WHAT'S NEW?
Loading...

টিটুয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতল ইংল্যান্ড

                                                                  
                                         ছবি: চ্যাম্পিয়ন ইংল্যান্ড টিম


প্রিয় ক্রিকেট ডটকমঃ অনেক জল্পনা কল্পনা আর বিচার বিশ্লেষণের অবসান ঘটিয়ে এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড।এটি ইংলিশদের দ্বিতীয় টিটুয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়। ২০২২ টিটুয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জয় করে। এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়, সর্বাধিক চার-ছক্কা, সর্বোচ্চ উইকেট শিকারি ,প্রাইজমানি ইত্যাদি এখানে তুলে ধরা হলো। 


২০২২ টিটুয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন 

এবারের(২০২২) ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে  চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। ফাইনালে ইংল্যান্ড পাকিস্তানকে ৫ উইকেটে পরাজিত করে।

২০২২ টিটুয়েন্টি বিশ্বকাপ রানার্সআপ 

এবারের ম্যানস(২০২২) টিটুয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হয়েছে পাকিস্তান।


টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা প্লেয়ার 

ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেন এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা প্লেয়ারের (প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট) পুরস্কার পেয়েছেন।


ফাইনালের সেরা প্লেয়ার

এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপ ফাইনালের সেরা প্লেয়ারের পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেন।


সর্বাধিক রান 

ভারতের ব্যাটার বিরাট কোহলি (২৯৬ রান) ২০২২ ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক রান করেছেন ।


সর্বোচ্চ ব্যক্তিগত  ইনিংস

দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাইলি রুশো (১০৯ রান) এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেন।


সর্বাধিক উইকেট

২০২২ ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারি ছিলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৫ উইকেট)।


সেরা বোলিং ফিগার 

ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সেরা বোলিং ফিগার ইংল্যান্ডের অলরাউন্ডার স্যামকারেনের (৫/১০)।


সর্বাধিক ছক্কা 

এবারের আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা (১১টি)।


সর্বাধিক চার 

এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি চার মেরেছেন ভারতের ব্যাটার সূর্যকুমার যাদব (২৬টি)।

প্রাইজমানি 

ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের এবারের চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার ( ১৬ কোটি টাকা)। রানার্সআপ দল পাবে ৮ লাখ ডলার (৮ কোটি টাকা)। সেমিতে খেলা প্রতিটি দল  ৪ লাখ ডলার (৪কোটি টাকা) করে পাবে। সুপার টুয়েলভে খেলা প্রতিটি দল  ৭০ হাজার ডলার (৭০লাখ টাকা) করে পাবে। এছাড়া প্রতি ম্যাচ জয়ের জন্য প্রাইজমানি ৪০ হাজার ডলার (৪০ লাখ টাকা)। সেইসাথে প্রথম রাউন্ড থেকে বাদ পড়া দলগুলো ৪০ হাজার ডলার (৪০ লাখ টাকা) করে পাবে।