WHAT'S NEW?
Loading...

আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজসূচি

                                                                  


প্রিয় ক্রিকেট ডটকমঃ ডিসেম্বর মাসের প্রথমদিকে আরেকটি বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ শুরু হতে যাচ্ছে।  আগামী ৪ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ-ভারত প্রথম ওয়ানডে। দীর্ঘ ৭বছর পর ভারত বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসছে। ভারতের বিপক্ষে এবারের হোম সিরিজে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। আসন্ন বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজের বিস্তারিত সূচি এবং এ দু'দলের মধ্যকার টেস্ট ও ওয়ানডে রেকর্ডচিত্র এখানে তুলে ধরছি।


ওয়ানডে সিরিজ সূচি 


৪ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সিরিজের  প্রথম ওয়ানডে ।৭ ও ১০ ডিসেম্বর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।আসন্ন বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের সূচি দেখে নিন।

প্রথম ওয়ানডে 


৪ ডিসেম্বর, ভেন্যু- মিরপুর।


দ্বিতীয় ওয়ানডে 


৭ ডিসেম্বর, ভেন্যু- মিরপুর ।

তৃতীয় ওয়ানডে 


১০ ডিসেম্বর , ভেন্যু- চট্রগ্রাম।



টেস্ট সিরিজ সূচি 


এবারের বাংলাদেশ সফরে ভারতীয় টিম দুটি টেস্ট ম্যাচ খেলবে। আগামী ১৪ ডিসেম্বর চট্রগ্রামে প্রথম টেস্ট শুরু হবে। এছাড়া দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর। আসন্ন বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজসূচি দেখে নিন।


প্রথম টেস্ট 


১৪-১৮ ডিসেম্বর , ভেন্যু- চট্রগ্রাম।


দ্বিতীয় টেস্ট 


২২-২৬ ডিসেম্বর , ভেন্যু-মিরপুর।


বাংলাদেশ-ভারত ওয়ানডে রেকর্ড 


বাংলাদেশ ও ভারতের মধ্যে ইতোমধ্যে  ৩৬টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে বাংলাদেশ ৫টিতে জয়লাভ করেছে এবং ভারত ৩০টিতে জয়লাভ করেছে। এছাড়া এ দু'দলের মধ্যকার ১টি ওয়ানডে ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি।

সেরা ওয়ানডে ব্যাটার 


ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ইতোমধ্যে বাংলাদেশের হয়ে সর্বাধিক রান করেছেন মুশফিকুর রহিম (৬২৮ রান)।তবে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি লিটন দাসের(১২১ রান)। এছাড়া বাংলাদেশের বিপক্ষে ভারতের সবচেয়ে সফল ওয়ানডে ব্যাটার বিরাট কোহলি (৬৮০ রান)। তবে বাংলাদেশের বিপক্ষে ভারতের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি বীরেন্দর শেবাগের(১৭৫ রান)।

সেরা ওয়ানডে বোলার 


ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি মাশরাফি বিন মুর্তজা (২৩উইকেট)। এছাড়া ভারতীয় বোলারদের মধ্যে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি অজিত আগারকার (১৬ উইকেট)।

বাংলাদেশ-ভারত টেষ্ট রেকর্ড 


বাংলাদেশ ও ভারতের মধ্যে ইতোমধ্যে ১১টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে ভারত ৯টিতে জয়লাভ করেছে এবং এ দু'দলের মধ্যকার ২টি টেস্ট ম্যাচ ড্র হয়েছে।

সেরা টেস্ট ব্যাটার 


ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম (৫১৮ রান)। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি মোঃ আশরাফুলের (অপরাজিত ১৫৮ রান)। বাংলাদেশের বিপক্ষে ভারতের সবচেয়ে সফল টেস্ট ব্যাটার(সর্বোচ্চ রান সংগ্রাহক) শচিন টেন্ডুলকার (৮২০ রান)। সেইসাথে টেষ্টে বাংলাদেশের বিপক্ষে ভারতের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটিও শচিন টেন্ডুলকারের (অপরাজিত ২৪৮ রান)।

সেরা টেস্ট বোলার 


ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার (সর্বোচ্চ উইকেট শিকারি) মোঃ রফিক (১৫ উইকেট)। এছাড়া বাংলাদেশের বিপক্ষে ভারতের সবচেয়ে সফল টেস্ট বোলার(সর্বোচ্চ উইকেট শিকারি ) জহির খান (৩১উইকেট)।


আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাইবার্গের অবসর

                                                                
                                               ছবি: স্টিফেন মাইবার্গ


প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন নেদারল্যান্ডসের ক্রিকেটার স্টিফেন মাইবার্গ । এবারের টিটুয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায় নেদারল্যান্ডস এবং সেই ম্যাচ শেষে নিজের অবসরের ঘোষণা দেন মাইবার্গ। উল্লেখ্য স্টিফেন মাইবার্গ নেদারল্যান্ডসের হয়ে ২২টি ওয়ানডে ও ৪৫টি টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন। স্টিফেন মাইবার্গের ক্যারিয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এখানে তুলে ধরা হলো।


ওয়ানডে ক্যারিয়ার 


স্টিফেন মাইবার্গের ওয়ানডে অভিষেক হয় ২০১১ সালে কেনিয়ার বিপক্ষে।তারপর অবসর নেয়ার আগ পর্যন্ত এই ডাচ ব্যাটার ২২টি ওয়ানডে খেলে ৫২৭ রান করেন। ওয়ানডে ক্রিকেটে মাইবার্গের ৪টি ফিফটি রয়েছে।


টিটুয়েন্টি ক্যারিয়ার 


২০১২ সালে কানাডার বিপক্ষে স্টিফেন মাইবার্গের টিটুয়েন্টি অভিষেক ।মাইবার্গের অবসর নেয়ার আগ পর্যন্ত মোট ৪৫টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলে  ৯১৫ রান করেছেন। সেইসাথে ওয়ানডে ক্রিকেটে মাইবার্গের ৫টি ফিফটি রয়েছে।


ফাষ্টক্লাস ক্যারিয়ার 


স্টিফেন মাইবার্গ ইতোমধ্যে ২৩টি ফাষ্টক্লাস ম্যাচ খেলেছেন যেখানে তাঁর ৩ ফিফটিসহ ৭৬০ রান রয়েছে।


মাইবার্গের অজানা রেকর্ড 


স্টিফেন মাইবার্গের ক্যারিয়ারের কিছু অজানা রেকর্ড এখানে তুলে ধরা হলো।

ক্রিকেট শুরু দক্ষিণ আফ্রিকায় 


স্টিফেন মাইবার্গের জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ আফ্রিকায়। এছাড়া ফাষ্টক্লাস ক্রিকেটে অভিষেকও দক্ষিণ আফ্রিকায়।তবে পরবর্তীতে মাইবার্গ নেদারল্যান্ডসে চলে যান এবং এই ডাচ ব্যাটারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নেদারল্যান্ডসের হয়ে।

টিটুয়েন্টি বিশ্বকাপে  দ্রুততম ফিফটি 


স্টিফেন মাইবার্গ ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় দ্রুততম ফিফটির রুপকার।২০১৪ সালের টিটুয়েন্টি বিশ্বকাপে এই ডাচ ব্যাটার আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১৭ বলে ফিফটি করেন।

২০২২ এলপিএলের নতুন সূচি ও অন্যান্য

                                                                 


প্রিয় ক্রিকেট ডটকমঃ জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টিটুয়েন্টি আসর লংকান প্রিমিয়ার লিগের (এলপিএল) ২০২২ সালের সংস্করণ শুরু হতে আর খুব বেশি দিন বাকি নেই। ইতোমধ্যে এবারের এলপিএলের প্লেয়ার ড্রাফটও সম্পন্ন হয়েছে।আগামী ৬ ডিসেম্বর মাঠে গড়াবে এলপিএলের এবারের আসর। এছাড়া এবারের এলপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। এখানে ২০২২ এলপিএলের  সূচি,ভেন্যু ও স্কোয়াডের বিস্তারিত তুলে ধরা হলো।


২০২২ এলপিএলের  সূচি 


২০২২ সালের লংকান প্রিমিয়ার লিগ  ৬ ডিসেম্বর-২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।লংকান প্রিমিয়ার লিগ শুরুর নতুন তারিখ ৬ ডিসেম্বর। এবং ইতোমধ্যে এলপিএলের নতুন সূচি প্রকাশ করা হয়েছে। এবারের এলপিএলের সূচি দেখে নিন।

                                                                 


২০২২ এলপিএলের ভেন্যু 


এবারের লংকান প্রিমিয়ার লিগের  (এলপিএল) ম্যাচগুলো যথাক্রমে মাহিন্দ্র রাজাপাকসে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম(হাম্মানটোটা), পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম(পাল্লেকেলে) ও আর.প্রেমাদাসা স্টেডিয়ামে(কলম্বো) অনুষ্ঠিত হবে।



২০২২ এলপিএলের পাঁচ স্কোয়াড 


ইতোমধ্যে লংকান প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট সম্পন্ন হয়েছে।ড্রাফট শেষে কেমন হলো টিমগুলো সেটি এখানে দেখে নিন।


ক্যান্ডি ফ্যালকন্স 


ক্যান্ডি ফ্যালকন্স দারুণ একটি টিম করেছে।ক্যান্ডি ফ্যালকন্সে এবার বেশকজন সেরা টিটুয়েন্টি প্লেয়ার রয়েছেন।ক্যান্ডিতে তারকা প্লেয়ারদের মধ্যে রয়েছেন কার্লোস ব্রাথওয়েট,ওয়ানিন্দু হাসারাঙ্গা,আন্দ্রে ফ্লেচার,ফেবিয়ান এলেন,ইশুরু উদানা,ডেওয়াল্ড ব্রেভিস।এবং সবকিছু মিলিয়ে ক্যান্ডি ফ্যালকন্সকে এবার অন্যতম শিরোপাপ্রত্যাশী টিম বলা যায়।


স্কোয়াড: কার্লোস ব্র্যাথওয়েট, ক্রিস গ্ৰিন,ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, কামিন্দু মেন্ডিস, ফ্যাবিয়ান অ্যালেন, আন্দ্রে ফ্লেচার, ইসুরু উদানা, ডেওয়াল্ড ব্রেভিস, মাথীষা পাথিরানা, আশেন বান্দারা, উসমান শিনওয়ারি, আশান প্রিয়াঞ্জান, মিনোদ ভানুকা, আহমেদ ডেনিয়াল,আভিষ্কা পেরেরা, আশিয়ান ড্যানিয়েল, পাথুম নিশাঙ্কা,মালিন্দা পুষ্পকুমারা, জানিথ লিয়ানাগে, লাসিথ আবেয়রত্নে, কাভেন বান্দারা।

 

জাফনা কিংস 


জাফনা কিংস এবার তারকাসমৃদ্ধ টিম করেছে।এই টিমে এভিন লুইস,থিসারা পেরেরা,ধনঞ্জয়া ডি সিলভা,মাহিশ থিকশানা, প্রবীণ জয়াবিক্রমা,শোয়েব মালিকের মতো তারকা প্লেয়াররা রয়েছেন।


স্কোয়াড: এভিন লুইস, থিসারা পেরেরা, হার্ডাস ভিলযোএন, ধনঞ্জয়া ডি সিলভা, শোয়েব মালিক, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েল্লালাগে, প্রবীণ জয়াবিক্রমা, শাহনওয়াজ দাহানি, রহমানউল্লাহ গুরবাজ, বিনুরা ফার্নান্ডো, ট্রিস্তান স্টাবস, সুমিন্দা লক্ষণ, সাদিরা সামারাবিক্রমা, দিলশান মাদুশঙ্কা, নিপুন ধনঞ্জয়া, বিজয়কান্ত বিয়াস্কান্ত, থিসান বিদুষণ, টি. দিনোশান, আশান রান্দিকা।




গল গ্ল্যাডিয়েটরস 


গল গ্ল্যাডিয়েটর্স এবারও যথারীতি ব্যালান্সড টিম করেছে।গল গ্ল্যাডিয়েটর্সে কুশল মেন্ডিস,দানুশকা গুণাথিলাকা,ইমাদ ওয়াসিম, জানেমান মালান,দুশমন্ত চামিরা,নুয়ান থুশারা,ফাহিম আশরাফের মতো তারকা টিটুয়েন্টি প্লেয়ার রয়েছেন।


স্কোয়াড:কুশল মেন্ডিস, ইমাদ ওয়াসিম, দানুশকা গুনাথিলাকা, ফাহিম আশরাফ, দুশমন্ত চামিরা, লক্ষণ সান্দাক্যান, নুয়ান থুশারা, আজম খান,পুলিনা থারাঙ্গা, জানেমান মালান, কায়েস আহমেদ, সরফরাজ আহমেদ, নুওয়ানিদু ফার্নান্ডো, নিমেশ বিমুক্তি, মোভিন সুবাসিংহ, নিপুন মালিঙ্গা, সাচিন্দু কলম্বাগে, লক্ষণ গামাগে, থারিন্দু কৌশল, সাম্মু আশাম।




ডাম্বুলা জায়ান্টস 


ডাম্বুলা জায়ান্টসও বেশ শক্তিশালী টিম করেছে।ডাম্বুলা জায়ান্টসে এবার তারকা প্লেয়ারদের মধ্যে রয়েছেন দাসুন শানাকা,ডি'আর্সি শর্ট,বেন কাটিং,রমেশ মেন্ডিস ,ভানুকা রাজাপাকসে,শেলডন কটরেল,নুয়ান প্রদীপ, হায়দার আলি,টিম সাইফার্ট। এবং সবকিছু বিবেচনায় ডাম্বুলা জায়ান্টসকে অন্যতম শিরোপাপ্রত্যাশী টিম বলা যায়।


স্কোয়াড: ডি’আর্সি শর্ট, দাসুন শানাকা, বেন কাটিং, রমেশ মেন্ডিস,ভানুকা রাজাপাকসে,শেলডন কটরেল, চতুরাঙ্গা ডি সিলভা, নুয়ান প্রদীপ, থারিন্দু রত্নায়েকে, সন্দীপ লামিছানে, টিম সাইফার্ট, হায়দার আলি, প্রমোদ মাদুশান, লাসিথ ক্রুসপুল্লে, কালানা পেরেরা, দিলুম সুদিরা, সাচিতা জয়তিলাকা, দুশান হেমন্ত, সাশা ডি অলউইস, রাবিন্দু ফার্নান্ডো।




কলম্বো স্টারস 


কলম্বো স্টারস এবার বেশ ব্যালান্সড টিম করেছে।এই টিমে এবার তারকা প্লেয়ারদের মধ্যে রয়েছেন দীনেশ চান্দিমাল,ডোয়েন প্রিটোরিয়াস,চারিথ আসালাঙ্কা,এঞ্জেলো ম্যাথিউস,নিরোশান ডিকওয়েলা,ডমিনিক ড্রেকস,আসিফ আলি,ফজল হক ফারুকি।


স্কোয়াড:দিনেশ চান্দিমাল, ডোয়েন প্রিটোরিয়াস, চারিথ আসালাঙ্কা,অ্যাঞ্জেলো ম্যাথিউস, আসিফ আলি, নিরোশান ডিকওয়েলা, নাভীন উল-হক, সিক্কুগে প্রসন্ন, ঈশান জয়রত্নে,জেফরি ভ্যান্ডারসে, ডমিনিক ড্রেকস, ফজলহক ফারুকি, ধনঞ্জয়া লক্ষণ, মুদিথা লক্ষণ, করিম জানাত,লক্ষীতা মানাসিংহে, কেভিন কোত্থিগোদা, চাথুরাঙ্গা কুমারা, নভোদ পারানাভিথানা, চামোদ বাট্টাগে। 




সাম্প্রতিক চাকরির খবর

                                                               

 


প্রিয় ক্রিকেট ডটকমঃ দেশের চাকরির বাজারের নতুন কিছু নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এখানে দেখে নিন।


স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ


স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন ফার্মাসিস্ট(ডিপ্লোমা) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


পদ : ফার্মাসিস্ট (ডিপ্লোমা)


পদসংখ্যা : ৬২৭ 


যোগ্যতা : স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্ৰি। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত এবং তফসিল-৩ অনুযায়ী গৃহিত পরীক্ষায় উত্তীর্ণ।


বয়স : ২০২২ সালের ১ নভেম্বর তারিখে ১৮ থেকে ৩০ বছর।তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।


বেতনস্কেল : গ্ৰেড-১১।


আবেদন প্রক্রিয়া : অনলাইন (ভিজিট http://dghsp.teletalk.com.bd)।


আবেদন ফি : সার্ভিস চার্জসহ ৩৩৪ টাকা।


আবেদনের শেষ তারিখ : ১৬ ডিসেম্বর,২০২২ (বিকাল ৫টা)।


সূত্র : প্রথম আলো অনলাইন 



কারা অধিদপ্তরে নিয়োগ 


বাংলাদেশ কারা অধিদপ্তরে কারারক্ষী পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


পদ : কারারক্ষী 


পদসংখ্যা : ৩৮৩ (পুরুষ - ২৯, নারী - ৩৫৪ ) 


যোগ্যতা 


ক. স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান ডিগ্ৰি। 

খ. ন্যূনতম শারীরিক যোগ্যতা : 

১.উচ্চতা (পুরুষ - ১.৬৭ মিটার,নারী- ১.৫৭ মিটার)। 

২.বুকের মাপ (পুরুষ - ৮১.২৮ সেমি,নারী - ৭৬.৮১ সেমি) । 

৩.ওজন (পুরুষ ৫২ কেজি,নারী ৪৫ কেজি) 


বৈবাহিক অবস্থা : অবিবাহিত হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য। 


বয়স : ১/১২/২০২২ তারিখে বয়স ১৮-২১ বছর।তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।


বেতনস্কেল : গ্ৰেড-১৭।


আবেদন প্রক্রিয়া: অনলাইন(ভিজিট http://prison.teletalk.com.bd)।


আবেদন ফি : সার্ভিস চার্জসহ ১১২ টাকা।



আবেদনের শেষ তারিখ : ১৭ ডিসেম্বর,২০২২।


সূত্র : এডুডেইলি ২৪ 



২০২২ টি২০ বিশ্বকাপের সেরা স্কোয়াড

                                                               


প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা স্কোয়াড নিয়ে বিশ্লেষকদের পাশাপাশি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট উইজডেন ও ইএসপিএন ক্রিকইনফো নিজেদের মূল্যায়ন প্রকাশ করেছে। উল্লেখ্য এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংল্যান্ড। ফাইনালে ইংল্যান্ড পাকিস্তানকে ৫ উইকেটে পরাজিত করে  চ্যাম্পিয়ন হয়। এখানে আইসিসি, উইজডেন ও ইএসপিএন ক্রিকইনফোর বিবেচনায় ২০২২ সালের সেরা টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড তুলে ধরছি।


আইসিসির সেরা স্কোয়াড 


আইসিসির বিবেচনায় এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা স্কোয়াড দেখে নিন।

আইসিসির বিবেচনায় এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা স্কোয়াডে ইংল্যান্ডের চারজন ,  ভারতের তিনজন প্লেয়ার,পাকিস্তানের দুইজন, নিউজিল্যান্ড,দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের একজন করে প্লেয়ার রয়েছেন। 

আলেক্স হেলস(ওপেনার),জস বাটলার(ওপেনার),বিরাট কোহলি(ওয়ানডাউন ব্যাটার),সূর্যকুমার যাদব(৪নম্বর ব্যাটার),গ্লেন ফিলিপস(৫ নম্বর ব্যাটার/অলরাউন্ডার), সিকান্দার রাজা(৬নম্বর ব্যাটার/অলরাউন্ডার),শাদাব খান(৭ নম্বর ব্যাটার/স্পিনার),স্যাম কারেন(পেসার), এনরিক নরকিয়া(পেসার),মার্ক উড(পেসার), শাহীন শাহ আফ্রিদি(পেসার),হ্নাদিক পান্ডিয়া(অলরাউন্ডার/দ্বাদশ প্লেয়ার)।




উইজডেনের সেরা স্কোয়াড 


ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট উইজডেনের বিবেচনায় এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা স্কোয়াড দেখে নিন।

উইজডেনের বিবেচনায় এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা স্কোয়াডে ইংল্যান্ডের পাঁচজন ,পাকিস্তানের দুইজন, নিউজিল্যান্ডের একজন,ভারতের একজন, দক্ষিণ আফ্রিকার একজন ও জিম্বাবুয়ের একজন প্লেয়ার রয়েছেন।

জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক/ওপেনার), আলেক্স হেলস(ওপেনার),বেন স্টোকস(ওয়ানডাউন ব্যাটার/অলরাউন্ডার),সূর্যকুমার যাদব(৪ নম্বর ব্যাটার),গ্লেন ফিলিপস(৫ নম্বর ব্যাটার/অলরাউন্ডার), সিকান্দার রাজা(৬ নম্বর ব্যাটার/অলরাউন্ডার),শাদাব খান(৭ নম্বর ব্যাটার/স্পিনার),স্যাম কারেন(৮নম্বর ব্যাটার/পেসার),আদিল রশিদ(৯ নম্বর ব্যাটার/স্পিনার),এনরিক নরকিয়া (পেসার)ও শাহীন শাহ আফ্রিদি(পেসার)।



ইএসপিএন ক্রিকইনফোর সেরা স্কোয়াড 


ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন  ক্রিকইনফোর বিবেচনায় ২০২২ টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা স্কোয়াড দেখে নিন।

ইএসপিএন ক্রিকইনফোর বিবেচনায় এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা স্কোয়াডে ইংল্যান্ডের চারজন , ভারতের তিনজন, নিউজিল্যান্ডের একজন, পাকিস্তানের একজন, দক্ষিণ আফ্রিকার একজন, আয়ারল্যান্ডের একজন ও জিম্বাবুয়ের একজন প্লেয়ার রয়েছেন।

জস বাটলার ( অধিনায়ক/উইকেটরক্ষক/ওপেনার),আলেক্স হেলস (ওপেনার),বিরাট কোহলি (ওয়ানডাউন ব্যাটার),সূর্যকুমার যাদব (৪ নম্বর ব্যাটার),গ্লেন ফিলিপস (৫ নম্বর ব্যাটার/ অলরাউন্ডার), সিকান্দার রাজা (৬ নম্বর ব্যাটার/অলরাউন্ডার),সাদাব খান (স্পিনার),স্যাম কারেন (পেসার),মার্ক উড (পেসার),জস লিটল (পেসার), এনরিক নরকিয়া (পেসার),হ্নাদিক পান্ডিয়া (অলরাউন্ডার/দ্বাদশ প্লেয়ার)।



জাতীয় ক্রিকেট লিগের সেরা পারফরমার

                                                                

                                       ছবি : চ্যাম্পিয়ন রংপুর বিভাগ



প্রিয় ক্রিকেট ডটকমঃ জাতীয় ক্রিকেট লিগের এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। দেশের প্রথমশ্রেণীর ক্রিকেটের গুরুত্বপূর্ণ এই  টুর্নামেন্টের  ২৪তম আসর সম্প্রতি সমাপ্ত হয়। জাতীয় ক্রিকেট লিগের এবারের আসরের সেরা পারফরমারদের পরিসংখ্যান দেখে নিন।


সেরা পাঁচ ব্যাটার 


জাতীয় ক্রিকেট লিগের এবারের (২৪তম) আসরে ব্যাট হাতে সবচেয়ে সফল ছিলেন সিলেট বিভাগের জাকির হাসান (৪৪২ রান করেছেন) । এবারের জাতীয় ক্রিকেট লিগের সেরা পাঁচ ব্যাটারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।


১. জাকির হাসান (সিলেট বিভাগ) - ৮ ইনিংসে ৪৪২ রান।

২. জহুরুল ইসলাম ( রাজশাহী বিভাগ) - ৯ ইনিংসে ৩৯৫ রান।

৩. তৌফিক তুষার (সিলেট বিভাগ) - ১০ ইনিংসে ৩৮৯ রান।

৪. সালমান ইমন ( বরিশাল বিভাগ) -১২ ইনিংসে ৩৮৯ রান।

৫. আব্দুল মজিদ ( ঢাকা বিভাগ) - ১০ ইনিংসে ৩৬৩ রান।



সেরা পাঁচ বোলার 


জাতীয় ক্রিকেট লিগের এবারের (২৪ তম ) আসরে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ঢাকা বিভাগের সুমন খান (৩৩টি উইকেট নিয়েছেন)। এবারের জাতীয় ক্রিকেট লিগের সেরা পাঁচ বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।

১. সুমন খান (ঢাকা বিভাগ) - ১১ ইনিংসে ৩৩ উইকেট।

২. নাহিদ রানা ( রাজশাহী বিভাগ) - ১১ ইনিংসে ৩২ উইকেট।

৩. নাবিল সামাদ ( সিলেট বিভাগ) - ৯ ইনিংসে ২৮ উইকেট।

৪. হাসান মুরাদ ( চট্টগ্ৰাম বিভাগ) - ৯ ইনিংসে ২৮ উইকেট।

৫. সালাউদ্দিন সাকিল (ঢাকা বিভাগ) - ৯ ইনিংসে ২৭ উইকেট।




ফুটবল বিশ্বকাপ ফ্যাক্টস

                                                                


প্রিয় ক্রিকেট ডটকমঃ চলে এলো ফিফা ফুটবল বিশ্বকাপ। এই মাসের ২০ (২০ নভেম্বর) শুরু হবে এবারের ফুটবল বিশ্বকাপের মাঠের লড়াই। এবারের ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। ফুটবল বিশ্বকাপ এলে পুরো বিশ্বজুড়ে একধরনের ভিন্ন আমেজ সৃষ্টি হয় এবং ধারণা করা হচ্ছে এবারও এর ব্যতয় ঘটবে না।ফিফা ফুটবল বিশ্বকাপের কিছু অজানা তথ্য (ফুটবল বিশ্বকাপ ফ্যাক্টস) এখানে তুলে ধরার চেষ্টা করছি(তথ্যসূত্র : ফ্যাক্টস ডটনেট)।



 ফুটবল বিশ্বকাপ সবচেয়ে জনপ্রিয় ক্রিড়া ইভেন্ট 


ফিফা ফুটবল বিশ্বকাপের বিভিন্ন অজানা তথ্যের মধ্যে একটি হচ্ছে এটি সবচেয়ে জনপ্রিয় বৈশ্বিক ক্রিড়া ইভেন্ট।আর কোন বৈশ্বিক ক্রিড়া ইভেন্টে ফিফা ফুটবল বিশ্বকাপের এতো দর্শক উন্মাদনা দেখা যায় না। এছাড়া ফুটবল বিশ্বকাপ বিশ্বজুড়ে সবচেয়ে বেশিসংখ্যক দর্শক দেখে থাকেন।


ব্রাজিল সবচেয়ে সফল টিম 


ফিফা ফুটবল বিশ্বকাপের এযাবতকালের রেকর্ড অনুযায়ী ব্রাজিল সবচেয়ে সফল টিম। ব্রাজিল ইতোমধ্যে সর্বাধিক পাঁচবার(১৯৫৮,১৯৬২,১৯৭০,১৯৯৪,২০০২) ফিফা ফুটবল বিশ্বকাপ শিরোপা জিতেছে। এছাড়া ব্রাজিল ইতোমধ্যে এগারোবার ফুটবল বিশ্বকাপের সেমিতে খেলেছে।


ফুটবল বিশ্বকাপ চারবছর পর পর হয়ে থাকে


বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা ফুটবল বিশ্বকাপ প্রতি চার বছর পর অনুষ্ঠিত হয়।


বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২-৪৬ ফুটবল বিশ্বকাপ হয়নি 


বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রিড়া ইভেন্টে একবার স্থগিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২-১৯৪৬ সাল পর্যন্ত ফুটবল বিশ্বকাপ স্থগিত ছিল।


ফুটবল বিশ্বকাপ প্রথমে ছিল জুলেরিমে ট্রফি 


ফিফা ফুটবল বিশ্বকাপ শুরুতে জুলেরিমে (জুলেরিমে  ফিফার সাবেক প্রেসিডেন্ট) ট্রফি নামে পরিচিত ছিল। উল্লেখ্য, জুলেরিমে ফিফার প্রেসিডেন্ট থাকাকালে  ফুটবলের এই বৈশ্বিক আসর শুরু হয় তাই তাঁর নামে এর নামকরণ করা হয়।তবে পরবর্তীতে এই ট্রফির নামকরণ করা হয় 'দি ফিফা ওয়ার্ল্ডকাপ ট্রফি'।


চুরি হয় জুলেরিমে ট্রফি 


ব্রাজিল ১৯৭০ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ (তখনকার জুলেরিমে ট্রফি) শিরোপা জেতে। সেটিই ছিল জুলেরিমে ট্রফির শেষ আসর। এবং ফিফার সিদ্ধান্ত অনুযায়ী ব্রাজিল স্থায়ীভাবে জুলেরিমে ট্রফি তাদের দেশে নিয়ে যায়।তবে ১৯৮৩ সালে জুলেরিমে ট্রফি ব্রাজিল থেকে চুরি হয়।


এশিয়ায় প্রথম ফুটবল বিশ্বকাপ 


২০০২ সালে এশিয়া মহাদেশে প্রথমবার ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় । এশিয়ায় প্রথমবার ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ ছিল দক্ষিণ কোরিয়া ও জাপান।



ফিফার এক্সিকিউটিভ কমিটি আয়োজক নির্ধারণ করে


ফিফা ফুটবল বিশ্বকাপ কোন দেশে আয়োজন করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ফিফার এক্সিকিউটিভ কমিটি। এক্ষেত্রে আগ্ৰহী দেশগুলো থেকে বহুমাত্রিক যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।


বিশ্বকাপে সর্বাধিক গোল জার্মানির 


ফিফা ফুটবল বিশ্বকাপের এযাবতকালের রেকর্ড অনুযায়ী সবচেয়ে বেশি গোল করেছে জার্মানি। জার্মানি ফুটবল বিশ্বকাপে ইতোমধ্যে ২২৪টি গোল করেছে যা ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ড।


ব্রাজিল সব বিশ্বকাপে অংশ নিয়েছে 


ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে ব্রাজিল সবগুলো আসরে খেলেছে। সেইসাথে ব্রাজিল সর্বাধিক পাঁচবার ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে।


সর্বাধিক ম্যাচ খেলেছে জার্মানি 


ফিফা ফুটবল বিশ্বকাপে ইতোমধ্যে সর্বাধিক ম্যাচ খেলেছে জার্মানি।জার্মানরা ইতোমধ্যে ফুটবল বিশ্বকাপে ১০৬টি ম্যাচ খেলেছে। 


ফিফা বিশ্বকাপে প্লেয়ারদের ছয়টি পুরস্কার দেয়া হয়


ফিফা ফুটবল বিশ্বকাপে সেরা প্লেয়ারদের ছয়টি পুরস্কার দেয়া হয়। ফুটবল বিশ্বকাপে সেরা প্লেয়ারদের জন্য নির্ধারিত ছয়টি পুরস্কার হচ্ছে যথাক্রমে গোল্ডেন বল, সিলভার বল,ব্রোঞ্জ বল,গোল্ডেন বুট, সিলভার বুট,ব্রোঞ্জ বুট।



আটটি দেশ ফুটবল বিশ্বকাপ জিতেছে


ইতোমধ্যে আটটি দেশ ফিফা ফুটবল বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। এছাড়া উল্লেখ্য ফুটবল বিশ্বকাপের সবগুলো ট্রফি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দেশগুলো জিতেছে।যেসব দেশ ফুটবল সেগুলো হলো - ব্রাজিল, জার্মানি, ইতালি, আর্জেন্টিনা, উরুগুয়ে,ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেন।


পেলে সর্বোচ্চ তিনবার বিশ্বকাপ জিতেছেন 


পেলে সর্বোচ্চ তিনবার (১৯৫৮,১৯৬২,১৯৭০) ব্রাজিলের হয়ে ফিফা ফুটবল বিশ্বকাপ জিতেছেন।


মিরোস্লাভ ক্লোসার সর্বাধিক বিশ্বকাপ গোল 


জার্মান ফুটবলার মিরোস্লাভ ক্লোসা ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল (১৬টি) করেছেন।



ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা পারফরমার

                                                                 
                                                ছবি: বিরাট কোহলি


প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংল্যান্ড।২০২২ টিটুয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড পাকিস্তানকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।এটি ইংলিশদের দ্বিতীয় টিটুয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ের রেকর্ড। এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা পারফরমারদের(শীর্ষ ৫ ব্যাটার ও শীর্ষ ৫ বোলার) পরিসংখ্যান এখানে তুলে ধরছি।


সেরা ৫ ব্যাটার 


এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে অনেকেই সফলতা দেখিয়েছেন এক্ষেত্রে ভারতের বিরাট কোহলি শীর্ষে রয়েছেন। এছাড়া নেদারল্যান্ডসের ম্যাক্স ওডুয়াড , ভারতের সূর্যকুমার যাদব, ইংল্যান্ডের জস বাটলার, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও পাথুন নিশাঙ্কা, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ,ইংল্যান্ডের আলেক্স হেলস, আয়ারল্যান্ডের লরকান টাকার, নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস এবার দারুণ ব্যাটিং করেছেন। ২০২২ ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা ৫ ব্যাটারের পরিসংখ্যান দেখে নিন।


১. বিরাট কোহলি (ভারত) - ৬ ম্যাচে ২৯৬ রান।

২. ম্যাক্স ওডুয়াড ( নেদারল্যান্ডস) - ৮ ম্যাচে ২৪২ রান।

৩. সূর্যকুমার যাদব ( ভারত) - ৬ ম্যাচে ২৩৯ রান।

৪. জস বাটলার (ইংল্যান্ড) - ৬ ম্যাচে ২২৫ রান।

৫. কুশল মেন্ডিস ( শ্রীলঙ্কা) - ৮ ম্যাচে ২২৩ রান।




সেরা ৫ বোলার 



সদ্যসমাপ্ত ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে বল হাতে অনেকেই সাফল্য পেয়েছেন।ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সর্বাধিক উইকেট শিকারি ছিলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এছাড়া এবারের টিটুয়েন্টি বিশ্বকাপের সফল বোলারদের মধ্যে অন্যতম হচ্ছেন ইংল্যান্ডের স্যাম কারেন, নেদারল্যান্ডসের বাচ ডি লিডি, জিম্বাবুয়ের ব্লেজিং মুজারাবানি, দক্ষিণ আফ্রিকার এনরিক নরকিয়া, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান, নেদারল্যান্ডসের পল ভান মিকিরিন, আয়ারল্যান্ডের জস লিটল, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ।২০২২ ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা ৫ বোলারের পরিসংখ্যান দেখে নিন।


১. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) - ৮ ম্যাচে ১৫ উইকেট।

২. স্যাম কারেন ( ইংল্যান্ড) - ৬ ম্যাচে ১৩ উইকেট।

৩. বাচ ডি লিডি ( নেদারল্যান্ডস) - ৮ ম্যাচে ১৩ উইকেট।

৪. ব্লেজিং মুজারাবানি ( জিম্বাবুয়ে) - ৮ ম্যাচে ১২ উইকেট।

৫. এনরিক নরকিয়া (দক্ষিণ আফ্রিকা) - ৫ ম্যাচে ১১ উইকেট।



টিটুয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতল ইংল্যান্ড

                                                                  
                                         ছবি: চ্যাম্পিয়ন ইংল্যান্ড টিম


প্রিয় ক্রিকেট ডটকমঃ অনেক জল্পনা কল্পনা আর বিচার বিশ্লেষণের অবসান ঘটিয়ে এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড।এটি ইংলিশদের দ্বিতীয় টিটুয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়। ২০২২ টিটুয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জয় করে। এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়, সর্বাধিক চার-ছক্কা, সর্বোচ্চ উইকেট শিকারি ,প্রাইজমানি ইত্যাদি এখানে তুলে ধরা হলো। 


২০২২ টিটুয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন 

এবারের(২০২২) ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে  চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। ফাইনালে ইংল্যান্ড পাকিস্তানকে ৫ উইকেটে পরাজিত করে।

২০২২ টিটুয়েন্টি বিশ্বকাপ রানার্সআপ 

এবারের ম্যানস(২০২২) টিটুয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হয়েছে পাকিস্তান।


টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা প্লেয়ার 

ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেন এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা প্লেয়ারের (প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট) পুরস্কার পেয়েছেন।


ফাইনালের সেরা প্লেয়ার

এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপ ফাইনালের সেরা প্লেয়ারের পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেন।


সর্বাধিক রান 

ভারতের ব্যাটার বিরাট কোহলি (২৯৬ রান) ২০২২ ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক রান করেছেন ।


সর্বোচ্চ ব্যক্তিগত  ইনিংস

দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাইলি রুশো (১০৯ রান) এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেন।


সর্বাধিক উইকেট

২০২২ ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারি ছিলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৫ উইকেট)।


সেরা বোলিং ফিগার 

ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সেরা বোলিং ফিগার ইংল্যান্ডের অলরাউন্ডার স্যামকারেনের (৫/১০)।


সর্বাধিক ছক্কা 

এবারের আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা (১১টি)।


সর্বাধিক চার 

এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি চার মেরেছেন ভারতের ব্যাটার সূর্যকুমার যাদব (২৬টি)।

প্রাইজমানি 

ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের এবারের চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার ( ১৬ কোটি টাকা)। রানার্সআপ দল পাবে ৮ লাখ ডলার (৮ কোটি টাকা)। সেমিতে খেলা প্রতিটি দল  ৪ লাখ ডলার (৪কোটি টাকা) করে পাবে। সুপার টুয়েলভে খেলা প্রতিটি দল  ৭০ হাজার ডলার (৭০লাখ টাকা) করে পাবে। এছাড়া প্রতি ম্যাচ জয়ের জন্য প্রাইজমানি ৪০ হাজার ডলার (৪০ লাখ টাকা)। সেইসাথে প্রথম রাউন্ড থেকে বাদ পড়া দলগুলো ৪০ হাজার ডলার (৪০ লাখ টাকা) করে পাবে।


টিটুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল পরিসংখ্যান

                                                                

প্রিয় ক্রিকেট ডটকমঃ আইসিসির জনপ্রিয় বৈশ্বিক  ইভেন্টগুলোর একটি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপ। এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড ও পাকিস্তান। আগামীকাল (১৩ নভেম্বর ) এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। অর্থাৎ আগামীকাল চূড়ান্ত হবে কে হচ্ছে এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন। উল্লেখ্য এটি হবে আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনাল। ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের গত সাত ইভেন্টের চ্যাম্পিয়ন,সেরা খেলোয়াড়, সর্বাধিক ফাইনাল খেলা টিম ইত্যাদি পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।


টিটুয়েন্টি বিশ্বকাপ ফাইনাল পরিসংখ্যান


আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর চলছে। এটি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর।ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের গত আসরের ফাইনাল পরিসংখ্যান দেখে নিন।


গত ৭ ইভেন্টের চ্যাম্পিয়ন 


আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের গত ৭ আসরের  চ্যাম্পিয়ন যথাক্রমে ভারত (২০০৭), পাকিস্তান(২০০৯), ইংল্যান্ড(২০১০),ওয়েষ্ট ইন্ডিজ (২০১২), শ্রীলঙ্কা (২০১৪),ওয়েষ্ট ইন্ডিজ (২০১৬),অষ্ট্রেলিয়া(২০২১)।


গত ৭ ইভেন্টের রানার্সআপ 


আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের গত ৭ আসরের রানার্সআপ টিমগুলো হচ্ছে - পাকিস্তান(২০০৭), শ্রীলঙ্কা (২০০৯),অষ্ট্রেলিয়া(২০১০), শ্রীলঙ্কা (২০১২),ভারত (২০১৪), ইংল্যান্ড (২০১৬), নিউজিল্যান্ড (২০২১)।


প্রথম চ্যাম্পিয়ন ও রানার্সআপ 


আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে(২০০৭) চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এছাড়া ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে(২০০৭) রানার্সআপ হয়েছিল পাকিস্তান।


সর্বাধিক ফাইনাল খেলা টিম 


আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক ফাইনাল খেলেছে শ্রীলঙ্কা(৩বার - ২০০৯,২০১২,২০১৪)। যদিও দলটি মাত্র একবার(২০১৪) চ্যাম্পিয়ন হয়।


সর্বাধিক চ্যাম্পিয়ন 


ওয়েষ্ট ইন্ডিজ আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক (দু'বার) চ্যাম্পিয়ন হয়েছে( ২০১২,২০১৬)।


সর্বাধিক রানার্সআপ 


শ্রীলঙ্কা ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক দু'বার ( ২০০৯,২০১২) রানার্সআপ হয়েছে ।



সর্বাধিক টুর্নামেন্ট সেরা খেলোয়াড়


ভারতের ব্যাটার বিরাট কোহলি আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক দু'বার (২০১৪,২০১৬) টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন।



ভারতের টিটুয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার কারণ

                                                               


প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের বড় এক অঘটন হচ্ছে সেমি থেকে ভারতের বিদায়। এবং ভারতের এভাবে তীরে এসে তরী ডোবা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্লাটফর্মে ব্যাপক ট্রল দেখা যাচ্ছে।আর এসবের পেছনে মূল প্রভাবক হিসেবে রয়েছে টিটুয়েন্টি ক্রিকেটে দলটির ব্যাপক জনপ্রিয়তা এবং দলটির প্রতি সাপোর্টারদের প্রত্যাশা। যদিও শেষপর্যন্ত ক্রিকেটে বিশেষত টিটুয়েন্টি ক্রিকেটে পরিসংখ্যান বা দর্শকপ্রিয়তার মূল্য কতটুকু তা প্রশ্নসাপেক্ষ। আসুন ভারতের এবারের টিটুয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার কারণগুলো দেখে নেই।


টিম নির্বাচনে ভুল 


ভারতের এবারের টিটুয়েন্টি বিশ্বকাপ টিম দেখেই মনে হয়েছিল দলটি এবার উইকেট নয় বরং অভিজ্ঞ পারফর্মারদের উপর নির্ভর করেছে। যদিও অষ্ট্রেলিয়ার উইকেটে অফফর্মে থাকা রোহিত শর্মা(৬ ম্যাচে ১১৬ রান করেছেন), কেএল রাহুলের(৬ ম্যাচে ১২৮ রান করেছেন) বিকল্প নিয়ে টিম ম্যানেজমেন্ট ভাবেনি।এক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট সম্ভবত কিছুটা অতিআত্মবিশ্বাসী  ছিল । এবং এরফলে ভারতকে টিটুয়েন্টি বিশ্বকাপে ভুগতে হয়েছে। তাছাড়া দীনেশ কার্তিককে দলে নিয়ে খুব বেশি লাভ হয়নি।শুরু থেকেই দীনেশ কার্তিকের চেয়ে ঋষভ পন্তের উপর বেশি নির্ভর করা উচিত ছিল।কেএল রাহুলের অফফর্ম যাচ্ছে তাই শুরু থেকে দীপক হুদাকে সুযোগ দিলে সম্ভবত বেশি কাজে দিত। তাছাড়া রবীন্দ্র জাদেজার বিকল্প হিসেবে অতিরিক্ত একজন ব্যাটার হিসেবে গিলকে দলে নিলে ভালো হতো।



রোহিত ও  রাহুলের ব্যর্থতা 


ভারতের এবারের টিটুয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পেছনে ব্যাটার রোহিত শর্মা ও কেএল রাহুলের ব্যর্থতা প্রধানত দায়ী। যদিও বিরাট কোহলি ফর্মে ফেরায় ভারত সেমিতে যেতে পেরেছে। ব্যাট হাতে রোহিত শর্মা ও কেএল রাহুলের ব্যর্থতায় কোহলি,সূর্যকুমার যাদব ও হ্নাদিক পান্ডিয়াকে বারবার টপঅর্ডার ও মিডল অর্ডারের দায়িত্ব নিতে হয়েছে।এরফলে লেট মিডল অর্ডারে একটি বড় গ্যাপ দেখা গেছে। এখানে দীনেশ কার্তিক যথাযথ দায়িত্ব পালন করতে পারেননি। এছাড়া এখানে রবীন্দ্র জাদেজার অভাব বারবার দেখা গেছে।তবে যেহেতু জাদেজা ইনজুরির কারণে বাদ পড়েন তাই এখানে দীপক হুদাকে শুরু থেকে খেলালে ভালো হতো। তাছাড়া শুভমান গিলকে মূল দলে রাখা উচিত ছিল।দীনেশ কার্তিকের জায়গায় গিলকে লেট মিডলঅর্ডার ব্যাটার হিসেবে খেলানো যেত।



রবীন্দ্র জাদেজার বিকল্প ছিলনা 


ভারতের টিটুয়েন্টি দলের এক বড় চালিকাশক্তি যে রবীন্দ্র জাদেজা সেটি এবারের টিটুয়েন্টি বিশ্বকাপে আবার প্রমাণিত হয়েছে।সেরা ব্রেকথ্রো বোলার এবং লেট মিডলঅর্ডার ব্যাটার হিসেবে রবীন্দ্র জাদেজার বিকল্প ভারতীয় দলে নেই।এরফলে এবার রোহিত শর্মা বারবার অসহায় হয়েছেন। যদিও অক্ষয় প্যাটেলকে জাদেজার বিকল্প ভাবা হয়েছিল কিন্তু অষ্ট্রেলিয়ার উইকেটে তরুণ অক্ষয় প্যাটেল জাদেজার বিকল্প হয়ে উঠতে পারেননি। এখানে ভারতের টিম ম্যানেজমেন্টের আরও কিছুটা বিচক্ষণ হওয়া উচিত ছিল । 


ভুল পেস অ্যাটাক  নির্বাচন


ভারতের এবারের টিটুয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পেছনে ভুল পেস অ্যাটাক নির্বাচনও দায়ী। তরুণ পেসার অশ্বদীপ সিংয়ের উপর বেশি চাপ পড়েছে। যদিও এখানে ভারতের টিম ম্যানেজমেন্ট সম্ভবত পেস অ্যাটাকে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন করতে চেয়েছে।তবে টিটুয়েন্টি বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে এরকম (ডানহাতি-বাঁহাতি) কম্বিনেশন শেষপর্যন্ত কতটুকু সফল হয় তাও এক বড় প্রশ্ন। অথচ এখানে অভিজ্ঞ পেসার শার্দুল ঠাকুর বা দীপক চাহার মূলদলে থাকলে পেস অ্যাটাক সমৃদ্ধ হতো এবং সেইসাথে লেট অর্ডারে  একজন অতিরিক্ত ব্যাটার থাকতো।



আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ আম্পায়ার

                                                              
                                                  ছবি: আলিম দার


প্রিয় ক্রিকেট ডটকমঃ আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারদের ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ। কারণ এখানে আম্পায়াররাই ম্যাচ পরিচালনার মূল দায়িত্ব পালন করেন। যদিও সময়ের পরিক্রমায় বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আম্পায়ারদের কাজকে কিছুটা সহজ করে দিয়েছে। এছাড়া রিভিউ সিষ্টেম চালু হয়েছে যা  আম্পায়ারদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সুযোগ দিয়েছে।এসব কিছু বিবেচনায় ক্রিকেটে আম্পায়ারদের ভূমিকা এখন বৈচিত্র্যপূর্ণ । এখানে আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ আম্পায়ারদের (সর্বাধিক ম্যাচ পরিচালনাকারী) পরিসংখ্যান তুলে ধরার চেষ্টা করছি। উল্লেখ্য আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ইতোমধ্যে সর্বাধিক ম্যাচ পরিচালনা করেছেন পাকিস্তানের আলিম দার (৪২৮ম্যাচ)।


আলিম দার (পাকিস্তান) 


আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনাকারী আম্পায়ার পাকিস্তানের আলিম দার (৪২৮ম্যাচ)।

রুডি কোয়ের্টজেন 


আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ের্টজেন (৩৩১ম্যাচ)অন্যতম। উল্লেখ্য কোয়ের্টজেন কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন।


স্টিভ বাকনার 


আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ আম্পায়ারদের মধ্যে ওয়েষ্ট ইন্ডিজের স্টিভ বাকনার (৩০৯ম্যাচ) অন্যতম। উল্লেখ্য বাকনার ২০০৯ সালে আম্পায়ারিং থেকে অবসর নিয়েছেন।


বিলি বাউডেন 


কিউই আম্পায়ার বিলি বাউডেন আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ আম্পায়ারদের (৩০৮ম্যাচ)মধ্যে অন্যতম। বাউডেন ২০১৬ সালে আম্পায়ারিং থেকে অবসর নিয়েছেন।

সাইমন টাফেল 

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের মধ্যে অষ্ট্রেলিয়ার সাইমন টাফেল (২৮২ম্যাচ) অন্যতম।টাফেল ২০১২ সালে আম্পায়ারিং থেকে অবসর নেন।

ডারেল হারপার 

অষ্ট্রেলিয়ার ডারেল হারপার আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ(২৭৯ম্যাচ) পরিচালনাকারী আম্পায়ারদের মধ্যে অন্যতম।


ডেভিড শেফার্ড 

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ম্যাচ(২৬৪ম্যাচ) পরিচালনাকারী আম্পায়ারদের মধ্যে ইংল্যান্ডের ডেভিড শেফার্ড অন্যতম।

ইয়ান গোল্ড 

ইংল্যান্ডের ইয়ান গোল্ড আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ আম্পায়ারদের মধ্যে অন্যতম।গোল্ড ২৫১টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন।

কুমারা ধর্মসেনা 

শ্রীলঙ্কার কুমারা ধর্মসেনা আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ (২৩৩ ম্যাচ)পরিচালনাকারী আম্পায়ারদের মধ্যে অন্যতম।

নিগেল এললং (ইংল্যান্ড)

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের মধ্যে ইংল্যান্ডের নিগেল এললং ( ২২৪ ম্যাচ) অন্যতম।


মেরাস এরাসমাস (দক্ষিণ আফ্রিকা) 


আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার মেরাস এরাসমাস অন্যতম।এরাসমাস ইতোমধ্যে ২২৩টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন।

ডারেল হেয়ার (অষ্ট্রেলিয়া) 


আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ আম্পায়ারদের মধ্যে অষ্ট্রেলিয়ার ডারেল হেয়ার (২২৩ ম্যাচ)  অন্যতম।


স্টিভ ডেভিস (অষ্ট্রেলিয়া)


আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনাকারী(২২০ ম্যাচ) আম্পায়াদের মধ্যে অষ্ট্রেলিয়ার স্টিভ ডেভিস অন্যতম।


রাসেল টিফিন (জিম্বাবুয়ে) 


জিম্বাবুয়ের রাসেল টিফিন সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের মধ্যে অন্যতম। টিফিন ইতোমধ্যে ২১৯টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন।

রড টাকার 

অষ্ট্রেলিয়ার রড টাকার সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের মধ্যে অন্যতম।টাকার ইতোমধ্যে ২১৭টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন।


রিচার্ড কেটেলবারো(ইংল্যান্ড) 


ইংল্যান্ডের রিচার্ড কেটেলবারো (২০৭ ম্যাচ) আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ আম্পায়ারদের মধ্যে অন্যতম।

অশোকা ডি সিলভা 


শ্রীলঙ্কার অশোকা ডি সিলভা (১৮২ ম্যাচ) সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের মধ্যে রয়েছেন।

ব্রুস ওক্সেনফোড (অজি) 

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ আম্পায়ারদের মধ্যে অষ্ট্রেলিয়ার ব্রুস ওক্সেনফোড (১৭৯ ম্যাচ)  অন্যতম।

আসাদ রউফ (পাকি) 


আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ আম্পায়ারদের মধ্যে পাকিস্তানের আসাদ রউফ(১৭০ ম্যাচ) অন্যতম। উল্লেখ্য আসাদ রউফ কিছুদিন আগে ( ১৫ সেপ্টেম্বর,২০২২) মৃত্যুবরণ করেছেন।

বিলি ডক্টরোভ (ওয়েষ্ট ইন্ডিজ) 


ওয়েষ্ট ইন্ডিজের বিলি ডক্টরোভ(১৬৭ ম্যাচ) সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের মধ্যে অন্যতম।


টিটুয়েন্টি বিশ্বকাপের যে রেকর্ডের শীর্ষে গেইল

                                                              
                                                ছবি: ক্রিস গেইল


প্রিয় ক্রিকেট ডটকমঃ টিটুয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেকর্ডগুলোর একটি হচ্ছে সেঞ্চুরির পরিসংখ্যান। আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যে ১১টি সেঞ্চুরির রেকর্ড হয়েছে।ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ১০ জন ব্যাটার সেঞ্চুরির দেখা পেয়েছেন। উল্লেখ্য টিটুয়েন্টি বিশ্বকাপে একমাত্র ব্যাটার হিসেবে ক্রিস গেইল দুটি সেঞ্চুরি করেছেন। বাংলাদেশের বাঁহাতি ওপেনার তামিম ইকবালও আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এখানে আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেঞ্চুরির রেকর্ডগুলো তুলে ধরা হলো।


টিটুয়েন্টি বিশ্বকাপে যত সেঞ্চুরি 


টিটুয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যে  ১১টি সেঞ্চুরির রেকর্ড হয়েছে।উইন্ডিজ ব্যাটার ক্রিস গেইল ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করেছেন।এই উইন্ডিজ ব্যাটার ২০০৭ সালের টিটুয়েন্টি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেন। উল্লেখ্য গেইল ২০১৬ সালের টিটুয়েন্টি বিশ্বকাপে আরেকটি সেঞ্চুরি করেন। আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেঞ্চুরির রেকর্ডগুলো দেখে নিন।


ক্রিস গেইল 


উইন্ডিজ ব্যাটার ক্রিস গেইল আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে (২০০৭, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা) প্রথম সেঞ্চুরি করেন এবং পরবর্তীতে এই ব্যাটার ২০১৬ (প্রতিপক্ষ ইংল্যান্ড) সালের টিটুয়েন্টি বিশ্বকাপে আরেকটি সেঞ্চুরি করেন।


সুরেশ রায়না 


টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারতের সুরেশ রায়নার একটি সেঞ্চুরি রয়েছে।রায়না ২০১০ সালের টিটুয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেন।


মাহেলা জয়াবর্ধনে 


টিটুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার সাবেক ব্যাটার মাহেলা জয়াবর্ধনের একটি সেঞ্চুরি রয়েছে। জয়াবর্ধনে ২০১০ সালের টিটুয়েন্টি বিশ্বকাপে(প্রতিপক্ষ জিম্বাবুয়ে) সেঞ্চুরি করেন।


ব্রেন্ডন ম্যাককালাম 


সাবেক কিউই ব্যাটার ব্রেন্ডন ম্যাককালাম টিটুয়েন্টি বিশ্বকাপে একটি সেঞ্চুরি করেছেন।ম্যাককালাম ২০১২ সালের টিটুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেন।


আলেক্স হেলস 


আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের ব্যাটার আলেক্স হেলসের একটি সেঞ্চুরি রয়েছে।হেলস ২০১৪ সালের টিটুয়েন্টি বিশ্বকাপে (প্রতিপক্ষ শ্রীলঙ্কা) সেঞ্চুরি করেন।


আহমেদ শেহজাদ 


পাকিস্তানের ব্যাটার আহমেদ শেহজাদ আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের‌ ইতিহাসে অন্যতম সেঞ্চুরিয়ান। শেহজাদ ২০১৪ সালের টিটুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেন।


তামিম ইকবাল 


বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে একটি সেঞ্চুরি করেছেন।তামিম ২০১৬ সালের টিটুয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেন।


জস বাটলার 


ইংল্যান্ডের ব্যাটার জস বাটলার ২০২১ সালের আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করেন। বাটলার ২০২১ সালের টিটুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেন।


রাইলি রুশো 


আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাইলি রুশোর একটি সেঞ্চুরি রয়েছে। রুশো এবারের  ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করেন।


গ্লেন ফিলিপস 


আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কিউই ব্যাটার গ্লেন ফিলিপসের একটি সেঞ্চুরি রয়েছে।ফিলিপস এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করেন।


সাম্প্রতিক সাধারণ জ্ঞান

                                                                


প্রিয় ক্রিকেট ডটকমঃ সাম্প্রতিক সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক) সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিন।


১. মিয়ানমারে বাংলাদেশের শীর্ষ রপ্তানি পণ্য - ললিতা আলু। 

২. বাংলাদেশের প্রথম রাইস মিউজিয়াম - বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর।

৩. বাংলাদেশ টিটুয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক - সাকিব আল হাসান।

৪. জাতিসংঘের জনসংখ্যা বিভাগের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে  জনসংখ্যায়  বাংলাদেশ বিশ্বের - ৮ম শীর্ষ দেশ।

৫. বাংলাদেশের পাখি তালিকায় যুক্ত হওয়া নতুন একটি পাখি - উদয়ী জিরিয়া।

৬. ২০২২ সালের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা - ১৬,৫১,৫৮,৬১৬ জন।

৭. বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার - ১.২২%।

৮. ২০২২ সালের বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব (প্রতি ব:কি:) - ১,১১৯।

৯. বর্তমানে দেশে নারী ও পুরুষের অনুপাত - ৯৮:১০০।

১০. বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার - ৭৪.৬৬%।

১১. বর্তমানে  জনসংখ্যায় দেশের বৃহত্তম বিভাগ - ঢাকা।

১২. বর্তমানে জনসংখ্যায় দেশের ক্ষুদ্রতম বিভাগ - বরিশাল।

১৩. বর্তমানে সাক্ষরতার হার সবচেয়ে বেশি - ঢাকা বিভাগে।

১৪. দেশের যে সিটি কর্পোরেশনে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি - ঢাকা দক্ষিণ সিটি।

১৫. ক্ষুদ্র-নৃগোষ্টীর বসবাসে শীর্ষ বিভাগ  - চট্টগ্ৰাম।

১৬.এ বছর ক্রিকেট ইতিহাসের দশম দেশ হিসেবে বাংলাদেশ ৪০০তম ওয়ানডে খেলে - জিম্বাবুয়ের বিপক্ষে।

১৭. দেশের নতুন অনুমোদনপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান - নগদ ফাইন্যান্স পিএলসি।

১৮. রূপসা রেলসেতু অবস্থিত - খুলনায়।

১৯. রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা - ১৩২০ মেগাওয়াট।

২০. বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' সর্বশেষ যে ভাষায় অনূদিত হয় - থাই।

২১. বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান -১২৯তম।

২২. ষষ্ঠ নারী সাফ ফুটবল চ্যাম্পিয়ন - বাংলাদেশ।

২৩. জাতীয় কৃষি কাউন্সিলের সভাপতি - প্রধানমন্ত্রী।

২৪. বর্তমানে বাংলাদেশে বিশ্বব্যাংকের অর্থায়নে   চলমান প্রকল্প - ৫৫টি।

২৫. দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন সংস্থা - পাওয়ারগ্ৰিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।

২৬. বাংলাদেশের পণ্য রপ্তানির দ্বিতীয় বৃহত্তম বাজার - জার্মানি।

২৭. তৃতীয় শীতলক্ষা সেতুর দৈর্ঘ্য - ১.২৯ কিমি।

২৮. ভারতের নতুন প্রধান বিচারপতি - উদয় উমেশ ললিত।

২৯. বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার - প্রণয় কুমার ভার্মা।

৩০.এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্যসংখ্যা - ৯২।

৩১.মীর পেমেন্ট কার্ড যে দেশ ভিত্তিক - রাশিয়া।

৩২.আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান সদস্যসংখ্যা - ১০৮।

৩৩. 'Lioyd's list' এর তথ্য অনুযায়ী বিশ্বের ব্যস্ততম বন্দরগুলোর মধ্যে চট্টগ্ৰাম সমুদ্রবন্দর - ৬৪তম।

৩৪.আইএমএফ নির্বাহী পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য সংখ্যা - ২৪টি ও ১৬টি।

৩৫. ২০২৩ সালের ১৮তম জি২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে - জম্মু ও কাশ্মীর, ভারত।

 ৩৬.কাতার বিশ্বকাপ শুরু হবে - ২০ নভেম্বর,২০২২।

৩৭.কেনিয়ার নতুন প্রেসিডেন্ট - উইলিয়াম রুটো।

৩৮.কমনওয়েলথের নতুন চেয়ারপার্সন - পল কাগালো,রুয়ান্ডা।

৩৯.জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ - চীন।

৪০.'Lioyd' এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ব্যস্ততম সমুদ্রবন্দর - চীনের সাংহাই বন্দর।

৪১.ব্রিটেনের রাজা যতগুলো দেশের রাষ্ট্রপ্রধান - ১৫টি ।

৪২.কাজাখস্তানের বর্তমান রাজধানী - আস্তানা।

৪৩.২০২২ সালে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা সূচকে শীর্ষ দেশ - ফিনল্যান্ড।

৪৪. বর্তমানে মানব উন্নয়ন সূচকে  শীর্ষ দেশ - সুইজারল্যান্ড।

৪৫.এশিয়া কাপ ক্রিকেটের ১৫তম আসরে শিরোপা জেতে - শ্রীলঙ্কা।

৪৬. জাতিসংঘের বর্তমান পুলিশ প্রধান - লুইস রিবেরিও কারিলহো।

৪৭.ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি - জগদীপ ধনকড়।

৪৮.২০২২ ইউএস ওপেন এর পুরুষ চ্যাম্পিয়ন - কার্লোস আলকারাজ( স্পেন)।

৪৯.২০২২ ইউএস ওপেন নারী চ্যাম্পিয়ন - ইগা সিওনতেক (পোল্যান্ড)।

৫০. বর্তমানে বিশ্বের  দীর্ঘতম ক্ষমতাসীন  শাসক - ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়া।

৫১.সার্কভুক্ত দেশগুলোর মধ্যে গড়আয়ুতে শীর্ষ দেশ - মালদ্বীপ।

৫২.সার্কভুক্ত দেশগুলোর মধ্যে গড়আয়ুতে সর্বনিম্ন দেশ - আফগানিস্তান।

৫৩. জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত - ইউক্রেনে।

৫৪. ওপেকের নতুন মহাসচিব - হাইতাম আল গাইস (কুয়েত)।

৫৫.বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ - ইন্দরমিত গিল ।

৫৬.ঘূর্ণিঝড় 'সিত্রাং'  নামকরণ করে - থাইল্যান্ড।

৫৭.সিত্রাং অর্থ - ভিয়েতনামিজ ভাষায় সিত্রাং অর্থ পাতা।

৫৮. ইউক্রেনে রাশিয়ার নতুন সামরিক কমান্ডার - জেনারেল সের্গেই সুরোভিকিন।

৫৯. ভারতের কংগ্রেসের বর্তমান সভাপতি - মল্লিকার্জুন খাড়গে।

৬০.কামিকাজে ড্রোন যে দেশের তৈরি - ইরান।

৬১. হিমার্স ক্ষেপনাস্ত্র যে দেশের তৈরি - যুক্তরাষ্ট্র।

৬২. কার্চ প্রণালী সংযুক্ত করেছে - কৃষ্ণসাগর ও আজভসাগর।

৬৩.যুক্তরাজ্যের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী - ঋষি সুনাক।

৬৪. ২০২২ সালে অষ্টম নারী হিসেবে রসায়নে নোবেল পুরস্কার পান - ক্যারোলিন আর বার্তোজ্জি।

৬৫.২০২২ সালে নোবেল শান্তি পুরস্কার পান - আলেক্স বিলিয়াতক্সি(বেলারুশ) এবং দুটি সংস্থা - মেমোরিয়াল ও সেন্টার ফর সিভিল লিবার্টিজ।

৬৬.২০২২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান - অ্যানি অ্যানক্স (ফ্রান্স)।

৬৭. ২০২২ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পান - সান্ত প্যাবো (সুইডেন)।

৬৮. ২০২২ সালে শাখারভ পুরস্কার লাভ করে - ইউক্রেনের জনগণ।


টিটুয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল ব্যাটার

                                                                
                                                 ছবি: বিরাট কোহলি

                                           

প্রিয় ক্রিকেট ডটকমঃ আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে অনেকেই সফলতা দেখিয়েছেন। ভারতের ব্যাটার বিরাট কোহলি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ব্যাট হাতে সবচেয়ে সফল ।কোহলি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে  সর্বাধিক রানের (১০৬৫ রান) মালিক। এছাড়া টিটুয়েন্টি বিশ্বকাপের শীর্ষ ব্যাটারদের তালিকায় উল্লেখযোগ্য ব্যাটার হিসেবে রয়েছেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে,ভারতের রোহিত শর্মা, ওয়েষ্ট ইন্ডিজের ক্রিস গেইল, শ্রীলঙ্কার তিলকেরত্নে দিলশান,অষ্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, বাংলাদেশের সাকিব আল হাসান, ইংল্যান্ডের জস বাটলার । আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল ১০ ব্যাটারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।



বিরাট কোহলি 


আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল ১০ ব্যাটারের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের বিরাট কোহলি।কোহলি টিটুয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যে ২৫ ম্যাচ খেলে ১০৬৫ রান করেছেন।


মাহেলা জয়াবর্ধনে 


আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল ১০ ব্যাটারের  তালিকায় সাবেক লংকান ব্যাটার মাহেলা জয়াবর্ধনের নাম রয়েছে। জয়াবর্ধনে আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ৩১ ম্যাচ খেলে ১০১৬ রান করেন।

ক্রিস গেইল 


উইন্ডিজ ব্যাটার ক্রিস গেইল(৩৩ ম্যাচে ৯৬৫ রান করেছেন) আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার।


রোহিত শর্মা 


ভারতের রোহিত শর্মা (৩৭ ম্যাচে ৯২১ রান)  টিটুয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল ১০ ব্যাটারের তালিকায় রয়েছেন।


তিলকেরত্নে দিলসান 


সাবেক লংকান ব্যাটার তিলকেরত্নে দিলসান (৩৫ ম্যাচে ৮৯৭ রান)আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ১০ ব্যাটারের মধ্যে অন্যতম।


ডেভিড ওয়ার্নার 


অষ্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার ডেভিড ওয়ার্নার( ৩৩ ম্যাচে ৭৮১ রান)ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল ১০ ব্যাটারের তালিকায় রয়েছেন।


সাকিব আল হাসান 


বাংলাদেশের সাকিব আল হাসান আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল ১০ ব্যাটারের তালিকায় রয়েছেন। উল্লেখ্য সাকিব ইতোমধ্যে ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ৩৫ ম্যাচ খেলে ৭৪২ রান করেছেন।


এবি ডি ভিলিয়ার্স 


প্রোটিয়া ব্যাটার এবি ডি ভিলিয়ার্স (৩০ ম্যাচে ৭১৭ রান)  ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল ১০ ব্যাটারের অন্যতম।


জস বাটলার 


আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ১০ ব্যাটারের তালিকায় ইংল্যান্ডের জস বাটলারও রয়েছেন। বাটলার ইতোমধ্যে ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ২৪ ম্যাচ খেলে ৬৬৫ রান করেছেন।


কুমার সাঙ্গাকারা 


সাবেক লংকান ব্যাটার কুমার সাঙ্গাকারা( ৩১ ম্যাচে ৬৬১ রান) আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার।