম বিভাগ) - ৯ ইনিংসে ২৮ উইকেট।

৫. সালাউদ্দিন সাকিল (ঢাকা বিভাগ) - ৯ ইনিংসে ২৭ উইকেট।