WHAT'S NEW?
Loading...

ভারতের টিটুয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার কারণ

                                                               


প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের বড় এক অঘটন হচ্ছে সেমি থেকে ভারতের বিদায়। এবং ভারতের এভাবে তীরে এসে তরী ডোবা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্লাটফর্মে ব্যাপক ট্রল দেখা যাচ্ছে।আর এসবের পেছনে মূল প্রভাবক হিসেবে রয়েছে টিটুয়েন্টি ক্রিকেটে দলটির ব্যাপক জনপ্রিয়তা এবং দলটির প্রতি সাপোর্টারদের প্রত্যাশা। যদিও শেষপর্যন্ত ক্রিকেটে বিশেষত টিটুয়েন্টি ক্রিকেটে পরিসংখ্যান বা দর্শকপ্রিয়তার মূল্য কতটুকু তা প্রশ্নসাপেক্ষ। আসুন ভারতের এবারের টিটুয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার কারণগুলো দেখে নেই।


টিম নির্বাচনে ভুল 


ভারতের এবারের টিটুয়েন্টি বিশ্বকাপ টিম দেখেই মনে হয়েছিল দলটি এবার উইকেট নয় বরং অভিজ্ঞ পারফর্মারদের উপর নির্ভর করেছে। যদিও অষ্ট্রেলিয়ার উইকেটে অফফর্মে থাকা রোহিত শর্মা(৬ ম্যাচে ১১৬ রান করেছেন), কেএল রাহুলের(৬ ম্যাচে ১২৮ রান করেছেন) বিকল্প নিয়ে টিম ম্যানেজমেন্ট ভাবেনি।এক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট সম্ভবত কিছুটা অতিআত্মবিশ্বাসী  ছিল । এবং এরফলে ভারতকে টিটুয়েন্টি বিশ্বকাপে ভুগতে হয়েছে। তাছাড়া দীনেশ কার্তিককে দলে নিয়ে খুব বেশি লাভ হয়নি।শুরু থেকেই দীনেশ কার্তিকের চেয়ে ঋষভ পন্তের উপর বেশি নির্ভর করা উচিত ছিল।কেএল রাহুলের অফফর্ম যাচ্ছে তাই শুরু থেকে দীপক হুদাকে সুযোগ দিলে সম্ভবত বেশি কাজে দিত। তাছাড়া রবীন্দ্র জাদেজার বিকল্প হিসেবে অতিরিক্ত একজন ব্যাটার হিসেবে গিলকে দলে নিলে ভালো হতো।



রোহিত ও  রাহুলের ব্যর্থতা 


ভারতের এবারের টিটুয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পেছনে ব্যাটার রোহিত শর্মা ও কেএল রাহুলের ব্যর্থতা প্রধানত দায়ী। যদিও বিরাট কোহলি ফর্মে ফেরায় ভারত সেমিতে যেতে পেরেছে। ব্যাট হাতে রোহিত শর্মা ও কেএল রাহুলের ব্যর্থতায় কোহলি,সূর্যকুমার যাদব ও হ্নাদিক পান্ডিয়াকে বারবার টপঅর্ডার ও মিডল অর্ডারের দায়িত্ব নিতে হয়েছে।এরফলে লেট মিডল অর্ডারে একটি বড় গ্যাপ দেখা গেছে। এখানে দীনেশ কার্তিক যথাযথ দায়িত্ব পালন করতে পারেননি। এছাড়া এখানে রবীন্দ্র জাদেজার অভাব বারবার দেখা গেছে।তবে যেহেতু জাদেজা ইনজুরির কারণে বাদ পড়েন তাই এখানে দীপক হুদাকে শুরু থেকে খেলালে ভালো হতো। তাছাড়া শুভমান গিলকে মূল দলে রাখা উচিত ছিল।দীনেশ কার্তিকের জায়গায় গিলকে লেট মিডলঅর্ডার ব্যাটার হিসেবে খেলানো যেত।



রবীন্দ্র জাদেজার বিকল্প ছিলনা 


ভারতের টিটুয়েন্টি দলের এক বড় চালিকাশক্তি যে রবীন্দ্র জাদেজা সেটি এবারের টিটুয়েন্টি বিশ্বকাপে আবার প্রমাণিত হয়েছে।সেরা ব্রেকথ্রো বোলার এবং লেট মিডলঅর্ডার ব্যাটার হিসেবে রবীন্দ্র জাদেজার বিকল্প ভারতীয় দলে নেই।এরফলে এবার রোহিত শর্মা বারবার অসহায় হয়েছেন। যদিও অক্ষয় প্যাটেলকে জাদেজার বিকল্প ভাবা হয়েছিল কিন্তু অষ্ট্রেলিয়ার উইকেটে তরুণ অক্ষয় প্যাটেল জাদেজার বিকল্প হয়ে উঠতে পারেননি। এখানে ভারতের টিম ম্যানেজমেন্টের আরও কিছুটা বিচক্ষণ হওয়া উচিত ছিল । 


ভুল পেস অ্যাটাক  নির্বাচন


ভারতের এবারের টিটুয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পেছনে ভুল পেস অ্যাটাক নির্বাচনও দায়ী। তরুণ পেসার অশ্বদীপ সিংয়ের উপর বেশি চাপ পড়েছে। যদিও এখানে ভারতের টিম ম্যানেজমেন্ট সম্ভবত পেস অ্যাটাকে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন করতে চেয়েছে।তবে টিটুয়েন্টি বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে এরকম (ডানহাতি-বাঁহাতি) কম্বিনেশন শেষপর্যন্ত কতটুকু সফল হয় তাও এক বড় প্রশ্ন। অথচ এখানে অভিজ্ঞ পেসার শার্দুল ঠাকুর বা দীপক চাহার মূলদলে থাকলে পেস অ্যাটাক সমৃদ্ধ হতো এবং সেইসাথে লেট অর্ডারে  একজন অতিরিক্ত ব্যাটার থাকতো।