WHAT'S NEW?
Loading...

শ্রীলঙ্কার টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

                                                               


প্রিয় ক্রিকেট ডটকমঃ আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। লংকানদের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে খুব বেশি চমক নেই। লংকানরা এবার প্রত্যাশিত স্কোয়াড নিয়েই বিশ্বকাপে যাচ্ছে। এখানে শ্রীলঙ্কার টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ও স্কোয়াডের শীর্ষ পারফরমারদের টিটুয়েন্টি পরিসংখ্যান তুলে ধরার চেষ্টা করছি।


শীর্ষ ৫ ব্যাটার 


১. দাসুন শানাকা - ৭৪ ম্যাচে ১১২৬ রান।

২.দীনেশ চান্দিমাল - ৬৮ ম্যাচে ১০৬২ রান।

৩. কুশল মেন্ডিস - ৪১ ম্যাচে ৮৩৬ রান।

৪. পাতুন নিশাঙ্কা - ২৯ ম্যাচে ৮০১ রান।

৫. ধানুশকা গুনাতিলকে - ৪৫ ম্যাচে ৭৪১ রান।



শীর্ষ ৫ বোলার 


১. ওয়ানিন্দু হাসারাঙ্গা - ৪৪ ম্যাচে ৭১ উইকেট।

২. দুশমন্ত চামিরা - ৫০ ম্যাচে ৪৮ উইকেট।

৩. লাহিরু কুমারা - ১৯ ম্যাচে ২৩ উইকেট।

৪. মাহিশ থিকসানা - ২৪ ম্যাচে ২২ উইকেট।

৫. দাশুন শানাকা - ৭৪ ম্যাচে ২০ উইকেট।




শ্রীলঙ্কার টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড 


দাশুন শানাকা (অধিনায়ক), ধানুশকা গুণাতিলকে,কুশল মেন্ডিস,পাতুন নিশাঙ্কা,ভানুকা রাজাপাকসে,চারিথ আসালাঙ্কা,ওয়ানিন্দু হাসারাঙ্গা,ধনঞ্জয়া ডি সিলভা,মাহিশ থিকসানা,জেফরি ভেন্ডারসে,চামিকা করুণারত্নে,দুশমন্ত চামিরা,লাহিরু কুমারা,প্রমোদ মাধুশান, দিলশান মাধুশঙ্কা।


স্ট্যান্ডবাই : আশিন বান্দারা,প্রবীণ জয়াবিক্রমা,দীনেশ চান্দিমাল,নুয়ানিন্দু ফার্নান্দো।