WHAT'S NEW?
Loading...

টিটুয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল ব্যাটার

                                                                
                                                 ছবি: বিরাট কোহলি

                                           

প্রিয় ক্রিকেট ডটকমঃ আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে অনেকেই সফলতা দেখিয়েছেন। ভারতের ব্যাটার বিরাট কোহলি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ব্যাট হাতে সবচেয়ে সফল ।কোহলি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে  সর্বাধিক রানের (১০৬৫ রান) মালিক। এছাড়া টিটুয়েন্টি বিশ্বকাপের শীর্ষ ব্যাটারদের তালিকায় উল্লেখযোগ্য ব্যাটার হিসেবে রয়েছেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে,ভারতের রোহিত শর্মা, ওয়েষ্ট ইন্ডিজের ক্রিস গেইল, শ্রীলঙ্কার তিলকেরত্নে দিলশান,অষ্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, বাংলাদেশের সাকিব আল হাসান, ইংল্যান্ডের জস বাটলার । আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল ১০ ব্যাটারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।বিরাট কোহলি 


আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল ১০ ব্যাটারের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের বিরাট কোহলি।কোহলি টিটুয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যে ২৫ ম্যাচ খেলে ১০৬৫ রান করেছেন।


মাহেলা জয়াবর্ধনে 


আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল ১০ ব্যাটারের  তালিকায় সাবেক লংকান ব্যাটার মাহেলা জয়াবর্ধনের নাম রয়েছে। জয়াবর্ধনে আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ৩১ ম্যাচ খেলে ১০১৬ রান করেন।

ক্রিস গেইল 


উইন্ডিজ ব্যাটার ক্রিস গেইল(৩৩ ম্যাচে ৯৬৫ রান করেছেন) আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার।


রোহিত শর্মা 


ভারতের রোহিত শর্মা (৩৭ ম্যাচে ৯২১ রান)  টিটুয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল ১০ ব্যাটারের তালিকায় রয়েছেন।


তিলকেরত্নে দিলসান 


সাবেক লংকান ব্যাটার তিলকেরত্নে দিলসান (৩৫ ম্যাচে ৮৯৭ রান)আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ১০ ব্যাটারের মধ্যে অন্যতম।


ডেভিড ওয়ার্নার 


অষ্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার ডেভিড ওয়ার্নার( ৩৩ ম্যাচে ৭৮১ রান)ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল ১০ ব্যাটারের তালিকায় রয়েছেন।


সাকিব আল হাসান 


বাংলাদেশের সাকিব আল হাসান আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল ১০ ব্যাটারের তালিকায় রয়েছেন। উল্লেখ্য সাকিব ইতোমধ্যে ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ৩৫ ম্যাচ খেলে ৭৪২ রান করেছেন।


এবি ডি ভিলিয়ার্স 


প্রোটিয়া ব্যাটার এবি ডি ভিলিয়ার্স (৩০ ম্যাচে ৭১৭ রান)  ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল ১০ ব্যাটারের অন্যতম।


জস বাটলার 


আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ১০ ব্যাটারের তালিকায় ইংল্যান্ডের জস বাটলারও রয়েছেন। বাটলার ইতোমধ্যে ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ২৪ ম্যাচ খেলে ৬৬৫ রান করেছেন।


কুমার সাঙ্গাকারা 


সাবেক লংকান ব্যাটার কুমার সাঙ্গাকারা( ৩১ ম্যাচে ৬৬১ রান) আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার।