প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের টিটুয়েন্টি বিশ্বকাপের জন্য নামিবিয়ার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। নামিবিয়া তুলনামূলকভাবে কিছুটা দুর্বল টিম হলেও দলটিতে ডেভিড উইজি,গেরাড ইরাসমাস,জে জে স্মিটের মতো মেধাবী টিটুয়েন্টি প্লেয়াররা রয়েছেন। এখানে নামিবিয়ার ২০২২ টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ও স্কোয়াডের শীর্ষ পারফরমারদের টিটুয়েন্টি পরিসংখ্যান তুলে ধরা হলো।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন