প্রিয় ক্রিকেট ডটকমঃ চলে এলো ফিফা ফুটবল বিশ্বকাপ। এই মাসের ২০ (২০ নভেম্বর) শুরু হবে এবারের ফুটবল বিশ্বকাপের মাঠের লড়াই। এবারের ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। ফুটবল বিশ্বকাপ এলে পুরো বিশ্বজুড়ে একধরনের ভিন্ন আমেজ সৃষ্টি হয় এবং ধারণা করা হচ্ছে এবারও এর ব্যতয় ঘটবে না।ফিফা ফুটবল বিশ্বকাপের কিছু অজানা তথ্য (ফুটবল বিশ্বকাপ ফ্যাক্টস) এখানে তুলে ধরার চেষ্টা করছি(তথ্যসূত্র : ফ্যাক্টস ডটনেট)।
ফুটবল বিশ্বকাপ সবচেয়ে জনপ্রিয় ক্রিড়া ইভেন্ট
ফিফা ফুটবল বিশ্বকাপের বিভিন্ন অজানা তথ্যের মধ্যে একটি হচ্ছে এটি সবচেয়ে জনপ্রিয় বৈশ্বিক ক্রিড়া ইভেন্ট।আর কোন বৈশ্বিক ক্রিড়া ইভেন্টে ফিফা ফুটবল বিশ্বকাপের এতো দর্শক উন্মাদনা দেখা যায় না। এছাড়া ফুটবল বিশ্বকাপ বিশ্বজুড়ে সবচেয়ে বেশিসংখ্যক দর্শক দেখে থাকেন।
ব্রাজিল সবচেয়ে সফল টিম
ফিফা ফুটবল বিশ্বকাপের এযাবতকালের রেকর্ড অনুযায়ী ব্রাজিল সবচেয়ে সফল টিম। ব্রাজিল ইতোমধ্যে সর্বাধিক পাঁচবার(১৯৫৮,১৯৬২,১৯৭০,১৯৯৪,২০০২) ফিফা ফুটবল বিশ্বকাপ শিরোপা জিতেছে। এছাড়া ব্রাজিল ইতোমধ্যে এগারোবার ফুটবল বিশ্বকাপের সেমিতে খেলেছে।
ফুটবল বিশ্বকাপ চারবছর পর পর হয়ে থাকে
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা ফুটবল বিশ্বকাপ প্রতি চার বছর পর অনুষ্ঠিত হয়।
বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২-৪৬ ফুটবল বিশ্বকাপ হয়নি
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রিড়া ইভেন্টে একবার স্থগিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২-১৯৪৬ সাল পর্যন্ত ফুটবল বিশ্বকাপ স্থগিত ছিল।
ফুটবল বিশ্বকাপ প্রথমে ছিল জুলেরিমে ট্রফি
ফিফা ফুটবল বিশ্বকাপ শুরুতে জুলেরিমে (জুলেরিমে ফিফার সাবেক প্রেসিডেন্ট) ট্রফি নামে পরিচিত ছিল। উল্লেখ্য, জুলেরিমে ফিফার প্রেসিডেন্ট থাকাকালে ফুটবলের এই বৈশ্বিক আসর শুরু হয় তাই তাঁর নামে এর নামকরণ করা হয়।তবে পরবর্তীতে এই ট্রফির নামকরণ করা হয় 'দি ফিফা ওয়ার্ল্ডকাপ ট্রফি'।
চুরি হয় জুলেরিমে ট্রফি
ব্রাজিল ১৯৭০ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ (তখনকার জুলেরিমে ট্রফি) শিরোপা জেতে। সেটিই ছিল জুলেরিমে ট্রফির শেষ আসর। এবং ফিফার সিদ্ধান্ত অনুযায়ী ব্রাজিল স্থায়ীভাবে জুলেরিমে ট্রফি তাদের দেশে নিয়ে যায়।তবে ১৯৮৩ সালে জুলেরিমে ট্রফি ব্রাজিল থেকে চুরি হয়।
এশিয়ায় প্রথম ফুটবল বিশ্বকাপ
২০০২ সালে এশিয়া মহাদেশে প্রথমবার ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় । এশিয়ায় প্রথমবার ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ ছিল দক্ষিণ কোরিয়া ও জাপান।
ফিফার এক্সিকিউটিভ কমিটি আয়োজক নির্ধারণ করে
ফিফা ফুটবল বিশ্বকাপ কোন দেশে আয়োজন করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ফিফার এক্সিকিউটিভ কমিটি। এক্ষেত্রে আগ্ৰহী দেশগুলো থেকে বহুমাত্রিক যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্বকাপে সর্বাধিক গোল জার্মানির
ফিফা ফুটবল বিশ্বকাপের এযাবতকালের রেকর্ড অনুযায়ী সবচেয়ে বেশি গোল করেছে জার্মানি। জার্মানি ফুটবল বিশ্বকাপে ইতোমধ্যে ২২৪টি গোল করেছে যা ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ড।
ব্রাজিল সব বিশ্বকাপে অংশ নিয়েছে
ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে ব্রাজিল সবগুলো আসরে খেলেছে। সেইসাথে ব্রাজিল সর্বাধিক পাঁচবার ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে।
সর্বাধিক ম্যাচ খেলেছে জার্মানি
ফিফা ফুটবল বিশ্বকাপে ইতোমধ্যে সর্বাধিক ম্যাচ খেলেছে জার্মানি।জার্মানরা ইতোমধ্যে ফুটবল বিশ্বকাপে ১০৬টি ম্যাচ খেলেছে।
ফিফা বিশ্বকাপে প্লেয়ারদের ছয়টি পুরস্কার দেয়া হয়
ফিফা ফুটবল বিশ্বকাপে সেরা প্লেয়ারদের ছয়টি পুরস্কার দেয়া হয়। ফুটবল বিশ্বকাপে সেরা প্লেয়ারদের জন্য নির্ধারিত ছয়টি পুরস্কার হচ্ছে যথাক্রমে গোল্ডেন বল, সিলভার বল,ব্রোঞ্জ বল,গোল্ডেন বুট, সিলভার বুট,ব্রোঞ্জ বুট।
আটটি দেশ ফুটবল বিশ্বকাপ জিতেছে
ইতোমধ্যে আটটি দেশ ফিফা ফুটবল বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। এছাড়া উল্লেখ্য ফুটবল বিশ্বকাপের সবগুলো ট্রফি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দেশগুলো জিতেছে।যেসব দেশ ফুটবল সেগুলো হলো - ব্রাজিল, জার্মানি, ইতালি, আর্জেন্টিনা, উরুগুয়ে,ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেন।
পেলে সর্বোচ্চ তিনবার বিশ্বকাপ জিতেছেন
পেলে সর্বোচ্চ তিনবার (১৯৫৮,১৯৬২,১৯৭০) ব্রাজিলের হয়ে ফিফা ফুটবল বিশ্বকাপ জিতেছেন।
মিরোস্লাভ ক্লোসার সর্বাধিক বিশ্বকাপ গোল
জার্মান ফুটবলার মিরোস্লাভ ক্লোসা ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল (১৬টি) করেছেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন