WHAT'S NEW?
Loading...

আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা পেস অ্যাটাক

                                                               
                                              ছবি: মুস্তাফিজুর রহমান


প্রিয় ক্রিকেট ডটকমঃ এসে গেছে আরেকটি টিটুয়েন্টি বিশ্বকাপ। এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপ এ মাসের ১৬ তারিখে (১৬ অক্টোবর) শুরু হবে । আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপে পেসাররা বিশেষ ভূমিকা পালন করতে পারেন।কারণ ধারণা করা হচ্ছে এবারের টিটুয়েন্টি বিশ্বকাপের (অষ্ট্রেলিয়া) উইকেট পেসারদের কিছু বাড়তি সুবিধা দিতে পারে। যদিও স্মরণযোগ্য যে আইসিসির ইভেন্টগুলোতে স্পোটিং উইকেট তৈরির চেষ্টা থাকে। আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা পেস অ্যাটাক নিয়ে একটি বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করছি।


টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা পেস অ্যাটাক 


সাম্প্রতিক আন্তর্জাতিক টিটুয়েন্টি পরিসংখ্যান এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেটের পারফরম্যান্স ইত্যাদি বিবেচনায়  এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ৮টি পেস অ্যাটাককে সেরা হিসেবে ধরা যায়। এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা ৮ পেস অ্যাটাকের তালিকায় যথাক্রমে দক্ষিণ আফ্রিকা,অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড,ভারত, পাকিস্তান,ওয়েষ্ট ইন্ডিজ ও বাংলাদেশের পেস অ্যাটাককে রাখতে হচ্ছে।  আসুন আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা ৮ পেস অ্যাটাকের ভেতর বাহির দেখে নিই।



দক্ষিণ আফ্রিকা 


দক্ষিণ আফ্রিকা নিঃসন্দেহে এই সময়ের সেরা পেস অ্যাটাকের অধিকারী।আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপেও দলটি যথারীতি সেরা পেস অ্যাটাক নিয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার পেস অ্যাটাকের নেতৃত্বে রয়েছেন কাগিছো রাবাদা(৪৯টি টি২০ ম্যাচে ৫৪ উইকেট শিকারি)। এছাড়া প্রোটিয়াদের পেস অ্যাটাকে আরও রয়েছেন এনরিক নরকিয়া,লোঙ্গি এনগিদি,ওয়েন পার্নেল যারা এই সময়ের শীর্ষ টিটুয়েন্টি বোলার।



অষ্ট্রেলিয়া 


অষ্ট্রেলিয়ার পেস অ্যাটাক যথারীতি এই টিটুয়েন্টি বিশ্বকাপেও যথেষ্ট শক্তিশালী দেখাচ্ছে। এছাড়া স্বাগতিক দেশ হিসেবে অজি পেসাররা এমনিতেই কিছু বাড়তি সুবিধা পাবেন এটি আগাম ধারণা করা যায়। আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে অষ্ট্রেলিয়ার পেস অ্যাটাকের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ মিশেল স্ট্রার্ক( ৫৩টি টি২০ ম্যাচে ৬৯ উইকেট শিকারি)। সেইসাথে অজিদের পেস অ্যাটাকে প্যাট কামিন্স,জস হার্জেলউড,কেইন রিচার্ডসনের মতো বিশ্বসেরা পেসাররা রয়েছেন।



নিউজিল্যান্ড 


আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা পেস অ্যাটাকগুলোর মধ্যে নিউজিল্যান্ডের পেস অ্যাটাক অন্যতম। এছাড়া কন্ডিশন(অষ্ট্রেলিয়া) বিবেচনায় নিউজিল্যান্ডের পেসাররা এবার কিছু বাড়তি সুবিধা পেতে পারেন।অভিজ্ঞ বোলার টিম সাউদি (৯৬টি টি২০ ম্যাচে ১১৫ উইকেট শিকারি) এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে কিউই পেস অ্যাটাকের নেতৃত্বে থাকবেন। এছাড়া কিউইদের  পেস অ্যাটাকে ট্রেন্ট বোল্ট,এডাম মিলনে,লুক ফার্গুসনের  মতো বিশ্বসেরা টিটুয়েন্টি পেসাররা রয়েছেন।


ইংল্যান্ড 



এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের অন্যতম সেরা পেস অ্যাটাক ইংল্যান্ডের। এবং ইংল্যান্ডের পেস অ্যাটাকের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ বোলার ক্রিস জর্ডান(৮১টি টি২০ ম্যাচে ৯০ উইকেট শিকারি)। এছাড়া ইংলিশদের পেস অ্যাটাকে বেন স্টোকস,ক্রিস ওকস,মার্ক উড,সাম কারেনের মতো সেরা পেসাররা রয়েছেন। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় বলা যায় আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের পেসাররা প্রতিপক্ষ ব্যাটারদের ভালো পরীক্ষা নেবেন।



ভারত 



ভারতের পেস অ্যাটাকে যদিও  এবার জাসপ্রিত বুমরা নেই তবু সাম্প্রতিক টিটুয়েন্টি পরিসংখ্যান ও আইপিএলের রেকর্ড বিবেচনায় দলটির পেস অ্যাটাককে সেরার তালিকায় রাখতে হচ্ছে। এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে ভারতের পেস অ্যাটাকের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ বোলার ভুবনেশ্বর কুমার (৭৯টি টি২০ ম্যাচে ৮৫উইকেট শিকারি)। সেই সাথে ভারতের আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে হার্শাল প্যাটেল,হ্নাদিক পান্ডিয়া,অশ্বদীপ সিংয়ের মতো বিশ্বসেরা টিটুয়েন্টি পেসাররা রয়েছেন।




পাকিস্তান 



বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে পাকিস্তানের পেস অ্যাটাক বরাবরই শক্তিশালী হয়ে থাকে এবং এবারো এর ব্যতয় হয়নি। যদিও পাকিস্তানের পেস অ্যাটাকে এবার অভিজ্ঞ শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলি অনুপস্থিত।আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পেস অ্যাটাকের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ বোলার হারিস রউফ(৪৯টি টি২০ ম্যাচে ৬২ উইকেট শিকারি)। এছাড়া পাকদের এবারের  টিটুয়েন্টি বিশ্বকাপ পেস অ্যাটাকে মোঃ হাসনাইন,নাসিম শাহ, মোঃ ওয়াসিম জুনিয়রের মতো মেধাবী পেসাররা রয়েছেন।



ওয়েষ্ট ইন্ডিজ 



ওয়েষ্ট ইন্ডিজ এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের অন্যতম সেরা পেস অ্যাটাকসমৃদ্ধ টিম। এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজ পেসাররা চমক দেখাতে পারেন।অষ্ট্রেলিয়ার উইকেটে উইন্ডিজ পেসাররা এবার দারুণ কার্যকর হয়ে উঠতে পারেন। বাঁহাতি সীমার শেলডন কটরেল (৪২টি টি২০ ম্যাচে ৫০ উইকেট শিকারি) আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজ পেস অ্যাটাকের নেতৃত্ব দেবেন । এছাড়াও উইন্ডিজ পেস অ্যাটাকে এবার জেসন হোল্ডার,আলজারি জোসেফ,ওবেদ ম্যাকয়,ওডিয়ান স্মিথের মতো বিশ্বসেরা টিটুয়েন্টি পেসাররা রয়েছেন।


বাংলাদেশ 



আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেট ও ফ্রাঞ্চাইজি ক্রিকেটের পরিসংখ্যান বিবেচনায় বাংলাদেশের পেস অ্যাটাককেও এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা পেস অ্যাটাকের তালিকায় রাখতে হচ্ছে।বিশেষত বর্তমান আন্তর্জাতিক টিটুয়েন্টি পরিসংখ্যান বিবেচনায় বিশ্বের অন্যতম সেরা টিটুয়েন্টি পেসার মুস্তাফিজুর রহমান(৭৩টি টি২০ ম্যাচে ৯৪ উইকেট শিকারি) এবার বাংলাদেশের পেস অ্যাটাককের নেতৃত্ব দেবেন। সেইসাথে বাংলাদেশের পেস অ্যাটাকে তাসকিন আহমেদ,ইবাদত হোসেন, মোঃ সাইফুদ্দিন, হাসান মাহমুদের মতো চৌকস পেসাররা রয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের পেস অ্যাটাক এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে চমক দেখাতে পারে।