WHAT'S NEW?
Loading...

নেদারল্যান্ডসের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

                                                               


প্রিয় ক্রিকেট ডটকম: আসন্ন ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের জন্য ইতোমধ্যে সবগুলো টিমই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে।আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের জন্য নেদারল্যান্ডসও চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে।  ধারণা করা হচ্ছে ( অষ্ট্রেলিয়ার উইকেটে) এবারের টিটুয়েন্টি বিশ্বকাপ আসরে দলটি  চমক দেখাতে পারে। এখানে নেদারল্যান্ডসের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ও স্কোয়াডের শীর্ষ পারফরমারদের টিটুয়েন্টি পরিসংখ্যান তুলে ধরা হলো।



শীর্ষ ৫ ব্যাটার 


১. ম্যাক্স ওডুয়াড - ৫০ ম্যাচ ১৩৪৭ রান।

২. স্টিফেন মাইবার্গ - ৪২ ম্যাচে ৮৬৪ রান।

৩. টম কুপার - ২৫ ম্যাচে ৫৫২ রান।

৪. স্কট এডওয়ার্ডস - ৪৩ ম্যাচে ৫২৩ রান।

৫. বাচ ডি লিডি - ২৩ ম্যাচে ৫১৭ রান।




শীর্ষ ৫ বোলার 


১. পল ভান মিকিরিন - ৫০ ম্যাচে ৫৩ উইকেট।

২. টিম ভান ভার গাগটেন    -   ৪০ ম্যাচে ৪১ উইকেট।

৩. রলফ ভান ডার মেরউই - ৩৩ ম্যাচে ৪০ উইকেট।

৪. ফ্রেডরিক ক্লাসেন - ২৯ ম্যাচে ৩২ উইকেট।

৫. ব্রেন্ডন গ্লবার - ২১ ম্যাচে ৩০ উইকেট।





নেদারল্যান্ডসের টিটুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড 


স্কট এডওয়ার্ডস (অধিনায়ক),কলিন একারম্যান,লঘান ভান বিক,সিরাজ আহমেদ,টম কুপার,ব্রেন্ডন গ্লবার,ফ্রেডরিক ক্লাসেন,টিম ভান ভার গাগটেন,বাচ ডি লিডি,রলফ ভান ভার মেরউই,পল ভান মিকিরিন,স্টিফেন মাইবার্গ,ম্যাক্স ওডুয়াড,টেজা নিদামানুরু,টিম প্রিঙ্গল,বিক্রম সিং।