WHAT'S NEW?
Loading...

জিম্বাবুয়ের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

                                                               


প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের জন্য জিম্বাবুয়ের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের উইকেট (অষ্ট্রেলিয়ার) বিবেচনায় জিম্বাবুয়েকে  কিছুটা এগিয়ে রাখতে হচ্ছে। এখানে জিম্বাবুয়ের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ও স্কোয়াডের শীর্ষ পারফরমারদের টিটুয়েন্টি পরিসংখ্যান তুলে ধরা হলো।



শীর্ষ ৫ ব্যাটার 


১. শেন উইলিয়ামস - ৫৮ ম্যাচে ১২৭৪ রান।

২. সিকান্দার রাজা -  ১০৪০ রান।

৩. ক্রেইগ আরভিন - ৪৯ ম্যাচে ১০২০ রান।

৪. ওয়েসলি মেধেভেরে - ৩৬ ম্যাচে ৭৯৫ রান।

৫. রায়ান বার্লে - ৪৭ ম্যাচে ৭২৮ রান।




শীর্ষ ৫ বোলার 


১. লুক জোঙ্গি - ৩৮ ম্যাচে ৪৮ উইকেট।

২. টেন্ডাই চাতারা - ৪০ ম্যাচে ৪৭ উইকেট।

৩. শেন উইলিয়ামস - ৫৮ ম্যাচে ৩৮ উইকেট।

৪. রায়ান বার্লে - ৪৭ ম্যাচে ৩২ উইকেট।

৫. ওয়েলিংটন মাসাকাদজা - ৩৫ ম্যাচে ৩১ উইকেট।





জিম্বাবুয়ের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড 


ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্লে,ওয়েসলি মেধেভেরে,রেগিছ চাকাভা, সিকান্দার রাজা,টেন্ডাই চাতারা,শেন উইলিয়ামস,ব্রাডলি ইভান্স,লুক জোঙ্গি, ক্লাইভ মেডান্ডে, ওয়েলিংটন মাসাকাদজা,ব্লেজিং মুজারাবানি,রিচার্ড এঙ্গারাবা,মিল্টন সোম্বা,টনি মুনোঙ্গা।

স্ট্যান্ডবাই : টানাকা চিবাঙ্গা,ইনোসেন্ট কায়া,কেভিন কাসুভা,টেডিআনসে মারুমানি,ভিক্টর নায়াউচি।