WHAT'S NEW?
Loading...

নামিবিয়ার টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

                                                                




প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের টিটুয়েন্টি বিশ্বকাপের জন্য নামিবিয়ার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। নামিবিয়া তুলনামূলকভাবে কিছুটা দুর্বল টিম হলেও দলটিতে   ডেভিড উইজি,গেরাড ইরাসমাস,জে জে স্মিটের মতো মেধাবী টিটুয়েন্টি প্লেয়াররা রয়েছেন। এখানে নামিবিয়ার ২০২২ টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ও স্কোয়াডের শীর্ষ পারফরমারদের টিটুয়েন্টি পরিসংখ্যান তুলে ধরা হলো।


শীর্ষ ৫ ব্যাটার 


১. গেরাড ইরাসমাস - ৩৮ ম্যাচে ৯২৭ রান।

২.ক্রেইগ উইলিয়ামস - ৩৫ ম্যাচে ৮০৫ রান।

৩. স্টিফেন বার্ড - ২৫ ম্যাচে ৬৬৫ রান ।

৪. জে জে স্মিট - ২৯ ম্যাচে ৫২৫ রান।

৫. ডেভিড উইজি - ১৬ ম্যাচে ২৯৫ রান।


শীর্ষ ৫ বোলার 


১. জেন ফ্রাইলিংক - ৩৫ ম্যাচে ৫১ উইকেট।

২. বার্নাড স্কলজ - ৩৫ ম্যাচে ৩৯ উইকেট।

৩. জে জে স্মিট - ২৯ ম্যাচে ৩১ উইকেট।

৪. গেরাড ইরাসমাস - ৩৮ ম্যাচে ১৯ উইকেট।

৫. বেন শিকংগো  - ১৯ ম্যাচে ১৪ উইকেট।





নামিবিয়ার টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড 


গেরাড ইরাসমাস (অধিনায়ক),জে জে স্মিট,স্টিফেন বার্ড,ডিভান লা কক,নিকোল লপটি ইটন,জেন ফ্রাইলিংক,ডেভিড উইজি,রোবেন ট্রাম্পেলম্যান, কার্ল বির্কেনস্টক,জেন গ্ৰিন,বার্নাড স্কলজ,লোহান লরেঞ্চ,হিলায়ো ইয়াফ্রান্স,টাঙ্গেনি লাঙ্গামেনি, মিখায়েল ভান লিংগেন,বেন শিকংগো।