ছবি:কার্তিক মাহাপান
প্রিয় ক্রিকেট ডটকমঃ হ্যাটট্রিক যেকোন বোলারের জন্য এক বড় অর্জন। এবারের টিটুয়েন্টি বিশ্বকাপেও ইতোমধ্যে একটি হ্যাটট্রিক হয়েছে। চলমান টিটুয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে সংযুক্ত আরব আমিরাতের বোলার কার্তিক মাহাপান শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করেন। উল্লেখ্য আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটি ৩৯তম হ্যাটট্রিক।তবে বাংলাদেশের কোন বোলার এখনো ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে হ্যাটট্রিক করতে পারেন নি। শ্রীলঙ্কার বোলাররা(চারজন পাঁচটি হ্যাটট্রিক করেছেন) আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করেছেন ।কোন দেশের কতজন বোলার ইতোমধ্যে আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন সেই পরিসংখ্যান এখানে তুলে ধরার চেষ্টা করছি।
অষ্ট্রেলিয়া
অষ্ট্রেলিয়ার তিনজন বোলার বোলার যথাক্রমে ব্রেট লি(২০০৭),অ্যাষ্টন এগার(২০২০) ও নাথান ইলিচ(২০২১) আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন।
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার একজন বোলার (কাগিছো রাবাদা ,২০২১) আন্তর্জাতিক টিটুয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন।
নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের জ্যাকব ওরাম (২০০৯),টিম সাউদি (২০১০), মাইকেল ব্রেসওয়েল (২০২২) এই তিন বোলার আন্তর্জাতিক টিটুয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন।
ভারত
ভারতের একজন বোলার (দীপক চাহার,২০১৯)আন্তর্জাতিক টিটুয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন।
শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার চারজন বোলার (থিসারা পেরেরা,২০১৬) ,লাসিথ মালিঙ্গা (২০১৭ ও ২০১৯),অখিলা ধনঞ্জয়া(২০২১) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (২০২১) ইতোমধ্যে আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে ( মোট পাঁচটি) হ্যাটট্রিক করেছেন।
পাকিস্তান
পাকিস্তানের দু'জন বোলার ইতোমধ্যে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন (ফাহিম আশরাফ(২০১৭) ও মোঃ হাসনাইন(২০১৯)।
ওয়েষ্ট ইন্ডিজ
ওয়েষ্ট ইন্ডিজের একজন বোলার (জেসন হোল্ডার ,২০২২) ইতোমধ্যে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন।
আয়ারল্যান্ড
আয়ারল্যান্ডের একজন বোলার (কার্টিস কেম্পার,২০২১) আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন।
আফগানিস্তান
আফগানিস্তানের একজন বোলার (রশিদ খান,২০১৯) ইতোমধ্যে আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন।
কেনিয়া
কেনিয়ার একজন বোলার (ইলিজা ওটিনো,২০২১) আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন।
নেদারল্যান্ডস
নেদারল্যান্ডসের একজন বোলার (লগান ভান বিক,২০২২) টিটুয়েন্টির আন্তর্জাতিক সংস্করণে হ্যাটট্রিক করেছেন।
অন্যান্য
উপরিউক্ত দেশের বোলারদের বাইরে নিম্নোক্ত বোলাররা আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন