ছবি: বিরাট কোহলি
প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংল্যান্ড।২০২২ টিটুয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড পাকিস্তানকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।এটি ইংলিশদের দ্বিতীয় টিটুয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ের রেকর্ড। এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা পারফরমারদের(শীর্ষ ৫ ব্যাটার ও শীর্ষ ৫ বোলার) পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
সেরা ৫ ব্যাটার
এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে অনেকেই সফলতা দেখিয়েছেন এক্ষেত্রে ভারতের বিরাট কোহলি শীর্ষে রয়েছেন। এছাড়া নেদারল্যান্ডসের ম্যাক্স ওডুয়াড , ভারতের সূর্যকুমার যাদব, ইংল্যান্ডের জস বাটলার, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও পাথুন নিশাঙ্কা, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ,ইংল্যান্ডের আলেক্স হেলস, আয়ারল্যান্ডের লরকান টাকার, নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস এবার দারুণ ব্যাটিং করেছেন। ২০২২ ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা ৫ ব্যাটারের পরিসংখ্যান দেখে নিন।
১. বিরাট কোহলি (ভারত) - ৬ ম্যাচে ২৯৬ রান।
২. ম্যাক্স ওডুয়াড ( নেদারল্যান্ডস) - ৮ ম্যাচে ২৪২ রান।
৩. সূর্যকুমার যাদব ( ভারত) - ৬ ম্যাচে ২৩৯ রান।
৪. জস বাটলার (ইংল্যান্ড) - ৬ ম্যাচে ২২৫ রান।
৫. কুশল মেন্ডিস ( শ্রীলঙ্কা) - ৮ ম্যাচে ২২৩ রান।
সেরা ৫ বোলার
সদ্যসমাপ্ত ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে বল হাতে অনেকেই সাফল্য পেয়েছেন।ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সর্বাধিক উইকেট শিকারি ছিলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এছাড়া এবারের টিটুয়েন্টি বিশ্বকাপের সফল বোলারদের মধ্যে অন্যতম হচ্ছেন ইংল্যান্ডের স্যাম কারেন, নেদারল্যান্ডসের বাচ ডি লিডি, জিম্বাবুয়ের ব্লেজিং মুজারাবানি, দক্ষিণ আফ্রিকার এনরিক নরকিয়া, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান, নেদারল্যান্ডসের পল ভান মিকিরিন, আয়ারল্যান্ডের জস লিটল, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ।২০২২ ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা ৫ বোলারের পরিসংখ্যান দেখে নিন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন